আমরা আর কিছু শিখিনি

এটা আমার ব্যক্তিগত ব্লগে ঢাকায় বাসায় ঢুকে ব্লগার হত্যার পর আমার আজকের দিনলিপি হিসেবে লেখা

এই অকিঞ্চিৎকর কথাগুলো আবার কমিনিউটি ব্লগেও তুলে দিলাম।

আমরা বলি আরকি, এক সময় সব ঠিক হয়ে যায় – ঠিক হয়ে যায় না, রক্তক্ষরণটা যেখানে হওয়ার সেখানে হতেই থাকে, আজো আরো একজন ব্লগারকে কুপিয়ে মারা হল, বাসায় ঢুকে কয়েকজন মিলে জুমার নামাজের পরে – আমি কিছু জানি না কেন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের সরকার আমাদের রাষ্ট্র বলতে পারে না এভাবে যারা খুন করে তাদের খুঁজে বের করতে হবে নিশ্চিহ্ন করতে হবে – তা না, আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের সরকার আমাদের রাষ্ট্র বলে যাকে কোপানো হয়েছে সে নাস্তিক আমরা তার পাশে দাঁড়িয়ে সহানুভূতিটুকুও দেখাতে পারি না – তারচেয়ে, বলতে পারি এসব লেখার কী দরকার, এসব লিখলে তো কোপাতেই পারে।

এই পরিবার এই সমাজ এই সরকার এই রাষ্ট্র আমার, কিন্তু এই পরিবার এই সমাজ এই সরকার এই রাষ্ট্র আমাকে তার মনে করে না – এরচেয়ে বড় অসহায়তা আর কী আছে, এরচেয়ে বড় নৃশংসতা আর কী আছে – কোন ঠিকানায় অভিযোগ জানাব, কোন ঠিকানায় আঘাতের আতঙ্কের কথা জানিয়ে চিঠি লিখব – আমাদের কেউ নেই – ওই যারা বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে তারাও আমাদের কিছুই না বুঝে তাদের হিসাব নিয়ে চলে – বড় দুঃসহ এই বাংলাদেশ বুদ্ধিজীবিতার উত্তর এখানে হত্যা হত্যা হত্যা হত্যা, আমরা বেঁচে থাকি তারপরও এখানে ওখানে এদিকে ওদিকে কারণ বুদ্ধিজীবিতা ছাড়া আমরা আর কিছু শিখিনি।

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৩ comments

  1. রেজাউল করিম রেজা - ৭ আগস্ট ২০১৫ (১০:৫৮ অপরাহ্ণ)

    মাসুদ ভাই, কেউ যেখানে নেই তো কি আর করা অসহায় মানুষের শেষ আশ্রয় স্থান যেখানে সেখানেই ফিরে যাই। ” হে আল্লাহু আমাদের সকল মুসলিমদের আপনি ইসলাম থেকে বাচান “।

  2. মাসুদ করিম - ৮ আগস্ট ২০১৫ (১০:৩৪ অপরাহ্ণ)

    শেখ হাসিনার একথাগুলো যদি ঠিক ঠিক লেখা হয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারছি তিনি জঙ্গি ইসলামের দ্বন্দ্ব-কনফ্লিক্টটা খুঁজে পেয়ে…

    Posted by Masud Karim on Saturday, August 8, 2015

  3. Surajit Banerjee - ৩০ সেপ্টেম্বর ২০১৫ (২:০৫ অপরাহ্ণ)

    আমি কিছু লিখেছি কাউকে তো মারিনি। তবে এই অপরাধে আমাকে কুপিয়ে মারা হবে কেন? আপনার যদি অপছন্দ হয় পড়বেন না। এই নৃশংসতা আর কতদিন আমাদের বরদাস্ত করতে হবে? মানুষ কি মানুষ হবে না?

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.