মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২২ comments
মাসুদ করিম - ২ অক্টোবর ২০১৪ (১২:১৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৩ অক্টোবর ২০১৪ (১০:০২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৭ অক্টোবর ২০১৪ (১১:০১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৭ অক্টোবর ২০১৪ (১২:৩০ অপরাহ্ণ)
মক্কা আর মক্কা নেই মক্কা এখন ‘মক্কাহাট্টান’, সৌদি রাজবংশ আর লাদেন কন্ট্রাক্টরবংশের ক্ষমতা আর লোভের বলি হচ্ছে ইসলামের নবিদের শহর মক্কা।
মাসুদ করিম - ৭ অক্টোবর ২০১৪ (৭:০২ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমন - ৮ অক্টোবর ২০১৪ (২:০০ অপরাহ্ণ)
প্রয়াণ : ভাষাসৈনিক আবদুল মতিন
(৩ ডিসেম্বর ১৯২৬ — ৮ অক্টোবর ২০১৪)
রেজাউল করিম সুমন - ১৪ অক্টোবর ২০১৪ (১২:৩০ পূর্বাহ্ণ)
‘নিজেদের শিকড় ভুলে গেলে সে জাতির দুর্ভাগ্য বড়ই শোচনীয়’
আবদুল মতিনের অপ্রকাশিত সাক্ষাৎকার
২০১৪ সালের জানুয়ারি মাসে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন পলিয়ার ওয়াহিদ। পড়ুন এখানে।
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১৪ (৬:৫৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১৪ (১২:০৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ অক্টোবর ২০১৪ (৬:৪৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১২ অক্টোবর ২০১৪ (১১:৩৫ পূর্বাহ্ণ)
রেজাউল করিম সুমন - ১০ অক্টোবর ২০১৪ (১১:১১ পূর্বাহ্ণ)
প্রমোদ কাপুরের My Experiment With Gandhi প্রকাশিত হবে ২০১৫ সালে। সম্প্রতি তিনি Outlook-এ লিখেছেন গান্ধী-জীবনের এক অনালোচিত অধ্যায় নিয়ে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১০ অক্টোবর ২০১৪ (১০:৫৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১০ অক্টোবর ২০১৪ (৮:৩০ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমন - ১৩ অক্টোবর ২০১৪ (৪:২৪ অপরাহ্ণ)
স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস আর নেই
মাসুদ করিম - ১৩ অক্টোবর ২০১৪ (৯:০০ অপরাহ্ণ)
অবিশ্রুত - ১৫ অক্টোবর ২০১৪ (৩:৩৭ অপরাহ্ণ)
কলম্বাস দিবস উদযাপন হয় প্রতি বছর। গৌরবান্বিত করা হয় কলম্বাসকে। কিন্তু সত্যিই কি তার কোনো গৌরব রয়েছে? লিখেছেন হাওয়ার্ড জিন।
রেজাউল করিম সুমন - ১৬ অক্টোবর ২০১৪ (১২:৩৭ পূর্বাহ্ণ)
ভাই অবিশ্রুত,
মুক্তাঙ্গনে বছর পাঁচেক আগে ‘ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার কলঙ্ক!’ নামে একটি পোস্ট লিখেছিলেন আহমেদ মুনির। আপনার সুপারিশকৃত হাওয়ার্ড জিন-এর লেখাটিতে উপনিবেশবাদী কলম্বাসের আসল চেহারা উন্মোচিত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
মাসুদ করিম - ২০ অক্টোবর ২০১৪ (৯:২২ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২২ অক্টোবর ২০১৪ (৯:০৫ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৬ অক্টোবর ২০১৪ (১০:২৩ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৯ অক্টোবর ২০১৪ (৯:৫৭ অপরাহ্ণ)
বোর্হেসের বিখ্যাত ইংরেজি বক্তৃতা : দি নর্টন লেকচারস ১৯৬৭-৬৮, ছয়টি বক্তৃতায় কবিতার বিভ্রমের বিস্তার ও বিস্ময় উন্মোচণ করেছেন বহুভাষা ও সংস্কৃতির পাঠক নিরন্তর স্রষ্টা কবিতায় বিশ্বাসী অসামান্য এই লেখক। সংখ্যাঙ্কিত লিন্কগুলোতে ক্লিক করে শুনুন।