শ্রীমঙ্গলে চৌদ্দ রাইফেলস ব্যাটালিয়নের উচ্ছৃঙ্খলা এবং আদিবাসী মনিপুরি এক শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

সারাদেশে বিডিআর জওয়ানদের বিদ্রোহের নামে উচ্ছৃঙ্খলতা সত্যিই এক নারকীয় তান্ডব ছিল। সেদিন আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশে এক বন্ধুর বাসায় ছিলাম। দুপুরের দিকে আমার এক বন্ধু মোবাইল করে বলে যে, ‘ঝিগাতলার দিকে গন্ডগোল হচ্ছে‘। তখনও আমরা স্পষ্ট কিছু বুঝিনি (আমি এবং আমার বন্ধু যার বাসায় আমি ছিলাম) এবং প্রায় রওনা দেবো এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে। তারপর কিছুক্ষণের মধ্যেই লোকজন ছুটাছুটি করতে শুরু করল। একে একে সবাই বলাবলি শুরু করল ‘বিডিআর আর আর্মিতে মারামারি লাগছে‘। তারপর বাসায় ফিরলাম। ফিরে এসে টিভি ছাড়লাম। দেখলাম সত্যিই এক যুদ্ধক্ষেত্র..!!

বিকেলে মা ফোন করে আমাকে যা জানালো তার একটি গুছালো বিবরণ নিচে দিলাম:

১৪ রাইফেল ব্যাটালিয়ন বর্তমানে শ্রীমঙ্গলে অবস্থানরত। এই ব্যাটালিয়ন বা বিডিআর ক্যাম্পের ভিতরে দুটি স্কুল। একটি প্রাইমারি, নাম ‘শহীদ নূর মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয়’। অপরটি উচ্চ বিদ্যালয়, নাম ‘রাইফেলস উচ্চ বিদ্যালয়‘। দুটি স্কুলই প্রতিষ্ঠিত হয় ১২ রাইফেলস ব্যাটালিয়ন এর হাতে। তারপর সেখানে ব্যাটালিয়ন পরিবর্তিত হতে হতে বর্তমানে ১৪ রাইফেলস ব্যাটালিয়ন। এতোসব বলছি কারণ- সেদিন বুধবার বিডিআর জওয়ানদের বিদ্রোহ শুরু হওয়ার পর জওয়ানরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। কিছুক্ষণের মধ্যেই রাইফেলস্ স্কুলসহ প্রাইমারি স্কুলটি ছুটি দেয়া হয়। বাচ্চারা ছুটোছুটি করে ফেরার সময় এক আদিবাসী মনিপুরি শিক্ষার্থী যে রাইফেলস স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তার ফ্রক (স্কুল ড্রেস) ফুটো করে এক বুলেট বেরিয়ে যায়। ভাগ্যিস তার কিছু হয়নি। যদি হতো..? শিক্ষার্থীর নাম ‘লাইতোঞ্জম ফেন্ডো‘। এটি তার ডাকনাম, স্কুলে ব্যবহৃত সঠিক নামটি এখনো জানা হয়নি। সে শিক্ষার্থী বাসায় ফেরার পর নাকি সারারাত জ্বর ছিলো গায়ে। সাথে উদ্বেগ উৎকন্ঠাসহ মা-বাবার চোখে ঘুম হারাম হওয়া এক রাত..

এখন সুপ্রিয় পাঠক বলেন তো, জওয়ানদের এমন বিদ্রোহের ফলে এই যে কোমলমতি শিশুরা যারা স্কুলে লেখাপড়া শিখতে যায়, যারা নিষ্পাপ, যারা কোনদিন কারো কোনো ক্ষতি করেনি তারা কেনো এমন বিদ্রোহের শিকার হবে..?

 

:: স্কুলে ব্যবহৃত সঠিক নামটি জানামাত্র লেখাটিকে আপগ্রেড করা হবে ::

৪ comments

  1. মনিপুরি - ১ মার্চ ২০০৯ (১২:৪৯ অপরাহ্ণ)

    সামহো্য়্যার ইন ব্লগে আমার লেখা দেখুন-
    http://www.somewhereinblog.net/blog/maibamsadhonblog

  2. মাইবম সাধন - ১ মার্চ ২০০৯ (১:০০ অপরাহ্ণ)

    খুব সুন্দর করে সাংবাদিকদের চোখ এড়িয়ে যাওয়া এঘটনা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আদিবাসীদের প্রায় প্রত্যেকটি ঘটনায়তো মাটিচাপা পড়ে যায় লোকালয়ের ধূলোর মতো, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত..!!!

  3. মুক্তাঙ্গন - ১ মার্চ ২০০৯ (১:৩৯ অপরাহ্ণ)

    সুপ্রিয় মনিপুরি,
    মুক্তাঙ্গনে স্বাগতম আপনাকে।
    ক্রস পোস্টিং সংক্রান্ত মুক্তাঙ্গনের নীতিমালাটি হয়তো কোন কারণে আপনার নজর এড়িয়ে গেছে। উদ্ধৃত করছি:

    ৭। অন্য ব্লগে ছাপানো পোস্ট মুক্তাঙ্গনে ছাপানো, অথবা মুক্তাঙ্গনে ছাপানো পোস্ট অন্যত্র ছাপানো আমরা নিরুৎসাহিত করি। সেক্ষেত্রে ব্লগ প্রশাসক চাইলে পোস্টটি মুক্তাঙ্গন থেকে মুছে দিতে পারেন। তবে ক্ষেত্র বিশেষে ব্লগ প্রশাসক নিয়মটি প্রয়োগ না করার সিদ্ধান্ত নিতে পারেন, যেমন: (ক) ব্যক্তিগত/নিজস্ব ব্লগে ছাপানো পোস্টের ক্ষেত্রে; (খ) ছাপার মাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত কিংবা প্রকাশিতব্য লেখার ক্ষেত্রে; (গ) অন্য যে কোন অনলাইন ফোরামে প্রকাশিত কিংবা প্রকাশিতব্য লেখার ক্ষেত্রে, যেখানে পাঠকদের মন্তব্য করার বা আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ নেই; (ঘ) বিশেষ কোন মানবিক সাহায্য পোস্ট, কোন জাতীয় জনগুরুত্বপূর্ণ ইস্যুতে পোস্ট (যার তাৎক্ষনিক ও ব্যাপক প্রচারণা প্রয়োজন), মানবতার পক্ষে প্রচারণা পোস্ট কিংবা জরুরী আহ্বানমূলক পোস্টের ক্ষেত্রে।

    এটি মুক্তাঙ্গনে আপনার প্রথম পোস্ট বিবেচনায় এবং সেইসাথে বিষয়টির সাথে বাংলাদেশের আদিবাসী অধিকার এবং নিপীড়নের জনস্বার্থমূলক একটি বৃহত্তর সাধারণ দিক উম্মোচিত হওয়ায় এই পোস্টটি অনুমোদন করা হল। তবে সামহোয়ারের আপনার মূল পোস্টটির ঠিকানা “এ সপ্তাহের লিন্ক” এ মন্তব্যাকারে উল্লেখ করে দিলেই হয়তো আরো ভাল হোতো। আশা করি এবিষয়ে ভবিষ্যতে আপনার সহযোগিতা পাবো। প্রসঙ্গত, ক্রস পোস্টিং সংক্রান্ত মুক্তাঙ্গনের অবস্থান ইতিপূর্বে এখানে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে।
    ধন্যবাদ।

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.