মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
১৭ comments
মাসুদ করিম - ১ জুলাই ২০০৯ (৪:৪৫ অপরাহ্ণ)
সোভিয়েত লোকগীতি শিল্পী লুদমিলা জাইকিনা ৮০ বছর বয়সে আজ মারা গেলেন। ব্রেজনেভ, শাগাল, চ্যাপলিনের প্রিয় শিল্পী জাইকিনা কয়েক প্রজন্মের অসংখ্য মানুষের প্রিয় শিল্পী ছিলেন।
আজকের লিংক - ২ জুলাই ২০০৯ (১২:০৩ অপরাহ্ণ)
রাগ মেঘ মাল্লার
কন্ঠ: পন্ডিত প্রসেনজিত দেওঘরিয়া
তবলা: দোলন সিংহ
হারমোনিয়ম: হাসান মাহমুদ
মাসুদ করিম - ৩ জুলাই ২০০৯ (১১:১২ পূর্বাহ্ণ)
আরেক মহাপ্রয়াণ। তয়েব মেহতা, ভারতের বিখ্যাত চিত্রশিল্পী, বৃহস্পতিবার রাতে বোম্বের এক হাসপাতালে হৃদরোগে মারা গেছেন।
রেজাউল করিম সুমন - ৪ জুলাই ২০০৯ (১০:৪৭ পূর্বাহ্ণ)
কবি ও কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ গতকাল রাতে মারা মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত সংবাদ
মাসুদ করিম - ১৭ জুলাই ২০০৯ (১০:২০ পূর্বাহ্ণ)
স্মৃতি সত্তা ভবিষ্যতএর কবি বিষ্ণু দের জন্মশতবার্ষিকী ১৮ জুলাই।
…
এইদিকে নকল গথিক ঐদিকে করিন্থী আয়ন ডোরীয়
কেলসনের ইংরেজি খেয়াল।
তবুও যাহোক্ কালের পলিতে আহাম্মক সাহেবী সখের গায়ে
পড়েছিল অভ্যাসের কিছুটা প্রসাদ,
বাঙালের হাইকোর্ট, গাঁওয়ারের জাদুঘর,
এমন-কি লাটনী-প্রাসাদ এসেছিল চোখে সয়ে,
এবং চোরাই সাম্রাজ্যের দেশজ রাস্তায়
অলিতে গলিতে আজগবি ঘিনজির বাহারে
জমেছিল নয়নে না-হোক কিছু মনোহর
আলালের দুলালের হুতোমের বুড়ো-বুড়ো শালিকের কাটারায়
পক্ষীবাবুদের কায়দায় কেতায় সচ্ছলতা অসচ্ছলতায়।
…
বাঙালীর জীবন শিল্প ও সৌন্দর্যের নিরন্তর সমালোচক, সমাজবাদে বিশ্বাসী কবি, রবিকরোজ্জ্বল নিজ দেশের কবি : বিষ্ণু দে।
খন্দকার আশরাফ হোসেন, আজকের প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে লিখেছেন চোরাবালির সামনে ঘোড়সওয়ার।
মাসুদ করিম - ২০ জুলাই ২০০৯ (৭:৪১ পূর্বাহ্ণ)
নারীনেত্রী হেনা দাস আর নেই।
মাসুদ করিম - ২১ জুলাই ২০০৯ (২:৩৪ পূর্বাহ্ণ)
প্রথম আলোর প্রতিবেদন।
সংবাদ-এর প্রতিবেদন।
ডেইলি স্টার-এর প্রতিবেদন।
বিনয়ভূষণ ধর - ২১ জুলাই ২০০৯ (২:৫৮ অপরাহ্ণ)
আগামীকাল ২২ জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম-এ প্রকাশিত কয়েকটি লেখা :
১. অপেক্ষা এখন পূর্ণ সূর্যগ্রহণের
২. গ্রহণ কেন হয়
৩. সূর্যগ্রহণ নিয়ে যা নিছকই কুসংস্কার
৪. গ্রহণ পর্যবেক্ষণে সাবধানতা
৫. বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি
মাসুদ করিম - ২১ জুলাই ২০০৯ (৫:৪২ অপরাহ্ণ)
গঙ্গুবাই হঙ্গল ১৯১৩-২০০৯ (২১ জুলাই)।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০০৯ (২:৩৮ পূর্বাহ্ণ)
আউটলুক ইন্ডিয়া-য় অনুরাধা রমনের শ্রদ্ধাঞ্জলী।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০০৯ (২:৩১ পূর্বাহ্ণ)
ভারত ছুঁয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ট্রেনের প্রস্তাব দিল্লির। দিল্লিতে শনিবার সার্কের যোগাযোগমন্ত্রীদের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের শেষদিনে এই প্রস্তাব দেন ভারতের যোগাযোগমন্ত্রী। প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। চালু হলে একটি চমৎকার ভ্রমন রুট হবে, তাতে কোনো সন্দেহ নেই।
সাবরিনা ওয়াদুদ - ২৭ জুলাই ২০০৯ (৩:৪২ অপরাহ্ণ)
I studied law in University and would like to specialise in Human Rights law. Human rights law interests me for its far reaching aspect and the issues it addresses. Living in Bangladesh I realised the slum dwellers are not only living in unsanitary, overcrowded condition, but they are also subjected to threats of eviction routinely. The new campaign of Amnesty International illustrates stories of slum dwellers around the world. The slum dwellers in Colombia, Cambodia and other places are all subjected to the same kind of human rights abuse. They are forcibly evicted without reparation, they live in unsanitary condition and much more. If you would like to know more, please click on the link below. Thank you
http://bangla.amnesty.org/bn/news-and-updates/news/cambodian-security-forces-forcibly-evict-60-low-income+families
সাবরিনা ওয়াদুদ - ২৭ জুলাই ২০০৯ (১১:১৮ অপরাহ্ণ)
চীনে মানবাধিকার রক্ষাকারী আইনজীবিদের সংখ্যা দিনে দিনে কমছে
চীনের মানবাধিকার আইনজীবি জিয়াং তিয়ানিয়ং এর আইন পেশার লাইসেন্স বেইজিং পৌরসভার জাস্টিজ ব্যুরো বাতিল করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের নিন্দা করেছে। এ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-পরিচালক রোজেন রাইফ বলেন, ‘চীনের মানবাধিকার লংঘনের শিকার ব্যক্তিদের প্রতিনিধিত্ব করার মতো ঝুঁকি নিতে যথেষ্ট সাহসী আইনবিদের সংখ্যা চীনে এমনিতেই অনেক কম, আইনবিদদের ছোট একটি দল মানবাধিকার লংঘনের শিকার ব্যক্তিদের আইনী সহায়তা দিয়ে থাকে। এই অবস্থায় এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র যে মানবাধিকার আইনজীবিদের কর্মকান্ডকে ক্ষতিগ্রস্ত করছে তা নয়, এটি চীনের মানবাধিকার রক্ষা আন্দোলনকেও দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে।
http://www.bangla.amnesty.org/bn/news-and-updates/human-rights-lawyers-disbarred-china
সাবরিনা ওয়াদুদ - ২৭ জুলাই ২০০৯ (১১:১৯ অপরাহ্ণ)
কম্বোডিয়ার নিরাপত্তা বাহিনী স্বল্প আয়ের ৬০টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে
কম্বোডিয়ার নিরাপত্তা বাহিনী মধ্য নমপেন থেকে গত বৃহস্পতি ও শুক্রবার ৬০টি দরিদ্র পরিবারকে তাদের বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। গত তিন বছর ধরে কম্বোডিয়ার সরকার এই পরিবারগুলোকে ওই এলাকা ছেড়ে দিতে নাজেহাল ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। অবশেষে তারা নিজেদের ঘরবাড়ি খুলে নিয়ে অন্যত্র সরে গেলো। সরকারের অপর্যাপ্ত ক্ষতিপূরণ মেনে নিয়েই এলাকা ছেড়ে চলে যাওয়া ব্যতীত তাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিলো না। কারণ তানাহলে সরকারি বাহিনী তাদের ঘরবাড়ি ধূলিস্যাৎ করে দিতো।
http://www.bangla.amnesty.org/bn/news-and-updates/news/cambodian-security-forces-forcibly-evict-60-low-income+families
মাসুদ করিম - ২৯ জুলাই ২০০৯ (৪:৩৫ অপরাহ্ণ)
গুগলকে মোকাবেলা করতে মাইক্রোসফট-ইহাহু ইন্টারনেট সার্চ এবং বিজ্ঞাপন বিষয়ে একীভূত হল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন।
saiful2000 - ৩১ জুলাই ২০০৯ (১:১১ অপরাহ্ণ)
ব্লগের সবাইকে শুভেচ্ছা ।
সাইটটা গুণগত মানে অসাধারণ । একটু স্লো হলেও এর ভক্ত দীর্ঘদিনের । আমি বাংলা লেখায় ভাল না তেমন তবে অনলাইনে দু একটা লেখা ছাপানোর চেষ্টা করেছিলাম । ব্যক্তিগত ভাবে আমি অনলাইনকে স্বাধীন লেখার স্থান মনে করি । আমার একটা ব্লগ আছে যেটা কতটা ভাল লাগবে জানিনা (একটু বড়দের জন্য ) http://…… [ 18+] যেখানে স্মৃতিচারণমুলক গল্প লেখতে চেষ্টা করেছিলাম । ক্রিকেট এবং চলচ্চিত্র নিয়ে লেখার ইচ্ছা রয়েছে ।
সবাইকে অসীম কৃতজ্ঞতা ।
মুক্তাঙ্গন - ১ আগস্ট ২০০৯ (৯:৪২ পূর্বাহ্ণ)
@ saiful2000
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার দেয়া ১৮+ ব্লগের লিন্কটি মুছে দিতে বাধ্য হলাম। সেটি ১৮+ বলে নয়, সেখানে স্বীকৃত একটি মানদন্ড (যেমন: child abuse) উপেক্ষিত হয়েছে বলে। আশা করি এই প্রয়োজনীয় সীমারেখাগুলোর প্রতি আমরা সবাই আরও শ্রদ্ধাশীল হতে পারবো।