মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৪২ comments
মাসুদ করিম - ১ মে ২০১২ (৫:২৮ অপরাহ্ণ)
মানুষ হয়ে উঠছে আরো আকর্ষণীয়। অভিযোজন থেমে নেই, চলছে।
লিন্ক : Evolution theory holds true: ‘Men getting more attractive’।
মাসুদ করিম - ২ মে ২০১২ (২:৩৩ অপরাহ্ণ)
চীন-আমেরিকা অন্ধ বিদ্রোহী ‘চেন’কে নিয়ে দ্রুতই একটি সিদ্ধান্তে আসবে বলে আশা করা হচ্ছে। আর আজ সিনহুয়ার খবর
খবরের লিন্ক : Chen Guangcheng leaves U.S. Embassy in Beijing
মাসুদ করিম - ৩ মে ২০১২ (১০:৪৫ পূর্বাহ্ণ)
‘বিদ্রোহী চেন’কে ঘিরে চীন-আমেরিকা সম্পর্কের জটিলতা বাড়বে, অথবা ‘বিদ্রোহী চেন’ সম্পূর্ণ উপেক্ষিতই থাকবেন আগামী দিনে। বেইজিং-এর আমেরিকান দূতাবাস থেকে পায়ের চিকিৎসার জন্য ‘চেন’কে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল ‘চেন’ এরপর তার পরিবারের সাথে থাকতে সম্মত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ‘চেন’ নিজেকে আর চীনে নিরাপদ মনে করছেন না, তিনি এখন দেশের বাইরে চলে যেতে চান। আবার ‘চেন’কে দ্রুত বেইজিং-এর আমেরিকান দূতাবাস থেকে হাসপাতালে পাঠানোর পেছনে অনেকে মনে করছেন হিলারির সরাসরি তৎপরতা জড়িত রয়েছে, হিলারি কোনোভাবেই চীনের সাথে তার পূর্বনির্ধারিত বার্ষিক ‘স্ট্র্যাটেজিক ও অর্থনৈতিক সংলাপ’ বিলম্বিত করতে চাইছিলেন না।
লিন্ক : Blind activist in China appeals for safety abroad।
মাসুদ করিম - ৪ মে ২০১২ (১:৪১ পূর্বাহ্ণ)
বিদ্রোহী ‘চেন গুয়াংচেঙ’, আমেরিকা (আঙ্কেল স্যাম) ও চীন (প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও, এখানে পিনোক্কিও) — এদেরকে নিয়ে একটি চমৎকার কার্টুন : More Glorious than the Sun।
মাসুদ করিম - ৫ মে ২০১২ (২:১৪ পূর্বাহ্ণ)
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিবৃতিতে দেখা যাচ্ছে, বিদ্রোহী ‘চেন’ সপরিবারে আমেরিকায় পড়তে যেতে পারবে এবং চীনও তা মেনে নেবে।
লিন্ক : Statement on Chen Guangcheng।
রাকিন - ৩ মে ২০১২ (১:৩১ অপরাহ্ণ)
আমার ওয়েবসাইট টি মূলত প্রযুক্তি বিষয়ক তাই লিঙ্ক দিতে আগ্রহী হলামঃ
http://techntrick.com/
মাসুদ করিম - ৩ মে ২০১২ (২:০৩ অপরাহ্ণ)
আগামী রোববার ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। যারা ফরাসী বোঝেন, তাদের জন্য Présidentielle 2012।
আর যারা আমি ছাড়া ফরাসিকানা তাদের জন্য : French 2012 presidential election।
মাসুদ করিম - ৭ মে ২০১২ (১২:২৬ পূর্বাহ্ণ)
ফ্রঁসোয়া ওলন্দ (Francois Hollande) ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত।
মাসুদ করিম - ৭ মে ২০১২ (৬:৫০ অপরাহ্ণ)
ফটোগ্যালারি, এলিজেতে এক সমাজবাদী, সেই ফ্রঁসোয়া মিতেরঁ-এর পরে আরেক সমাজবাদী ফ্রঁসোয়া ওলন্দ! দেখুন এখানে।
মাসুদ করিম - ১৬ মে ২০১২ (৭:৪০ অপরাহ্ণ)
প্রেসিডেন্ট হিসাবে ফ্রঁসোয়া ওলন্দের কিকঅফ হয়ে গেলে। কিন্তু তার চেয়ে গুরু দায়িত্ব ছিল একই দিনে জার্মানির চ্যাঞ্চেলর এঙ্গেলা মারকেলের সাথে দেখা করা। এবং বৃষ্টি ঝড় বজ্রে প্রেসিডেন্ট একবার উড়ে আবার ফিরে এলেন প্যারিসে এবং পরে আরেকটি বিমানে গেলেন এঙ্গেলা মারকেলের কাছে। তাকে যে যেতেই হবে, এবং নির্ধারিত সময়ের ৮০ মিনিট পরে তিনি পৌঁছলেন। ফ্রঁসোয়া ও এঙ্গেলার এটা প্রথম দেখা, নিকোলাকে যেভাবে দুগালে চুমু খেয়ে স্বাগত জানাতেন সেটা করলেন না এঙ্গেলা — একবারেই প্রথম দেখা, করমর্দনই সই। ইউরোপের বর্তমান সংকট নিরসনের প্রচেষ্টার গতিপথ এই দুই সরকার প্রধানের সম্পর্কের রসায়নের উপর অনেকাংশে নির্ভরশীল। তারও কিকঅফ হল গতকাল। বৃষ্টি ঝড় বজ্রে অনেকে অশুভের হস্তক্ষেপ দেখছেন — কিন্তু ফরাসিতে প্রথম দৃষ্টিতে প্রেম যেঅভিব্যক্তিতে প্রকাশ করা হয় তার অর্থই যে ‘বজ্রপাত'( coup de foudre)! তাই অনেকে মনে করছেন মারকেলের সাথে ওলন্দের সম্পর্ক সারকোজির চেয়েও উচ্চকিত হবে। বাকি কথা ভবিষ্যতই বলবে। এখানে দেখুন ফটোগ্যালারি : A Handshake Instead of a Kiss।
মাসুদ করিম - ৩ মে ২০১২ (৬:৫৬ অপরাহ্ণ)
হরতাল বন্ধ করতেই হবে। এফবিসিসিআই ঠিক পথেই ভাবছে।
খবরের লিন্ক : হরতাল বন্ধে আইনের দাবি এফবিসিসিআইয়ের।
মাসুদ করিম - ৩ মে ২০১২ (৭:৫৫ অপরাহ্ণ)
পৃথিবীতে এখন একটাই কমিউনপুরী, আসুন এই ফটোগ্যালারিটা দেখতে দেখতে সাম্প্রতিক উত্তর কোরিয়া ভ্রমণ করি : A Visit to North Korea।
মাসুদ করিম - ৫ মে ২০১২ (১:৪৫ পূর্বাহ্ণ)
নেপালে যখনই সংবিধান পাসের ডেডলাইন (এবারের ডেডলাইন ২৭ মে, ২০১২) কাছাকাছি আসে তখনি সরকার পরিবর্তন, ডেডলাইন বাড়ানো, ঐক্যমতেসৃষ্ট জাতীয় সরকার এসবের কথা শোনা যায়। এবার শোনা যাচ্ছে ঐক্যমতেসৃষ্ট জাতীয় সরকারের কথা। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়! এনিয়ে হিমালয়ান টাইমসের সম্পাদকীয় Come together।
মাসুদ করিম - ৭ মে ২০১২ (৯:৫০ পূর্বাহ্ণ)
০৫ মে ২০১২, আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক এক ধাপ এগিয়ে গেল, এখন থেকে প্রতিবছর নিয়মিত দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বহুবিধ বিষয়ে অংশীদারি সংলাপ চলবে।
লিন্ক : Joint Statement on U.S.-Bangladesh Partnership Dialogue।
০৬ মে ২০১২, হিলারি ক্লিনটন, আমেরিকান অ্যামবেসির তত্ত্বাবধানে ”A Conversation with Bangladesh” শিরোনামে বাংলাদেশের তরুণদের সাথে সিভিল সোসাইটির উপস্থিতিতে এক ঘন্টাব্যাপী এক সাক্ষাৎকার প্রদান করেন।
লিন্ক : Interview With Ms. Mooni Saha, and Mr. Ejaj Ahmed At a Townterview with Bangladeshi Youth।
মাসুদ করিম - ১৩ মে ২০১২ (২:৪৭ অপরাহ্ণ)
০৭ মে ২০১২তে কলকাতায় হিলারি ক্লিন্টনের টাউন্টারভিউ “We The People”
লিন্ক : Townterview with NDTV’s Barkha Dutt on “We The People”।
মাসুদ করিম - ৭ মে ২০১২ (৭:২৫ অপরাহ্ণ)
গ্রিসের সাধারণ নির্বাচনে জিতেছে রক্ষণশীল প্রো-বেইল আউট নিউ ডেমোক্রেসি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভে তারা ব্যর্থ হয়েছে। নিউ ডেমোক্রেসি পেয়েছে ১৮.৮৫% ভোট এবং ১০৮টি আসন,র্যাডিকেল বাম SYRIZA পেয়েছে ১৬.৭৮% ভোট এবং ৫২ আসন, সমাজবাদী PASOK পেয়েছে ১৩.১৮% ভোট এবং ৪১ আসন, জাতীয়তাবাদী ইন্ডপেন্ডন্টে গ্রিক পেয়েছে ১০.৬০% ভোট এবং ৩৩ আসন, কমিউনিস্ট KKE পেয়েছে ৮.৪৮% ভোট এবং ২৬ আসন, নব্য-নাৎসি Chryssi Avgi (Golden Dawn) পেয়েছে ৬.৯৭% ভোট এবং ২১ আসন, ডেমোক্রেটিক লেফ্ট পেয়েছে ৬.১০% ভোট এবং ১৯ আসন।
খবরের লিন্ক : Greek conservatives win general elections, no parliamentary majority।
মাসুদ করিম - ৮ মে ২০১২ (২:০৫ পূর্বাহ্ণ)
না জুতোর বাক্স নয়, এর ভেতর একশ বছর আগের ব্রিটিশ রাজের সময়ের ভারতের ছবি, অসাধারণ সব ছবি : Days of the Raj remembered: Amazing collection of photographs depicting life in India a century ago are found in an old shoebox।
মাসুদ করিম - ৯ মে ২০১২ (১১:০৫ অপরাহ্ণ)
এই ছবিগুলোর উৎস Royal Commission on the Ancient and Historical Monuments of Scotland (RCAHMS)।
ফটোগ্যালারি : Indian Glass Plate Negatives।
মাসুদ করিম - ৮ মে ২০১২ (৭:১৬ অপরাহ্ণ)
চায়নার আসলে দরকার পৃথিবীতে সে কী কী চায় না তার একটা চূড়ান্ত তালিকা করে ফেলা। এবার চীন বন্ধ করল আল-জাজিরা (যদিও আল-জাজিরা আমারও তেমন পছন্দ নয়, তাই বলে এভাবে বন্ধ করে দিতে হবে।)
বিস্তারিত পড়ুন : China Expels Al Jazeera Channel।
মাসুদ করিম - ৮ মে ২০১২ (৭:৩৭ অপরাহ্ণ)
চব্বিশ বছর পর হাতে পাসপোর্ট সুকির।
বিস্তারিত পড়ুন : Myanmar’s Suu Kyi given first passport in 24 years।
মাসুদ করিম - ১৩ মে ২০১২ (১:০১ অপরাহ্ণ)
১৯৪৭এর কাশ্মিরের কিছু ছবি, দেখুন ও পড়ুন Andrew Whiteheadএর ব্লগে।
মাসুদ করিম - ১৩ মে ২০১২ (৬:৫৯ অপরাহ্ণ)
চট্টগ্রামে বিএনপির প্রধান কার্যালয় নাসিমন ভবন ঘিরে আজকে বিকেলে কাজীর দেউরি থেকে এনায়েত বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সাথে ১৮ দলীয় বিরোধী জোটের সংঘর্ষ বলা হলেও প্রত্যক্ষদর্শী অনেকে একে, মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আদেশের জের ধরে চট্টগ্রামে জামায়াতের পরিকল্পিত আক্রমণই বলছেন। এঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ ৫০এর বেশি মানুষ আহত হয়েছে। জামায়াতে ইসলামির মিছিল বিএনপি কার্যালযে দিকে যাওয়ার সময় মিছিল থেকে উস্কানি সৃষ্টি করে পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আশপাশ থেকে প্রচুর জামায়াত কর্মী এলাকায় গাড়ি জ্বালিয়ে পুলিশকে অতর্কিতে আক্রমণ করে সাংবাদিকদের উপর চড়াও হয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।
লিন্ক : পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষ চট্টগ্রামে।
মাসুদ করিম - ১৪ মে ২০১২ (১০:০৭ পূর্বাহ্ণ)
দালাই লামার আশঙ্কা চীন তাকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করছে। প্রশিক্ষিত নারীরা তাদের চুলে ও ওড়নায় বিষ মেখে দর্শনার্থী হিসাবে দালাই লামার কাছে আসবে এবং তিনি তাদের আর্শীবাদ করতে চুলে ও ওড়নায় হাত লাগালে সেখান থেকে লাগা বিষ তার মৃত্যু ঘটাবে। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৪ মে ২০১২ (১২:৩৮ অপরাহ্ণ)
প্রখ্যাত কবি ও উপন্যাস লেখকেরা ছিলেন সামনে, রোববার মস্কোতে পুতিন বিরোধী সমাবেশ করেছেন হাজার হাজার রাশিয়ান।
বিস্তারিত পড়ুন ও দেখুন : Russia Opposition Protests: Anti-Putin Demonstrators March In Moscow।
মাসুদ করিম - ১৪ মে ২০১২ (২:৩৩ অপরাহ্ণ)
সাদাত হাসান মান্টোকে পুনর্পাঠ নিয়ে শিক্ষাবিদ নাভিদ শাহজাদ লিখছেন
লিন্ক : Re-reading Manto।
মাসুদ করিম - ১৫ মে ২০১২ (১২:৪৯ অপরাহ্ণ)
শেখ হাসিনা বার্মার প্রদেশ রাখাইন চিন এর গুরুত্ব নিয়ে গতকাল বলেছেন বার্মার বিদায়ী রাষ্ট্রদূতকে
এবছরের শুরুতেই ত্রিপুরা ভ্রমণ প্রসঙ্গেই এই সুপারিশকৃত লিন্কেই বার্মার রাখইন চিন প্রদেশের উল্লেখ করেছিলাম এভাবে
মাসুদ করিম - ১৬ মে ২০১২ (১:১৪ পূর্বাহ্ণ)
এইমাত্র পাওয়া খবর মেক্সিকোর প্রখ্যাত লেখক কার্লোস ফুয়েন্তেস ৮৩ বছর বয়সে মারা গেছেন।
বিস্তারিত পড়ুন : Mexican novelist, essayist Carlos Fuentes dies।
মাসুদ করিম - ১৭ মে ২০১২ (১:১৭ অপরাহ্ণ)
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের একত্রিশ বছর পূর্ণ হল আজ। ১৯৮১ সালের ১৭ মে তিনি তার নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন। তার আগে ওই বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয়। তাই আজ শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের একত্রিশ বছরই নয়, বাংলাদেশে শেখ হাসিনার রাজনীতিরও একত্রিশ বছর।
বিস্তারিত পড়ুন : যে অপশক্তি এখনও সক্রিয়।
মাসুদ করিম - ১৮ মে ২০১২ (২:৩২ পূর্বাহ্ণ)
আরবের আনন্দময়ী গায়িকা ওয়ার্দা, তার ৬০ বছরের বর্ণাঢ্য সঙ্গীত জীবনের অবসানে, ৭২ বছর বয়সে পরলোকে পাড়ি জমালেন ১৭ মে ২০১২ মিশরের রাজধানী কায়রোর এক হাসপাতালে।
খবরের লিন্ক : Veteran Algerian singer Warda passes away in Cairo at the age of 72।
এখানে দেখুন ও শুনুন Haramt Ababek এর ভিডিও।
মাসুদ করিম - ২০ মে ২০১২ (১২:৫২ অপরাহ্ণ)
এক সুদীর্ঘ ও সফল শিল্প জীবনের অবসান হল, নব্বই বছর বয়সে গতকাল মধ্যরাতের পর অর্থাৎ আজ ভোর ১২ টা ২০ মিনিটে পরলোকে চলে গেলেন শিল্পী সফিউদ্দিন আহমেদ। তিনি অনেক দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন, শেষবার গত মঙ্গলবার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
খবরের লিন্ক : চলে গেলেন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ।
মাসুদ করিম - ২০ মে ২০১২ (৭:৪০ অপরাহ্ণ)
হিলারি ক্লিনটন ঢাকায় তার টাউন্টারভিউতে ‘শেইল গ্যাস’এর কথা উল্লেখ করেছেন।
এবছর এপ্রিলের সুপারিশকৃত লিন্কে এই শেইল গ্যাস নিয়ে আলোচনায় এক মানচিত্রের সূত্রে বলেছিলাম বাংলাদেশে ‘শেইল গ্যাস’ থাকার সম্ভাবনা নেই। হিলারি ক্নিনটন ঠিকঠাক বলেছেন তো? নাকি কথার টানে বলে ফেলেছেন।
এখন অপেক্ষা ছাড়া গতি নেই। কারণ আমি এখনো বাংলাদেশের অন্য কোথাও এবিষয়ে কোনো লেখা পড়িনি। কেউ পড়ে থাকলে জানাবেন?
মাসুদ করিম - ২০ মে ২০১২ (৮:১৫ অপরাহ্ণ)
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রধানত গার্মেন্টস নির্ভর। এরকম একক পণ্যের উপর নির্ভরতা কমানো খুবই প্রয়োজন। রপ্তানি পণ্যে বৈচিত্র সৃষ্টিতে সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে এটা ভাল দিক। কিন্তু এর জন্য পলিসি নির্ধারণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জায়দি সাত্তার লিখছেন
বিস্তারিত পড়ুন : Challenge and promise of export diversification।
রেজাউল করিম সুমন - ২৩ মে ২০১২ (১:৪২ পূর্বাহ্ণ)
অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ প্রয়াত।
খবরের লিংক এখানে।
মাসুদ করিম - ২৬ মে ২০১২ (৬:২৩ অপরাহ্ণ)
খুব ছোট খবর, সোনা রূপা ও দামি পাথরসহ এক ভারতীয় নাগরিক ধরা পড়েছে বেনাপোলে কাস্টমসের হাতে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের মাত্রা ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে অনেকের ধারণা। এখনই সতর্ক না হলে সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলবে এই সোনা পাচার।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৬ মে ২০১২ (৬:৫১ অপরাহ্ণ)
কৃচ্ছতার কথা ওঠা মানেই জনগণের ব্যযহ্রাসের কথাই ওঠা। কৃচ্ছতার কথা উঠেছে স্পেনে, গ্রিসে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতে। কিন্তু কৃচ্ছতা একটি ভুল পন্থা সব সময়েরই জন্য। কারণ এক দিকে এই কৃচ্ছতা জনগণের ব্যযহ্রাসের কথা বললেও অন্যদিকে চলতে থাকে প্লুটোক্র্যাটদের ব্যয় উৎসব। ভারতের প্রখ্যাত সাংবাদিক পি.সাইনাথ লিখছেন
বিস্তারিত পড়ুন : The austerity of the affluent।
আর যারা ইংরেজিতে স্বচ্ছন্দ নয়, তারা পড়ুন বাংলা অনুবাদে এখানে।
মাসুদ করিম - ২৭ মে ২০১২ (১০:৩৬ পূর্বাহ্ণ)
যেনেপাল রাজতন্ত্র থেকে গণপ্রজাতন্ত্রে নিজেকে উন্নীত করেছে, যেনেপাল হিন্দু রাজতান্ত্রিক রাষ্ট্র থেকে নিজেকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরিত করেছে, আজ ২৭ মে ২০১২, সেনেপাল কি পাবে তার বহু আকাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্রীয় গণপ্রজাতন্ত্রী সংবিধান?
বিস্তারিত পড়ুন : News Analysis: Amid uncertainty, Nepal awaits tryst with history
মাসুদ করিম - ২৮ মে ২০১২ (১২:৪৪ পূর্বাহ্ণ)
একটি মৃত্যু সংবাদ। ২৮ মে সোমবার ২০১২ ০০:০০ টায় নেপালের সংবিধান সংসদ মৃত্যবরণ করেছে। এবছর ২২ নভেম্বর নতুন সংবিধান সংসদ গঠনের লক্ষ্যে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সময়ের অসাধারণ অপচয়ের দৃষ্টান্ত হয়ে থাকবে এই মৃত সংবিধান সংসদ। সত্যিই দুঃখজনক একটি খবর নেপালের জন্য।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২৮ মে ২০১২ (৬:৫৫ অপরাহ্ণ)
২০০৮ সালের এপ্রিল থেকে নিয়মিত আমি নেপালের সংবিধান সংসদের খবরাখবর রেখেছি। গতকাল (ঠিকভাবে বলতে গেলে ২৮ মে সোমবার ২০১২ ০০:০০) সেই সংসদের যখন মৃত্যু হল, তখন থুবই দুঃখ পেয়েছি। এখন বলা হয়েছে এবছরের ২২ নভেম্বর (প্রথমে ১৯ নভেম্বর বলা হয়েছিল) আবার নতুন করে নির্বাচন হবে। আগামী দিনগুলোতে নেপালের রাজনীতি কীহবে সেই মধ্যরাত থেকে আমি চিন্তিত, এই যেমন এখন নেপালের সব রাজনৈতিক দল, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ দাবী করেছে,
নেপালের এই রাজনৈতিক টানাপোড়েনে উপমহাদেশের সবার জন্যই গভীর আশঙ্কার কারণ আছে। আজ হিমালইয়ান টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছিল
সংবিধানটা হয়ে গেলে নেপালটা যেভাবে এগিয়ে যেত, এবং তার সাথে সাথে উপমহাদেশে গণতন্ত্রের উপর মানুষের আরো আস্থা তৈরি হত, সেই আপাত সুযোগটা নষ্ট হয়ে গেল। এখন সবচেয়ে আশঙ্কার হল নির্বাচনের আগে এই দিনগুলো কেমন যাবে, বা আদৌ সমযমত নির্বাচনটা হবে তো? সব মিলিয়ে একটা বিকট সময়ের আশঙ্কার ভেতরই ঢুকে গেলাম গত মধ্যরাত থেকে।
মাসুদ করিম - ২৭ মে ২০১২ (৬:৫৮ অপরাহ্ণ)
বাংলা মিডিয়ার কি ধারণা যেখানে সেখানে চন্দ্রবিন্দু যোগ করলেই সবকিছু ফরাসি হয়ে যায়? দেশের প্রধান সংবাদপত্রগুলো নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্টের নামের চৌদ্দটা বাজিয়ে বসে আছেন খেয়াল করলাম। FRANCOIS HOLLANDE এর নামের শেষ অংশের বাংলা বানান কীকরে ওলাঁদ হয়? ফরাসি জানতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু ফরাসি না জানলে আগে যেরকম নামটা পড়ে ইংরেজিতে কীরকম উচ্চারণ হবে সেভাবে নামটা লেখা হত সেটা তো অনেক বেশি গ্রহণযোগ্য ছিল, মানে ‘হোলান্ড’বা ‘হোলান্দ’। কিস্তু ওলাঁদ কিভাবে? ঠিক ফরাসি উচ্চারণটা হবে ‘ওলন্দ’ বা ‘ওলোন্দ’।
মাসুদ করিম - ২৯ মে ২০১২ (৩:২৬ অপরাহ্ণ)
কিছুদিন আগের গ্রিসের নির্বাচনের ফলাফলের মতোই মিশরের প্রথম পর্বের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও প্রকাশ করছে জনগণের বহুধাবিভক্ত ভোট প্রয়োগ। ইসলামবাদী মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসি পেয়েছে ২৪.৭৭%, মুবারকপন্থী আহমেদ শফিক পেয়েছে ২৩.৬৬%, বামপন্থী হামেদিন সাব্বাহি পেয়েছে ২০.৭১%, মধ্যপন্থী ইসলামবাদী আবদুল মোনাইম আবুল ফুতুহ পেয়েছে ১৭.৪৭% এবং আরব লীগ প্রধান আমর মুসা পেয়েছে ১১.১২%।
বিস্তারিত পড়ুন : Egyptians protest against election results; violence flares as Shafiq’s HQ torched।
মাসুদ করিম - ২৯ মে ২০১২ (৬:৩৯ অপরাহ্ণ)
এখন মধ্যজুনে দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনে ইসলামবাদী মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসি এবং মুবারকপন্থী আহমেদ শফিকের মধ্যে ভোটের লড়াইয়ে তাহরির স্কয়ারের আন্দোলনকারীরা পড়বেন উভয় সঙ্কটে। তারা কাকে ভোট দেবেন, তারা তো ইসলামবাদী মুসলিম ব্রাদারহুডকে পছন্দ করেন না — তেমনি তারা তো মুবারককে উচ্ছেদের বিরুদ্ধেই আন্দোলন করেছিলেন। এই উভয় সঙ্কট থেকে বের হয়ে আসার একটাই পথ — এদের মধ্যে ‘মন্দের ভাল’টাকে খুঁজে বের করা।
বিস্তারিত পড়ুন : The polarized run-off between Ahmed Shafik and Mohammed Morsi leaves many Egyptians with grave concerns।
মাসুদ করিম - ৩১ মে ২০১২ (৯:৪৭ পূর্বাহ্ণ)
জনকণ্ঠে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের বুধবারের নিয়মিত কলাম মাঝেমাঝে হয়ে ওঠে অবশ্যপাঠ্য, কিন্তু গতকালেরটা ছিল তার চেয়েও বেশি, সমাজবিজ্ঞানীর সংকল্পের অতুলনীয় গদ্য।
লিন্ক : বিপরীত স্রোতে নাও ভাসানো।