শাসকের অনেক বন্ধু। পুলিশ নিষ্ঠুরতম, বুদ্ধিজীবী নিকৃষ্টতম।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৫ comments
প্রাকৃতজন - ৯ ফেব্রুয়ারি ২০১১ (৯:৪১ পূর্বাহ্ণ)
চমৎকার।
অবিশ্রুত - ১০ ফেব্রুয়ারি ২০১১ (৪:০৮ অপরাহ্ণ)
আর নিকটতম বন্ধু? কে সে জন? খুঁজে পাচ্ছি না, শাসকরা কাউকে নিকটজন মনে করে না, যদিও মুখে বলে জনগণের কথা। শাসকের কোনও নিকটজন খুজেঁ পেলে দ্রুত জানান।
মাসুদ করিম - ১০ ফেব্রুয়ারি ২০১১ (৬:৪৩ অপরাহ্ণ)
অস্থি মজ্জায় তৈলসমৃদ্ধ এক ধরনের মনূষ্য প্রজাতি শাসকের শুধু নিকটতম নয় অকৃত্রিম বন্ধুও। অক্লান্ত তৈলমর্দনের পাশাপাশি কুহকী মাদারির খেল্-এ এরা এতই দক্ষ, যে কথিত আছে শাসক টলিলেও ইহারা টলেন না।
নুর নবী দুলাল - ১৭ ফেব্রুয়ারি ২০১১ (১২:০৩ পূর্বাহ্ণ)
এই সব তৈল মর্দনকারীদের স্বার্থের কলসে ঢিল পড়লে শাসকের চর্বিযুক্ত কেদারায় ঝাঁকুনি দিয়ে বর্তমানকে অতীতে পর্যবসিত করতে বিন্দুমাত্র বিলম্ব হয় না।
Pingback: ছোট্ট পোস্টে পাড়ি | মাসুদ করিম