সেরা রাঁধুনী

সেরা রাঁধুনী-১৪১৪ বিজয়ীর পুরস্কার ১০,০০,০০০ টাকা, পড়তে কষ্ট হচ্ছে তো, আমারও হয়েছিল, দশ লক্ষ যে হতে পারে ভাবিনি। ‘প্রথম আলো’ সেরা বইয়ের পুরস্কারের অর্থমূল্য সম্ভবত ৪০,০০০ টাকা, খুব সহজেই পড়া যাচ্ছে তাই তো, চল্লিশ হাজার, এতো সহজে পড়বার মতো পুরস্কার হয়তো আমাদের দেশে আর নেই। গত দুবছর সম্ভবত পেয়েছিলেন হাসান আজিজুল হক ও দ্বিজেন শর্মা। আমি ভেবে পাই না কেন এ পুরস্কার তাঁরা গ্রহণ করলেন। সম্মান! পরিচিতি! এ দুজনের এসবের অভাব আছে বলে তো আমার কখনো মনে হয়নি। তাঁরা এবং যদি অন্যরাও বর্জন করতেন এ পুরস্কার আমি মনে করি সম্মানিত হতো লেখকের বৃত্তি। অনেকে হয়তো বলতে পারেন টাকায় কী এসে যায়, কিন্তু আমি বলতে চাই যেটাকায় কিছুই হয় না সেটাকার ভারবাহী হয়ে লেখকের কী লাভ!

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

১০ comments

  1. পার্থ সরকার - ৩ সেপ্টেম্বর ২০০৮ (৪:২৫ পূর্বাহ্ণ)

    একটি লেখায় এতগুলি “সম্ভবত”? আরো একটু নিশ্চিত হয়ে লিখুন ভাই। সাহিত্যে নোবেল পুরষ্কার এখনো (অধিকাংশ ক্ষেত্রেই) সাহিত্য বিচারের মানদন্ড হিসাবেই ব্যবহৃত হয়। আপনিওকি নোবেল বিজয়ী সাহিত্যিকদের অগ্রাধিকার দেন না পাঠতৃষ্ণা মেটাবার জন্য? প্রথম আলো সাহিত্য পুরষ্কার গ্রহণে কি সমস্যা? একটি ব্যাখ্যা আশা করতে পারি কি? আপনি কেন প্রত্যাশা করছেন, আপনার প্রিয় সাহিত্যিকগণ প্রথম আলো সাহিত্য পুরষ্কার গ্রহণ করবেন না? (যেখানে সেরা সাহিত্যিকদেরও পুরষকার বিরাগের কথা কোন কালেই শোনা যায় না, ব্যতিক্রম বাদ দিলে)

    আপনার লেখার প্রথম অংশটি বড়ই মর্মান্তিক। রান্নাবান্না করে মহিলারা পুরষ্কার পাচ্ছে দশ লক্ষ টাকা আর লেখকরা পাচ্ছে চলি্লশ হাজার। তুলনা হিসাবে পীড়াদায়ক। কিন্তু ঐ মহিলাদের পুরষকৃুত কি প্রথম আলো করছে নাকি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান করছে? ব্যবসায়িক প্রতিষ্ঠানই করছে। আর লেখকদের পুরষকৃত করছে প্রথম আলো।

    • মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০০৮ (১১:২৪ পূর্বাহ্ণ)

      একটু নোবেল পুরষ্কারের অর্থমূল্য নিয়ে ভাবুন।

    • অলকেশ - ৪ সেপ্টেম্বর ২০০৮ (১০:৪৬ অপরাহ্ণ)

      @পার্থ সরকারঃ আপনি বোধ হয় মন্তব্য দিতে গিয়ে একটু বেশী ঝাঁঝ দিয়ে ফেলেছেন। বিষয়টা কি অন্য ভাবে বলা যেত না?

    • সরোয়ার - ৪ সেপ্টেম্বর ২০০৮ (১০:৫০ অপরাহ্ণ)

      @পার্থ সরকার
      একটু মনে হয় বেশী কড়া করেই বলে ফেললেন (“একটি লেখায় এতগুলি “সম্ভবত”? আরো একটু নিশ্চিত হয়ে লিখুন ভাই”)! রাঁধুনীদের পুরস্কার দিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর লেখকদের পুরস্কার দিচ্ছে প্রথম আলো। প্রথম আলো কি ব্যবাসায়িক প্রতিষ্ঠান না? আর সেরা সাহিত্যিকদের পুরস্কার বিরাগের কোন উদাহরণ কি আসলেই আপনার জানা নেই?

      • পার্থ সরকার - ৬ সেপ্টেম্বর ২০০৮ (৪:২১ পূর্বাহ্ণ)

        আমার কথায় ঝাঁঝ থাকলে আমি আন্তরিকভাবেই মাসুদ করিমের কাছে দু:খপ্রকাশ করছি। তবে হাসান আজিজুল হক, দ্বিজেন শর্মা আমাদের সেরা লেখক। এঁদের নামের আগে সন্দেহসূচক “সম্ভবত” কাম্য নয়। উভয়েই পুরষ্কারটা পেয়েছিলেন (যথাক্রমে “আগুনপাখি” ও “কুরচি, তোমার লাগি” বই এর জন্য)।
        হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শগত কারণে তো আমাদের দেশেই আদমজী পুরষ্কার বর্জনের উদাহরণ আছে। কেউ কেউ তো নোবেল পুরষ্কারও বর্জন করেছিলেন। তবে এসব ব্যাতিক্রম ঘটনা। কালেভদ্রে ্রঘটে থাকে।
        আবারও দু:খ প্রকাশ করছি মাসুদ করিমের কাছে। এবং ব্লগে তাঁর নিয়মিত লেখা প্রত্যাশা করছি।

        • অলকেশ - ৭ সেপ্টেম্বর ২০০৮ (১২:৪৮ পূর্বাহ্ণ)

          @পার্থ সরকারঃ ব্লগে আপনারও নিয়মিত পোষ্ট/মন্তব্য আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

        • মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০০৮ (৬:০১ অপরাহ্ণ)

          আরে না না! ঝাঁঝ কেন।সম্ভবতের অর্থবিভ্রাট ঘটেছে আপনার দিক থেকে এই যা।’অর্থমূল্য সম্ভবত ৪০,০০০ টাকা’– এ ‘সম্ভবত’ মানে অংকের ভাষায়, কিছু কমবেশী হতে পারে,এবং এখানে ব্যবহৃত হয়েছে যেহেতু আমি স্মৃতি থেকে লিখছি,স্টেটমেন্ট দেখে নয়,কাজেই একটু এদিক ওদিক হলে যেন পাঠকরা জেনে নেন,বা কারো হাতে স্টেটমেন্ট থাকলে যেন জানিয়ে দেন।টাকার ব্যাপার তো তাই আমি এ ‘সম্ভবত’ দিয়ে হিসাববিজ্ঞানসম্মত থাকতে চেয়েছি।’গত দুবছর সম্ভবত পেয়েছিলেন’– হ্যাঁ আমি জানি কি বইয়ের জন্য তাঁরা পুরষ্কার পেয়েছিলেন, কিন্তু এখানে ‘সম্ভবত’ বলছে, ঠিক গত দুছর কী? মানে সাল নিয়ে আমার স্মৃতি নিশ্চিত নয়। এইতো!মন্তব্যের জন্য ধন্যবাদ,আর প্রিয় লেখকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার এই মাত্রা যেন অক্ষুন্ন থাকে সেই শুভকামনা।

  2. রণদীপম বসু - ৩ সেপ্টেম্বর ২০০৮ (৬:৪৪ অপরাহ্ণ)

    দুটোর প্রেক্ষিত অবশ্য ভিন্ন। যদিও রাধুনি পুরস্কারে বিপুল অঙ্কের পাশাপাশি লেখকদের সৃজনশীলতার পুরস্কারটা কৌতুককর মনে হলেও এটাই বাস্তবতা।
    সৃজনশীল সাহিত্য আর ব্যবসার মধ্যে মনে হয় এই উল্টোরথের দৌড়াত্বকে অস্বীকার করবো কী করে ?
    তবে আপনার পোস্ট ভেতরে নাড়া দিয়েছে বৈ কি।

  3. মাসুদ করিম - ৫ ডিসেম্বর ২০০৮ (৮:৩৩ পূর্বাহ্ণ)

    এবার ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরষ্কারের অর্থমূল্য হলো ৫০,০০০ টাকা। ১০,০০০ টাকা বাড়াতে ভালো লাগছে। খুবই ভালো লাগবে যদি খুব কম সময়ের ব্যবধানে এর অর্থমূল্য আরো দশগুণ বেড়ে যায়। আর আগামী বছর নিদেন পক্ষে দুগুণ বেড়ে ১০০,০০০ টাকা হলে বুঝব বই নিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য পুরষ্কারটি সত্যিই পুরষ্কারের কলেবর বাড়াতে তৎপর হয়ে উঠেছে।

  4. মাসুদ করিম - ২০ জানুয়ারি ২০১৭ (১:১৭ অপরাহ্ণ)

    আইএফআইসি সাহিত্য পুরস্কার পাঁচ লাখ টাকা, যাক, ছাড়াতে না পারলেও সেরা রাঁধুনীর অর্ধেক পর্যন্ত পৌঁছেছে বাংলাদেশের অন্তত একটা সাহিত্য পুরস্কার। আর আবদুল্লাহ আবু সায়ীদকে দেখছি সামাজিক আন্দোলন ও সাহিত্য চর্চায় আজীবন সম্মাননার সঙ্গে ৪০ লাখ টাকার চেকও দেওয়া হয়েছে।

    আইএফআইসি সাহিত্য পুরস্কার পেলেন অসীম সাহা, ওয়াসি আহমেদ

    ‘আইএফআইসি ব‌্যাংক সাহিত‌্য পুরস্কার ২০১৫’ পেয়েছেন কবি অসীম সাহা ও লেখক ওয়াসি আহমেদ।

    অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ৪০ বছর পূর্তি উপলক্ষ‌্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

    সামাজিক আন্দোলন ও সাহিত্য চর্চায় অনন্য অবদানের জন্য তাকে সম্মাননার সঙ্গে ৪০ লাখ টাকার চেকও দেওয়া হয়।

    বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    অসীম সাহা এবং ওয়াসি আহমেদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান।

    ‘ম-বর্ণের শোভিত মুকুট’ নামে বইয়ের জন্য অসীম সাহা এবং ‘তলকুঠুরির গান’ বইয়ের জন্য ওয়াসি আহমেদকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

    ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম বছর ‘জলেশ্বরীর দিনপত্রী’র জন্য সৈয়দ শামসুল হক এং ‘অনন্য জীবনানন্দ’র বইয়ের জন্য ফারুক মঈনউদ্দীনকে এই পুরস্কার দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “এখানে দুই অনুষ্ঠান হওয়া উচিত ছিল। আর্থিক মূল্যে সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারের একটা অনুষ্ঠান আর মানুষ গড়ার কারিগর আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে অন্য অনুষ্ঠান।”

    বিশ্বসাহিত্য কেন্দ্রের সূত্র ধরেই ৩৯ বছর আগে আব্দুল্লাহ আবু সায়ীদের সঙ্গে পরিচিত হওয়ার স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী।

    পুরস্কারের প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আবু সায়ীদ জানান, তিনি যখন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, তখন এর আর্থিক মূল্য ছিল ৪০ হাজার টাকা।

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.