ঢাকার বিরক্তির প্রথম আঁচ কিন্তু পশ্চিমবঙ্গের উপরই পড়বে। আঞ্চলিক রাজনীতির সার্বক্ষণিক দোলাচাল কোথাও কাউকে এগিয়ে নেয় না। বাহবাই সব নয়। সমাধানসূত্র বের করার বড় চাপটা এখন পশ্চিমবঙ্গকেই সামলাতে হবে। বড় দৃষ্টিকোণ থেকে মানুষের অর্থনৈতিক ভবিষ্যতকে বুঝতে হবে। সুযোগের সমাধানসূত্র বের করতেই হবে। রবীন্দ্রনাথের ১৫০ বা আজমির যাওয়ার ভাল ব্যবস্থা করে দিয়ে কিছু হবে না। এসব মানুষের অর্থনৈতিক ভবিষ্যতের কোনো কাজে লাগে না। মমতা যেভাবে চাপ সৃষ্টি করলেন, ঠিক সেভাবেই চাপমুক্ত করতে যদি পারেন — তাহলেই বলতে হবে তিনি সফল হয়েছেন। তা যদি তিনি করতে না পারেন, তাহলে এই আন্তর্জাতিক ব্যর্থতার দায় তাকেই নিতে হবে। মমতাকে বুঝতে হবে ঢাকা বাংলায় কথা বলে ঠিকই কিন্তু ঢাকা বিশ্বদৃষ্টিতে দিল্লির সমপর্যায়ের — ঢাকার সাথে যেকোনো ব্যর্থতা আঞ্চলিকতায় পর্যবসিত হবে না — নিঃসন্দেহে সেটা মমতার আন্তর্জাতিক ব্যর্থতা হিসাবেই বিবেচিত হবে। ততক্ষণ আশাবাদী আছি, যতক্ষণ পর্যন্ত মমতা একটা গ্রহণযোগ্য সমাধানসূত্র বের করতে না পারছেন। আর যদি সমাধানসূত্র তিনি একেবারেই বের করতে না পারেন — তাহলে ভারতের প্রাক্তন রেলমন্ত্রী সময়মতো ট্রেনে উঠতে পারেননি বলেই ভবিষ্যতে প্রতীয়মান হবে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২১ comments
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১১ (১২:১৫ অপরাহ্ণ)
প্রথম আঁচ : সেচ প্রকল্পে বিশ্বব্যাংকের ১.৫ বিলিয়ন ডলার ঋণ স্থগিত হয়ে যেতে পারে।
বিস্তারিত পড়ুন : তিস্তা চুক্তি না হলে ক্ষতি হবে পশ্চিমবঙ্গেরই।
Dry cleaning in Grand Prairie Texas - ১৭ সেপ্টেম্বর ২০১১ (১২:৪০ অপরাহ্ণ)
সেচ প্রকল্পে বিশ্বব্যাংকের ১.৫ বিলিয়ন ডলার ঋণ স্থগিত হয়ে যেতে পারে। এর ক্ষতি কাটিয়ে উঠতে ঢাকা সরকার উনাকে ভূর্তকি দিয়ে বাংলার ইলিশ খাওয়াবেন।
মাসুদ করিম - ৬ ফেব্রুয়ারি ২০১২ (১:১৩ অপরাহ্ণ)
যদিও পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলছেন শেখ হাসিনা ব্যস্ততার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন না, কিন্তু দেখে শুনে তা মনে হচ্ছে না, মনে তো হচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে তিস্তাকাণ্ডের আজো কোনো ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত না আসাতেই শেখ হাসিনা কলকাতা যাচ্ছেন না। এনিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয়।
মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১৩ (২:১২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৪ আগস্ট ২০১৩ (১:০২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৪ আগস্ট ২০১৩ (৫:০১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (১:৪৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৫ আগস্ট ২০১৩ (২:২১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৮ আগস্ট ২০১৩ (৬:৩৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৪ জানুয়ারি ২০১৪ (৫:৪৪ অপরাহ্ণ)
আমরা United Nations Convention on the Law of the Sea (UNCLOS) সম্বন্ধে জানি এবং এই আন্তর্জাতিক আইনের মাধ্যমে আমরা বঙ্গোপসাগরের সমুদ্রসীমা বিবাদ বার্মার সাথে মীমাংসা করেছি এবং ভারতের সাথে আমাদের মামলা চলছে। নদীর জলবন্টন নিয়ে এরকম একটা আইনের কনভেনশন হয়েছে কিন্তু এখনও কার্যকারিতার পর্যায়ে আসেনি, UN Convention on the Law of the Non-Navigational Uses of International Watercourses (which has not yet entered into force), আমাদের উচিত এটি যেন দ্রুত কার্যকর হয় তার জন্য এখনই জোর তৎপরতা শুরু করে দেয়া। আর দ্বিপাক্ষিক ভাবে সমাধান না হলে এর মধ্য দিয়েই ভারতের সাথে অভিন্ন নদীর জলবন্টনের মীমাংসার চেষ্টা করা।
মাসুদ করিম - ১২ মার্চ ২০১৪ (১:৪৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৬ মে ২০১৪ (১০:১১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৮ মে ২০১৪ (১১:১৪ পূর্বাহ্ণ)
এবার পানিসম্পদমন্ত্রী বললেন, তিস্তা বা অভিন্ন নদীর পানির ভাগ পেতে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কথা।
মাসুদ করিম - ১১ মে ২০১৪ (৭:০৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৩ আগস্ট ২০১৪ (১০:৫১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৬ আগস্ট ২০১৪ (৮:২৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১৪ (১০:১০ পূর্বাহ্ণ)
এবং
মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১৪ (১:৫১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০১৪ (১:০১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৯ ফেব্রুয়ারি ২০১৫ (১:৪২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ ফেব্রুয়ারি ২০১৫ (১২:১৯ পূর্বাহ্ণ)