মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৩৩ comments
মাসুদ করিম - ১ জুন ২০১০ (৯:৫১ পূর্বাহ্ণ)
ইজরায়েলি নৃশংসতা হয়তো এমনই, অতর্কিতে এমন এক হামলা করে বসবে, যার অমানবিকতায় আপনি স্তব্ধ হয়ে যাবেন, কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ আন্তর্জাতিক অস্ত্র লবি — পৃথিবীর একক কতৃত্বের দেশ আমেরিকায় ইজরায়েলপ্রবণ ইহুদিরাই সর্বেসর্বা — আর রাষ্ট্র আমেরিকা ইজরায়েলের সার্বক্ষণিক রক্ষাকবচ। সোমবার ভোরে গাজায় ত্রাণের উদ্দেশ্যে চালিত নৌবহরে যে কমান্ডো হামলা চালাল ইজরায়েল, এবং এই হামলা ওরা চালিয়েছে আন্তর্জাতিক সমুদ্রসীমায়, যেন ওই দেশটির কাছে সবকিছুই তাদের অতুলনীয় সামরিক শক্তির প্রদর্শনীর ফিল্মি শুটিং!
এখানে দেখুন এই নৃশংস আক্রমণের কিছু ছবি।
পড়ুন দি হিন্দুর খবর 19 killed as Israeli commandos storm Gaza-bound aid flotilla এবং এখানে পড়ুন, নৃশংসতার যোগ্য নেতা নেতানিয়াহু বলছেন, Israeli soldiers acted in self defence।
এখানে পড়ুন জেরুজালেমে জার্মান সাংবাদিক ক্রিস্টোফ শুল্ট এর সংবাদভাষ্য।
গণশক্তিতে পড়ুন গাজা উপকূলে সংহতি বহরে ইজরয়েলি হানা, নিহত ২০। ও এখানে খবরের শেষ অংশ।
মাসুদ করিম - ৭ জুন ২০১০ (৪:৩১ অপরাহ্ণ)
সুইডিশ লেখক হেন্নিং মানকেল এর সাক্ষাৎকার : ‘First It Was Piracy, and Then It Was Kidnapping’। ১ম, ২য় ও ৩য় অংশ।
মাসুদ করিম - ২ জুন ২০১০ (৯:৫২ পূর্বাহ্ণ)
‘আকালের সন্ধানে’-তে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করেছিলেন মনে করতে পারছি না, ‘থিয়েটার কমিউন’-এর ‘কলকাতা কলকাতা’ প্রযোজনাটি দেখব দেখব করেও দেখা হয়ে ওঠেনি — আর এর মধ্যেই গতকালই অভিনেতা নীলকণ্ঠ সেনগুপ্ত মারা গেলেন। অসুস্থ ছিলেন শুনেছিলাম, কিন্তু এই ৬২ বছর বয়সেই চলে যাবেন ভাবিনি। খরবটি পড়ুন এখানে।
রায়হান রশিদ - ২ জুন ২০১০ (১০:০২ অপরাহ্ণ)
গাজা উপত্যকার মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের প্রণেতা বিচারপতি গোল্ডস্টোনকে হিব্রু বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নর থেকে অপসারণ করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী:
মাসুদ করিম - ৪ জুন ২০১০ (৩:২৩ অপরাহ্ণ)
০৩ জুন ২০১০ সংবাদের শেষ পাতায় ‘সংবাদ প্রকাশনার ৬০ বছরে পদার্পণে সংবর্ধনা’ খবরটি ও তার ওপরে সংবর্ধনার ছবি দেখেই ভাবছিলাম দেশের সবচেয়ে পুরনো বাংলা দৈনিকের* ৬০তম জন্মদিনটা কখন এবং এনিয়ে পত্রিকাটির ওয়েবসাইটে কী আছে একটু দেখতে হবে। আজ সময় পেয়ে দেখলাম সংবাদের ৬০তম জন্মদিন ১৭ মে ২০১০-এ ছাপানো হয়েছিল প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা ২০১০।
সংবাদের ৫০ বছরে আহমদুল কবিরের পুর্নমুদ্রিত লেখা : সংবাদ ও বাংলাদেশ।
সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন : দৈনিক সংবাদ ও পূর্ববঙ্গের মধ্যবিত্ত।
আবুল হাসনাতের সুবিশাল লেখাটি ষাটের দশকে অনন্য সংবাদ, কিছু কথা বাংলাদেশের সংবাদপত্রের জগতে এক অসাধারণ স্মৃতিচারণ হয়ে থাকবে।
১৭ মে ২০১০-এ প্রকাশিত সম্পূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা পড়ুন এখানে।
* আমি জানি না দৈনিক সংগ্রামের জন্ম কখন হয়েছিল, কিন্তু তাদের ওয়েবসাইটে তারা দাবি করে ওরাই বাংলাদেশের সবচেয়ে পুরনো বাংলা পত্রিকা। হলেও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে ওই পত্রিকাকে বলতে হবে বাংলাদেশের সবচেয়ে পুরনো ‘প্রতিক্রিয়াশীল’ বাংলা পত্রিকা।
মাসুদ করিম - ৫ জুন ২০১০ (৫:৪৯ অপরাহ্ণ)
এই কীটপতঙ্গ গুলোর জীবন বিপন্ন, যে কোনো সময় এদের যে কেউ বিলুপ্ত হয়ে যেতে পারে। জীববৈচিত্রের প্রতি আমাদের শ্রম ও মনোযোগের ঘাটতিতে আমরা এই সুন্দর প্রাণগুলোকে অচিরেই হারাব।
মাসুদ করিম - ৭ জুন ২০১০ (৩:৩২ অপরাহ্ণ)
আজ ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাপিডিয়া থেকে কালের কণ্ঠে এদিনের কথা।
সমকালে আনোয়ার হোসেন লিখছেন
লিন্ক এখানে।
অবিশ্রুত - ৭ জুন ২০১০ (৯:৩৮ অপরাহ্ণ)
বিচিত্র এ পৃথিবী, আরও বিচিত্র মানুষ…জার্মানীর এক কসাইখানার কাহিনী পড়ে ভারী মজা পেলাম।
পড়া যাবে এখান থেকে।
মাসুদ করিম - ৮ জুন ২০১০ (১:২৭ অপরাহ্ণ)
নেপালে সাম্প্রতিককালে শান্তিপ্রক্রিয়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, ২৮ মে ২০১০-এর সময়সীমা উত্তরণে — সংবিধান প্রণয়নের লক্ষ্যে আরো এক বছরের জন্য যে সরকারের মেয়াদ বাড়ল — সেই ‘তিন দফা সমঝোতা চুক্তি’র অন্যতম প্রধান কারিগর ছিলেন এমালে নেতা কে.পি.ওলি। কান্তিপুর পত্রিকার সাথে তার সোমবারের সাক্ষাৎকারে তিনি বলছেন
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৮ জুন ২০১০ (১১:৩১ অপরাহ্ণ)
অপরাধী তালিকায় নাম নেই ওয়ারেন এন্ডারসনের, আর সাত ভারতীয় কর্মকর্তাকে সাজা দেয়া হয়েছে — দুই বছরের কারাদণ্ড আর ২০০০০০ রুপি জরিমানা ! ২৬ বছর পর ভোপাল গ্যাস দূর্ঘটনার, যে দূর্ঘটনাকে পৃথিবীর বিকটতম শিল্প দূর্ঘটনা ধরা হয়, সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৫০০০ বললেও মৃতের সংখ্যা ছিল আসলে প্রায় ৩০০০০, যেখানে লক্ষ লক্ষ মানুষ বিষক্রিয়ার কারণে বিকলাঙ্গ হয়ে গেছে, যাকে হিরোশিমার সাথে তুলনা করা হয়, সেই দূর্ঘটনার জন্য এত বছর পর এই সাজা ! তার মধ্য আবার প্রধান অভিযুক্ত মুক্ত। শব্দটা আসলে কোনোদিন ছিল না ‘বিচার’, শব্দটা আসলে সব সময়ের জন্য হবে ‘অবিচার’।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ৮ জুন ২০১০ (১১:৪৯ অপরাহ্ণ)
মঙ্গলবারের কালের কণ্ঠে আবদুল গাফফার চৌধুরীর কলামে পাকিস্তান আমলে বইয়ের নকল ও অবৈধ প্রকাশ কিভাবে বাঁচিয়েছিল বাঙালি ভাষা ও সংস্কৃতিকে?
পুরো লেখাটি এখানে দিচ্ছি না, আগ্রহীরা ০৮ জুন ২০১০-এর কালের কণ্ঠে পড়ুন আবদুল গাফফার চৌধুরীর কলাম : বই পুড়িয়ে কি কমিউনিস্ট সমাজে অবক্ষয় ও অপরাধ দূর করা যাবে?
মাসুদ করিম - ৯ জুন ২০১০ (১:১১ পূর্বাহ্ণ)
দেশের প্রাচীনতম সংবাদপত্রটি বন্ধ হয়ে গেল। পাকিস্তান অবজারভার থেকে বাংলাদেশ অবজারভার : ১৯৪৯ সালের ২৩ মার্চে যেপথ চলা শুরু হয়েছিল, তা শেষ হয়ে গেল ০৮ জুন ২০১০-এ এসে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১০ জুন ২০১০ (১০:০৬ পূর্বাহ্ণ)
শিল্প সাহিত্য সমালোচক, নন্দলাল বসু ও রামকিঙ্কর বেইজের ছাত্র, চিত্রশিল্পী, শোভন সোম মঙ্গলবার মধ্যরাতে মৃত্যুবরণ করেছেন। জন্মেছিলেন ১৯৩২ সালে,শিলচরে। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা ভাষা তার শ্রেষ্ঠ একজন সমালোচককে হারাল। খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১১ জুন ২০১০ (১১:১৮ অপরাহ্ণ)
১০৩ বছর বেঁচেছিলেন, ৮৪ বছর কাজ করেছেন, কিন্তু তার কোনো ছবির প্রদর্শনী হয়নি। স্টেনলি লুইসের প্রথম প্রদর্শনী, মৃত্যুপর প্রদর্শনী, তার মারা যাওয়ার এক বছর পর, শুরু হচ্ছে ১২ জুন ‘The Unkown Artist: Stanley Lewis and his contemporaries’ — এই শিরোনামে।
ফিচারের লিন্ক এখানে। তার কিছু কাজ দেখুন এখানে।
মাসুদ করিম - ১৮ জুন ২০১০ (১০:৩২ পূর্বাহ্ণ)
Paid news, বাংলায় কী বলা যায় — অর্পিত সংবাদ না খবরের বিনিময়ে টাকা (খবিটা) নাকি আক্ষরিক অর্থে পরিশোধিত খবর। তো কাকে বলে Paid news, পি.সাইনাথ বলছেন
সংবাদ মাধ্যমের বাণিজ্য নীতি কাকে বলে
সাংবাদিক : কর্মী ও কর্পোরেট কর্মী
পড়ুন পি.সাইনাথের পুরো সাক্ষাৎকার এখানে।
মাসুদ করিম - ১৯ জুন ২০১০ (১০:৩২ পূর্বাহ্ণ)
শুক্রবার, ১৮ জুন ২০১০, পর্তুগিজ লেখক সারামাগো মারা গেছেন। ১৯২২-২০১০, ৮৭ বছর বয়সে মারা গেলেন ‘কল্পনায় সমৃদ্ধ’ ‘সাধারণ মানুষের মর্যাদা’য় বিশ্বাসী এই অসাধারণ লেখক। বলেছিলেন ‘কার্ল মার্কস কখনো এত নির্ভুল ছিলেন না, এখনকার মতো’। স্কুলে পড়া হয়নি, কিন্তু শিক্ষিত হয়েছেন, তাও আবার লেখক এবং ১৯৯৮-এ সাহিত্যে নোবেলও পেয়েছেন। এখানে পড়ুন ‘দি গার্ডিয়ান’-এর খবর। এখানে পড়ুন একটি সাক্ষাৎকার। আর এখানে ইংরেজি সংবাদপত্রে তার প্রথম সাক্ষাৎকার।
মাসুদ করিম - ২২ জুন ২০১০ (৯:৪৮ পূর্বাহ্ণ)
জাকির নায়েক কে নিয়ে আউটলুক ব্লগে পড়ুন : Free Speech V/s Hate Speech।
মাসুদ করিম - ২২ জুন ২০১০ (১০:২৭ পূর্বাহ্ণ)
গত মাসে এই লিন্কে উত্তর কোরিয়ার শিল্পকর্মের যে প্রদর্শনীর কথা জানিয়েছিলাম, আজ সেই প্রদর্শনীর কিছু কাজের ফটোগ্রাফ পেলাম এখানে। আর ফটোগ্যালারির সাথে আর্টিকেলটি পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৩ জুন ২০১০ (১০:২৯ পূর্বাহ্ণ)
কলকাতায় ‘বাংলাদেশ গ্রন্থাগার’ পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৩ জুন ২০১০ (১০:৪২ পূর্বাহ্ণ)
২৬ জুন ২০১০-এ অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। এনিয়ে গতকাল কালের কণ্ঠে হারুন হাবীব লিখছেন
মাসুদ করিম - ২৩ জুন ২০১০ (১০:৪৬ পূর্বাহ্ণ)
আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৩ জুন ২০১০ (৮:১১ অপরাহ্ণ)
আজ ২৩ জুন, সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন। পড়ুন এখানে সৈয়দ মঞ্জুরুল ইসলামের ‘যিনি খুলে দেন জ্ঞানের দুয়ার’।
মাসুদ করিম - ২৪ জুন ২০১০ (৩:৪৯ অপরাহ্ণ)
নোমান-বিনোদ সংবাদ। গতকাল বিনোদবাবুকে সঙ্গে নিয়ে নোমান দেখা করতে গেলেন নতুন মেয়র মঞ্জুর সাথে। বিনোদবাবু তারকাবিপ্লবী, নোমানের কাছ থেকে কী চান কে জানে? এপিজে আবুল কালাম যেমন বিজেপির হয়েছিলেন তেমনি বিনোদবাবু কি বিএনপির হতে চান? নোমান ২০০৭-এ পালিয়ে গিয়ে ইমেজে বড় দাগ ফেলেছেন, এখন তার প্রভু তারেক জিয়াকে কিছু করে দেখাতে চাইছেন। বিনোদবাবু নোমানের জন্য কতদূর যাবেন? কে জানে? শতবর্ষী বিনোদবাবুর খ্যাতির আকাঙ্ক্ষা আজো শেষ হয়নি। তারকাবিপ্লবী বিনোদবাবুর সারাজীবন অবশ্য খ্যাতির মোহেই কেটেছে।
আজাদীর সাইট মাঝে মাঝে পাওয়া যায় না, তাই খবরের লিন্কটা ব্লক-কোটও করে দিলাম।
মাসুদ করিম - ২৫ জুন ২০১০ (২:৫৫ অপরাহ্ণ)
ভারতীয় গণতন্ত্রের কালোদিবস ২৫ জুন। ৩৫ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে ইন্দিরা গান্ধী জরুরী অবস্থার মধ্য দিয়ে পরবর্তী ১৯ মাস গণতন্ত্রকে রাহুর কবলে নিয়ে গিয়েছিলেন। তার এই কর্মকাণ্ডের নাটের গুরু হিসেবে এক বাঙালী জড়িয়ে ছিলেন : সিদ্ধার্থশঙ্কর রায়, পশ্চিমবঙ্গের তদানীন্তন কংগ্রেসি মূখ্যমন্ত্রী। আর এই জরুরী অবস্থার শ্রেষ্ঠ এক্সিকিউটিভ হয়ে উঠেছিলেন ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধী। পড়ুন জরুরী অবস্থা নিয়ে গণশক্তির সম্পাদকীয় আয়োজন এখানে ও এখানে।
মাসুদ করিম - ২৯ জুন ২০১০ (১০:৫৫ পূর্বাহ্ণ)
রামচন্দ্র গুহের মতে, পঁচাত্তরে ভারতের জরুরী অবস্থার জন্য ইন্দিরার পাশাপাশি জয়প্রকাশ নারায়ণও দায়ী ছিলেন।
পুরো সাক্ষাৎকার এখানে।
মাসুদ করিম - ২৫ জুন ২০১০ (৩:০৫ অপরাহ্ণ)
পড়ুন বিশ্বায়নের বিশ্বকাপ : শান্তনু দে : গণশক্তি।
মাসুদ করিম - ২৫ জুন ২০১০ (৪:৫৬ অপরাহ্ণ)
জরুরী অবস্থা নিয়ে ভারতীয় কার্টুনিস্ট আবু আব্রাহামের কার্টুন, দেখুন এখানে।
মাসুদ করিম - ২৬ জুন ২০১০ (৯:৫৯ পূর্বাহ্ণ)
সেজ বা এসইজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে ভাবছে বাংলাদেশ।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুন ২০১০ (১১:১৯ পূর্বাহ্ণ)
পলাশীর প্রেক্ষাপটে আজকের বাংলাদেশের পরিস্থিতিকে মূল্যায়ন করছেন রাজশাহী লেখক ফোরামের সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দ। আজকের বাংলাদেশে তিনি মীর জাফর, জগৎশেঠ, রাজবল্লভ, রায়দূর্লভ, নন্দকুমার, উমিচাঁদ ও ঘষেটি বেগমদের ভয়ংকর অস্তিত্ব খুঁজে পাচ্ছেন এবং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন, কারণ এরা বর্তমান বাংলাদেশে আবার পলাশীর বিপর্যয় নামিয়ে আনতে পারে। কিন্তু কারা মীর জাফর, জগৎশেঠ, রাজবল্লভ, রায়দূর্লভ, নন্দকুমার, উমিচাঁদ ও ঘষেটি বেগম? — একথা তিনি সরাসরি বলেননি। কিন্তু তার লেখা থেকে উদ্ধৃত অংশটুকু পড়লে আমরা বুঝতে পারব এরা কারা?
বুঝতে পারছেন কারা? হ্যাঁ, ওদের এবারের সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব নন, তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধী চক্রের শিরোভূষণ গোলামআজমনিজামীমুজাহিদ। আর যুদ্ধাপরাধের বিচার যারা চাইছে তাদের মধ্যেই আমরা খুঁজে পাব মীর জাফর, জগৎশেঠ, রাজবল্লভ, রায়দূর্লভ, নন্দকুমার, উমিচাঁদ ও ঘষেটি বেগমদের।
তার এই লেখাটি বিস্তারিত পড়ে আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করুন।
মোহাম্মদ মুনিম - ২৮ জুন ২০১০ (৭:৫৬ অপরাহ্ণ)
@মাসুদ ভাই
আপনার পাঠানো লিঙ্কটির দুয়েক লাইন পড়েই বুঝতে পেরেছি বাকি অংশে কি আছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই পলাশি দিবস, বখতিয়ার খলজি দিবস, এই জাতীয় ফালতু ব্যাপার হাইলাইট করা হয়। স্বাধীনতা সার্বভৌমত্ব এতো অং বং দেখিয়ে বিএনপি জামাত ঠিকই তো লন্ডনে গিয়ে সাহেবদের দিয়ে বাংলাদেশ সরকারকে হুমকি দেওয়াচ্ছে। ৩৯ বছর রাজাকারদের শাস্তি হলো না, তাতে ব্রিটিশ সাহেবদের কখনো তো কিছু বলতে শুনিনি। এখন যখন বিচারের কথা হচ্ছে, তখন সেই বিচার কতটা মানবিক হবে, কতটা মানসম্মত হবে, সেই নিয়ে সাহেবদের চিন্তার অন্ত নেই। নাৎসীদের শাস্তির ব্যাপারে চার্চিল সাহেব Act of Attainder (বিনা বিচারে শাস্তি) এর কথা বললেন, বিনা কারণে শুধু মনের ঝাল মেটানোর জন্য ড্রেসডেনের ৪০ হাজার নিরীহ জার্মানকে মেরে ফেললেন, আর আমাদের বেলায় মানবিক বিচার!
মাসুদ করিম - ২৮ জুন ২০১০ (১১:৫৫ অপরাহ্ণ)
এক মহান শিল্পীর জীবনাবসান।
এখানে দেখুন Part of Ten Thousand Kilometers of the Yangtze River।
মাসুদ করিম - ৩০ জুন ২০১০ (১০:৪৬ পূর্বাহ্ণ)
ফয়েজ আহমেদ ফয়েজ-এর জন্মশতবর্ষ উপলক্ষে ‘নিউজ ক্লিক’ গওহর রাজা ও সোহাইল হাশমির মধ্যে এক আলাপ-আলোচনার আয়োজন করেছে। আজ দেখুন এর প্রথম ভাগ।
Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ