পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিন্ক:
বাংলাদেশ: মাবাধিকার রিপোর্ট ২০০৮
বাংলাতে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মানবাধিকার প্রতিবেদন ২০০৮: বাংলাদেশ।
বহির্বিশ্বে অর্থনৈতিক মন্দা: বাংলাদেশের ওপর প্রভাব
আমেরিকার গৃহায়ন সেক্টরে সাব-প্রাইম সংকট, স্টক মার্কেটে বিপর্যয়, অর্থনৈতিক মন্দা, প্রধান কিছু ইনভেস্টমেন্ট ব্যান্কের সাম্প্রতিক মালিকানাবদল; এবং বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশগুলোর অর্থনীতির সাথে এসবের সম্ভাব্য যোগাযোগ নিয়ে AT-Capital Research এর এই প্রতিবেদনটি পড়া যেতে পারে। সেইসাথে দৃষ্টিপাত ব্লগে জমে ওঠা এই আলোচনাটিও অনেককে আগ্রহী করতে পারে।
মায়ানমার
মায়ানমার/বার্মা নিয়ে পাবলিক ইনটারন্যাশনাল ‘ল এন্ড পলিসি গ্রুপ (PILPG) এর তথ্যসমৃদ্ধ রিপোর্ট Seeking Justice for Burma।
পাকিস্তান
গেল বছর (‘০৭) পাকিস্তানে রাজনৈতিক সহিংসতায় মারা গেল ৩,৫৯৯ জন। এই সংখ্যা ২০০৩ সালে ছিল ১৮৯ জন এবং ‘০৪ সালে ৮৩৬ জন এবং অতপর; মৃতের সংখ্যা ক্রমেই উন্নীত হয়েছে ফি বছরে, অবিশ্বাস্য দ্রুত গতিতে। পাকিস্তানে কোন যুদ্ধ চলছিল না এই বছর গুলিতে, কিন্ত কি সেই রাজনৈতিক ভুল বা অভিশাপ যা এই রাষ্ট্রটিকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বানিয়ে ছেড়েছে। ফেইলড ষ্টেট ইনডেক্স-২০০৮ অনুযায়ী এদেশের অবস্থান এখন নবম স্থানে। কিভাবে একে একটি কার্যকর ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানী জোসেন হিপলার। এ মাসে (সেপ্টেম্বর ‘০৮) প্রকাশিত তার লেখাটি এখানে দেখুন।
সাহিত্যে কুম্ভীলকবৃত্তি
সাহিত্যে কুম্ভীলকবৃত্তি (plagiarism) এবং বিশেষত ‘প্রথিতযশা’ সাহিত্যিক/অনুবাদক জুলফিকার নিউটনের উপর্যূপুরি কুম্ভীলকবৃত্তি নিয়ে অনুসন্ধানী নিবন্ধ – এখানে দেখুন।
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
