পাঠক প্রস্তাবিত এ সপ্তাহের কিছু লিন্ক:
বাংলাদেশ: নতুন আইন
তথ্য অধিকার আইন: কাগুজে বাঘ
এখানে দেখুন।
বাংলাদেশ: সিভিল প্রশাসনে সামরিক হস্তক্ষেপ
দীর্ঘমেয়াদী সামরিক নজরদারীর পথে বাংলাদেশের জনগন, সিভিল প্রশাসন এবং গনতন্ত্র। ইতিমধ্যেই ৩৫ জন নতুন জেলা প্রশাসক (ডি সি) নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের পর পরই গত ২৫ আগষ্ট ‘০৮ কেবিনেট ডিভিশন সচিব জনাব আলী ইমাম মজুমদার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, সারা দেশে যৌথ বাহিনীর কর্মকান্ডের সাথে তারা যেন সহযোগীতা করেন। ইতিমধ্যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদ্গুলোতে সামরিক বাহিনীর সিনিয়র (সাবেক এবং বর্তমান) কর্মকর্তাগন অবস্থান জোরদার করেছেন। গণতান্ত্রিক সমাজের জন্য এটি অশুভ সংবাদ।
এই প্রসংগেই Asian Human Rights Commission কর্তৃক প্রকাশিত একটি রিপোর্ট দেখুন।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২ comments
অলকেশ - ১১ অক্টোবর ২০০৮ (১২:৫৭ অপরাহ্ণ)
দীর্ঘমেয়াদী সামরিক নজরদারীর পথে বাংলাদেশের জনগন, সিভিল প্রশাসন এবং গনতন্ত্র। ইতিমধ্যেই ৩৫ জন নতুন জেলা প্রশাসক (ডি সি) নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের পর পরই গত ২৫ আগষ্ট ‘০৮ কেবিনেট ডিভিশন সচিব জনাব আলী ইমাম মজুমদার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, সারা দেশে যৌথ বাহিনীর কর্মকান্ডের সাথে তারা যেন সহযোগীতা করেন। ইতিমধ্যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদ্গুলোতে সামরিক বাহিনীর সিনিয়র (সাবেক এবং বর্তমান) কর্মকর্তাগন অবস্থান জোরদার করেছেন। গণতান্ত্রিক সমাজের জন্য এটি অশুভ সংবাদ।
এই প্রসংগেই Asian Human Rights Commission কর্তৃক প্রকাশিত একটি রিপোর্ট দেখুন।
শ - ১২ অক্টোবর ২০০৮ (১২:৪২ অপরাহ্ণ)
নতুন তথ্য অধিকার আইন: কাগুজে বাঘ
এখানে দেখুন।