মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
১৯ comments
মাসুদ করিম - ১ এপ্রিল ২০১০ (৬:১৫ অপরাহ্ণ)
চীন কে জানতে পিপলস ডেইলি একটা ভাল মাধ্যম। আগে ইংরেজি ডেইলিতে অতো চীনা সংস্করণে প্রকাশিত লেখার অনুবাদ থাকত না। এখন প্রচুর ভাল অনুবাদক নিয়োগ পাওয়ায় মূল চীনা কাগজের অনেক লেখাই ইংরেজি অনুবাদে পড়া যায়। চীনা স্টেট কাউন্সিলের প্রোপাগান্ডা বিভাগের ইন্টারনেট ব্যুরো পরিচালকের এক চীনা লেখার ইংরেজি অনুবাদ এখানে In information age, we need ‘Web spokesmen’। এই ‘ওয়েব মুখপাত্র’ কী করবেন
সত্যিকার অর্থে তাই করবেন তো, নাকি এই মুখপাত্র হয়ে উঠবেন ‘মলমবিদ’ : ইন্টারনেটে ছড়ানো খবরের প্রতিক্রিয়ার তীব্রতা উপশমের জন্য প্রয়োজনীয় মলম লেপনের কাজ করে যাবেন, যখন যেমন প্রয়োজন।
মুয়িন পার্ভেজ - ২ এপ্রিল ২০১০ (১২:১৬ পূর্বাহ্ণ)
এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন আহমেদ মুনির। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এ (১ এপ্রিল ২০১০) প্রকাশিত সংবাদের অংশবিশেষ :
আহমেদ মুনিরের একটি কবিতা পড়া যাক, আমি ও বাঘারু কাব্য থেকে :
(আমি ও বাঘারু, ঐতিহ্য, ঢাকা, ফেব্রুয়ারি ২০০৯, পৃ. ৪৭)
মোহাম্মদ মুনিম - ২ এপ্রিল ২০১০ (১:৪১ পূর্বাহ্ণ)
মুনিরকে অভিনন্দন
বিনয়ভূষণ ধর - ২ এপ্রিল ২০১০ (১১:৪২ পূর্বাহ্ণ)
@মুয়িন!
তোমাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি খবরটা এখানে তুলে দেয়ার জন্যে। আমাদের বন্ধুদের পক্ষ থেকে মুনিরকে আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
বিনয়ভূষণ ধর - ২ এপ্রিল ২০১০ (১১:৫৫ পূর্বাহ্ণ)
বাংলাদেশ জামায়েতে ইসলাম ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবার পর থেকে আজ পর্যন্ত কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং মুনাফার অর্থ কি ধরনের কাজে ব্যয় করেছে তার একটা ভালো ধারণা আশা করি আপনারা এই লেখাটি থেকে পাবেন। পড়ুন এখানে…
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১০ (১০:১৩ পূর্বাহ্ণ)
একুশ শতক হবে ভারত ও চীনের। দুটি দেশ প্রাচীন সভ্যতার দেশ। কিন্তু দুটি রাষ্ট্রের জন্ম বিশ শতকের মাঝামাঝি, বলা যায় এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সন্তান। ভারত রাষ্ট্রের জন্ম ১৯৪৭, চীন রাষ্ট্রের ১৯৪৯। এ বছর ০১ এপ্রিল ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি। দুদেশের পত্রিকা থেকে আপাতত তিনটি লেখা পড়ুন : An opportunity for India, China, Bridging a Continent, When will the mistrust end?
মাসুদ করিম - ৪ এপ্রিল ২০১০ (৬:২১ অপরাহ্ণ)
চীন-ভারত সম্পর্ক নিয়ে উৎসাহীরা পিপলস ডেইলি আয়োজিত এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারেন।
মাসুদ করিম - ৬ এপ্রিল ২০১০ (৪:৫৯ অপরাহ্ণ)
চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে চীনে বিতর্কটা দুপক্ষের : একদিকে সামরিক বাহিনী অন্যদিকে থিন্কট্যান্কের পন্ডিতরা — প্রথম পক্ষ হার্ডলাইনার, দ্বিতীয় পক্ষ আলোচনাপন্থী। চীনের সরকারের ওপর ও চীনের পার্টির ওপর এই দুপক্ষই সমান প্রভাবশালী — কখনো সামরিক বাহিনীর মতামত প্রধান্য পায়, কখনো থিন্কট্যান্কের। কিন্তু কোন প্রভাব কখন প্রধান্য পাবে তা একেবারেই পার্টি ও সরকারের একধরনের অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঠিক হয়। ভাষার কারণে চীন যতটা না বর্হিবিশ্বের কাছে জটিল, তার চেয়েও বেশি জটিল তার এই কার্যপদ্ধতির জন্য। আর এই জটিলতা থেকেই আসে বর্হিবিশ্বে চীন বিষয়ে অবিশ্বাস। পড়ুন দি হিন্দুতে Behind China’s India policy, a growing debate।
মাসুদ করিম - ১০ এপ্রিল ২০১০ (৯:৩৩ পূর্বাহ্ণ)
ভারত-চীন প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর টেলিফোন হটলাইন বসাতে চুক্তিবদ্ধ হয়েছে। খবর এখানে। নিরাপত্তা পরিষদে ভারতের অর্ন্তভুক্তিতে চীনের সহায়তা চাইলেন ভারতের বিদেশ মন্ত্রী এস.এম.কৃষ্ণ। বিস্তারিত এখানে। চীন-ভারত সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য বড় ভূমিকা রাখলেও সীমান্ত সমস্যা এখনো অমীমাংসিত, ভারত এখনো চীনের ‘মুক্তবাজার অর্থনীতি’কে স্বীকৃতি দেয়নি এবং চীন-পাকিস্তান সম্পর্ককে ভারত এখনো স্বাভাবিকভাবে দেখে না। পড়ুন ওয়াং হুই-য়ের মতামত চায়না ডেইলিতে।
মাসুদ করিম - ১০ এপ্রিল ২০১০ (৪:২৭ অপরাহ্ণ)
অসুস্থ নির্মল সেনকে দুরাবস্থার শিকার হয়ে ঢাকা ছাড়তে হয়েছে — জানাচ্ছেন তারই বন্ধু অজয় রায়। বাংলাদেশের কলাম লেখকদের মধ্যে স্বনামধন্য নির্মল সেনের বয়স হবে এখন আশি। এই বয়সে বঞ্চনার শিকার হওয়াই কি আমাদের দেশে লেখক-সাংবাদিকদের নিয়তি? এমন প্রথিতযশা সাংবাদিক-লেখক যদি আমাদের অবহেলার শিকার হন, তাহলে জাতি হিসেবে আমাদের দৈন্যই শুধু প্রকাশিত হবে। অজয় রায়ের মানবিক আবেদনে আমরাও কি পারি না নির্মল সেনের সাহায্যে তহবিল সংগ্রহ করতে? অবশ্য অজয় রায় কোনো সুনির্দিষ্ট ঠিকানা আমাদের জানাতে পারেননি যেখানে আমরা আমাদের ক্ষুদ্র সংগ্রহ পৌঁছাতে পারি। কেউ যদি সে ঠিকানা জানেন, আমাদের জানাতে অনুরোধ করছি।
সমকালে প্রকাশিত, লিন্ক এখানে।
মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১০ (৮:৫৮ পূর্বাহ্ণ)
চেরনোবিল পরমাণু দূর্ঘটনায় আক্রান্ত শিশুদের সারিয়ে তুলেছিল পৃথিবীর চিকিৎসা জগতের বিস্ময় কিউবা। বিস্তারিত এখানে।
মাসুদ করিম - ১১ এপ্রিল ২০১০ (৯:২৭ পূর্বাহ্ণ)
চিদাম্বারাম থেকে ক্যামব্রিজ : বিজ্ঞানে নিবেদিত জীবন। নবেল বিজয়ী ভারতীয় বিজ্ঞানী ভি.রামাকৃষ্ণান এর আত্মজৈবনিক প্রবন্ধ।
মাসুদ করিম - ১৯ এপ্রিল ২০১০ (৪:২৪ অপরাহ্ণ)
উন্মুক্ত কয়লা খনি নয়, এই ধরনের কয়লা খনি আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করবে, কয়লা তোলা হোক প্রচলিত পদ্ধতিতে। উন্মুক্ত কয়লা খনিই সহজ পথ, এভাবেই দ্রুত কয়লা তুলে ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানো সম্ভব। বাংলাদেশের কয়লা সম্পদ নিয়ে মূল বিতর্ক এই দুখাতেই বইছিল। এবার বদরুল ইমাম আমাদের জানালেন কয়লাকে মাটির নীচেই গ্যাসে রূপান্তর করে গ্যাস হিসেবে উত্তোলনের কখা।
তাহলে এখন থেকে তর্কটা হবে তিনটি পদ্ধতি নিয়ে। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১০ (৯:৩১ পূর্বাহ্ণ)
ডেইলি স্টারের এই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা উন্মুক্ত কয়লা খনির পক্ষে।
মাসুদ করিম - ২০ এপ্রিল ২০১০ (৪:৩৬ অপরাহ্ণ)
মুখ ঢাকা, তিনি পড়ছেন কবিতা, হিস্সা হিলাল — ফতোয়াকেও ব্যাঙ্গ করেছেন।
এই মুখহীন কবির কথা পড়ুন, এখানে ১ম, ২য় ও ৩য় অংশ। আর ছবি দেখুন এখানে।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১০ (১২:৪৩ অপরাহ্ণ)
গতকাল বুধবার প্রাক্তন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি সামারাঞ্চ মারা গেছেন। পড়ুন A life dedicated to sport। এবং 1980-2001: The Samaranch years।
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১০ (৯:০৮ পূর্বাহ্ণ)
জামশিদ মারকার, ১৯৬৫-১৯৯৫, দীর্ঘ ত্রিশ বছর বিভিন্ন দেশে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, পৃথিবীতে আর কেউ একটানা এত বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেননি। সম্প্রতি করাচি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে তার কর্মজীবনের আত্মস্মৃতিমূলক বই ‘Quiet Diplomacy: Memoirs of an Ambassador of Pakistan’ বেরিয়েছে। সেবই নিয়ে ‘ফ্রন্টলাইন’-এ রিভিউ লিখেছেন ভারতের প্রখ্যাত লেখক এ.জি.নুরানি। আমাদের জন্য এবইটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ১৯৬৯-১৯৭২ জামশিদ মারকার সোভিয়েত ইউনিয়নে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। নুরানি লিখছেন
বিস্তারিত পড়ুন : 1971: Kremlin Key।
মাসুদ করিম - ২৭ এপ্রিল ২০১০ (৭:০১ অপরাহ্ণ)
কলকাতার ফরাসি নাইট হলেন… কে?… যারা তার সম্বন্ধে জানেন, সবাই এক বাক্যে স্বীকার করবেন, এ শুধু চিন্ময় গুহ-ই হতে পারেন। দেরিদার ভাষায় যিনি ‘শ্বাসরুদ্ধকর’ ফরাসি বলেন, প্যারিসের ইমিগ্রান্ট পুলিশ কোনোমতেই বিশ্বাস করতে রাজি হন না — চিন্ময় গুহ কলকাতা থেকে উড়ে এসেছেন। পড়ুন এখানে Kolkata’s French Knight।
রায়হান রশিদ - ২৮ এপ্রিল ২০১০ (৩:২৪ অপরাহ্ণ)
– বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার এবং ‘৭৩-এর আইন : ‘আইবিএ’-এর প্রশ্ন ও সুপারিশের আইনী ব্যাখ্যা (প্রথম পর্ব) – তুরীন আফরোজ
– বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার এবং ‘৭৩-এর আইন : ‘আইবিএ’-এর প্রশ্ন ও সুপারিশের আইনী ব্যাখ্যা (শেষ পর্ব) – তুরীন আফরোজ
– যুদ্ধাপরাধীদের যারা সমর্থন করে তারাও যুদ্ধাপরাধী – মুনতাসীর মামুন
– যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে প্রতিপক্ষের বহুমাত্রিক চক্রান্ত – শাহরিয়ার কবির
– জামায়াত এখন আর একঘরে নয় – শামছুদ্দীন আহমেদ