এ সপ্তাহের লিংক : ৩ ফেব্রুয়ারী ২০০৯

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের (তারিখ পরিবর্তনশীল) নিয়মিত পোস্টের এই সিরিজটি চলতে থাকবে। এতে থাকবে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের (URL) তালিকা। এই পোস্টে মন্তব্যকারী পাঠকদের সুপারিশকৃত লিংকগুলোর ভিত্তিতে ঈষৎ সম্পাদনার পর (যেমন ট্যাগিং) পোস্টটিকে চূড়ান্তরূপ দেয়া হবে, আর্কাইভে সংযোজনের আগে। সে অর্থে এই পোস্টটির (এবং এই সিরিজটির) লেখক আসলে এখানকার সকল মন্তব্যকারী পাঠক, যৌথ ও সম্মিলিতভাবে। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে সুপারিশ করতে পারেন এখানে। তবে প্রতিটি লিংকের সাথে অল্পকথায় একটি ভূমিকা বা বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতটি যদি সংক্ষেপে লিখে দিতে পারেন তাহলে সপ্তাহান্তে সম্পাদনার কাজ অনেক সহজ ও দ্রুততর হবে। উল্লেখ্য, কোনো মন্তব্য অনুমোদন বা চূড়ান্ত পোস্টে তা স্থান দেয়ার ব্যপারে এই পোস্টের সম্পাদক(মণ্ডলীর) সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এক নজরে পুরো প্রক্রিয়ার ধাপগুলো এরকম:

১. “এ সপ্তাহের লিংক : (সেদিনের তারিখ)” শীর্ষক একটি “খালি” পোস্ট সপ্তাহের শুরুতেই মুক্তাঙ্গনে তুলে দেয়া হবে পাঠকদের সুপারিশ গ্রহণ করার জন্য।

২. পাঠকরা তাদের পছন্দমত যে-কোনো সংখ্যক লিংক (সংক্ষিপ্ত ভূমিকাসহ) সুপারিশ করতে পারবেন সেই পোস্টে মন্তব্য আকারে।

৩. সপ্তাহান্তে সুপারিশকৃত লিংকগুলোর ভিত্তিতে পোস্টটির চূড়ান্ত রূপ দেয়া হবে। এরপর তাতে আর নতুন কোনো মন্তব্য (বা সুপারিশ) গ্রহণ করা হবে না।

৪. “এ সপ্তাহের লিংক : [তারিখ]” শীর্ষক আরেকটি “নতুন” পোস্ট মুক্তাঙ্গনে তুলে দেয়া হবে পরের সপ্তাহের সুপারিশ গ্রহণের জন্য। এভাবেই চলতে থাকবে সিরিজটি।

অগ্রিম ধন্যবাদ সবাইকে।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৯ comments

  1. রায়হান রশিদ - ৩ ফেব্রুয়ারি ২০০৯ (৫:২৯ অপরাহ্ণ)

    ভারত, শিক্ষা, ডিজিটাল বিভাজন
    ভারতের উচ্চাভিলাষী ন্যাশনাল মিশন ফর এডুকেশন প্রকল্পের লক্ষ্য মাত্র ৭ পাউন্ড-স্টার্লিং (৫০০ রুপী) মূল্যে দেশের সব শিক্ষার্থীর হাতে সাক্ষাৎ নামের এই ল্যাপটপটি পৌঁছে দেয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হাতে আসতে আরও তিন বছর লেগে যেতে পারে। কেউ বলছেন অবাস্তব, কেউ এখনই আশায় বুক বেঁধেছেন অসামান্য এই স্বপ্নটিকে ঘিরে। এখানে এবং এখানে দেখুন।

  2. শামীম ইফতেখার - ৪ ফেব্রুয়ারি ২০০৯ (১০:৩৬ পূর্বাহ্ণ)

    বাংলাদেশ বিমানের পাইলটের কল্পিত একটি ভাষণ খুঁজে বের করেছেন ব্লগার সবজান্তা। পুরো ক্লিপটি শুনুন এখানে:

    Get this widget | Track details | eSnips Social DNA
  3. মুক্তাঙ্গন - ১০ ফেব্রুয়ারি ২০০৯ (২:১৮ অপরাহ্ণ)

    এনিমেশন: সর্বজনীন মানবাধিকার ঘোষণা

    সৌজন্যে: আনহার্ড ভয়েস

  4. মুক্তাঙ্গন - ১০ ফেব্রুয়ারি ২০০৯ (৮:৫৯ অপরাহ্ণ)

    জাতিসংঘে পেশকৃত বাংলাদেশের সাম্প্রতিকতম ইউ.পি.আর. (Universal Periodic Review) এর আলোকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এর অধীন ওয়ার্কগ্রুপ নিচের খসড়া প্রতিবেদনটি তৈরী করেছে। এখানে
    দেখুন। জাতিসংঘের খসড়া রিপোর্টটির ওপর ইউ.পি.আর. এর বাংলাদেশের ফোরাম (যেটি অনেকগুলো মানবাধিকার ও সামাজিক সংগঠনের একটি মোর্চা) তাদের মতামত দেবে আগামী ১৫ ফেব্রুয়ারী ২০০৯ এর মধ্যে।

  5. সংশপ্তক - ১২ ফেব্রুয়ারি ২০০৯ (৭:১৮ অপরাহ্ণ)

    মিশরীয় আদালত সাংবাদিকদের কারাদন্ড রহিত করেছে

    কায়রোর একটি আপিল আদালত বিতর্কিত প্রেস আইন লংঘনের অভিযোগে এক বছরের জন্যে দণ্ডিত ৪ জন মিশরীয় পত্রিকা সম্পাদকের দণ্ড রহিত করেছে।

    মিশরীয় সংসদ ২০০৬ সালের জুলাই মাসে এক আইন পাস করে যার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা আরেকদফা খর্ব করা হয়। আইনে বলা হয়, কেউ যদি সরকারি কর্মকর্তাদের অপমান করেন তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ হবে। এজন্য অপরাধীকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে।

    নতুন এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বাধীন ও বিরোধীতাকারী সংবাদপত্রগুলো পত্রিকা প্রকাশ একদিন বন্ধ রাখে এবং গণমাধ্যমের শত শত কর্মী মিশরীয় সংসদের বাইরে প্রতিবাদ সমাবেশ করে।

    বিস্তারিত পড়ুনঃ

  6. নওরীন তামান্না - ১৩ ফেব্রুয়ারি ২০০৯ (১১:১৭ পূর্বাহ্ণ)

    জামায়াত ক্ষমা চাওয়ার কথা ভাবছে! এখানে দেখুন।

    টিফা নিয়ে সরকারের অবস্থান পরিবর্তন হচ্ছে বলে মনে হয়। এখানে

  7. হাসান মাহমুদ - ১৫ ফেব্রুয়ারি ২০০৯ (১২:৩৭ পূর্বাহ্ণ)

    ভয়েস অফ আমেরিকার আলোচনায় বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার। এখানে। mp3 ফরম্যাটে পুরো আলোচনাটি শোনা যাবে এই লিন্ক থেকে। প্রায় এক ঘন্টা ব্যাপী এ আলোচনায় অংশ নিয়েছেন গোলাম রাব্বানী (প্রাক্তন বিচারপতি, সুপ্রীম কোর্টের অ্যাপিল বিভাগ), ড. আহমেদ জিয়াউদ্দিন (সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড স্টাডিজ, বেলজিয়াম), প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম (ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

  8. anon - ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (৩:০১ পূর্বাহ্ণ)

    মেঘ বলতে আপত্তি কি?

    ফারহানার আবৃত্তি

  9. রায়হান রশিদ - ২১ ফেব্রুয়ারি ২০০৯ (৮:৩০ অপরাহ্ণ)

    সংসদে নির্যাতন বিরোধী আইন:

    সাংসদ সাবের হোসেন চৌধুরী পেশকৃত এই নতুন বিলটি বর্তমানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে বিবেচনাধীন। তাঁর ভাষ্য মতে নতুন এই বিলটি ১৯৮৪ সালে গৃহীত জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশন (UN Convention Against Torture, and Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) এর আলোকে তৈরী করা হয়েছে। খবর ডেইলি স্টারের। বিলটির উল্লেখযোগ্য বিধানগুলো পাশের এই ছবিটিতে দেখুন।
    ছবি সূত্র: ডেইলি স্টার

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.