কয়েকদিন আগে বিপ্রদাশ বড়ুয়া পঞ্চাশ বছরের একটি গাছের যাবতীয় কাজের একটা মূল্যায়ন করেছিলেন। একটি পঞ্চাশ বছরের গাছ যে অক্সিজেন তৈরী করে তার মূল্য ৭.৫ লাখ টাকা, জীবজন্তুর আমিষ সরবরাহ করে ৬০ হাজার টাকা, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বৃদ্ধির মূল্য ৭.৫ লাখ টাকা, জলের আবর্তনচক্রের আর্দ্রতা নিয়ন্ত্রনের মূল্য ১৫ লাখ টাকা, পাখি ও পোকামাকড় ইত্যাদির আশ্রয় হিসেবে মূল্য ৭.৫ লাখ টাকা। মোট ৪৭ লাখ ১০ হাজার টাকা।

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
সাবস্ক্রাইব করুন
লগ্-ইন
7 মন্তব্যসমূহ
সবচেয়ে পুরোনো
