আমরা সবাই আফ্রিকান

মানবতার প্রথম দ্যাশ আফ্রিকা[...]

মানবতার প্রথম দ্যাশ আফ্রিকা, ডেসমন্ড টুটু, আজ আমাদের সবাইকে মানবতার দ্যাশের বাড়ি আফ্রিকায় স্বাগত জানালেন, বললেন, আমরা সবাই আফ্রিকান, হ্যাঁ সত্যিই, আমরা সবাই আফ্রিকান।

ত্রাস ও আঘাতের জগত থেকে শান্তিতে, শান্তির দিকে, শান্তির কাছে আমাদের প্রত্যাগমন ঘটুক, শান্তি ও ভালবাসায় — আমাদের অবস্থান দৃঢ় হোক : টুটু ও ম্যান্ডেলার আহবান আমাদের কাছে।

বিশ্বকাপ। বিশ্বশান্তি।

আমরা এখন দ্যাশের বাড়ি, আমরা সবাই আফ্রিকান।

বিশ্বকাপ ২০১০, কিক-অফ
কৃষ্ণ ত্রয়োদশী চট্টগ্রাম

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

১০ comments

  1. মাসুদ করিম - ১৩ জুন ২০১০ (৯:৩৭ পূর্বাহ্ণ)

    আমাদের ভেঁপু, আফ্রিকান ভুভুজেলা, এবারের বিশ্বকাপের প্রধান চরিত্র। সারা মাঠে সারাক্ষণ বাজছে এই ভুভুজেলা। পড়ুন আজকের গণশক্তিতে ভুভু ভুবনে

    • বিনয়ভূষণ ধর - ১৪ জুন ২০১০ (২:২২ অপরাহ্ণ)

      মাসুদ ভাই!
      এবারের ২০১০’বিশ্বকাপ-এর সবচেয়ে চমৎপ্রদ ও আকর্ষণীয় বস্তু হচ্ছে এই “ভুভুজেলা”।
      অসাধারন তার গগনবিদারী আওয়াজ!
      যখন একসাথে অনেকগুলো “ভুভুজেলা” বাজতে থাকে তখন ভাল করে কান পেতে শুনলে মনে হবে যেন একঝাঁক মৌমাছি ভনভন করে আওয়াজ করছে একসাথে…
      “ভুভুজেলা” দীর্ঘজীবি হোক্!!!

  2. মাসুদ করিম - ১৫ জুন ২০১০ (১০:১১ পূর্বাহ্ণ)

    ভুভুজেলা নিষিদ্ধ করার চিন্তাভাবনা চলছিল। কিন্তু সেপ ব্ল্যাটার সেটা করছেন না। তিনি বলছেন

    “I dont see banning the music traditions of fans in their own country. Would you want to see a ban on the fan traditions in your country?”

    ধন্যবাদ, ব্ল্যাটার। আমরা ভুভুজেলায় মাতোয়ারা।
    খবরের লিন্ক

  3. মাসুদ করিম - ৭ জুলাই ২০১০ (১০:৪৯ পূর্বাহ্ণ)

    আফ্রিকার ভুভুজেলার পর এবার জার্মানির ‘ত্রিনয়ন’ অক্টোপাস, জার্মানির সব ম্যাচের ফলাফল আগাম ঠিকঠাক বলে দিয়েছিলেন। গতকাল এও বলে দিয়েছেন আজ সেমিফাইনালে জার্মানি জিতছে না, তাই পুরো জার্মানির মন খারাপ। দেখা যাক ‘ত্রিনয়ন’ অক্টোপাস আজকের জন্য মিথ্যা হন কি না। কারণ এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপেও ‘ত্রিনয়ন’ অক্টোপাসের ভবিষ্যৎ বাণী মিথ্যা হয়েছিল : সেবার জার্মানির জেতার কথা ছিল, কিন্তু আসলে জিতেছিল স্পেন। পড়ুন এখানে ও ফটো দেখুন এখানে

    • মাসুদ করিম - ৮ জুলাই ২০১০ (২:৫৯ পূর্বাহ্ণ)

      জার্মানি হেরেছে অক্টোপাস জিতেছে। জয় ত্রিনয়নের জয়, জয় গণকঠাকুরের জয়। স্পেন হল্যান্ডের জন্য অক্টোপাস গণনার ব্যবস্থা মনে হয় না জার্মানি করবে। কিন্তু এই মন্তব্যকারী ‘ত্রিকালঅজ্ঞ’এর কেন জানি মনে হচ্ছে স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে। আর সেই জয় উপভোগ করতে তারাই সবচেয়ে জোরে পৃথিবীতে ভুভুজেলা বাজাবে।

  4. মাসুদ করিম - ১০ জুলাই ২০১০ (১০:২৯ পূর্বাহ্ণ)

    কাপ যাবে স্পেনের ঘরে : ‘ত্রিনয়ন’ অক্টোপাস
    কাপ যাবে হল্যান্ডের ঘরে : ‘ত্রিনয়ন’ পারাকিত মনি
    আমার চোখ শুধু ‘রবেন’-এর দিকে — ফুটবল খেলা শুধু নয় ফটোফিনিশ দক্ষতায় ট্যাকলের বিপক্ষে এমনভাবে পড়ে যেতে সে সিদ্ধদেহ, রেফারিকে যে কোনো ভুল সিদ্ধান্তে সে প্ররোচিত করতে পারে। আর স্পেনের প্রধান দুর্বলতা গোল করার ‘ক্লিনিক্যাল’ দক্ষতা এদলের কারোরই নেই। দেখা যাক কী হয়!

    • মাসুদ করিম - ২৬ অক্টোবর ২০১০ (৬:৪০ অপরাহ্ণ)

      এই সোম বা মঙ্গলবারের কোনো এক সময় ‘ত্রিনয়ন’ অক্টোপাস মারা গেছে। খবরটি পড়ুন এখানে

  5. মাসুদ করিম - ২৩ জুলাই ২০১০ (৯:২৬ অপরাহ্ণ)

    অসাধারণ টুটু পুরোপুরো ব্যক্তিগত জীবনে চলে যাচ্ছেন, জনজীবন থেকে বিদায় ঘোষণা করেছেন গতকাল। এবারের বিশ্বকাপে তার উপস্থিতি আমাকে আলোড়িত করেছিল, সেই আলোড়ন থেকেই লিখেছিলাম এই পোস্ট : তিনি যেমনটি চেয়েছেন পরিবারের সাথে অবসর জীবন ও খেলা দেখে আনন্দ উপভোগ করবেন আশা করি তেমন শান্তির জীবন কাটাতে পারবেন তিনি। এখানে খবরের ভিডিও লিন্ক

  6. মাসুদ করিম - ৮ নভেম্বর ২০১৩ (১১:৪৬ পূর্বাহ্ণ)

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.