দেশভাগ আমাদের কাছে বাংলাভাগ। অনেক দিন হল বাংলা ভাগ হয়ে গেছে। ভাগ দিনে দিনে গভীর হয়েছে। আজ এবং ভবিষ্যতে আর কখনো বাংলা এক হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। ইতিহাস ও সংস্কৃতি-ও দিনে দিনে এতই আলাদা হয়ে গেছে, আজ আর এক সময়ের ‘বাংলাদেশ’-এর কোনো স্মৃতি আমাদের প্রজন্মের অন্তরে উদ্ভাসিত নয়। একই দেশ দুই পৃথক রাষ্ট্রের (আসলে তিনটি : ভারত পাকিস্তান বাংলাদেশ) শাসনে অন্তরে বাহিরে দুই সম্পূর্ণ পৃথক দেশ হয়ে উঠেছে।
কিন্তু দুই বাংলার এক প্রতিষ্ঠানে একীভূত হওয়ার একটি সুযোগ আছে। বাংলা ভাষা নিয়ে দুই বাংলা মিলে একটি ভাষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। যেপ্রতিষ্ঠান ভাষার চর্চা, পরিচর্যা, প্রচার ও প্রসারে নিবেদিত হতে পারে। এপ্রতিষ্ঠান অভিবাসী বাংলাভাষীদের জন্যও ভাষাচর্চার সুযোগ সৃষ্টি করে দিতে পারে। এবং একই সাথে এই প্রতিষ্ঠানে বিদেশে বিভাষীদের বাংলা শেখানোর উদ্যোগ নিতে পারে। আর এপ্রতিষ্ঠানটির নাম কী হতে পারে?— হ্যাঁ, নাম হতে পারে ‘জয় বাংলা’। এভাবে জয় বাংলা তার দ্বিতীয় বিজয়ের দিকে এগিয়ে যেতে পারে। প্রথম ‘জয় বাংলা’ আমাদের দিয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই ‘জয় বাংলা’ আমাদের দিতে পারে সারা পৃথিবীর বাংলাভাষীদের নিজস্ব ভাষাপ্রতিষ্ঠান। এই ভাষাপ্রতিষ্ঠানের মধ্য দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া যায় বাংলা ভাষার পাঠাগার। এবং এই পাঠাগারই পারে ভাষাকে সবচেয়ে বেশি প্রাণবান রাখতে। এরপর এপ্রতিষ্ঠানই বাংলাভাষীদের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে মাতিয়ে তুলতে পারে অনুষ্ঠানের পর অনুষ্ঠান।
এপ্রতিষ্ঠান হতে পারে আমাদের বহুআকাঙ্ক্ষিত রাষ্ট্রের কাছ থেকে ভাষা ও সংস্কৃতিকে আলাদা করে ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যম। এ মুক্তিকেও আমরা ধরব ‘জয় বাংলা’ নামে।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
২ comments
বিনয়ভূষণ ধর - ৯ মার্চ ২০১০ (১১:১৭ পূর্বাহ্ণ)
@মাসুদ ভাই!
এইবারের বইমেলায় সবচেয়ে বেশী আলোচিত বিষয় ছিলো আমাদের প্রাত্যহিক জীবনে আরো কিভাবে পরিশুদ্ধভাবে প্রমিত বাংলা ভাষার সর্ব্বোচ ব্যবহার করা যায়। বাংলা একাডেমী সম্ভবত: খুব কঠিন কিছু নীতিমালা তৈরী করতে যাচ্ছে ভাষা ব্যবহারের ক্ষেত্রে। তারপর থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে কবি-সাহিত্যিকদের মধ্যে ভালোরকম প্রতিক্রিয়া হয়েছে।
আপনার এই বিষয়টি পুরোপুরিভাবে সমর্থনযোগ্য। তবে এই প্রতিষ্ঠানের নাম ‘জয় বাংলা’ রাখা যাবে কিনা তা সেটা সময়ের দাবীতে ছেড়ে দেয়া গেলো। তবে অতি আবশ্যক বিষয়টি হচ্ছে প্রমিত বাংলা ভাষার ব্যবহার কিভাবে আরো আধুনিক ও সহজবোধ্য করা যায় সে ব্যাপারটির উপর খুব জোর দেয়া দরকার।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি মাসুদ ভাই!
মাসুদ করিম - ১৫ এপ্রিল ২০১৯ (৩:২৬ পূর্বাহ্ণ)