পাঠক সুপারিশকৃত লিন্ক: আগস্ট ২০০৯

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৫৪ comments

  1. মাসুদ করিম - ২ আগস্ট ২০০৯ (২:৪৬ পূর্বাহ্ণ)

    দক্ষিণ ওসেটিয়ার নাগরিকদের প্রতিরক্ষায় রাশিয়া সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে

  2. মাসুদ করিম - ২ আগস্ট ২০০৯ (২:৫৪ পূর্বাহ্ণ)

    সুদানের ড্রেসকোডের বিরুদ্ধে এক নারীর বিদ্রোহ : যতই অপমান করা হোক, জরিমানা করা হোক, লুবনা হুসেইন ট্রাউজার পরবেনই। পড়ুন গার্ডিয়ানে

  3. মাসুদ করিম - ২ আগস্ট ২০০৯ (৮:২৬ পূর্বাহ্ণ)

    আজকাল ২ আগস্ট ২০০৯, পাতা : বিদেশ
    পরমাণু বোমা তৈরি করছে মায়ানমার?
    মেলবোর্ন, ১ আগস্ট (সংবাদ সংস্থা) — পরমাণু বোমা বানাচ্ছে মায়ানমারও? অস্ট্রেলিয়ার কাগজ সিডনি মর্নিং হেরাল্ডের খবর সেরকমই। মায়ানমারের সামরিক সরকার নাকি খুবই গোপনে চালিয়ে যাচ্ছে এই প্রকল্প। এবং পরমাণু বোমা পরীক্ষায় জায়গায় পৌঁছাতে আর অল্পই বাকি। উপগ্রহের নজরদারি থেকে আড়ালে রাখতে পরমাণু চুল্লি বসানো হয়েছে দেশের উত্তরে নাউং লেইং অঞ্চলের পর্বত কন্দরে। গভীর সুড়ঙ্গ পথে যুক্ত বেশ কিছু পর্বত গুহা। বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে এখানেই চলছে গোপনে পরমাণু অস্ত্র তৈরির যজ্ঞ। এমনিতে উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল চলছে। হালে মায়ানমারমুখী উত্তর কোরিয়ার একটি জাহাজ নজরে আসে মার্কিন নৌসেনার। সন্দেহ করা হয় এতে পরমাণু অস্ত্র ও ক্ষেপনাস্ত্রের সরঞ্জাম থাকতে পারে। চীন ও অন্যকিছু দেশের সহায়তায় জাহাজটি উত্তর কোরিয়ায় ফেরত নেয়া হয়। উত্তর কোরিয়া থেকে পরমাণু প্রযুক্তি ছড়িয়ে পড়ছে মায়ানমারে? অস্ট্রেলিয়ার কাগজটির খবর, মার্কিন প্রশাসনের নতুন মাথাব্যথার কারণ হয়ে উঠছে এবার মায়ানমার। এমনিতে রাশিয়ার সহায়তায় একটি অসামরিক পরমাণু প্রকল্পের কাজ চরছে মায়ানমারে। বছরের পর বছর গণতন্ত্র ফেরানোর লড়াই দমন করে আসছে মায়ানমারের সামরিক সরকার।

  4. বিনয়ভূষণ ধর - ৪ আগস্ট ২০০৯ (১২:৩৩ অপরাহ্ণ)

    আমেরিকান আদালতের রায়: “মানহানির ক্ষেত্রে ব্লগাররা সাংবাদিকদের সমপর্যায়ের সুরক্ষা পাবেন না।”

  5. বিনয়ভূষণ ধর - ৬ আগস্ট ২০০৯ (১:৫৮ অপরাহ্ণ)

    বাইশে শ্রাবণ উপলক্ষে বিডিনিউজটোয়েন্টিফোরডটকম-এর প্রচ্ছদ নিবন্ধ :
    রবীন্দ্রনাথ: আমাদের চলচ্চিত্র ও নাটকের প্রাণপুরুষ

  6. মাসুদ করিম - ৬ আগস্ট ২০০৯ (২:৩৭ অপরাহ্ণ)

    বজ্রপাতে আলোকিত পৃথিবী

  7. রায়হান রশিদ - ৬ আগস্ট ২০০৯ (৩:০১ অপরাহ্ণ)

    অরওয়েলের অরওয়েলত্ব নিয়ে …

  8. রায়হান রশিদ - ৬ আগস্ট ২০০৯ (৮:৩৮ অপরাহ্ণ)

    চীনা মানবাধিকার আইনজীবি জি সিউন এর নিরুদ্দেশের (সন্দেহ করা হয় নিরাপত্তা বাহিনী কর্তৃক অপহৃত) এক বছর পুরো হলো। প্রথম পর্বদ্বিতীয় পর্ব

  9. রায়হান রশিদ - ৬ আগস্ট ২০০৯ (৮:৪৩ অপরাহ্ণ)

    যুদ্ধ ও সহিংসতা কি মানুষের প্রকৃতিগত/মজ্জাগত? মোটেই না, নতুন গবেষণার রায়। এখানে দেখুন।

  10. বিনয়ভূষণ ধর - ৭ আগস্ট ২০০৯ (১২:০৩ অপরাহ্ণ)

    ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন আয়োজিত:—
    আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা’ ২০০৯

  11. মাসুদ করিম - ৭ আগস্ট ২০০৯ (১২:২১ অপরাহ্ণ)

    সন্তোষ গুপ্ত শিল্প সমালোচক ছিলেন, সত্যিই জানা ছিল না আমার, জানলাম ‘সংবাদ সাময়িকী’-তে সৈয়দ মনজুরুল ইসলামের লেখা শ্রদ্ধাঞ্জলি পড়ে। পড়ুন এখানে

  12. বিনয়ভূষণ ধর - ৮ আগস্ট ২০০৯ (৪:২৬ পূর্বাহ্ণ)

    ভারতে স্হায়ীভাবে থাকার জন্যে আবেদন করেছেন তসলিমা নাসরিন…..

  13. বিনয়ভূষণ ধর - ৮ আগস্ট ২০০৯ (৪:৩৭ পূর্বাহ্ণ)

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির বেহাল অবস্হা……

  14. বিনয়ভূষণ ধর - ৮ আগস্ট ২০০৯ (৪:৪৬ পূর্বাহ্ণ)

    জামায়াতের শূরা সদস্য হতে পারেন অমুসলিমরাও!!!

  15. বিনয়ভূষণ ধর - ৮ আগস্ট ২০০৯ (৪:৫৬ পূর্বাহ্ণ)

    হ্যাকার চেয়েছে মানবাধিকার………

  16. বিনয়ভূষণ ধর - ৮ আগস্ট ২০০৯ (৫:০৪ পূর্বাহ্ণ)

    মোজার্টের দুটি নতুন কম্পোজিশন!

  17. বিনয়ভূষণ ধর - ৯ আগস্ট ২০০৯ (১:৪৮ অপরাহ্ণ)

    আজ বিশ্ব আদিবাসী দিবস ২০০৯…

  18. মাসুদ করিম - ১০ আগস্ট ২০০৯ (১০:৪৩ পূর্বাহ্ণ)

    তৃতীয় বিশ্বযুদ্ধ নেপাল থেকেই শুরু হতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধও একটি ছোট্ট দেশ থেকে শুরু হয়েছিল : হিসিলা যামি, পলিটব্যুরো সদস্য, সিপিএন(মাওবাদী)।

  19. মাসুদ করিম - ১২ আগস্ট ২০০৯ (৩:০৩ পূর্বাহ্ণ)

    বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে গেল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া

  20. মাসুদ করিম - ১৬ আগস্ট ২০০৯ (২:১৫ পূর্বাহ্ণ)

    হিন্দু আমেরিকা। আধ্যাত্মিকতার জয়!

  21. মাসুদ করিম - ১৬ আগস্ট ২০০৯ (২:১৮ পূর্বাহ্ণ)

    ভারতের স্বাধীনতা দিবসের উপহার– ভারতীয় ভূ-পর্যবেক্ষণ সাইট : ভুবন

  22. মাসুদ করিম - ১৬ আগস্ট ২০০৯ (৪:৩০ অপরাহ্ণ)

    প্রথম আলোতে বিশেষ সাক্ষাৎকারে আজ ছিল সন্তু লারমার সাক্ষাৎকার। তিনি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের তিন বাধাকে চিহ্নিত করেছেন : ‘অপারেশন উত্তরণ’এর নামে সেনাশাসন, সেটলারদের অবৈধ বসবাস এবং ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি ‘সেনা শাসন’ প্রত্যাহার, সেটলারদের (বাঙালি স্থায়ী বাসিন্দারা বৈধভাবেই পার্বত্য চট্টগ্রামে আছেন এবং থাকবেন) দেশের অন্যত্র সম্মানজনক পুর্নবাসন ও ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

  23. মাসুদ করিম - ২০ আগস্ট ২০০৯ (৪:৪৮ অপরাহ্ণ)

    একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরবো ফাঁসি দেখবে জগৎবাসী। ১৯০৮ সালের ৩০ এপ্রিল অভিযানে নামে তারা। দিনটি ছিল বৃহষ্পতিবার। কিংস ফোর্ড তখন মজফফরপুরে। রাত সাড়ে আটটায় ক্ষুদিরাম কিংস ফোর্ডের গাড়ি ভেবে যে বোমাটি ছোড়েন, তা লক্ষ্যভেদ হয়। সংবাদ সাময়িকীতে মুহম্মদ সবুর লিখেছেন ফাঁসির মঞ্চে শতবর্ষ আগে

  24. মাসুদ করিম - ২১ আগস্ট ২০০৯ (৫:২৩ পূর্বাহ্ণ)

    ১ সেপ্টেম্বর ২০০৯-এ নাৎসি জার্মানির পোল্যান্ড আক্রমণের ৭০ বছর পূর্ণ হবে। প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছে ২৩ আগস্ট ১৯৩৯ সালের নাৎসি-সোভিয়েত চুক্তি নিয়ে বিতর্ক : ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা মনে করে এই চুক্তির মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত, আর আজকের রাশিয়া নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন যুগপৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী–প্রথম বিশ্বের এ মন্তব্যে দ্বিধাবিভক্ত। অনেকে আবার এ প্রসঙ্গে হিটলারইজমকে স্ট্যালিনইজমের সাথে একই গোত্রভুক্ত করতে চান। এখন রাশিয়ার দায়িত্ব অনেক, ফ্যাসিবিরোধী যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা সোভিয়েত ইউনিয়ন আজ আর না থাকতে পারে, কিন্তু রাশিয়া তো আছে, তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইাতহাস নিয়ে আর মিতবাক বা দ্বিধাবিভক্ত হলে চলবে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমেরিকা ও ইউরোপের একচেটিয়া প্রকাশনা আধিপত্যকে নস্যাৎ করতে রাশিয়ার উচিত তার নিজের মতামত ও গবেষনাকে আরো উন্মুক্ত করা। পড়ুন রিয়ানভোস্তিতে প্রকাশিত রাশিয়ার বিজ্ঞান একাডেমির ইতিহাস ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর আলেকজান্ডার চুবারিয়ানের সাক্ষাৎকার : Russia should be open about pre-war Nazi-Soviet pact

  25. মাসুদ করিম - ২৩ আগস্ট ২০০৯ (২:৫৪ অপরাহ্ণ)

    ধীরে চলুন। যোগাযোগের গতির অত্যাচার থেকে নিজেকে বাঁচান। “ইমেইলের অত্যাচার” , “Tyranny of E-mail”, GRANTA সম্পাদক John Freeman-এর বই থেকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে ধীরগতির যোগাযোগের মেনিফেস্টো হিসেবে ছাপা হয়েছে : Not So Fast

    • মোহাম্মদ মুনিম - ২৫ আগস্ট ২০০৯ (৫:৩৯ পূর্বাহ্ণ)

      লেখাটা আজ বিকেলে পড়লাম, ফ্রিম্যান সাহেব যে বিপদের কথা বলেছেন, আমি নিজেই তার শিকার। প্রায়ই কাজ থেকে ফিরে বাড়ীর PC তে আবার অফিসের কাজ করতে হয়। ক্লায়েন্ট রাত ৮ টায় ইমেইল করলেন, আমার জবাব গেল সোয়া ৮ টায়, না গেলে যদি ক্লায়েন্ট ছুটে যায়। সবার কিসের এত তাড়া? এই অর্থহীন তাড়াহুড়া থেকে উত্তরনের কি উপায় কে জানে?

  26. রায়হান রশিদ - ২৪ আগস্ট ২০০৯ (৫:৩৩ পূর্বাহ্ণ)

    ক্রিকেট এবং ভারত-পাকিস্তান প্রেম নিয়ে দারুণ একটা আলোচনা: এখানে

  27. মাসুদ করিম - ২৪ আগস্ট ২০০৯ (৪:৩৮ অপরাহ্ণ)

    অবনীন্দ্রনাথ ঠাকুর : ১৩৮

    শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৩৮তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হল ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে, ১৩ আগস্ট, বৃহষ্পতিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত আঁকিয়ে ইশা মহম্মদ। হাজির ছিলেন নামী শিল্পী অনিট ঘোষ, উমা সিদ্ধান্ত ছাড়াও আর্ট হিস্টোরিয়ান শ্যামলকান্তি চক্রবর্তী, শিল্পানুরাগী পণ্ডিত মণিলাল নাগ, পঙ্কজ সাহার মতো গুণিজন। সমবেত গুণিজনের কথনে অবনীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টিগুলির বিভিন্ন দিক, প্রেক্ষিত, মেজাজ উন্মোচিত হয় নতুনভাবে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বর্ষীয়ান গাইয়ে দ্বিজেন মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির সংগঠক ‘সর্বভারতীয় চারুকলা মন্দির’। একই দিনে, ২৬ বছর আগে, এটির প্রতিষ্ঠা।
    বাসুরাজ মালিক, আজকাল, ২৪ আগস্ট ২০০৯।

    পূর্বাপর বিকাশ

    ‘আমি উত্তর কলকাতার ছেলে, চোখের সামনে কত আন্দোলন, উত্থান-পতন দেখলাম। হয়ত ভীতু বলে দরজার আড়ালেই থেকে গেছি। তাতে সক্রিয় অংশ নিইনি, কিন্তু নাড়া তো দিয়েছে।’ এবং এর ‘নাড়া’ দেওয়া যে কত গভীর এবং সুদূর তা তো বক্তার ছবির সামনে দাঁড়ালেই বোঝা যায়। গত শতকের শেষ অর্ধের কলকাতা বিশেষ করে উত্তর কলকাতার স্পন্দন, ক্ষয়িষ্ণু বনেদিয়ানা ও আধুনিকতার টানাপোড়েন ‘বক্তা’ বিকাশ ভট্টাচার্যের ছবিতে চলচ্চিত্রের ফ্রেমের মতো একের পর এক বন্দী হয়েছে, কেবলই দৃশ্যের জন্ম হয়েছে শুধু নয়, সৃষ্টি হয়েছে অনেক গল্পের, উঠেছে আধুনিকতাবাদী আন্দোলন নিয়ে অনেক প্রশ্নও। সে-সবের খোঁজ ইমামি চিজেল আয়োজিত এই অনন্য চিত্রীর পূর্বাপর প্রদর্শনীতে। প্রয়াত শিল্পীর ৬৯তম জন্মদিন উপলক্ষে ৬৯টি ছবির এই প্রদর্শনীতে ছাত্রজীবন থেকে শুরু করে ২০০০সালে অসুস্থ হওয়া পর্যন্ত যে-ক’টি মাধ্যমে শিল্পী কাজ করেছেন সেই সব ক’টি মাধ্যমের কাজের দশকওয়ারি নির্বাচন। প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
    আজকাল, ২৪ আগস্ট ২০০৯।

  28. মোহাম্মদ মুনিম - ২৪ আগস্ট ২০০৯ (১১:২৭ অপরাহ্ণ)

    ডিজ়িটাল কোরিয়া নিয়ে একটি লিঙ্ক

  29. বিনয়ভূষণ ধর - ২৫ আগস্ট ২০০৯ (৬:২০ পূর্বাহ্ণ)

    সমুদ্রের তিনটি ব্লক পেলো তাল্লো ও কনোকো ফিলিপস

    • বিনয়ভূষণ ধর - ৩০ আগস্ট ২০০৯ (৭:৪১ পূর্বাহ্ণ)

      অদ্ভূত ব্যাপার!!!

      এই লিংক্‌টাতে click করলে ২০০৭ সালের জুন মাসের ৬ তারিখের একটা পোস্ট দেখা যাচ্ছে। ব্যাপারটা কিভাবে ঘটলো বুঝতে পারতেছিনা। গতকাল থেকে সমস্যাটা দেখা দিয়েছে কারন গত পরশু আমি ঠিক দেখেছিলাম। সমস্যাটি কি বিডিনিউজ২৪.কম-এর নাকি মুক্তাঙ্গন-এর? আশা করি blog administrator ব্যাপারটা একটু দেখবেন।

      এখানে ‘প্রথম আলো’ থেকে একই বিষয়ে আরেকটি লিংক্‌ দেয়া হলো…

  30. মোহাম্মদ মুনিম - ২৫ আগস্ট ২০০৯ (৫:০০ অপরাহ্ণ)

    কওমী মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত প্রত্যাখান, লিঙ্ক

    • বিনয়ভূষণ ধর - ২৬ আগস্ট ২০০৯ (৬:১৮ পূর্বাহ্ণ)

      আলভী! তোর লিংক’টা কোনোভাবে খোলা যাচ্ছেনা কেন একটু দেখতো।

      • মোহাম্মদ মুনিম - ২৬ আগস্ট ২০০৯ (৬:৩৫ পূর্বাহ্ণ)

        ওদের (যায় যায় দিন) server এ সমস্যা আছে মনে হচ্ছে। আমি submit করার পর চেক করেছিলাম, তখন ঠিকই ছিল।

        • বিনয়ভূষণ ধর - ২৬ আগস্ট ২০০৯ (৬:৪৯ পূর্বাহ্ণ)

          যায় যায় দিন’ পত্রিকার server আসলেই মাঝে মাঝে কেন জানি slow হয়ে যায়!

  31. বিনয়ভূষণ ধর - ২৬ আগস্ট ২০০৯ (৫:৫৭ পূর্বাহ্ণ)

    শেখ সেলিমের সন্দেহের তীর
    শফিউল্লাহর আত্মপক্ষ সমর্থন

    • বিনয়ভূষণ ধর - ২৯ আগস্ট ২০০৯ (৬:০৪ পূর্বাহ্ণ)

      সফিউল্লাহ্‌র নীরবতার রহস্য কী?-শেখ ফজলুল করিম সেলিস এম.পি.
      আমি শেখ হাসিনাকে সব খুলে বলেছি।-মে. জে. (অব.)কে. এম. সফিউল্লাহ্

      “প্রথম আলো”-তে আজ এই দুজনের সাক্ষাতকার প্রকাশিত হয়েছে…

  32. বিনয়ভূষণ ধর - ২৭ আগস্ট ২০০৯ (৬:০২ পূর্বাহ্ণ)

    ছয়টা গান + দশটা মারপিট + একটা প্রেম = বাংলা ছবি?


    ইউনিভার্সিটি অব আমস্টারডামের নৃবিজ্ঞানের ছাত্রী লোটে হুক ১৯৯৭ সালে প্রথম বাংলাদেশে আসেন বেড়াতে। তারপর তার স্নাতকোত্তর গবেষনার প্রয়োজনে আবার আসেন ২০০১ সালে। তিনি গবেষনার বিষয় হিসাবে বেছে নিলেন বাংলাদেশের সিনেমাকে। “প্রথম আলো” পত্রিকার ‘আনন্দ’ পাতায় প্রকাশিত সাক্ষাতকারখানা এখানে লিংক হিসাবে দেয়া হলো…

  33. বিনয়ভূষণ ধর - ২৭ আগস্ট ২০০৯ (৬:১২ পূর্বাহ্ণ)

    ‘একজন বন্ধুর প্রস্থান’

    পরলোকে চলে গেলেন সিনেটর এডওয়ার্ড কেনেডি। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিডিনিউজ২৪.কম প্রথম আলো থেকে এখানে লিংক দেয়া হলো…

  34. বিনয়ভূষণ ধর - ২৭ আগস্ট ২০০৯ (১:৪৪ অপরাহ্ণ)

    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ ৩৩তম মৃত্যুবার্ষিকী…

  35. বিনয়ভূষণ ধর - ২৮ আগস্ট ২০০৯ (১০:১৫ পূর্বাহ্ণ)

    মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথমবারের মতো তাদের ওয়েবসাইটে বাংলাভাষা ব্যবহার করেছে। প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা’র পবিত্র রমজানের শুভেচ্ছাবার্তার ভাষান্তর সংযোজন করা হয়েছে। ১৪টি ভাষায় অনুবাদ করা হয়েছে তাঁর বার্তা। বাংলাভাষার অনুবাদটি এখন সংযোজিত আছে http://www.state.gov ঠিকানায়…

  36. মাসুদ করিম - ২৯ আগস্ট ২০০৯ (৫:৪১ পূর্বাহ্ণ)

    ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার ফিচার বিভাগে ছাপা হয়েছে লেখাটি : সম্প্রীতির গ্রাম। হিন্দুরা মসজিদ বানিয়ে দিচ্ছে মুসলিম প্রতিবেশীদের জন্য, তেমনি মুসলিমরা মন্দির নির্মাণ করছে হিন্দু প্রতিবেশীদের জন্য। দৃষ্টান্তস্থাপনকারী স্থানটি ভারতের মধ্যপ্রদেশ।

    At a time when the world is grappling with the burning issue of communal discord, a village in India’s central state of Madhya Pradesh has set an example of harmony and brotherhood.

    While Hindus have come forward to build a mosque for their Muslim brethren in Badodia Gadari village, 90 km from the state capital, Muslims are engaged in constructing a temple for them.

    Amid controversy over of the country’s partition and founder of Pakistan Mohammad Ali Jinnah, this village, with a population of about 1,000 people, is silently teaching people to live in harmony and peace transcending religious boundaries.

    It illustrates that hatred is not in the nature of the people due to the essence of this country’s ‘Ganga-Jamuni’ culture.

    The mud-filled lanes of this village do not lead to Kashi or Kaba but by treading over them one can find solution to one of greatest problems plaguing India.

    ”Our ancestors used to live in the same manner and we are carrying forward their traditions,” Mosque’s Sadar Mohammad Bashir told UNI today.

    The village is abuzz with celebrations of ‘Ganeshotsav’ and ‘Ramzan’ together.

    The incredible panorama mesmerises outsiders as they see Mr Bashir performing aarti of Lord Ganesha at dusk and dawn.

    Similarly, another villager Jagdish remained absorbed in the evening to prepare refreshments for the ‘Rozedars.’

    Earlier, there was no mosque in the hamlet with 30 houses of Muslims and they offered their ‘namaz’ (prayers) at a dilapidated place.

    This fact pinched the Hindus they endeavoured to construct a mosque. For this purpose, Hindus collected money from the villagers and also offered Rs one lakh from the temple construction fund.

    Later, the Hindus contributed Shramdan for the mosque’s construction.

    ”This is a unique example of communal harmony,” Ashta-based social activist Habib Baig told UNI adding after the mosque’s construction, the Muslims united to build a temple.

    Former Sarpanch Premanarayan Verma said they learned from their forefathers the mantra of life — one can move ahead not with hatred in heart but love.

    Walking down the memory lane, Mr Verma said in 1992 when communal riots were rocking the state, the village was peaceful and its residents stopped people who intended to disturb their harmony.

    Urdu poet Jigar Muradabadi said in his couplet — Unka Jo Kaam he wo ahale siyasat jane, mera paigam mohabbat hai jahan tak pahunche.

    (Politician may know their job but I propagate the message of love wherever it spreads).

  37. বিনয়ভূষণ ধর - ২৯ আগস্ট ২০০৯ (৬:২৪ পূর্বাহ্ণ)

    সবচেয়ে আলোচিত মিউজিক সাইটগুলো’ দেখুন এই লিংকয়ে

  38. মাসুদ করিম - ৩০ আগস্ট ২০০৯ (২:২৯ পূর্বাহ্ণ)

    সোভিয়েত ও রাশিয়ান ফেডারেশনের জাতীয় সঙ্গীত রচয়িতা, শিশু সাহিত্যিক, কবি সের্গেই মিখালকভ ৯৬ বছর বয়সে গত বৃহষ্পতিবার ২৭ অগাস্ট ২০০৯-এ মারা গেছেন

  39. বিনয়ভূষণ ধর - ৩০ আগস্ট ২০০৯ (৮:২৮ পূর্বাহ্ণ)

    ঘটনাক্রম:—

    ১.জিন্নাহ্‌কে প্রশংসার খেসারত//যশবন্ত সিংকে বিজেপি থেকে বহিস্কার।-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’
    ২.যশবন্ত সিংয়ের বই নিষিদ্ধ করলো গুজরাট সরকার।-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’
    ৩.নিজেদের বাচাঁতে যশবন্তকে বলি দিলেন বিজেপির নেতারা?-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’
    ৪.যশবন্তকে বহিস্কার করে বিজেপি আরও সংকটে।-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’
    ৫.বিজেপিকে ‘সুতাবিহীন ঘুড়ি’ বললেন অরুণ শৌরি।-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’
    ৬.যশবন্তকে বহিস্কারের জের বিজেপিতে ভাঙ্গন শুরু।-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’
    ৭.যশবন্তের চ্যালেন্ঞ্জ।-সূত্র:‘প্রথম আলো(সারা বিশ্ব)’

  40. মাসুদ করিম - ৩০ আগস্ট ২০০৯ (৪:৪৯ অপরাহ্ণ)

    ৫৪ বছর পর ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র শাসনের অবসান হল। আজকের নির্বাচনে জাপানের ‘ডেমোক্রেটিক পার্টি’ বিশাল জয় অর্জন করল। ব্যবসাবান্ধব, আমলাকেন্দ্রিক লিবারেল ডেমোক্রেটকদের হারিয়ে ডেমোক্রেটিক পার্টি জনগণের সরকার হয়ে উঠতে পারে কি না তাই এখন দেখবার।

  41. বিনয়ভূষণ ধর - ৩১ আগস্ট ২০০৯ (৮:৫১ পূর্বাহ্ণ)

    আজ ‘প্রথম আলো’-র লাভ-ক্ষতির পাতায় আমাদের সামনেরদিনের অর্থনীতির জন্যে একটা বড়ো ধরনের দু:সংবাদ দেয়া হয়েছে…

  42. মাসুদ করিম - ৩১ আগস্ট ২০০৯ (১:২৯ অপরাহ্ণ)

    বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে যাদের লেখা আমার ভাল লাগে হারুন হাবীব তাদের মধ্যে একজন। টেড কেনেডি নিয়ে গত কয়েকদিন যে কয়েকটি লেখা পড়েছি, আজকের সমকালে তার লেখা ‘একজন ব্যতিক্রমী আমেরিকানের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ এখনো পর্যন্ত সেরা।

    নয়মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর সর্বপ্রথম যে বিদেশি সদ্যস্বাধীন বাংলাদেশে আসেন তিনি সদ্যপ্রয়াত এডওয়ার্ড কেনেডি। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাস।[…] হানাদার পাকিস্তানি বাহিনী যে ঐতিহ্যবাহী বটগাছটি সমূলে উৎখাত করে ঐতিহাসিক বটতলাকে বিরান করেছিল, বাঙালি তারুণ্যের বিদ্রোহের আশ্রয়কে উৎপাটিত করেছিল, ঠিক একই জায়গায় এবং একটি বটবৃক্ষের চারা পুঁতে নতুন ইতিহাসের যাত্রা শুরু করেছিলেন সিনেটর কেনেডি। আজ যে বটগাছটি আবারও সুবিশাল মহীরুহ হয়েছে , পাকিস্তানি সেনাশাসকদের ধ্বংসকাণ্ডের ওপর ছায়াবিস্তার করা নতুন যে বটবৃক্ষ জন্ম নিয়েছে, সে বৃক্ষের চারাগাছ লাগিয়েছিলেন এডওয়ার্ড কেনেডি।

    আরো পড়ুন

  43. মোহাম্মদ মুনিম - ১ সেপ্টেম্বর ২০০৯ (৮:৩৬ পূর্বাহ্ণ)

    মধ্যযুগে একজন দাসের মুল্য কত ছিল? আজকের মূল্যমানে ৪০০০০ ডলার। আধুনিক একজন দাসের মুল্য কত? ১০০ ডলার। আরও পড়ুন

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.