মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
১৩ comments
মাসুদ করিম - ১ ফেব্রুয়ারি ২০১৩ (১:৫১ অপরাহ্ণ)
নাৎসিদের বিরুদ্ধে ১৯৪২ সালের ১৭ জুলাই থেকে শুরু হওয়া মরণপণ লড়াইয়ে ১৯৪৩ সালের ০২ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়ন জয়লাভ করে স্তালিনগ্রাদ শহরে। অবশ্য এই জয়কে নিশ্চিত করেছিল ৩১ জানুয়ারি ১৯৪৩ সালের ভয়ঙ্করতম যুদ্ধদিনে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর দুধর্ষতম আক্রমণ সংঘটনের মধ্য দিয়ে।
এবছর হতে যাচ্ছে সেই যুদ্ধজয়ের ৭০ বছর উদযাপন, কিন্তু যুদ্ধজয়ের ওই শহরটির নাম এখন আর স্তালিনগ্রাদ নেই, ১৯৬১ সাল থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার এই শহরটির নাম ভলগোগ্রাদ, দাবি উঠেছিল এই উদযাপনে শহরটিকে আবার স্তালিনগ্রাদ নামে অভিষিক্ত করার, কিন্তু তা সম্ভবত হচ্ছে না, যা হচ্ছে তা হল শহরটিকে ” বীরের শহর স্তালিনগ্রাদ” এই অভীধায় অভিষিক্ত করা হবে আগামী ০২ ফেব্রুয়ারি এবং বিশেষ বিশেষ দিনে এই শহরকে সমাবেশে, বক্তৃতায় ও অফিসিয়াল প্রতিবেদনেও ‘স্তালিনগ্রাদ’ বলা যাবে, লেখা যাবে।
পশ্চিমবঙ্গের দৈনিক ‘গণশক্তি’র আজকের প্রথম পাতার শীর্ষছবি
মাসুদ করিম - ৩ ফেব্রুয়ারি ২০১৩ (১০:১৬ পূর্বাহ্ণ)
করাচি থেকে ৭০০ কিলোমিটার দূরে ২০০৭ সালে উদ্বোধন হয়েছিল পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর, গওদর পোর্ট প্রজেক্ট (Gwadar Port Project), প্রায় সিংহভাগ চীনের খরচে সম্পন্ন হওয়া এই বন্দরের পাঁচ বছর পর আজো কার্যক্ষমতার মাত্র ১৫ ভাগ ব্যবহৃত হয়, বলা হয়ে থকে গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি স্থলভাগে প্রয়োজনীয় সড়ক অবকাঠামো গড়ে না ওঠায় এই হাল বন্দরটির। বন্দরটি চালানোর দায়িত্ব চল্লিশ বছরের জন্য পেয়েছিল সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান, বর্তমানে ওই প্রতিষ্ঠান থেকে বন্দর চালানোর দায়িত্ব চীন কিনে নিতে আগ্রহী। এই বন্দরের বাণিজ্যিক ভবিষ্যৎ কী হবে কে জানে, কিন্তু আরব সাগরের এই গভীর সমুদ্র বন্দর করার সময় থেকেই চীনের দৃষ্টি ছিল এর কৌশলগত অবস্থানের দিকে — হরমুজ প্রণালী ও ভারত মহাসাগর থেকে কাছাকাছি দূরত্বের কারণে এই স্থাপনা চীনের জন্য খুবই গুরুত্ববহ। বাণিজ্যিক উদ্দেশ্য দেখিয়ে নির্মিত এই বন্দর কি শেষ পর্যন্ত চীনের হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরে নজরদারির ঘাঁটি হিসাবে ব্যবহৃত হবে?
বিস্তারিত পড়ুন : China poised to control strategic Pakistani port।
মাসুদ করিম - ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (৯:৩২ পূর্বাহ্ণ)
এবং গওদর পোর্ট প্রজেক্ট (Gwadar Port Project)গতকাল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘পোর্ট অফ সিঙ্গাপুর’ থেকে ‘চায়না ওভারসিজ পোর্ট হোল্ডিং কোম্পানি লিমিটেড’এর কাছে হস্তান্তরিত হয়ে গেছে।
লালচিহ্নিত স্থানটি গওদর (Gwadar)
মাসুদ করিম - ৩ ফেব্রুয়ারি ২০১৩ (২:৪৫ অপরাহ্ণ)
তার জনপ্রিয় পরিচয় তিনি সফদর হাশমির মা, কিন্তু তিনি নিজেও এক অসাধারণ লড়াকু ও গুণী মানুষ, তিনি কামার হাশমি, গত শুক্রবার গভীর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৮৭ বছর বয়সে দিল্লিতে তার মৃত্যু হয়েছে, তার জন্ম হয়েছিল ঝাঁসিতে ০৪ মার্চ ১৯২৬ সালে। ভারতের বেশ কয়েকটি ভাষায় ছিল তার সাবলীল দক্ষতা, জানতেন ঘোড়ায় চড়তে, রাইফেল চালাতে আর ১৯৯৬ সালে সত্তর বছর বয়সে এম এ পাশ করেছিলেন, ৬৯ বছর বয়স থেকে বই লিখতে শুরু করেছিলেন।
লিন্ক : কামার হাশমির জীবনাবসান।
মাসুদ করিম - ১২ ফেব্রুয়ারি ২০১৩ (৬:৪১ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (১২:৩৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২০ ফেব্রুয়ারি ২০১৩ (১:১৩ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ ফেব্রুয়ারি ২০১৩ (১:৪৪ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৩ ফেব্রুয়ারি ২০১৩ (৬:২৪ অপরাহ্ণ)
Former Indian High Commissioner to Bangladesh Veena Sikri speaks to Kunal Majumder about the ongoing protests at Shahbagh Square of Dhaka and how it is a historical moment not just for Bangladesh but the entire region.
মাসুদ করিম - ২৬ ফেব্রুয়ারি ২০১৩ (১০:৫২ পূর্বাহ্ণ)
১৫ ফেব্রুয়ারি ২০১৩তে উল্কাপিণ্ডের আঘাত ঘটেছিল রাশিয়া ও কাজাকস্তানে। এখন অনুসন্ধান চালাতে গিয়ে এক কেজি ওজনের বেশি উল্কাপিণ্ড খন্ড পাওয়া গেছে যা এবারের উল্কাপিণ্ডের আঘাতের পর পাওয়া সবচেয়ে বড় খণ্ড।
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১৩ (১০:৩৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১৩ (১১:১৪ পূর্বাহ্ণ)
দক্ষিণি পার্সি দক্ষিণি উর্দু, খুবই সমৃদ্ধ, বিশেষত শিক্ষা বিস্তারে এবং সেশিক্ষা সবার জন্য, এবং ভারতে সবার জন্য শিক্ষায় অগ্রগণ্য পার্সিরাই — বলছেন ইতিহাসবিদরা।
মাসুদ করিম - ২৭ ফেব্রুয়ারি ২০১৩ (৬:৩৫ অপরাহ্ণ)
কাজাকস্তানের আলমাটিতে ইরানের সাথে ছয় বিশ্বশক্তির নিউক্লিয়ার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। অবশ্য পরবর্তী সময় বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করেই শেষ হয়েছে এই আলোচনা।