শ্রীচৈতন্যের সহজিয়া বৈষ্ণব ধর্ম প্রচারের মাধ্যম হিসাবে উৎসবকেন্দ্রিক পরিবেশনার বাইরে যে যাত্রাপালার সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় পরবর্তীকালে সূচিত হয় রামযাত্রা, নাথযাত্রা, শক্তিযাত্রার মতো নানা রীতির যাত্রাপালা। যদিও শ্রীচৈতন্যের কৃষ্ণযাত্রাই অধিকতর জনপ্রিয় হয় এবং সেই জনপ্রিয়তা স্থায়িত্বও পায় অধিককাল। ধীরে ধীরে দেবদেবীর লীলা-কীর্তন ছেড়ে পালায় স্থান পায় রাজা-বাদশার শৌর্য-বীর্যের কাহিনি। ক্রমে শ্রমজীবী মানুষের কণ্ঠও যাত্রার সংলাপে ধ্বনিত হয়। এরপর অকস্মাৎ বাংলার যাত্রাশিল্প কালিমালিপ্ত হয় কিছু অসাধুব্যবসায়ীর ঘৃণ্যচক্রে পড়ে। সেই চক্রের দুর্বিপাকে আজও ঘুরপাক খাচ্ছে আমাদের ঐতিহ্যিক শিল্পের জনপ্রিয় এই মাধ্যমটি। সম্প্রতি সরকার এবং তারও আগে থেকে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ এই শিল্প পুনরুদ্ধারের প্রচেষ্টায় নানা কর্মসূচি গ্রহণ করে চলেছে। এসবের ধারাবাহিকতায় খুব সম্প্রতি অনুষ্ঠিত হলো চট্টগ্রামে ১০ দিনব্যাপী যাত্রাপালা। যাত্রাশিল্পীদের সাজঘর থেকে তোলা হলো কিছু আলোকচিত্র। সাজের মাঝেও ঢেকে যায়নি যাদের জীবন, জীবনের নানা অভিব্যক্তি, গল্প…
Have your say
You must be logged in to post a comment.
১৫ comments
মাসুদ করিম - ১০ জুলাই ২০১১ (১০:০১ পূর্বাহ্ণ)
আবার ফটোব্লগ নিয়ে আসার জন্য অভিনন্দন। ফটোব্লগে একটা ছোট্ট তথ্য খুব কাজের হয় — ক্যামেরার নাম, মডেল ( মোবাইলে তোলা হলে মোবাইলের নাম, পিক্সেল)। যাত্রার ‘আইটেম গার্ল’ নামটা মনে হয় নতুন — বলিউডের আইটেম গার্ল থেকে নকল করা, আগে তাদেরকে অন্য নামে ডাকা হত — ঠিক মনে পড়ছে না, প্রিন্সেস কি?
আসমা বীথি - ১৬ অক্টোবর ২০১১ (৯:১২ অপরাহ্ণ)
আপনাকেও ধন্যবাদ মাসুদ করিম।
ক্যামেরা Canon EOS 550D. আগে আসলে এরকম আইটেম নাচ-গানের বিষয়-ই ছিল না। আর ঠিকই ধরেছেন, প্রিন্সেস-ও বলা হয় তাদের, এখনও।
আহমেদ রাসেল - ১০ জুলাই ২০১১ (৩:১৩ অপরাহ্ণ)
আসমা বীথির আয়োজনটি ভাল লেগেছে। ছবির ব্যাপারে কিছু বলছি না; লেখাটা ভূমিকা হিসেবে খুবই ভাল। তবে তার লেখনী থেকে আরও কিছু সহজতা চাই, বিস্তারিত শুনতে চাই। একজন পড়ুয়া আলোকচিত্রীর স্বাদ পেলাম কিন্তু তার যা নিজস্বতা শেষ লাইনটিতে —
এ সূত্রে প্রথম দুটি ছবি বেশ ভাল লেগেছে। আমার পরামর্শ তিনি যেন ওই দুটি ছবির ধারাবাহিকতা রক্ষা করেন।
আসমা বীথি - ১৬ অক্টোবর ২০১১ (৯:৩৮ অপরাহ্ণ)
ধন্যবাদ রাসেল মন্তব্যের জন্য। ছবিগুলোই যেখানে গল্প সেখানে আরও বেশী বলা কেমন বেমানান না? এটা ঠিক যে প্রথম দুটি ছবিতে অনেক বেশী গল্প ছিল, পরের ছবিগুলি দেয়া এই ভেবে যে অভিব্যাক্তি-ও তো গল্পের ইঙ্গিত করে!
ছবি নিয়ে আপনার আরও মতামত শুনতে পেলে উপকৃত হতাম।
সুমনকুমার দাশ - ১০ জুলাই ২০১১ (৪:৫৫ অপরাহ্ণ)
ভাল লাগলো। আসমা বীথিকে ধন্যবাদ।
আসমা বীথি - ১৮ অক্টোবর ২০১১ (৭:০৪ অপরাহ্ণ)
অাপনি কি সেই সুমনকুমার দাশ? শাহ অাব্দুল করিম,বেদে-সংগীত, হাওরের সংস্কৃতি নিয়ে যিন িলখেছেন !
শাহাদাত হোসেন - ১০ জুলাই ২০১১ (৮:২০ অপরাহ্ণ)
আমার মনে হয় যাত্রাশিল্পের বর্তমানটা আলোচলায় মানে লেখায় আরেকটু আসলে ভালো হত বোধকরি। আর ছবির ক্ষেত্রে যদি যাত্রার চলাকালীন সময়ের কিছু ছবি যুক্ত করে বর্তমান যাত্রার ধরন উল্লেখ করলে লেখা এবং ছবি পুর্নতা পায়।
আসমা বীথি - ১৮ অক্টোবর ২০১১ (৭:০৭ অপরাহ্ণ)
ধন্যবাদ শাহাদাত, পরামর্শ মাথায় থাকল।
nashir - ১৩ জুলাই ২০১১ (৫:৩৮ অপরাহ্ণ)
পোস্টটি ভাল লাগল। আরো অনেক ফটো দিলে ভাল হত।
আসমা বীথি - ১৮ অক্টোবর ২০১১ (৭:০৯ অপরাহ্ণ)
ধন্যবাদ। সাহস পাইনি।
সকাল রয় - ১৬ আগস্ট ২০১১ (৫:৫৩ অপরাহ্ণ)
আইটেম গার্লদের মোবাইল নাম্বার আছে আপনার কাছে
আমি উনাদের সাক্ষাতকার নিতাম
আসমা বীথি - ১৮ অক্টোবর ২০১১ (৭:১১ অপরাহ্ণ)
না নেই। মেআবাইল নাম্বার রাখিনি।
Dry cleaning in Grand Prairie Texas - ১৭ সেপ্টেম্বর ২০১১ (১২:২৫ অপরাহ্ণ)
আসমা বীথি আপনাকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ আমাদের চিরায়িত জীবনের উপর পোষ্ট দেওয়ার জন্য।
আসমা বীথি - ১৮ অক্টোবর ২০১১ (৭:১৪ অপরাহ্ণ)
আপনাকেও ধন্যবাদ চিরায়ত ইবষয়ের মর্ম উপলব্ধি করেন বলে।
রফিকুল আনোয়ার রাসেল - ২৩ নভেম্বর ২০১১ (৮:৪৪ অপরাহ্ণ)
This is really nice presentation.Sorry, I m commenting in English. Cause I m still not used to with this Unicode Language. Thanks asma bithi for this photo feature.