মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২০ comments
মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১০ (৯:৫৫ পূর্বাহ্ণ)
১.
অত্যধিক ইলেকট্রনিক জীবন যেন আমাদের homo sapiens থেকে homo netizens-এ পরিণত না করে, sunday pioneer-এ শিব বিশ্বনাথান বলছেন
বিস্তারিত পড়ুন।
২. চট্টগ্রামে এখন আর পোলো খেলা হয় না, সাধারণ মানুষ পোলো খেলতে না পারাতে, এ খেলা পোলোগ্রাউন্ড থেকে উঠে গেছে অনেক আগে। কিন্তু মণিপুরের ইম্ফলে টিকে আছে সাধারণ মানুষের পোলো।
বিস্তারিত পড়ুন।
৩. কলকাতার রাইটার্স বিল্ডিং নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এক বইয়ের সমালোচনা পড়ছিলাম Covert Magazine-এ শুরুতেই সেখানে ঢাকার প্রসঙ্গ
White & Black: Journey to the centre of Imperial Calcutta. Photographs: Christopher Taylor; text: Soumitra Das. Niyogi Books, Rs 2,495, hardbound, 236 pp.
বইয়ের সমালোচনাটি বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১০ (৩:৫৬ অপরাহ্ণ)
বিখ্যাত সেতার সরোদ নির্মাতা ও ‘হেমেন এন্ড কোং’-এর প্রতিষ্ঠাতা হেমেন সেন গতকাল শনিবার ৮৭ বছর বয়সে তার দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যুবরণ করেছেন। খবরটি পড়ুন এখানে। হেমেনবাবুর মৃত্যুর খবরে সরোদ বাদক আমজাদ আলি খানের প্রতিক্রিয়া পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১০ (২:৩৬ অপরাহ্ণ)
ভাঙ্গা যন্ত্র বড় কষ্টের, আরো কষ্টের যখন কিছু দিন আগেই সেযন্ত্রের নির্মাতাকে পৃথিবী থেকে চলে যেতে হয়। এয়ার ইন্ডিয়ার সেবার অবহেলায় ক্ষতিগ্রস্ত হল উস্তাদ আমজাদ আলি খানের হেমেনবাবুর বানানো সরোদের। এয়ার ইন্ডিয়া কি পারবে এর ক্ষতিপূরণ দিতে? এই অতল দুঃখ নিয়ে এখন আমজাদ আলি কী করবেন? হেমেনপুত্ররা কি পারবেন হেমেনবাবুর ‘ষষ্ঠছোঁয়া’ লাগাতে? একটা নতুন সরোদ, একটা নতুন সেতার আবার কার হাতের কারিগরিতে ‘বিস্ময়যন্ত্র’ হয়ে উঠবে? এজন্যই আমি কারিগরের ভক্ত, হেমেনবাবুর মতো কারিগর দুর্লভ, কিন্তু আমাদের ইলেকট্রনিক জীবনে যেন কারিগরি দুর্লভ না হয়ে ওঠে, আগ্রহ না হারায়, কারিগরি ‘জীবন্ত’ থাকলেই হেমেনবাবুর মতো অতল কারিগর আরো বেরিয়ে আসবে।
বিস্তরিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১০ (১২:০৮ পূর্বাহ্ণ)
মতি নন্দী চলে গেলেন। শনিবার গভীর রাতে পৃথিবী তাকে হারাল। অশোক দাশগুপ্তের মতে এক ‘স্তম্ভ’, দেবেশ রায়ের মতে ‘সমকালীন লেখককে নিজের লেখক হিসেবে আবিষ্কার এক বিরল ঘটনা। মতি আমার তেমনি বিরল লেখক’, মোহিত চট্টোপাধ্যায়ের মতে, ‘নিদারুণ বন্ধু’। আজকাল পত্রিকায় যে কয়টি লেখা পেলাম আজকে সবকয়টির লিন্ক এখানে দিলাম : যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নিতে অনুরোধ করব, কারণ আজকালের লেখাগুলো আর্কাইভে বেশি দিন থাকে না। প্রথম লিন্ক, দ্বিতীয় লিন্ক, তৃতীয় লিন্ক, চতুর্থ লিন্ক, পঞ্চম লিন্ক, ষষ্ঠ লিন্ক।
বিনয়ভূষণ ধর - ৬ জানুয়ারি ২০১০ (৫:৫৪ অপরাহ্ণ)
শহীদুল জহিরের সাথে কথপোকথন
কামরুজ্জামান জাহাঙ্গীর | ২৬ মার্চ ২০০৮ ১০:১১ পূর্বাহ্ন
চট্টগ্রাম থেকে প্রকাশিত ছোটকাগজ কথার জন্য একটি সাক্ষাৎকার দিয়েছিলেন লেখক শহীদুল জহির। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর সকাল ১১ টায় কথার সম্পাদক কামরুজ্জামান জাহাঙ্গীর লেখকের বেইলি রোডের সরকারী বাসভবনে এই সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকারটি লিখিত হওয়ার পর শহীদুল জহির তার বাচন রীতিতে কিছু পরিবর্তন সাধন করেন। কথা সম্পাদকের সৌজন্যে নতুন ভূমিকা সহ সাক্ষাৎকারটি এখানে ছাপানো গেল।
ফারুক ওয়াসিফ - ৭ জানুয়ারি ২০১০ (১২:৫২ অপরাহ্ণ)
তারিক আলী তার উপন্যাস Islam Quintet এর জন্য Cultural Festival of the city of Granada তাকে পুরস্কৃত করে। সেখানে তিনি এই বক্তৃতাটি দেন :
The Old Identity of the New Europe
From Reconquista to Recolonization
আগ্রহীরা পড়তে পারেন এখান থেকে :
http://www.counterpunch.org/tariq01062010.html
বিপ্লব রহমান - ৭ জানুয়ারি ২০১০ (৩:২৭ অপরাহ্ণ)
প্রতিবন্ধীদের মৌলিক-মানবিক অধিকারের বিষয়ে সাধারণ মানুষ, প্রতিবন্ধীরা নিজেরাও এমন কী শিক্ষিত শ্রেণীর লোকেরাও খুব বেশী সচেতন নয়। প্রতিবন্ধী মানুষের জন্য কথা বলার মতো ফোরামও খুব বেশী নেই। দেশের প্রতিবন্ধীদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান। আর এই উদ্যোগের কথা জানাচ্ছেন অরণ্য আনাম তার সচেতন হই, সচেতন করি :: প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করি –শিরোনামের লেখায়।
বিস্তারিত পড়ুন।
—
মানুষ বড় অসহায়; আসুন আমরা মানুষ হয়ে তার পাশে এসে দাঁড়াই।
ধন্যবাদ।
অরণ্য আনাম - ৭ জানুয়ারি ২০১০ (৩:৪৩ অপরাহ্ণ)
ধন্যবাদ বিপ্লব’দা
রায়হান রশিদ - ৭ জানুয়ারি ২০১০ (৯:১৮ অপরাহ্ণ)
অনেক ধন্যবাদ লিন্কটির জন্য। এভাবে আমরা যে যেখানে যত ধরণের “অবশ্য পাঠ্য” লেখার লিন্ক খুঁজে পাই, সবার সাথে ভাগাভাগি করতে পারি। আমাদের প্রত্যেকেরই পাঠাভ্যাসের তালিকা ভিন্ন, স্বাভাবিকভাবেই। তাই সব প্লাটফর্ম সবার দেখার সুযোগও হয় না। কিন্তু এভাবে আমরা প্রত্যেকেই প্রতিদিন কিছু কিছু করে পছন্দের খবরগুলো চিন্তাগুলো বাকিদের কাছেও পৌঁছে দিতে পারি।
বিনয়ভূষণ ধর - ১৪ জানুয়ারি ২০১০ (১২:৪৫ অপরাহ্ণ)
বিপ্লব ভাই!!! আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি উদ্যোগের কথা আমাদেরকে জানানোর জন্যে। গত কয়েক মাস আগে আমাদের চট্টগ্রামের নন্দীর হাট এলাকায় একটি প্রতিবন্ধী সংগঠনের সাথে আমার পরিচয় হয়েছে। সংগঠনটির নাম হচ্ছে CSD(Concern Services for Disabled)। এই সংগঠনটি নিয়ে ভবিষ্যতে বিস্তারিতভাবে লিখবো বলে আশা রাখছি…
বিপ্লব রহমান - ১৬ জানুয়ারি ২০১০ (৯:১০ অপরাহ্ণ)
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
বিনয়ভূষণ ধরকে বিনীত অনুরোধ, চট্টগ্রামের ওই সংগঠনটি নিয়ে ছোট করে হলেও কিছু লেখার। 😀
বিনয়ভূষণ ধর - ১৪ জানুয়ারি ২০১০ (১:০৩ অপরাহ্ণ)
হলিউডের বিখ্যাত চিত্রপরিচালক জেমস্ ক্যামেরন আবার তাঁর সর্বশেষ পরিচালিত ছায়াছবি “AVATOR” নিয়ে আলোচনায় এসেছেন…এখানে লিংকটি পড়ুন…
বিনয়ভূষণ ধর - ১৬ জানুয়ারি ২০১০ (১:০২ অপরাহ্ণ)
অহিংসার প্রচারক মার্টিন লুথার কিং এর গতকাল ছিলো জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে গতকালকের ‘প্রথম আলো’ পত্রিকার অন্যআলো পাতায় বিশেষ আয়োজন ছিলো। লিংকগুলো এখানে পড়ুন:–
১. অহিংসার প্রচারক মার্টিন লুথার কিং
২. জীবনপঞ্জি
৩. তাঁর স্মৃতি
বিপ্লব রহমান - ১৬ জানুয়ারি ২০১০ (৭:১৪ অপরাহ্ণ)
এটি চয়ন খায়রুল হাবিবের নভেরা কবিতার কয়েকটি লাইন। [লিংক]
কবিতায় চয়ন বরাবরই মুক্ত আকাশে ডানা মেলা বাজপাখির মতো প্রকাশ্য, স্বাধীন ও শিকারি। এমন কি বানানরীতিতেও। ভুল বানানে, ভুল ছন্দে লেখা কবিতা আদৌ কবিতা হয়ে ওঠে কি না, তা সাহিত্য-সমালোচকরা বলবেন। সামান্য একজন পাঠক হিসেবে বলতে চাই, আমার চয়নের এই নিজস্ব স্টাইলটিই পছন্দ।
আর শব্দের খেলায় কবিতায় তিনি যে ইমেজ ও সিম্ফনি ব্যবহার করেন, সত্যি কথা বলতে কি, অন-লাইন ও অফলাইন অনেক রথী-মহারথী কবিতা পাঠেও তেমনটি পাই না। অবশ্য এটি আমার পাঠ-দুর্বলতাও হতে পারে। আবার এমনও হতে পারে, এটি সেই প্রথম যৌবনবেলায় ছেড়ে যাওয়া কবিতা ও লিটেল ম্যাগাজিনের ভুতের ছায়াবাজী!
চয়ন শেষ পর্যন্ত টিকবেন কি টিকবেন না, টিকে থাকলে কতোটা কবিতার আকাশ জুড়ে বিরাজ করবেন, তা ভবিষ্যতই বলে দেবে; তবে চয়নের অক্ষরমালা গ্রেনেড ছড়রা আমাকে বিদ্ধ করে, ভবিষ্যতেও তার সম্ভাব্য গুরুত্বপূর্ণ অস্তিত্বের ইঙ্গিত দেয় এবং ভাবায়।
আগ্রহীদের বিনীত অনুরোধ জানাই, ধুতুরাএফ লেখার খাতাটি পাঠ করার। কবিতা ছাড়াও নানান লেখালেখিতে পাঠক হয়তো সেখানে পেয়ে যাবেন বাড়তি কিছু। [লিংক]
সবাইকে ধন্যবাদ।
মাসুদ করিম - ১৭ জানুয়ারি ২০১০ (৪:১১ অপরাহ্ণ)
জ্যোতি বসু (১৯১৪-২০১০) প্রয়াত।
ইমতিয়ার - ১৮ জানুয়ারি ২০১০ (৭:৪৪ পূর্বাহ্ণ)
গত পরশু নাওমি ক্লে’ইন লিখেছেন মার্কিন মুল্লকের কর্পোরেটতন্ত্র নিয়ে। পড়া যাবে গার্ডিয়ান-এর ১৬ জানুয়ারি সংখ্যায়।
বিনয়ভূষণ ধর - ২২ জানুয়ারি ২০১০ (৯:০২ অপরাহ্ণ)
সূত্র: কালের কন্ঠ (২২শে জানুয়ারী, ২০১০ সাল)
বিনয়ভূষণ ধর - ২৩ জানুয়ারি ২০১০ (৫:৫১ অপরাহ্ণ)
১.সূত্র: কালের কন্ঠ (২১শে জানুয়ারী ২০১০ সাল)
২.সূত্র: কালের কন্ঠ (২২শে জানূয়ারী ২০১০ সাল)
৩.সূত্র: কালের কন্ঠ (২৩শে জানুয়ারী ২০১০ সাল)
মুয়িন পার্ভেজ - ২৮ জানুয়ারি ২০১০ (১:৩৫ পূর্বাহ্ণ)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হল বুধবার রাতে। মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খানের পর এ কে এম মহিউদ্দিনের ফাঁসিও কার্যকর করা হয়েছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিনয়ভূষণ ধর - ২৮ জানুয়ারি ২০১০ (১:২৭ অপরাহ্ণ)
২১ বছর পর মামলা ৩৪ বছর পর দায়মুক্ত জাতি। সূত্র: প্রথম আলো (২৮শ জানুয়ারী ২০১০ সাল)