কবি শঙ্খ ঘোষ অক্টোবর মাসের মাঝামাঝি অল্প কয়েক দিনের জন্য ঢাকায় যাবেন — খবরটা শান্তিনিকেতনে থাকতেই পেয়েছিলাম। ঢাকায় দেখাও হয়েছিল, তাঁর কলকাতায় ফিরে যাবার দিন — ১৯ অক্টোবর তারিখে। সেদিন তাঁকে ঘিরে গল্পে-আড্ডায়-গানে মেতে উঠেছিলেন অনেকে।
ছবি তোলার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। এক ফটোগ্রাফারকে ছবি তুলতে দেখে আমিও নিজের ক্যামেরাটা বের করেছিলাম। সেদিনের কয়েকটা ছবি দিয়েই মুক্তাঙ্গন-এ আমার এই প্রথম পোস্ট।

কবির সঙ্গে গৃহকর্ত্রী ও মিতা হক। ... কয়েকটি রবীন্দ্রসংগীত শুনিয়ে মিতা হক সেদিন মাতিয়ে দিয়েছিলেন সবাইকে। আমি ভিডিও করেছিলাম!

শঙ্খ ঘোষ, প্রতিমা ঘোষ, তাঁদের ছোট মেয়ে সেমন্তী ঘোষ এবং তিন নাতনি -- আমন, শাম্পান ও মন্মন্। আমন শ্রাবন্তী ভৌমিকের মেয়ে।

মন্মন্ এই বাড়িটার নাম দিয়েছে "খোলাবাড়ি"! শঙ্খ ঘোষই আমাদের জানালেন কথাটা। গৃহকর্তারও খুব পছন্দ হয়েছে এই নাম। ভদ্রলোক স্থপতি, নিজের নকশাতেই এ বাড়িটা করেছেন। তিনি জানালেন, মন্মনের দেয়া এই নাম তাঁর জীবনের সেরা কমপ্লিমেন্ট!
