মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩৭ comments
মাসুদ করিম - ১ সেপ্টেম্বর ২০১০ (৩:১২ অপরাহ্ণ)
মহান নারী শিল্পীর কথা ভাবছেন? করাচির কথা ভাবুন।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১০ (১২:৩২ অপরাহ্ণ)
ইন্টারনেটে বাংলা ভাষার আরেকটি দুয়ার খুলল, টেক্সট টু স্পিচ সফট সফটওয়্যার-এর মাধ্যমে এখন লেখা কথা পড়ার পাশাপাশি শোনাও যাবে। আর এই অভিজ্ঞতা নিতে হলে ‘প্রথম আলো শ্রুতি’তে আসুন।
খবরটি বিস্তারিত পড়ুন এখানে।
আর আমরা নির্মাণব্লগের জন্য কি ব্যবহার করতে পারি এই প্রযুক্তি?
মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১০ (৫:৪১ অপরাহ্ণ)
হকিং-এর নতুন বই ‘The Grand Design’ বাজারে আসবে এক সপ্তাহের মধ্যে। বাংলাদেশের বাজারে আসতে আরো ১/২ মাস। তিনি বলছেন
তার মানে স্রষ্টা নেই, আছে সৃষ্টি। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৬ সেপ্টেম্বর ২০১০ (১০:০২ অপরাহ্ণ)
‘আল্লাহ নেই, ডির্যাক তার নবী’, বিখ্যাত ইংরেজ গণিতবিদ পল ডির্যাকের এক বন্ধু বলেছিলেন এই কথা, আর ডির্যাক বলেছিলেন ‘আল্লাহ অত্যন্ত উঁচুমানের এক গণিতবিদ’। বিশ্বস্রষ্টা বা আল্লাহ বিতর্কের অবসান কি হকিং করতে পেরেছেন তার নতুন বইয়ে?
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১০ (৪:১৩ অপরাহ্ণ)
আমি তার অভিনীত ছবি নাটক কিছুই দেখিনি, দেখে চিনতেও পারছি না, অথচ কলকাতার ‘আজকাল’ পত্রিকায় বিশাল খবর ‘দিলীপ রায়ের জীবনাবসান’ । তারপর আরো জানতে পারলাম তার জন্ম ১৯৩১ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার। কর্মজীবনে ব্যাপৃত ছিলেন ‘ছবিতে, নাটকে, আন্দোলনে’। দুসপ্তাহের বেশি হাসপাতালবাসের শেষ হল ২ সেপ্টেম্বর ২০১০ বিকেলে, ৭৯ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন ‘চেনা বাদশার মুখ’।
** প্রতিটি লিন্ক আজকালের, কাজেই তড়িঘড়ি পড়ে নিন, ওদের লিন্কগুলো আবার ৩/৪ সপ্তাহের বেশি সচল থাকে না। আবার এমন সমস্যা ‘ব্লককোট’ করেও রাখা যায় না, কারণ তাদের সাইটে ওরা ইউনিকোডে বাংলা লেখে না।
বিনয়ভূষণ ধর - ৪ সেপ্টেম্বর ২০১০ (৯:৩৮ অপরাহ্ণ)
@মাসুদ ভাই!!!
আপনার কথাই ঠিক হলো অবশেষে…লিঙ্ক সচল আছে কিন্তু ইউনিকোড দিয়ে না লিখার কারণে কোনকিছু পড়া যাচ্ছেনা আসলে…
মাসুদ করিম - ৬ সেপ্টেম্বর ২০১০ (৯:৪০ অপরাহ্ণ)
@বিনয়ভূষণ ধর
লিন্কগুলো ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে খুলে দেখতে পারেন। মনে হয় পড়তে পারবেন।
মাসুদ করিম - ৬ সেপ্টেম্বর ২০১০ (১০:১৭ অপরাহ্ণ)
স্থিরচিত্রে নিউজিল্যান্ডের ভূমিকম্প, দেখুন এখানে।
মাসুদ করিম - ৬ সেপ্টেম্বর ২০১০ (১১:০২ অপরাহ্ণ)
১৯৮৭-১৯৯২ এই পাঁচ বছর আমি কতবার ‘দশদিগন্তের দ্রষ্টা’ পড়েছি আমার নিজেরই হিসেব ছিল না, আজ আর মনেও নেই। কিন্তু ওই বইটির লেখক আবদুল মান্নান সৈয়দের আর কোনো বই কখনো পড়িনি, আর কোনোদিন ওর সম্বন্ধে উৎসাহও দেখাইনি। সংস্কৃতির যেবলয়ে তার বিচরণ, তা আর ভাল লাগেনি আমার। তিনি মারা গেলেন গতকাল, মন ভার হয়ে আছে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০১০ (১২:৫৭ অপরাহ্ণ)
১৭ দিন অপেক্ষার পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোয়ালিশন সরকার গড়তে যাচ্ছে লেবার পার্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম অস্ট্রেলিয়া ঝুলে থাকা সংসদ দেখতে পেল। শেষ পর্যন্ত সরকার গঠনের বহুকাঙ্ক্ষিত ৭৬ আসনের অংক মেলাতে সফল হওয়াতে লেবার নেত্রী জুলিয়া গিলার্ডকে অভিনন্দন।
বিস্তারিত পড়ুন এখানে।
বিনয়ভূষণ ধর - ৭ সেপ্টেম্বর ২০১০ (৭:৩৩ অপরাহ্ণ)
@মাসুদ ভাই!
আপনাকে একটা মজার কথা বলি…আমরা যারা বাঙ্গালি তারা অতি মাত্রায় উৎসাহী সবকিছুতে…অস্ট্রেলিয়ার মানুষেরর মাথা-ব্যাথা নেই ওদের পরবর্তী সরকার কোন দল গঠন করবে…আর আমরা তা নিয়ে অকারণে লাফালাফি করছি…ব্যাপরগুলো খুব দু:খজনক!!!
মোহাম্মদ মুনিম - ৭ সেপ্টেম্বর ২০১০ (১০:০৭ অপরাহ্ণ)
বিনয়,
বাংগালীদের (মানে বাংলাদেশীদের) বিদেশের খবর নিয়ে সিরিয়াস কোন আগ্রহ আছে বলে আমার মনে হয় না। কেবল আমেরিকা কোন মুসলিম দেশ আক্রমন করলে সেই দেশ নিয়ে কিছু আবেগী কথাবার্তা হয়। আর আছে জাপানীরা কথা কম বলে কাজ বেশী করে এই জাতীয় কিছু সেকেলে গালগল্প (আমার কাছ মার্কিন প্রবাসী কোরিয়ানদের বাঙ্গালীদের চেয়ে অনেক বেশী গল্পবাজ মনে হয়েছে)।
আমি বিদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশী পত্র পত্রিকায় খুব ভালো বিশ্লেষনধর্মী লেখা পড়েছি বলে মনে পড়ছে না। মাসুদ ভাই অনেকদিন ধরেই বিভিন্ন দেশের রাজনৈতিক এবং অন্যান্য খবর নিজে পড়ছেন এবং আমাদের জানাচ্ছেন। এই কাজটা অন্য কেউ করছে না। এটার মধ্যে খারাপ কিছু নেই।
বিনয়ভূষণ ধর - ৯ সেপ্টেম্বর ২০১০ (১:১০ অপরাহ্ণ)
মুনিম!!!…
মাসুদ ভাইয়ের কাজগুলোকে আমি প্রশংসার দৃষ্টিতে দেখি সবসময়। আমার মন্তব্যের কোথাও এই জাতীয় কাজগুলোকে আমি ভালো বা খারাপ কোনকিছুর উল্লেখ কিন্তু করিনি। আর এটা নিয়ে মাসুদ ভাইয়ের সাথে ব্যাক্তিগতভাবে কথা হয়েছে আমার। এটা ছিলো আমার একান্ত ব্যাক্তিগত মতামত মাত্র…
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০১০ (৩:১৭ অপরাহ্ণ)
কী বলব একে ‘নোয়াখালি ফ্যাক্টর’? বিএনপির শক্তি প্রক্রিয়ায় প্রায়ই খালেদা জিয়ার নাম জড়িয়ে এই ‘নোয়াখালি ফ্যাক্টর’এর কথা শোনা যায়। সাম্প্রতিককালে জয়নাল আবেদিন ফারুককে ঘিরে এমন কথা শোনা গেছে, এখন শোনা যাচ্ছে মওদুদ আহমেদকে ঘিরে। খালেদা জিয়া কয়েকিদন দেশে নেই, এর মধ্যেই নাজমুল হুদা মুখ খুললেন মওদুদের বিরুদ্ধে। আসলে সেপ্টেম্বরের শুরু থেকে খালেদা ওমরায় গিয়ে কেমন যেন, তারেক জিয়াকে উদযাপন করার সুযোগ করে দিয়ে গেছেন বিএনপির নেতাকর্মীদের। সেভাবেই চলছে সবকিছু, গত কয়েকদিনে নেতাকর্মীদের তারেক বন্দনার যেজোয়ার উঠেছে, খালেদা জিয়া কি আর তার পুরনো জায়গা ফিরে পাবেন? আর যেভাবে নাজমুল হুদা হঠাৎ করে মওদুদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন,খালেদা জিয়া ও তার ‘নোয়াখালি ফ্যাক্টর’ কি ‘ঢাকা-উত্তরবঙ্গ’চাপে পিষ্ট হযে যাবে?
মাসুদ করিম - ৭ সেপ্টেম্বর ২০১০ (৩:২৭ অপরাহ্ণ)
চীন-ভারত দুই বড় প্রতিবেশীর চাপে নেপাল এক ভয়ংকর রাজনৈতিক সংকট অতিক্রম করছে, প্রধানমন্ত্রীর ‘মিউজিক্যাল চেয়ার’এ কে বসবে তার দোলাচাল অসহ্য হয়ে উঠছে। আসলে বৃহৎ ব্যবসা, সেনাবাহিনী, রাজচক্র এসবের ক্ষমতার অধিকারীদের নেপালের কোনো রাজনৈতিক দলই আয়ত্তে আনতে পারছে না। এই তিন কেন্দ্রের চাবি নিয়ে লড়াই চলছে চীন-ভারতের মধ্যে। সেনাবাহিনী ও রাজচক্রে ভারত কিছুটা এগিয়ে থাকলেও বৃহৎ ব্যবসায় চীন অনেক এগিয়ে। আর এই প্রবল প্রতিবেশীদের তাড়নায় নেপালের রাজনীতি ও গণমানুষের অবস্থান আজ খুবই নাজুক।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১০ (৪:১৭ অপরাহ্ণ)
নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রমোদ মিশ্রের কলাম।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১০ (১০:১৭ পূর্বাহ্ণ)
এগার সেপ্টেম্বর ২০১০ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সবাইকে একটি করে কোরান পোড়ানোর আহ্বান জানিয়েছে ফ্লোরিডার এক ছোট্ট চার্চ। আমেরিকা ও বিশ্বজুড়ে প্রতিবাদ ও ভ্যাটিকানের বিরুদ্ধতা সত্ত্বেও ওই চার্চের রেভারেন্ড টেরি জোন্স তার সংকল্পে অটল আছেন।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১০ (১০:৩৩ পূর্বাহ্ণ)
যাক, জোন্স তার ‘কোরান পোড়ার দিন’ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু বিষয়টিকে ‘গ্রাউন্ড জিরো’তে মসজিদ নির্মাণের সাথে মিলিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন, তার ভাষ্যে, নিউইয়র্কের ইমাম রউফকে গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পরিকল্পনা থেকে সরিয়ে আনতে সমর্থ হয়েছেন বলেই তিনি এই কোরান পোড়ার কর্মসূচি প্রত্যাহার করেছেন।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১০ (১০:২৬ পূর্বাহ্ণ)
১২ সেপ্টেম্বর ২০১০, তুরষ্কে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সংবিধান সংশোধনী ‘রেফারেন্ডাম’।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১০ (১২:১৭ অপরাহ্ণ)
৪২% না ও ৫৮% হ্যাঁ, তুরস্কের গতকালের সংবিধান সংশোধনী গণভোটের এই হল ফলাফল।
এই ফলাফল বর্তমানে ক্ষমতাসীন AKP পার্টির জন্য এক বড় রাজনৈতিক জয়।
বিস্তারিত পড়ুন এখানে। পাঠকের মন্তব্যগুলো অবশ্যপাঠ্য, এই মন্তব্যগুলো থেকে তুরস্কের সমাজ রাজনীতি এবং ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে একটা ভাল ধারণা পাওয়া যাবে। যেমন এই মন্তব্যটি
মাসুদ করিম - ৯ সেপ্টেম্বর ২০১০ (৭:১৫ অপরাহ্ণ)
মস্তিষ্ক কথা বলতে পারে, এ এক অসাধারণ গবেষণা, ব্রেনস্ট্রোকে প্যারালাইজড রোগীদের ক্ষেত্রে এ গবেষণার সফলতা রোগীর সাথে কথোপকথনে সাহায্য করবে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১০ (১০:৫৮ পূর্বাহ্ণ)
পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায় নিয়ে হারুন হাবীবের ‘দি হিন্দু’র কলামে শেষ বাক্য
হ্যাঁ, তাই। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১০ (৭:৩০ অপরাহ্ণ)
বছরের সেরা ট্রেলার, বলছে আউটলুক ব্লগ, দেখুন এখানে।
মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১০ (১০:৫১ পূর্বাহ্ণ)
বিদায় ক্লোদ শাব্রল, রোববার ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন ‘নুভেল ভাগ’ চলচ্চিত্রের এই কিংবদন্তী। পড়ুন এখানে দি ইন্ডিপেন্ডেন্টের শোকলেখন। আর এখানে দেখুন Claude Chabrol’s life in pictures। আর এখানে Claude Chabrol: a career in clips।
মাসুদ করিম - ১৬ সেপ্টেম্বর ২০১০ (১২:৫৯ অপরাহ্ণ)
বেইজিং-এ ৬ষ্ঠ ‘সংঝুয়াং শিল্পোৎসব’ শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর ২০১০ থেকে। চলবে একমাস। দেশি বিদেশি শিল্পকর্মের প্রদর্শনীটি নিয়ে স্লাইড শো দেখুন এখানে।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১০ (৩:১০ অপরাহ্ণ)
বিলম্বিত বর্ষা বা সেপ্টেম্বরের বৃষ্টি আকস্মিক বন্যা ঘটায়। এবং সেভাবেই এর মধ্যেই বন্যা শুরু হয়ে গেছে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলায়। এঅঞ্চলের ২৮ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১০ (৩:১৫ অপরাহ্ণ)
একনজরে কাশ্মিরের সব ইসলামবাদী জঙ্গি বা জেহাদি দলগুলোকে চিনে নিতে হলে প্রবীণ সোয়ামির এই লেখাটি খুবই কাজে লাগবে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১০ (৩:৫৬ অপরাহ্ণ)
Granta 112: Pakistan, এবিষয়ে আমরা আগে আলোচনা করেছি পাকিস্তানের ভয়াবহ বন্যায় সাহায্য প্রসঙ্গে। ইন্ডিপেন্ডেন্টের রিভিউ লিখছে
পুরো রিভিউ পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১০ (৪:২৮ অপরাহ্ণ)
এক শতাব্দী আগের রাশিয়ার ছবি। পটভূমি
বিস্তারিত দেখুন এখানে।
মাসুদ করিম - ১৭ সেপ্টেম্বর ২০১০ (১০:১৬ অপরাহ্ণ)
তথ্যচিত্র ‘সিকিম’ এর ওপর নিষেধাজ্ঞা উঠল। এর দুটি কপি বর্তমান, একটা আছে আমেরিকায় এবং অন্যটা ইংল্যান্ডে। ফলে পাবলিক স্ক্রিনিং-এর জন্য আরো মাসখানেক সময় লেগে যাবে।
খবরটি পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১০ (১১:২৫ অপরাহ্ণ)
মতিউর রহমান বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান সম্পাদক। তার ‘প্রথম আলো’ বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান দৈনিক পত্রিকা। আর বর্তমান বাংলাদেশে ক্ষমতায় আর কোনো সম্পাদক তার সমকক্ষ তো নয়ই বরং ক্ষমতায় তার কাছে ঘেঁষতে পারে এমন কাউকে আমরা আপাতত দেখছি না। এমনই মাপের সম্পাদক গত মাসের শেষে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের আদালতের রায়ের পটভূমিকায় লিখলেন মন্তব্য প্রতিবেদন এরশাদের শেষ ষড়যন্ত্র।
অনেকের জানা এসব তথ্য নিয়ে মতিউর রহমান এই মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেনাবাহিনীর ভালকে নির্দেশ করতে, যাকিছু ভাল তার সাথে প্রথম আলো – এই স্লোগানকে মুখরিত করতে, তিনি দেখাতে চেয়েছেন সেদিন এরশাদের মনে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না থাকলেও সেনাবাহিনীর সেদিনের শীর্ষ নেতৃত্বের ছিল জনগণের প্রতি অপরিসীম শ্রদ্ধা। তিনি এপ্রসঙ্গে বৃহৎ ব্যবসায়ের (সে সময় সক্রিয় ও একাধিক রাজনৈতিক ও বৃহৎ ব্যবসায়ী সূত্রেও এসব তথ্য জানা যায়।) কথাও বলেছেন, আমরা জানি তিনি ট্রান্সকমের কথা বলছেন, আমরা এও জানি এরশাদের সময়ের অতিমাত্রায় সুবিধাভোগী এই গ্রুপটির এরশাদের অবৈধ সোনা ব্যবসায়ের সাথে যোগ ছিল, আমরা আরো জানি এই গ্রুপটির সাথে গাঁটছড়া বেঁধেই ১৯৯৮ সালে ‘ট্রান্সমতিকম’এর হাতে প্রকাশ শুরু প্রথম আলোর। এবং এই ‘ট্রান্সমতিকম’ ধীরে ধীরে নির্দিষ্ট সিভিল গোষ্ঠী+বিদেশী কূটনীতিবিদ+সেনাবাহিনী এই সংঘের আলো হয়ে ওঠেন। যার চূড়ান্ত আবির্ভাব আমরা দেখতে পাই ২০০৭-২০০৮এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন ও এর দুবছরের কর্মকাণ্ডের প্রচারপাণ্ডার ভূমিকায় ব্যতিব্যস্ত মতিউরের অক্লান্ত ক্ষমতালিপ্সার মধ্যে।
তিনি এই প্রতিবেদন এরশাদের বিচার চাইতে লেখেননি, খোলাকলমে পঞ্চম ও সপ্তম সংশোধনীর দায়ে জিয়া ও এরশাদের বিচার চাওয়ার তাগিদ মতিউরের নেই। তিনি চেয়েছেন এরশাদের শেষ কয়েকদিনের একটা ক্রমপঞ্জি তৈরি করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে। কারণ খ্যাতিমান সম্পাদকটির প্রধান কাজই যে এটা, কারণ এই সম্পাদকটি যতই খ্যাতিমান বা ক্ষমতাবান হোক কোনোদিন তিনি বিশিষ্ট ছিলেন না এবং কোনোদিন তিনি বিশিষ্ট হবেনও না। বিশিষ্ট যদি তিনি হতেন তাহলে তিনি কোনোদিন ২০০৭-২০০৮এ সেনাবাহিনীর ন্যাক্কারজনক লেজুড়বৃত্তি করতেন না, বিশিষ্ট হলে তিনি ২০০৭-২০০৮এর সেনাবাহিনীর ভেতর কী কী ষড়যন্ত্র চলছিল তা নিয়েও লিখতেন। কথা হল সেদায় তার কেন থাকবে, আমরা জানি একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিক বড় জোর খ্যাতিমান সম্পাদক হতে পারেন, কিন্তু কোনোদিন বিশিষ্ট সাংবাদিক হতে পারেন না।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১০ (১০:২৩ পূর্বাহ্ণ)
দি হিন্দুকে দেয়া গার্ডিয়ান সম্পাদক Alan Rusbridger-এর সাক্ষাৎকার।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১০ (৫:৫২ অপরাহ্ণ)
সেপ্টেম্বর, ১৮১০এ শুরু হয়েছিল মেক্সিকোর স্বাধীনতার যুদ্ধ, এই সেপ্টেম্বরে উদযাপিত হল দ্বিশতবার্ষিকী। সেই উদযাপনের অসাধারণ ৪২টি ছবি দেখুন এখানে।
মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১০ (১০:১৩ পূর্বাহ্ণ)
প্রধান এই বিষয়গুলোর বিবেচনা করেই রায় দিতে হবে বাবরি মসজিদ-রামজন্মভূমি মামলার বিচারের। দীর্ঘ ৬০ বছর পর এই মামলার রায় আসবে ২৪ সেপ্টেম্বর ২০১০। সবাই রায় মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১০ (৬:০০ অপরাহ্ণ)
১২ মে ২০১০, গর্ডন ব্রাউনের ১০ ডাউনিং স্ট্রিট ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তগুলো, মার্টিন আর্গলেস-এর চিত্রনিবন্ধ, দেখুন এখানে।
Pingback: মুক্তাঙ্গন | প্রমতি | মাসুদ করিম
Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ