সেরা রাঁধুনী-১৪১৪ বিজয়ীর পুরস্কার ১০,০০,০০০ টাকা, পড়তে কষ্ট হচ্ছে তো, আমারও হয়েছিল, দশ লক্ষ যে হতে পারে ভাবিনি। ‘প্রথম আলো’ সেরা বইয়ের পুরস্কারের অর্থমূল্য সম্ভবত ৪০,০০০ টাকা, খুব সহজেই পড়া যাচ্ছে তাই তো, চল্লিশ হাজার, এতো সহজে পড়বার মতো পুরস্কার হয়তো আমাদের দেশে আর নেই। গত দুবছর সম্ভবত পেয়েছিলেন হাসান আজিজুল হক ও দ্বিজেন শর্মা। আমি ভেবে পাই না কেন এ পুরস্কার তাঁরা গ্রহণ করলেন। সম্মান! পরিচিতি! এ দুজনের এসবের অভাব আছে বলে তো আমার কখনো মনে হয়নি। তাঁরা এবং যদি অন্যরাও বর্জন করতেন এ পুরস্কার আমি মনে করি সম্মানিত হতো লেখকের বৃত্তি। অনেকে হয়তো বলতে পারেন টাকায় কী এসে যায়, কিন্তু আমি বলতে চাই যেটাকায় কিছুই হয় না সেটাকার ভারবাহী হয়ে লেখকের কী লাভ!

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
