আজ একটি যুগের অবসান হল, আমার ব্যক্তিগত সংবাদপাঠের অভ্যাসে, যেসামান্য জায়গাটুকুও ছিল প্রথম আলোর তার পরিসমাপ্তি ঘটল। এই ৫ নভেম্বর ২০১০ থেকে আমি আর একেবারেই প্রথম আলো পড়ছি না। প্রথম আলোর যুগপূর্তির উৎসবে মতিউর রহমান মুক্তিযুদ্ধের মৌল আদর্শগুলো লিখছেন এরকম
গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক সাম্য ও ন্যায়বিচার এবং অসাম্প্রদায়িকতা
লিখেছেন এখানে। আইনের শাসন, সামাজিক সাম্য ও ন্যায়বিচার এবং অসাম্প্রদায়িকতা ! ভালো, প্রথম আলো।
বাংলাদেশে এখন একটি স্বতন্ত্র পথ তৈরি হয়েছে, কিছু প্রগতিওয়ালা এখন প্রমতির অন্তর্ভুক্ত হয়েছেন। এই পথ এই লক্ষ্য অনেক আগেই মতিউর রহমান প্রথম আলোর পথচলা শুরু করতেই নির্ধারণ করেছেন। আমার স্মৃতি আছে স্মৃতিশক্তি নেই – ওয়াহিদুল হক মারা যাবার কয়েকদিন পর, ৪ নভেম্বর ২০১০এ প্রথম আলোর সম্পাদকীয় পাতায় যেখানে তপন মাহমুদের কলিম শরাফী শ্রদ্ধাঞ্জলি ছাপা হয়েছে, সেখানটায় মতিউর রহমান লিখেছিলেন ওয়াহিদুল হক শ্রদ্ধাঞ্জলি, সেই লেখায় ওয়াহিদুল হকের চেয়ে বেশি কথা ছিল মতিউর রহমানের মাকে নিয়ে কারণ ওই একই হাসপাতালে যেখানে ওয়াহিদুল হক মৃত্যুবরণ করেছিলেন সেখানে বছর কয়েক আগে মতিউর রহমানের মায়েরও মৃত্যু হয়েছিল, সেই লেখায় এমন এক উদ্দেশ্যের কথা ইঙ্গিতে বলা ছিল যেমহান উদ্দেশ্যের সাথে ওয়াহিদুল হক সম্মিলিত হতে ব্যর্থ হয়েছেন, কিন্তু মতিউর ও প্রথম আলো সেপথে হাঁটবেন ঠিক করে রেখেছেন – এক এলিটিস্ট সিভিল ‘মিডিয়া’ তারা গড়ে তুলবেন, আর যখন ওই ওয়াহিদুল হক শ্রদ্ধাঞ্জলি তিনি লিখছিলেন তখন তো ফসল তোলার সময়, দেশে তখন সেনাবাহিনী নিয়ন্ত্রিত ‘এলিটিস্ট সিভিল’ সরকার, যেসরকারকে কিছুদিন হল এখন তিনি বলতে শুরু করেছেন ‘সশস্ত্র বাহিনী সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার’ – প্রমতির খেয়াল হল যেকোনো নিকট অতীতও নিজের প্রয়োজনে নিমেষে বদলে ফেলা। তাই তো তিনি বলেন, যা কিছু আমার জন্য ভালো তার সঙ্গে প্রথম আলো – এখন তিনি আরো এগিয়ে গিয়ে বলেন, যত খুশি যত পার বদলে যাও বদলে দাও।
আমি ওই পুরনো প্রগতির পথেই হাঁটতে চাই, প্রমতির সঙ্গে কখনো হাঁটিনি তবে খবরাখবর রেখেছি, আজ থেকে খবর রাখাও বন্ধ করে দিলাম।
বিভিন্ন সময়ে ‘মুক্তাঙ্গন’এ প্রথম আলো নিয়ে আমার পোস্ট ও মন্তব্যের লিন্ক।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
৩৭ comments
কামরুজ্জামান জাহাঙ্গীর - ৬ নভেম্বর ২০১০ (৮:১৩ পূর্বাহ্ণ)
আপনার লেখাটি একটা আবেগ থেকেই লেখা। এদেশের সংবাদপত্র একেবারে কোনো সুনির্দিষ্ট চরিত্রের ভিতর নেয়। কারণ এটি কোনো সম্পাদকীয় মাধ্যম হিসাবে ডেভলপ করেছে বলে মনে হয় না। একজন সম্পাদক তো সেই পত্রিকার সাংবাদিকদের মুরুব্বি মাত্র, একজন চাকুরে। সে তার চাকুরির স্বার্থে, মধ্যচিত্তীয় তাড়নায়, যা যা করার তা করতে থাকে। তার মগজের ভিতর বিরাজ করে মালিক, সরকার, পরজীবীপুঁজি। আমি একবার বলেওছিলাম মগজে কারফিউ জারি রেখে বিশুদ্ধ সংবাদ হয় না।
আর একজন মতিউর রহমান একটা সিস্টেমের প্রডাক্ট। ইনকিলাব, সংগ্রাম, নয়া দিগন্ত, এমনকি প্রথম আলোকে আপনি না হয় ধরে নিলেন আস্থাহীন পত্রিকা। তো, দৈনিক সংবাদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যখন একজন সালাউদ্দীন কাদের চৌধুরী সহাস্যে (তার হাসির ধরনটা নিশ্চয়ই আপনার নজরে এসেছে) পদচারণা দেন তখন কী বলবেন? কথা হচ্ছে, এখানে পুজিঁর খেলা চলে।
আর মুক্তিযুদ্ধের ভিতর কি রাজনৈতিকভাবে স্বীকৃত একক কোনো আদর্শ ছিল? মুক্তিযুদ্ধের চেতনার স্বরূপ এক-একজন এক-একভাবে হাজির করেছেন। আমি ব্যক্তিগতভাবে ধারণা রাখি, এটি ছিল একটা জনযুদ্ধ, এতে জনসংস্কৃতির ব্যাপক পরিবর্তন হয়, আশা জাগে; কিন্তু রাজনৈতিক শক্তি অতি প্রয়োজনেই তাকে পদদলিত করতে থাকে এবং ক্রমাগত শাসন-পেষণ জারি রাখছে।
মোদ্দা কথা, একজন সম্পাদকের উপর গোস্বা করে একটা সংবাদপত্র না-পড়ার সিদ্ধান্ত নেয়াটা কদ্দূর সঠিক তা ভেবে দেখার বিষয়। ‘প্রথম আলো’ কিন্তু ক্লাসিক বুর্জোয়ার পর্যায়ে থেকে অনেক মানবিক কাজ করে যাচ্ছে।
মাসুদ করিম - ১৫ জুলাই ২০১১ (১০:৩০ পূর্বাহ্ণ)
এখন লেখেন
যখন ওই সরকার ক্ষমতায় ছিল তখন লিখতেন
যেকোনো বর্তমান অপসৃত হওয়া মাত্র তাকে অস্বাভাবিক ঘোষণার বিকট ‘ব্যক্তিত্ব বিভ্রান্তি’র অসুস্থতায় দীর্ঘদিন থেকে সাহসের সঙ্গে চিকিৎসাহীনভবে ভুগছেন তিনি।
মাসুদ করিম - ২৫ মার্চ ২০১২ (১০:২৯ পূর্বাহ্ণ)
বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান দৈনিকের সম্পাদকের এই প্রথম কথা শুনলাম, ভেবেছিলাম বক্তা হিসাবে তিনি তার কর্তা মাহফুজ আনামের মতো পরিশীলিত না হলেও তার অধস্তন মিজানুর রহমান খানের মতো গুছানো হবেন — কিন্তু না তিনি একবারেই হতাশাব্যঞ্জক বক্তা, সত্যিই আরো ভাল আশা করেছিলাম। তবে একটা শব্দের ব্যবহার দেখে খুব মজা লাগল, ‘সন’, বছরের উল্লেখে তিনি এই শব্দটি ব্যবহার করেন, এবং খুবই সচেতনভাবে করেন, মুখ ফসকে একবারও ‘সাল’ বলেন না, নিজেকে কঠোর নিয়মে গেঁথে নিয়েছেন। ১৯৭১ সন, যু্দ্ধের সন — কেন এত সন, সন কে জানে! তিনি কি ‘নামাজ’কে ‘সালাত’ বলেন? ‘খোদা’কে ‘আল্লাহ’ — কঠোর নিয়মের অধীন হয়ে? আমরা তো যখন যেটা মন চায় সেটাই বলি।
মাসুদ করিম - ১৭ জুন ২০১৩ (১১:৪১ পূর্বাহ্ণ)
মজা পুকুর, মজা নালা, মজা খাল, মজা নদী দেখেছেন — কেন মজা আলো দেখেননি? — প্রথম আলো দেখুন ‘মজা আলো’ দেখা হয়ে যাবে।
মাসুদ করিম - ১২ অক্টোবর ২০১৩ (১০:১৭ পূর্বাহ্ণ)
বিস্তারিত এখানে।
মাসুদ করিম - ২ নভেম্বর ২০১৩ (৬:০৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ নভেম্বর ২০১৩ (২:৫২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ ডিসেম্বর ২০১৩ (৮:৫৪ অপরাহ্ণ)
মতিউর রহমানের খেলনা গাড়ির স্টোরকিপার অবকবি* তব সাংবাদিক সোহরাব হাসান নিজের মাথার খুলি ছাড়া আর কিছুই কোথাও খুঁজে পাচ্ছেন না, কারণ ওটা ছাড়া আর সবকিছুই তিনি প্রমতিকে দান করেছেন।
*
মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১৪ (১২:২১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১৪ (১২:১৬ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৭ জানুয়ারি ২০১৪ (৪:৪০ অপরাহ্ণ)
সুধাংশু তুই পালা
মাসুদ করিম - ৮ জানুয়ারি ২০১৪ (১০:৩৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৮ জানুয়ারি ২০১৪ (১১:৫৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩১ মার্চ ২০১৪ (৫:২০ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ মে ২০১৪ (৫:৪৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ মে ২০১৪ (১২:০১ অপরাহ্ণ)
মারদাঙ্গা রিপোর্ট ‘থম আলো’র
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০১৪ (১২:০৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৭ জানুয়ারি ২০১৫ (৬:২৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২১ ফেব্রুয়ারি ২০১৫ (১২:০৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ জুন ২০১৫ (১০:১৯ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৪ আগস্ট ২০১৫ (৯:৫১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২ জুলাই ২০১৫ (১১:৪৭ পূর্বাহ্ণ)
ভারতীয় ক্রিকেট টিমকে ব্যঙ্গ করতে গিয়ে মুস্তাফিজের বোলিং বিশেষত্ব অফট্র্যাক কাটারকেই ব্যঙ্গ করল প্রথম আলোর নাকে খত দেয়া* পাল্টে দাও বেঞ্চমার্ক ‘রসআলো’।
* নাকে খত দেয়ার আগে নাম ছিল – ‘আলপিন’।
মাসুদ করিম - ১৪ জুলাই ২০১৫ (১১:৩৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৮ জুলাই ২০১৫ (৬:৫১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩০ আগস্ট ২০১৫ (৮:২১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩১ আগস্ট ২০১৫ (১২:২০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১৫ (১২:০৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১৫ (৩:৫১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১৫ (২:৩০ অপরাহ্ণ)
দেশের একজন শিক্ষামন্ত্রী কীভাবে এ রকম আজগুবি একটা বিষয় বিশ্বাস করতে পারেন সেটা অবশ্যি আমি পরদিন ভোরবেলাতেই বুঝতে পেরেছিলাম। অনলাইনে খবরটি নিশ্চয়ই আগেই ছাপা হয়েছে, আমি দেখিনি। সারা দেশের সকল পত্রপত্রিকা যখন ছাত্রলীগের এই হামলার নিন্দা করে খবর ছাপিয়েছে, সকল টিভি চ্যানেল যখন খুব গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করেছে, তখন ‘প্রথম আলো’ তাদের খবরের শিরোনাম করেছে এভাবে: ‘ছাত্রলীগের হাতে শিক্ষক এবং শিক্ষকের হাতে উপাচার্য লাঞ্ছিত’।
‘প্রথম আলো’ এই দেশের মূলধারার পত্রিকা। এই দেশের মূলধারার অনেক মানুষ এই পত্রিকা পড়েন, তাদের সার্কুলেশন বিশাল। কাজেই ঘটনার পরের দিন বাংলাদেশের অসংখ্য মানুষ জেনে গেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এতই নিকৃষ্ট শ্রেণির প্রজাতি যে, তারা ভাইস চ্যান্সেলরকে লাঞ্ছনা করতে সংকোচ বোধ করেন না। ‘প্রথম আলো’র ইতিহাসে এই প্রথমবার ছাত্রলীগের দুস্কর্মের বর্ণনা ‘হা বিতং’ করে ছাপা হল না!
মাসুদ করিম - ২৩ ডিসেম্বর ২০১৫ (৯:৫৭ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৫ ফেব্রুয়ারি ২০১৬ (৫:৪৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ মার্চ ২০১৬ (৮:১৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২ ডিসেম্বর ২০১৮ (৭:৩২ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০১৮ (৯:২৮ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৩ ডিসেম্বর ২০১৮ (১২:৪৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০১৯ (৪:২৮ পূর্বাহ্ণ)
//”আপনি বেশ সেক্সিস্ট” বললে এককালে কেউ কেউ খুশি হতো, লজ্জা পেত। ভাবত তাকে সেক্সি বলছি। কারণ সেক্সিস্ট শব্দটার মানে জানত না। সেক্স শুনেই অজ্ঞান। একবার তাও এক কলিগ জিজ্ঞেস করেছিল, “আপু, সেক্সিস্ট কি নতুন কোনো শব্দ?” সেক্সিস্টের অর্থ শুনে উনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
তো, সেক্সিস্ট মানে কী?
যে ব্যক্তি মানুষের সেক্স অর্থাৎ জৈবিকভাবে প্রাপ্ত লিঙ্গপরিচয়ের ভিত্তিতে বৈষম্যমূলক/অবমাননাকর মতপ্রকাশ/আচরণ করে সে সেক্সিস্ট।
যারা এতকাল নারীর শরীরের ভাঁজে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে রহস্য খুঁজেছেন, তা নিয়ে লিখেটিখে ভেবেছেন খুব সাহিত্য হচ্ছে, তাদের এখন জানতে হবে যে সেই দিন শেষ। এগুলো সেক্সিস্ট আচরণ। এগুলো করলে আপনাকে দুয়ো দেওয়া হবে। নারীর রহস্য আর কিছুই না, আপনার নিজের চিন্তার সংকীর্ণ গলির অন্ধকারে হারিয়ে যাওয়া আপনার শুভবুদ্ধি। এটা এখন বুদ্ধিবৃত্তির আস্তাকুঁড়ে যাবে।//Trishia Nashtaran
মাসুদ করিম - ৩১ জুলাই ২০২০ (৪:১২ অপরাহ্ণ)