মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
২৯ comments
মাসুদ করিম - ১ ডিসেম্বর ২০০৯ (২:৪৮ অপরাহ্ণ)
পশ্চিমবঙ্গ বিধানসভা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাকে জাতিসংঘ দপ্তরের অন্যতম ভাষার স্বীকৃতি দিতে প্রস্তাব পাঠাচ্ছে যাতে ভারত সরকার আন্তর্জাতিক অঙ্গনে এর পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আন্তর্জাতিক স্তরে এর আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘ দপ্তরের অন্যতম ভাষার স্বীকৃতি দিতে প্রস্তাব দিয়েছেন তার গত জাতিসংঘ সফরে। পশ্চিমবঙ্গ বিধানসভা তার প্রস্তাবের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এমন উদ্যোগ নিয়েছে। ১ ডিসেম্বর ২০০৯-এর আজকালের প্রতিবেদন।
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০০৯ (৯:২১ পূর্বাহ্ণ)
বাংলা ভাষা যাতে রাষ্ট্রপুঞ্জের দপ্তরের অন্যতম ভাষার স্বীকৃতি পায় সে ব্যাপারে পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের কাছে দাবি জানিয়ে সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করেছে। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২ ডিসেম্বর ২০০৯ (৩:০৫ অপরাহ্ণ)
উলফার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ‘অরবিন্দ’ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২ ডিসেম্বর ২০০৯ (৩:৫৭ অপরাহ্ণ)
এবার দুবাইধ্বস। আমেরিকা ধ্বসের কারণ ছিল ‘হাউজ বিল্ডিং লোন’ আর দুবাই ধ্বসের কারণ যতদূর বোঝা যাচ্ছে দেশের বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ‘দুবাই ওয়ার্ল্ড’ সম্ভবত দেউলিয়া হতে যাচ্ছে। বিস্তারিত পড়ুন ‘স্পিগেল’-এ : প্রথম অংশ ও দ্বিতীয় অংশ।
কিন্তু আমি বুঝতে পারছি না — দুক্ষেত্রেই ভিলেন ‘গৃহ’ এবং ‘ঋণ’ কেন?
মাসুদ করিম - ৩ ডিসেম্বর ২০০৯ (৯:৩২ পূর্বাহ্ণ)
ওবামা ম্যাজিকের আশা বৃথা। আমেরিকার আফগান স্ট্রেটেজিতে এখন একথা পরিষ্কার ইউরোপের কাছে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৩ ডিসেম্বর ২০০৯ (৯:৩৯ পূর্বাহ্ণ)
ঋণে সবার অধিকার থাকা উচিত, মুহম্মদ ইউনুস বলছেন, জার্মান পত্রিকা ‘স্পিগেল’-এর সাথে সাক্ষাৎকারে।
পুরো সাক্ষাৎকার এখানে।
রায়হান রশিদ - ৬ ডিসেম্বর ২০০৯ (১০:২০ পূর্বাহ্ণ)
মুক্তিযুদ্ধ, আমাদের জিতে যাওয়া, তারপর হারতে থাকা আর হেরে যাওয়া বিষয়ে (যুদ্ধাপরাধ ফোরামের আলোচনায় মুনিমের বক্তব্য নিয়ে) সিসিবি-তে ব্লগার ফয়েজ এর আহ্বানমূলক পোস্ট।
মাসুদ করিম - ৬ ডিসেম্বর ২০০৯ (২:৪২ অপরাহ্ণ)
ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হীরেন ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে।
বিস্তারিত পড়ুন গণশক্তিতে প্রথম অংশ এখানে শেষ অংশ এখানে।
মাসুদ করিম - ৭ ডিসেম্বর ২০০৯ (৯:১৭ পূর্বাহ্ণ)
জলবায়ু পরিবর্তন
বিশ্বের ৪৫টি দেশের ৫৬টি পত্রিকা জলবাযুর পরিবর্তনের ওপর সাধারণ সম্পাদকীয় ছেপেছে। এই উদ্যোগে বাংলাদেশ থেকে আছে ইংরেজি দৈনিক ‘দি ডেইলি স্টার’।
বিস্তারিত পড়ুন এখানে। এবং এখানে দেখুন জলবায়ু পরিবর্তন নিয়ে জার্মান পত্রিকা ‘স্টেয়ার্ন’ এর স্থিরচিত্রের আয়োজন।
প্রথম আলোর খবর ‘নেমে যাচ্ছে পানির স্তর, সরে যাচ্ছে পদ্মা নদী’।
মাসুদ করিম - ৮ ডিসেম্বর ২০০৯ (১:৩১ পূর্বাহ্ণ)
দেশকে ইসলামহীন করতে যুদ্ধাপরাধীদের বিচারের চেষ্টা: নিজামী
দেশ কী করে ‘ইসলামহীন’ হবে? দেশ কি কোনো ধর্মে দীক্ষা নিতে পারে বা দেশ কি কোনোভাবে ধর্মচ্যূত হতে পারে? নিজামী ‘ইসলামহীন’ হতে পারেন। একজন রাজাকার, একজন যুদ্ধাপরাধী অবশ্যই ‘ধর্মহীন’ অবশ্যই ‘ইসলামহীন’। নিজামীর মতো আরো আরো জানোয়ার রাজাকার যুদ্ধাপরাধীর বিচারে যদি ‘খোদার আরশ কাঁপে’ তবে নজরুলের বিদ্রোহী অগ্নিবীণার শপথে আমরা নির্দ্বিধায় খোদার আসন ‘আরশ’ ছেদিয়া দিতে পারি।
মাসুদ করিম - ৯ ডিসেম্বর ২০০৯ (৯:০০ পূর্বাহ্ণ)
হেয়ার্টা মুলারের নোবেল বক্তৃতা : এখানে জার্মান ভাষায়, এখানে ইংরেজিতে।
বাঁধন - ১২ ডিসেম্বর ২০০৯ (১২:২৪ অপরাহ্ণ)
ইন্ডিয়ান মডার্ন আর্ট ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে অনলাইন চিত্র প্রদর্শনী। সবাইকে দেখার আমন্ত্রণ।
ক্লিক করুন এখানে।
মাসুদ করিম - ১৪ ডিসেম্বর ২০০৯ (৮:৪৯ পূর্বাহ্ণ)
গতকাল ভারতের প্রখ্যাত চিত্রসাংবাদিক টি.এস.সত্যন ৮৫ বছর বয়সে মারা গেছেন। দেখুন তার কিছু ছবি : ১ম,২য়, ৩য় ও ৪র্থ পৃষ্ঠা। পড়ুন তার সাক্ষাৎকার : ১ম, ২য় ও ৩য় পৃষ্ঠা।
মাসুদ করিম - ১৪ ডিসেম্বর ২০০৯ (৯:০০ পূর্বাহ্ণ)
বিস্তারিত পড়ুন আজকের প্রথম আলোয়।
মাসুদ করিম - ১৬ ডিসেম্বর ২০০৯ (১০:৪০ পূর্বাহ্ণ)
কয়েকদিন ধরে ভাবছিলাম ১৬ ডিসেম্বরকে বিজয় দিবসের ছুটি ঘোষণা না করে; ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর এই তিনদিন মিলিয়ে জাতীয় দিবসের ছুটি ঘোষণা করা যায় কি না। এর মধ্যে ১৪ ডিসেম্বর হবে ‘শহীদ বুদ্ধিজীবি দিবস'(এখন এ দিন জাতীয় ছুটি নেই, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে, এটি ঠিক করা উচিত) আর ১৬ ডিসেম্বর বিজয় দিবস, কিন্তু সমস্যায় ছিলাম ১৫ ডিসেম্বর নিয়ে — সমাধান পেয়ে গেলাম বীরশ্রেষ্ঠ মতিউরের স্ত্রী মিলি রহমানের এই অভিপ্রায় থেকে : বছরের একটি দিন রাজাকারদের প্রতি ঘৃণা দিবস পালন করা হোক, কাজেই ১৫ ডিসেম্বর হতে পারে ‘রাজাকার ঘৃণা দিবস’-এর ছুটি।
মাসুদ করিম - ১৬ ডিসেম্বর ২০০৯ (১১:১২ পূর্বাহ্ণ)
চাকমা রাজা দেবাশীষ রায়ের বাবা রাজা ত্রিদিব রায় নিয়ে সত্যিই আমার কিছু জানা ছিল না। আজকের ‘দি হিন্দু’তে প্রকাশিত A Chakma in Pakistan লেখাটি থেকে অনেক তথ্যই জানা গেল : তিনি পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের হাতে অনেক বেশি নিরাপদ ভেবেছিলেন, তিনি ছিলেন ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বাইরে নির্বাচিত দুজন এমপির একজন — আরেকজন ছিলেন নুরুল আমিন : এবং এরা দুজনই স্বাধীন বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছিলেন, তিনি পাকিস্তানে ভুট্টো সরকারের সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন।
এখানে নিরুপমা সুব্রামানিয়ানের লেখাটির কিছু গুরুত্বপূর্ণ অংশ উদ্ধৃতি আকারে :
বিস্তারিত পড়ুন এখানে।
মোহাম্মদ মুনিম - ১৭ ডিসেম্বর ২০০৯ (১১:১৩ অপরাহ্ণ)
চার্চিল সাহেব ১৮৯৯ সালে ভারতের ব্যাঙ্গালোরের এক ক্লাবে ১৩ রুপির বিল শোধ করেননি, এই নিয়ে বিবিসির রিপোর্ট।
মাসুদ করিম - ২১ ডিসেম্বর ২০০৯ (৯:২৭ পূর্বাহ্ণ)
আজ স্ট্যালিনের জন্মদিন। রাশিয়ান সেন্টার ফর স্টাডি অফ পাবলিক ওপিনিয়ন এই ডিসেম্বরের গোড়াতেই দেশের বিভিন্ন প্রান্তে একটি সমীক্ষা চালায় : সমীক্ষার ফলাফল ৩৭ শতাংশের হৃদয় জুড়ে রয়েছে স্ট্যালিন, ২৬ শতাংশের রয়েছে তার প্রতি অসম্ভব শ্রদ্ধা, ২৪ শতাংশের রয়েছে তার প্রতি নেতিবাচক অনুভূতি, ১৩ শতাংশের রয়েছে তার প্রতি অশ্রদ্ধা।পড়ুন কুৎসাকে হারিয়ে ফের হৃদয় দখল করছেন স্তালিন এখানে এবং তারপর এখানে।
মাসুদ করিম - ২১ ডিসেম্বর ২০০৯ (৬:০৮ অপরাহ্ণ)
এখানে দেখুন স্ট্যালিনের জন্মস্থান ‘গরি’ নিয়ে ‘রিয়ানভস্তি’র ছবির আয়োজন। পড়ুন প্রাভদার প্রতিবেদন A lot of politicians and historians believe that Joseph Stalin is one of the largest political figures of all time.
bloodycivillian - ২১ ডিসেম্বর ২০০৯ (৬:৪৮ অপরাহ্ণ)
আনন্দবাজারি সাংবাদিকতার কিছু নমুনা দেখুন এতে আর আধুনিক সাংবাদিকতারো।
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০০৯ (১২:৫৯ অপরাহ্ণ)
‘আনন্দবাজার পত্রিকা’ ও ওদের সাপ্তাহিক পত্রিকা ‘দেশ’ পড়া বন্ধ করে দিয়েছি দেড় বছর হতে চলল। প্রায় ৫ বছর নিয়মিত ইন্টারনেটে ‘আনন্দবাজার পত্রিকা’ এবং প্রায় এক যুগের ‘দেশ’ পড়ার অভ্যাসে কেন ছেদ টানলাম? সাধারণ মানুষের প্রতি এক ধরনের অশ্রদ্ধা পোষণ করে এই প্রিন্ট মিডিয়া, ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রতিও আছে এর এক ভীষণ অবজ্ঞা, বাংলাদেশের স্বাধীনতার সময় এদের সহানুভূতি ছিল সম্পূর্ণভাবেই ‘ইন্দিরা তোষণ’ , মোদ্দা কথা ভারতীয় বাঙালি এলিটদের প্রতিনিধিত্বকারী ‘প্রিন্ট মিডিয়া’ই হলো ‘আনন্দবাজার গ্রুপ’। অসম্ভব বাণিজ্য সফল এই গ্রুপের এখন আর বাণিজ্য ছাড়া দেবার কিছুই নেই। এক সময় বহু সংবেদনশীল সাংবাদিক সাহিত্যিক শিল্পীর বিচরণভূমি ছিল এই সংস্থা, আজ তেমন কাউকেই আর এর সাথে লগ্ন দেখা যায় না। আর বাংলা ভাষার এক ধরনের গতানুগতিক উপস্থাপন ছাড়া নতুন কোনো ভাষা ভাবনাও আজ আর ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘দেশ’-এ দেখা যায় না। জনপ্রিয় প্রতিক্রিয়াশীলতার জোরেই শুধু এখন এর উচ্চমার্গীয় বেঁচে থাকা।
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০০৯ (১:১৯ অপরাহ্ণ)
ইরাক, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ : ধর্মীয় বাধা ও সামাজিক বিপত্তিতে মানুষের জীবন সবচেয়ে বেশি হুমকির মুখে আছে এই দেশগুলোতে। টাইমস অফ ইন্ডিয়ার খবর ও আমেরিকার বিখ্যাত থিংকট্যাংক পিউ ফোরামের রিপোর্ট: একটি চার্ট এবং পুরো রিপোর্ট।
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০০৯ (৬:৪১ অপরাহ্ণ)
নেপালে মাওবাদীরা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ আলোচনার সময় বেঁধে দিয়েছে, এর মধ্যে কোনো সমধান না আসলে ২৪ জানুয়ারি থেকে লাগাতার সাধারণ ধর্মঘটের মাধ্যমে পুরো দেশ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে। তারা বর্তমান সরকারকে ভারতের পাপেট সরকার বলেছে এবং প্রয়োজনে সরকারের ‘মালিক’-এর সাথে, মানে ভারতের সাথে, আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। এখানে পড়ুন ‘দি হিমালায়ান’ এর খবর এবং এখানে পড়ুন ভারতীয় এক বেসরকারি সংবাদ সংস্থার খবর।
মাসুদ করিম - ২৩ ডিসেম্বর ২০০৯ (৩:৩৪ অপরাহ্ণ)
এই দশকটি কেমন গেল আমেরিকার। পিউ রিসার্চ সেন্টারের সার্ভে রিপোর্ট দেখুন : Current Decade Rates as Worst in 50 Years.
মাসুদ করিম - ২৬ ডিসেম্বর ২০০৯ (৯:৪২ পূর্বাহ্ণ)
কাশ্মীর বিদ্রোহের ২০ বছর হল এই ডিসেম্বরে। এখানে পড়ুন Kashmir insurgency, 20 years after.
বাংলায় যে প্রবাদ আছে, কারো সর্বনাশ কারো পৌষ মাস, এনজিও গুলোর হিসাব নিকাশের নৈরাজ্য দেখলে সব সময় মনে হয় এর চেয়ে সত্য পৃথিবীতে আর কিছু নেই। ২০০৪ সালের সেই সুনামি তো আমাদের সবারই মনে আছে, মাদ্রাজের সাংবাদিক গোকুল ভান্নান লিখছেন, Was the tsunami that struck the Tamil Nadu coast and wreaked havoc five years ago a godsend for some NGOs?
মাসুদ করিম - ২৭ ডিসেম্বর ২০০৯ (১২:০৯ পূর্বাহ্ণ)
নিরুদ্দেশের বছরগুলো কোথায় ছিলেন যিশু ? বলা হচ্ছে ভারতে ছিলেন তিনি সেই ১৭ বছর, বৌদ্ধধর্ম ও বেদের পাঠ নিচ্ছিলেন তিনি !
বিস্তারিত পড়ুন।
মাসুদ করিম - ৩০ ডিসেম্বর ২০০৯ (৩:২১ অপরাহ্ণ)
‘সার্ক’ যদি উন্নীত হতে পারে ‘সাউথএশিয়ান ইউনিয়ন’-এ, আমার মনে হয় এ অঞ্চলের সব ধরনের মৌলবাদকে মোকাবেলা করা যাবে। আবার এও হতে পারে সব ধরনের মৌলবাদ মোকাবেলা করতে করতে আমরা ‘সাউথএশিয়ান ইউনিয়ন’-এ রূপান্তরিত হতে পারব। কিন্তু এ অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্রের মধ্যে যে এক অবিসংবাদিত মিল আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মতো, এখানেও ঠিক হয়ে উঠতে পারে একক ‘দক্ষিণএশিয়া’। পড়ুন এখানে ‘দ্য হিন্দু’র মতামত বিভাগের লেখা মদনজিৎ সিং-এর South Asian agenda for Jammu & Kashmir।
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০০৯ (৯:১৫ পূর্বাহ্ণ)
কিছু ছবি।
মাসুদ করিম - ৩১ ডিসেম্বর ২০০৯ (৫:১৫ অপরাহ্ণ)
একটা যে বছর শেষ হয়ে যাচ্ছে, আরো বড় কথা একটা দশক, এর কোনো বোধই আমার হচ্ছে না। মনে হচ্ছে আজকের এই দিনটাই তো যাচ্ছে কাল আরেকটা নতুন দিন, শুধু ওই নতুন দিনটা নতুন বছরের নতুন দশকের। কিন্তু তারপরও বছর শেষের কোনো আবহ এবার আমাকে আপ্লুত করছে না। কেন জানি না। এমন সময় চোখ পড়ল ‘সংবাদ’-এর শেষ পাতায় ‘কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ’। ১৯৯০ সালের বছরের শেষ দিনে মৃত্যুবরণ করছিলেন তিনি। পাতা উল্টে দেখলাম ‘সংবাদ’-এর ‘মুক্ত আলোচনা’ পাতায় বিশেষ আয়োজন : জ্যোতি বসু লিখেছেন, কমরেড মণি সিংহকে স্মরণ করা জরুরি। শামছুজ্জামান সেলিম লিখেছেন, স্মৃতিতে কমরেড মণি সিংহ। বজলুর রহমানের সংকলিত রচনা, গণতান্ত্রিক আন্দোলনে মণি সিংহ। শামসুর রাহমানের সংকলিত কবিতা, ভাস্বর পুরুষ। এরপর ইন্টারনেটে ‘প্রথম আলো’য় দেখলাম মুজাহিদুল ইসলাম সেলিম লিখেছেন, চিরভাস্বর মণি সিংহ। সমকালে এম এম আকাশের লেখার শিরোনাম, ‘জনগণ কী চায় জনগণই বলুক’। শামছুজ্জামান সেলিমের লেখা থেকে একটি উদ্ধৃতি :