কয়েকদিন আগে বিপ্রদাশ বড়ুয়া পঞ্চাশ বছরের একটি গাছের যাবতীয় কাজের একটা মূল্যায়ন করেছিলেন। একটি পঞ্চাশ বছরের গাছ যে অক্সিজেন তৈরী করে তার মূল্য ৭.৫ লাখ টাকা, জীবজন্তুর আমিষ সরবরাহ করে ৬০ হাজার টাকা, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বৃদ্ধির মূল্য ৭.৫ লাখ টাকা, জলের আবর্তনচক্রের আর্দ্রতা নিয়ন্ত্রনের মূল্য ১৫ লাখ টাকা, পাখি ও পোকামাকড় ইত্যাদির আশ্রয় হিসেবে মূল্য ৭.৫ লাখ টাকা। মোট ৪৭ লাখ ১০ হাজার টাকা।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
lekhati puro dekhte pelamna to..
লেখাটি সম্ভবত এইটুকুই… তবে তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ।
পৃথিবীর বর্তমান মোট জনসংখ্যার ছয় মাসের অক্সিজেনের উৎপাদন খরচ হবে : ২৭,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ টাকা। দুই হাজার সাত শত অর্বুদ অর্বুদ বা দুই লক্ষ সত্তর হাজার কোটি কোটি টাকা। ৩৮ ট্রিলিয়ন (৩৮,০০০,০০০,০০০,০০০) ডলার।
আর গাছ এই অর্বুদে অর্বুদে অর্থ বাঁচিয়ে আমাদের বিনা খরচে প্রাণবায়ু সরবরাহ করে যাচ্ছে। আর আমরা?
বনায়নে ইকুয়েডরের রেকর্ড বনায়নে বিশ্ব রেকর্ড গড়েছে ইকুয়েডর। শনিবার দেশটির হাজার হাজার মানুষ ২শ’র বেশি প্রজাতির ৬ লাখ ৪৭ হাজার ২৫০টি গাছ লাগিয়েছে। প্রতি ঘণ্টায় সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ড রয়েছে ফিলিপাইনের। জাতীয় বনায়ন কর্মসূচির অংশ হিসেবে দেশটিতে গত সেপ্টেম্বরে ৩২ লাখ গাছের চারা রোপণ করা হয়। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া তার সাপ্তাহিক ভাষণে বলেন, ‘আমাকে এই মাত্র জানানো হয়েছে যে, আমরা বনায়নের ক্ষেত্রে আগের গিনেজ রেকর্ড ভেঙেছি।’ তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে।’ পরিবেশমন্ত্রী লোরেনা তাপিয়া এক টুইটার বার্তায় বলেন, ‘৪৪ হাজার ৮৮৩ জন মানুষ ২ হাজারেরও বেশি হেক্টর জমিতে এসব গাছ লাগিয়েছেন।’ গিনেজ… বাকিটুকু পড়ুন »
Trees benefit Bangladesh in air pollution reduction Cities in India, Bangladesh and Pakistan stand to benefit most from tree planting, in terms of both heat and particulate matter reduction, according to a study that identifies the potential return on investment (ROI) from tree planting in 245 global cities, reports IANS on Tuesday. The ‘Planting Healthy Air: Global Return on Investment Rankings’ study ranks all 245 cities for the potential per capita impact of planting trees, as defined by degrees of temperature reduction or the amount of fine particulate matter (PM2.5) pollution that could be removed with a given investment. “Many… বাকিটুকু পড়ুন »
These global cities have the most trees There’s a global movement encouraging cities to grow more trees and plan more parks. But which ones have the most green space today? To find out, MIT’s Senseable Lab partnered with the World Economic Forum (WEF) to create Treepedia, a site with interactive maps that show the density of greenery in major cities around the world. The researchers used information from Google Street View to determine what they call the “Green View Index,” a rating that quantifies each city’s percentage of canopy coverage based on aerial images. When the project launched in 2016,… বাকিটুকু পড়ুন »