পঞ্চাশ বছরের গাছ

কয়েকদিন আগে বিপ্রদাশ বড়ুয়া পঞ্চাশ বছরের একটি গাছের যাবতীয় কাজের একটা মূল্যায়ন করেছিলেন। একটি পঞ্চাশ বছরের গাছ যে অক্সিজেন তৈরী করে তার মূল্য ৭.৫ লাখ টাকা, জীবজন্তুর আমিষ সরবরাহ করে ৬০ হাজার টাকা, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বৃদ্ধির মূল্য ৭.৫ লাখ টাকা, জলের আবর্তনচক্রের আর্দ্রতা নিয়ন্ত্রনের মূল্য ১৫ লাখ টাকা, পাখি ও পোকামাকড় ইত্যাদির আশ্রয় হিসেবে মূল্য ৭.৫ লাখ টাকা। মোট ৪৭ লাখ ১০ হাজার টাকা।

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৭ comments

  1. nupur - ২ আগস্ট ২০০৮ (৬:৩৩ অপরাহ্ণ)

    lekhati puro dekhte pelamna to..

    • মাসুদ করিম - ৩ আগস্ট ২০০৮ (৯:৩৪ পূর্বাহ্ণ)

      লেখাটি এটুকুই। তবে আপনি পুরোপুরি নাও দেখতে পারেন, কারণ, ফন্টস মাঝে মাঝে সমস্যা করে। তবে যদি মোট দিয়ে শেষ হয় তাহলে ঠিক আছে। আর নুপুরভাই সময় পেলে PHONETIC কীবোর্ডটি দেখে নিন, তাহলে খুব সহজে বাংলায় লিখতে পারবেন।

  2. ইমতিয়ার - ২ আগস্ট ২০০৮ (১০:৩৬ অপরাহ্ণ)

    লেখাটি সম্ভবত এইটুকুই… তবে তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ।

  3. মাসুদ করিম - ২৭ জুন ২০১০ (১২:৩৭ অপরাহ্ণ)

    পৃথিবীর বর্তমান মোট জনসংখ্যার ছয় মাসের অক্সিজেনের উৎপাদন খরচ হবে : ২৭,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ টাকা। দুই হাজার সাত শত অর্বুদ অর্বুদ বা দুই লক্ষ সত্তর হাজার কোটি কোটি টাকা। ৩৮ ট্রিলিয়ন (৩৮,০০০,০০০,০০০,০০০) ডলার।

    আর গাছ এই অর্বুদে অর্বুদে অর্থ বাঁচিয়ে আমাদের বিনা খরচে প্রাণবায়ু সরবরাহ করে যাচ্ছে। আর আমরা?

  4. মাসুদ করিম - ১৭ মে ২০১৫ (১০:০৫ অপরাহ্ণ)

    বনায়নে ইকুয়েডরের রেকর্ড

    বনায়নে বিশ্ব রেকর্ড গড়েছে ইকুয়েডর। শনিবার দেশটির হাজার হাজার মানুষ ২শ’র বেশি প্রজাতির ৬ লাখ ৪৭ হাজার ২৫০টি গাছ লাগিয়েছে।

    প্রতি ঘণ্টায় সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ড রয়েছে ফিলিপাইনের। জাতীয় বনায়ন কর্মসূচির অংশ হিসেবে দেশটিতে গত সেপ্টেম্বরে ৩২ লাখ গাছের চারা রোপণ করা হয়।

    ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া তার সাপ্তাহিক ভাষণে বলেন, ‘আমাকে এই মাত্র জানানো হয়েছে যে, আমরা বনায়নের ক্ষেত্রে আগের গিনেজ রেকর্ড ভেঙেছি।’

    তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে।’

    পরিবেশমন্ত্রী লোরেনা তাপিয়া এক টুইটার বার্তায় বলেন, ‘৪৪ হাজার ৮৮৩ জন মানুষ ২ হাজারেরও বেশি হেক্টর জমিতে এসব গাছ লাগিয়েছেন।’

    গিনেজ রেকর্ডের বিচারক কার্লোস মার্টিনেজ বলেন, ব্যাপক বনায়নের অংশ হিসেবে শত শত প্রজাতির গাছ লাগানো হয়েছে।

    তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘১৫০ প্রজাতির বেশি গাছ লাগানোর রেকর্ড বিশ্বে নেই। স্বেচ্ছাসেবীরা ১৫০টিরও বেশি স্থানে এসব গাছ লাগিয়েছেন। তারা এটা নিয়ে গর্বিত। তবে এ রেকর্ড ভাঙা হলে তারা অখুশি হবেন না।’

    রাজধানী কিতো থেকে ৩০ কিলোমিটার দূরে ক্যাটেকুইলা এলাকায় স্বেচ্ছাসেবীদের সঙ্গে বৃক্ষ রোপণে অংশ নেন সরকারি চাকরিজীবী রিকার্ডো কুইরোগা। তিনি বলেন, ‘আমি চাই, প্রত্যেকেই এই রেকর্ড ভেঙে ফেলুক।’

    তিনি আরও বলেন, ‘আমি এক মাসের মধ্যে আবারও এটা (রেকর্ড) ভাঙতে চাই। আর এর মধ্যে চারাগুলো বড় গাছে পরিণত হবে, যা আমরা চেয়েছিলাম।’

    বিজ্ঞানীদের ধারণা, গাছ বায়ুমণ্ডলে কার্বণের পরিমাণ কমিয়ে দেয়। গাছ কার্বণ গ্রহণ করে ও অক্সিজেন নিঃসরণ করে। এতে বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায়।

    উল্লেখ্য, ইকুয়েডরের আরও বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড রয়েছে। এর মধ্যে এক সপ্তাহে বেশি প্লাস্টিক বোতল পুনঃপ্রক্রিয়াজাতকরণে গিনেজ বুকে নাম উঠেছে দেশটির।

  5. মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৬ (১২:১৬ অপরাহ্ণ)

    Trees benefit Bangladesh in air pollution reduction

    Cities in India, Bangladesh and Pakistan stand to benefit most from tree planting, in terms of both heat and particulate matter reduction, according to a study that identifies the potential return on investment (ROI) from tree planting in 245 global cities, reports IANS on Tuesday.

    The ‘Planting Healthy Air: Global Return on Investment Rankings’ study ranks all 245 cities for the potential per capita impact of planting trees, as defined by degrees of temperature reduction or the amount of fine particulate matter (PM2.5) pollution that could be removed with a given investment.

    “Many cities in these countries have high return on investment from tree planting, in terms of both heat and PM reduction,” said Rob McDonald, lead scientist for Global Cities initiative at The Nature Conservancy (TNC) and the study’s primary author.

    TNC in collaboration with C40 Cities Climate Leadership Group developed the study with the aim of providing urban leaders with the data they need to demonstrate that investments in tree planting can improve public health in their cities.

    “We focused our analysis on street trees, since our review of the scientific literature indicated that proximity between trees and people was needed to deliver meaningful reductions in PM or temperature,” McDonald said. These 245 cities currently house about a quarter of the world’s urban population.

    Top 10 ROI cities in terms of particulate matter include Delhi, Mumbai, Ahmedabad in India, Karachi and Faisalabad in Pakistan and Dhaka in Bangladesh.

    Dhaka, Mumbai, Karachi and Faisalabad figure among the top 10 ROI cities with regard to heat reduction.

    “This (high ROI) occurs because the cities have relatively high population density (so planted trees benefit a larger number of nearby residents), planting costs are relatively lower and (in the case of PM) because the higher PM concentrations mean the removal of PM by trees is relatively higher,” explained McDonald.

    The study states that an annual global investment of $100 million in tree planting could provide 77 million people with cooler cities and 68 million people with measurable reductions in particulate matter pollution.

  6. মাসুদ করিম - ২৬ জানুয়ারি ২০১৮ (১২:৩৯ অপরাহ্ণ)

    These global cities have the most trees

    There’s a global movement encouraging cities to grow more trees and plan more parks. But which ones have the most green space today?

    To find out, MIT’s Senseable Lab partnered with the World Economic Forum (WEF) to create Treepedia, a site with interactive maps that show the density of greenery in major cities around the world.

    The researchers used information from Google Street View to determine what they call the “Green View Index,” a rating that quantifies each city’s percentage of canopy coverage based on aerial images. When the project launched in 2016, Treepedia featured 10 cities, but the team has since added 13 more to the list.

    The goal of Treepedia is to make make urban planning more accessible to those outside the field, MIT’s Carlo Ratti said in a press release.

    Check out the top-ranking cities (and their percentages of tree coverage) below.

    15. Tel Aviv, Israel — 17.5%

    14. Boston, Massachusetts — 18.2%

    13. Miami, Florida — 19.4%

    12. Toronto, Canada — 19.5%

    11. Seattle, Washington — 20%

    10. Amsterdam, Netherlands — 20.6%

    9. Geneva, Switzerland — 21.4%

    8. Frankfurt, Germany — 21.5%

    7. Sacramento, California — 23.6%

    6. Johannesburg, South Africa — 23.6%

    5. Durban, South Africa — 23.7%

    4. Cambridge, Massachusetts — 25.3%

    3. Vancouver, Canada — 25.9%

    2. Sydney, Australia — 25.9%

    1. Singapore — 29.3%

    Singapore is known for its sleek high-rises and emphasis on trees and plazas.

    By 2030, the city hopes to expand its green spaces even more — the goal is for 85% of its residents to live within 400 meters from a park, according to a 2013 Land Use Plan.

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.