মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২৫ comments
বিনয়ভূষণ ধর - ৪ অক্টোবর ২০১০ (৭:২৯ অপরাহ্ণ)
‘বাংলাদেশ এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র’…পড়ুন এখানে
মাসুদ করিম - ৫ অক্টোবর ২০১০ (৪:৪৩ অপরাহ্ণ)
গতকাল সোমবার প্রথম আলোর নির্ভীকতা ও সত্যবাদিতার ফিরিস্তি পড়ছিলাম এই পত্রিকারই সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের ‘মন্তব্য প্রতিবেদন’এ, একই দিনের ফিচার পাতা ‘রস+আলো’ পত্রিকার পাশেই রাখা ছিল, হ্যাঁ এই ফিচার পাতাটি একসময় ‘আলপিন’ নামে প্রকাশিত হত, বাংলাদেশের সবাই জানেন কেন হয়েছিল এই নাম পরবির্তন, সেই সময়কার প্রথম আলোর ওপর এযাবৎকালের সবচেয়ে বড় আঘাত নিয়ে তিনি লিখছেন
অনভিপ্রেত কার্টুন? তাই এই প্রেতের কুশীলব কার্টুনিস্ট আরিফ ও এই ফিচার পাতা সম্পাদনার দায়িত্বে নিয়োজিত সুমন্ত আসলামকে তড়িঘড়ি কোনো সম্পাদকসুলভ আশ্রয় না দিয়ে, তাদের ওপর সব দায়দায়িত্ব চেপে বরখাস্ত করলেন বহু হুমকি, আক্রমণ ও মিথ্যা প্রচারের মুখেও প্রথম আলো তার স্বাধীন সাংবাদিকতার নীতি সমুন্নত রেখেছে এমন দাবি করা সম্পাদক মতিউর রহমান।
দেশের সংসদ ভবনে সংসদ সদস্যরা প্রথম আলোর বিরুদ্ধে যেরকম করে শোরগোল তুললেন তার সত্যিই কোনো তুলনা নেই। আমাদের সংসদ সদস্যরা শুধু সমালোচনাবিমুখ আর থাকতে চাইছেন না, তারা এখন সমালোচনার সকল দুয়ারও বন্ধ করে দিতে চাইছেন। আমাদের চিন্তাটাও এখানে। প্রথম আলো সত্য প্রকাশ করবে কি না বা প্রথম আলো সত্য প্রকাশে অবিচল থাকবে কি না এনিয়ে আমি চিন্তিত নই — এটা একান্ত ওই পত্রিকার নিজস্ব ব্যাপার, কিন্তু সরকার বা সংসদ সদস্যরা যদি কোনো পত্রিকার সত্য প্রকাশ বা পত্রিকা প্রকাশের অবিচলতাকে বাধাগ্রস্ত করতে চান, তাহলে তো আর সভ্য বা সিভিল সমাজের কথা ভেবে আমাদের আর লাভ নেই।
২১ আগস্টের আসামীকে দেশ ছাড়তে সহায়তা করায় যদি মতিউর রহমান বা তার সমর্থনপুষ্ট কোনো সাংবাদিক বা প্রথম আলোর কর্পোরেট উদ্যোক্তা ট্রান্সকমের কারো কোনো সম্পৃক্ততা থেকে থাকে, তবে তা নিয়ে সংসদ ও নির্দিষ্ট কিছু পত্রিকা গরম না করে তদন্তের মাধ্যমে এর সত্যতা উদঘাটন করাও সরকারেরই কর্তব্য, সংসদ সদস্যদের এসব বিষয়ে পরিস্কার ধারণা থাকা চাই। আর যেই ভূতের জপ চারিদিকে শুরু হয়েছে ‘একএগারো একএগারো’ সেই জপের বিপরীতে সবার আগে সংসদ সদস্যদেরই কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে তাদের অনাকাঙ্ক্ষিত বগরবগরই ওই ভূতের সাধকদের হাতের জপমালাকে আরো শক্তিশালী করে তুলবে, আর যেখানে তারা জানেন সেই জপমালার একজন ধারক মতিউর রহমান নিজে, কাজেই তার জপমালার শক্তি বাড়াতে এই সংসদ সদস্যদের এমন উঠেপড়েলাগাটা তো খুবই বিপদজনক ভবিষ্যতের অতীতকেই ডেকে নিয়ে আসবে। কাজেই সরকার এবং সংসদ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত।
এখানে পড়ুন মন্তব্য প্রতিবেদন প্রথম আলো সত্য প্রকাশে অবিচল থাকবে।
বিনয়ভূষণ ধর - ৫ অক্টোবর ২০১০ (৭:২৬ অপরাহ্ণ)
গত ৭ই সেপ্টেম্বর ২০১০ইং তারিখে কালের কণ্ঠ পত্রিকায় বিশিস্ট কলামিষ্ট জনাব আব্দুল গাফ্ফার চৌধুরী কতৃক লিখিত (কেবল একজন জেনারেলের বিচার দ্বারা দেশ অবৈধ শাসনের কলঙ্কমুক্ত হবে না) কলামখানা এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যায়। পড়ুন এখানে…
মাসুদ করিম - ৫ অক্টোবর ২০১০ (৭:৩২ অপরাহ্ণ)
সারা পৃথিবী ভুগছে ইসলামের আতঙ্কে আর ইসলাম ভুগছে যৌন আতঙ্কে। মালদ্বীপের ইসলামি রাজনৈতিক দল আদালত পার্টি সহশিক্ষায় কিসব যৌন হরমোনের আধিক্য খুঁজে পাচ্ছেন, এবং এসব কিছু পাচ্ছেন ‘আধুনিক গবেষণা’ থেকে। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৭ অক্টোবর ২০১০ (৬:২৩ অপরাহ্ণ)
পেরুর ঔপন্যাসিক ও রাজনীতিবিদ য়োসা এবছরের নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
আপনার অভিনন্দন পাঠান এখানে।
রেজাউল করিম সুমন - ৮ অক্টোবর ২০১০ (১২:৪২ অপরাহ্ণ)
নোবেলবিজয়ী লেখকের প্রতিক্রিয়া [শুনুন] :
মাসুদ করিম - ১৪ অক্টোবর ২০১০ (১:৫৫ পূর্বাহ্ণ)
য়োসা ডানপন্থী, ওকে নোবেল দিও না সুইডেনের বামপন্থীরা এমন আবেদন করেছেন সুইডিশ একাডেমির কাছে। বামপন্থীদের এমন চাওয়া সত্যিই হাস্যকর। বামপন্থীদের এমন সব পদক্ষেপ আসলে ক্ষতি করছে বামপন্থার। য়োসা একসময় কমিউনিস্ট ছিলেন পরে ডানপন্থী হয়েছেন। কিন্তু তার গল্প বলার বা সমাজ ও চরিত্রকে বর্ণনা করার দক্ষতাকে একপাশে সরিয়ে রেখে, খালি তিনি বামপন্থার সঙ্গে কেন নেই — এই নিয়ে ব্যস্ত থাকতে হবে বামপন্থীদের!
বিস্তারিত পড়ুন Don’t give him the Nobel – he’s right-wing!
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১০ (৩:১৭ অপরাহ্ণ)
চীনের মানবাধিকার কর্মী লিউ চিআওবো পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার ২০১০।
আপনার অভিনন্দন পাঠান এখানে।
রেজাউল করিম সুমন - ৮ অক্টোবর ২০১০ (৭:৫০ অপরাহ্ণ)
তাঁর সম্পর্কে জানতে পারলাম ইয়াহু নিউজ-এ প্রকাশিত এই লেখাটি পড়ে।
মাসুদ করিম - ১০ অক্টোবর ২০১০ (৬:১৯ অপরাহ্ণ)
এই শান্তির নোবেল নিয়ে চীনের দৈনিক গ্লোবাল টাইমসের মতামত।
লিন্ক এখানে।
মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১০ (৫:৫৩ অপরাহ্ণ)
লিউ চিআওবো ও চীনের ভবিষ্যত নিয়ে ভিডিওটি দেখুন এখানে।
মাসুদ করিম - ১১ অক্টোবর ২০১০ (৫:৫৭ অপরাহ্ণ)
অর্থনীতিতে এবারের নোবেল পেলেন তিনজন। শ্রম বাজার ও কর্মসংস্থান বিষয়ে তাদের গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।
আপনার অভিন্ন্দন পাঠান এখানে।
মাসুদ করিম - ১২ অক্টোবর ২০১০ (১:০৬ অপরাহ্ণ)
বাংলাদেশের অভিবাসীদের কাজের অনুমতি (work permit) দিয়ে ভারত তার দেশে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সমস্যা সমাধানে অনেক দূর এগিয়ে যেতে পারে।
বিস্তারিত পড়ুন How to Fix Illegal Bangladeshi Migration।
ঠিক একইভাবে বাংলাদেশও ভারতীয়দের জন্য কাজের অনুমতি (work permit)দিয়ে গার্মেন্টস ও অন্যান্য শিল্প খাতে অবৈধভাবে চাকুরীরত অনেক ইঞ্জিনিয়ার ও অন্য পেশাদারী ব্যক্তিদের সমস্যার সমাধান করতে পারে। ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সাংষ্কৃতিক আদান প্রদানেও এই work permit আন্তর্জাতিক বাণিজ্যের চেয়েও বেশি ভূমিকা রাখতে পারবে বলেই আমার মনে হয়।
মাসুদ করিম - ১২ অক্টোবর ২০১০ (৬:৪২ অপরাহ্ণ)
চীনের ক্ষমতাবৃত্তের পরিবর্তন কীকরে হয়, সিভিল ও সামরিক ক্ষমতার মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায় নির্ধারিত হয়, চীনের কমিউনিস্ট পার্টির পঞ্চম প্রজন্মের পলিটব্যুরোর সদস্যরা ও স্ট্যান্ডিং কমিটির মধ্যে কার প্রভাব কীরকম — এসব নিয়ে ফর্বস ব্লগে এক চমৎকার তথ্য সমৃদ্ধ প্রতিবেদন লিখেছেন জন মাউলডিন।
চীনের নেতৃত্ব ও রাজনীতি নিয়ে সচরাচর এমন লেখা পাওয়া যায় না। উৎসাহীরা ধৈর্যশীল হয়ে প্রতিবেদনটি পড়লে সবিশেষ উপকৃত হবেন। লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৪ অক্টোবর ২০১০ (২:০২ পূর্বাহ্ণ)
চিলির এই খনির মানুষগুলো গত দুমাস ধরে সংবাদ শিরোনাম, ২৩০০ ফুট নীচে খনিতে ফাঁদে আটকে পড়া ৩৩জন মানুষকে এতদিন অনেক কষ্টে খাওয়া পাঠিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। গতকাল এই ৩৩ জনের প্রথম জনকে উদ্ধারকারীরা খনির বাইরে নিয়ে আসতে পেরেছেন। ছবিতে দেখুন বিস্তারিত।
মাসুদ করিম - ১৪ অক্টোবর ২০১০ (৯:০৫ পূর্বাহ্ণ)
আটকেপড়া ৩৩ জনের মধ্যে ৩৩ জনকেই মুক্ত করেছে উদ্ধারকারীদল।
এখানে দেখুন ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের আয়োজন লাইভ কাভারেজ ও উদ্ধারকর্মের ক্রমপঞ্জি।
মাসুদ করিম - ১৪ অক্টোবর ২০১০ (২:৩৪ পূর্বাহ্ণ)
অযোধ্যায় বাবরি মসজিদ ও রামজন্মভূমি নিয়ে ৬০ বছরের পুরনো মামলা ও এর রায় নিয়ে যাদের উৎসাহ আছে তারা এ.জে. নুরানির এই লেখাটি পড়তে পারেন। তথ্যগুলো এবং তার সূত্রে তার মন্তব্য সত্যিই সংগ্রহযোগ্য।
বিস্তারিত পড়ুন এখানে।
আদালতের রায়ের মাধ্যমে সম্পন্ন হল : বিশ্বাসনির্ভর পৌরাণিক চরিত্র রামের জন্মস্থান নির্ধারণ , আপোসের মাধ্যমে সমস্যা জর্জরিত জায়গার মফস্বলি ভাগাভাগি, বাবরি মসজিদ ভাঙ্গার দাঙ্গাকারীদের বিষয়ে বিস্ময়কর মৌনতা — এই তিন সমস্যার মধ্যেই অযোধ্যার ৩০ সেপ্টেম্বর ২০১০-এর রায় সুচিহ্নিত হয়ে থাকল। এই রায় অনাধুনিক, ভারতীয় সংবিধানের অপমান ও প্রযুক্তির উৎকর্ষতার দিকে অগ্রসর ভারতের বিশ্বাসনির্ভর কিম্ভূত সমাজবাস্তবতার আরো পেছনে যাওয়ার ইঙ্গিত।
এখানে পুরো পড়ুন প্রভাত পাটনায়েকের On the Allahabad High Court Verdict।
মাসুদ করিম - ১৫ অক্টোবর ২০১০ (১১:০৭ পূর্বাহ্ণ)
ভারতের বামধারার সংবাদ পর্যালোচনা মাধ্যম News Clickএ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত যুদ্ধাপরাধের বিচার নিয়ে ডি. রঘুনন্দনের সাথে বাংলাদেশের চিত্রসাংবাদিক সাইফুল হক অমির সাক্ষাৎকার দেখুন এখানে।
মাসুদ করিম - ১৮ অক্টোবর ২০১০ (৬:৫৮ অপরাহ্ণ)
নেপালের সাম্প্রতিক রাজনীতি নিয়ে যাদেরই উৎসাহ আছে তাদের নেপালের বামধারার বুদ্ধিজীবি শ্যাম শ্রেষ্ঠের এই সাক্ষাৎকারটি অবশ্যই পাঠ করা উচিত। সাক্ষাৎকারে তিনি বলছেন
সাক্ষাৎকারের শেষে বলছেন
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২২ অক্টোবর ২০১০ (৪:১৩ অপরাহ্ণ)
ইউরোপে অভিবাসন এখন সবচেয়ে আলোচিত বিষয়। অভিবাসীদের সংস্কৃতিও সেই সূত্রে খুবই জটিল আলোচনার বিষয়। অভিবাসীরা তাদের শেকড়ের সংস্কৃতিকে ধারণ করবে নাকি তার অধিবাসী অঞ্চলের মূল সংস্কৃতির ধারক হতে সচেষ্ট হবে — এটি এখন এক বড় বিতর্কের বিষয়। সম্প্রতি জার্মান সরকার প্রধান এঙ্গেলা মার্কেলের মন্তব্য, মূল সংস্কৃতির ধারক হতে অভিবাসীরা চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই বিতর্ককে আরো উসকে দিয়েছে। বর্তমানে ইউরোপ জুড়ে অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাবের সাথে সঙ্গতিপূর্ণ মার্কেলের এই মন্তব্য জার্মান জাতির কাছে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চনমনে পদক্ষেপ বলে অনেকে মনে করলেও অভিবাসীরা এধরণের কথায় খুবই বিচলিত। অভিবাসীর আপন সংস্কৃতির প্রতি টান ও প্রচলিত অভ্যাস তাকে স্বাভাবিকভাবেই নতুন দেশে এক ‘সমান্তরাল সংস্কৃতি’র চর্চায় নিয়োজিত রাখে, সে নিজে ওই দেশের মূলধারার সংস্কৃতিতে মিশে যেতে অস্বচ্ছন্দ বোধ করে — কিন্তু এটা তো অভিবাসনের অনেক দিনের আচরিত অভ্যাস।
এখানে পড়ুন What’s So Bad About Parallel Societies?
অভিবাসীরা কোথাও গিয়ে সেই দেশের সংস্কৃতিকে কেন নিজেদের একীভূত করতে পারে না, এই দায় তো শুধু অভিবাসীর নয়, ওই দেশের স্থানীয়দেরও — যদি সত্যিই অনেক সংস্কৃতির একীভবন আমরা চাই, তাহলে সব সংস্কৃতিরই কিছু দরজা জানালা খোলা থাকতে হবে। সেই খোলা দরজা জানালার অভাব আমাদের এভাবে ‘সমান্তরাল সংস্কৃতি’র মধ্যেই আবদ্ধ রাখবে। এবং ‘সমান্তরাল সংস্কৃতি’ আপাত সুখের হলেও ভবিষ্যতে আমাদেরকে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ’-এর দিকে আরো অগ্রসর হতে হবে। এবং যতই মার্কেলের চনমনে উক্তির সমালোচনা করি, অভিবাসীদের জন্য ‘সমান্তরাল সংস্কৃতি’ কোনো ভাবেই সবসময়ের সমাধান হতে পারে না। ‘সাংস্কৃতিক বহুত্ববাদী’ অভিবাসী ও স্থানীয়রাই ভবিষ্যতের মানুষ এবং ভবিষ্যতের রাজনীতি।
মাসুদ করিম - ২৫ অক্টোবর ২০১০ (১২:৪১ অপরাহ্ণ)
ঢাকা খেকে দিনাজপুর লংমার্চ ২৪-৩০ অক্টোবর ২০১০, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এই লংমার্চের কভারেজ পেতে অনুসরণ করুন : http://twitter.com/shahidul
ছবি ও ভিডিওর জন্য চোখ রাখুন এখানে।
মাসুদ করিম - ২৫ অক্টোবর ২০১০ (১২:৫২ অপরাহ্ণ)
এখানে এক নজরে দেখুন Iraqi War Logs 2004-2009।
মাসুদ করিম - ২৭ অক্টোবর ২০১০ (১০:০৭ পূর্বাহ্ণ)
দুর্নীতির মানচিত্র। যত হালকা ও ছোট রঙ তত কম দুর্নীতি আর যত গাঢ় আর বড় রঙ তত বেশি দুর্নীতি। দেখুন এখানে।
মাসুদ করিম - ২৯ অক্টোবর ২০১০ (৬:১৭ অপরাহ্ণ)
সাক্ষাৎকারটি পড়ুন এখানে।
আমাদের উপমহাদেশে এরকম একটি কমিশনড স্টাডি কি করা সম্ভব ১৯৬২-১৯৭৭ সময়কালের পাকিস্তান বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্ম নিয়ে? করা গেলে নিশ্চয় জাতিগত অত্যাচার, সন্ত্রাস, গণহত্যা, প্রতিরোধ, ষড়যন্ত্র, স্বাধীনতা, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক অপরাধ ও সাম্রাজ্যবাদ বিষয়ে অনেক সত্যের দুয়ার খুলে যেত।
মাসুদ করিম - ৩১ অক্টোবর ২০১০ (১২:৩০ অপরাহ্ণ)
ছায়াচ্ছন্ন আফ্রিকাতেই প্রথম ধারালো যন্ত্র তৈরি হয়েছিল।
বিস্তারিত পড়ুন এখানে।