এ সপ্তাহের লিংক : ১১ জানুয়ারি ২০০৯

পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিংক

বাংলা ব্লগ নিয়ে প্রথম আলো ব্লগে একটি ধারাবাহিক সিরিজ লিখছেন মাহবুব মোর্শেদ। সিরিজের এই পোস্টটি মুক্তাঙ্গন নিয়ে:

এখানে দেখুন
পোস্টটিতে লেখক তাঁর দৃষ্টিভঙ্গি থেকে মুক্তাঙ্গনের কিছু মূল্যায়ন করেছেন। এই চর্চাটি নিঃসন্দেহে গঠনমূলক। অন্যের চোখ দিয়ে দেখলে নিজেদের অনেক সীমাবদ্ধতাকে চিহ্নিত করা সহজ হয়। সেজন্য লেখককে ধন্যবাদ তাঁর মতামতের জন্য। এই লেখকের সিরিজের অন্য লেখাগুলোও পড়বার জন্য আমাদের পাঠকদের প্রতি বিনীত আহ্বান থাকলো। এতে করে আমাদের ক্ষুদ্র গণ্ডির বাইরে অন্যরাও ব্লগ নিয়ে যে-সব গুরুত্বপূর্ণ কাজ করছেন সে বিষয়ে আমাদের সামষ্টিক সচেতনতা বাড়বে বলে আমার বিশ্বাস।

কিউবার বিপ্লবের সুবর্ণজয়ন্তীতে Antoni Kapcia-র মূল্যায়ন

অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এর পরিবর্তে লিনাক্স ব্যবহার নিয়ে চমৎকার একটি আলোচনা চলছে

এখানে। বিনামূল্যের, ওপেন সোর্স, নিরাপদ ও সহজ এই অপারেটিং সিস্টেম অনেকেরই জীবন বদলে দিয়েছে। এটি শুধু অপারেটিং সিস্টেমই না, একটি ভিন্ন ধরণের জীবন পদ্ধতি (যার অবিচ্ছেদ্য অঙ্গ কম্পিউটার) ও বিশ্ব দর্শনের প্রতিফলন। এই বিষয়ে আরো ব্যাপক আলোচনা ও সচেতনতা সৃষ্টি জরুরী। এমনকি বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি দেশে লিনাক্সের সপক্ষে সংঘবদ্ধ ক্যাম্পেইন চালানোর সময় এসেছে। এক নজরে:

১) লিনাক্স বিনামূল্যে পাওয়া যায়; উইন্ডোজ কিনতে হয় পয়সা দিয়ে;

২) পয়সা দিয়ে বৈধ উইন্ডোজ এর কপি না কিনলে সেটি ঠিকভাবে সিকিউরিটি আপডেট করা যায়না, ফলে নিরাপত্তাজনিত ত্রুটি থেকে যায় তাতে;

৩) যেখানে বিনামূল্যে একই কিংবা উন্নত মানের লিনাক্স সংগ্রহ করা যায়, সেখানে লুকিয়ে চুরিয়ে উইন্ডোজের পাইরেটেড কপি ব্যবহারের তো কোন মানে নেই;

৪) তৃতীয় বিশ্বের দেশে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীরা বিনামূল্যের লিনাক্স ব্যবহারের মাধ্যমে অনেক অর্থের সাশ্রয় করতে পারেন;

৫) অনেকে বলেন লিনাক্স ব্যবহার-বান্ধব নয়। কথাটা এখন আর সত্য নয়। এটিও উইন্ডোজের মতোই ব্যবহার করা সহজ। এর ইনটুইটিভ ইন্টারফেসের সাথে পরিচিত হতে যে কোন কম্পিউটার ব্যবহারকারীরই (যিনি উইন্ডোজের সাথে পরিচিত) আধা ঘন্টার বেশী লাগার কথা নয়। এটি ইন্সটল করাও অনেক বেশী সহজ;

৬) অনেকে বলেন উইন্ডোজে প্রচলিত প্রোগ্রামগুলোর (যেমন: এম এস ওয়ার্ড) লিনাক্স বিকল্প নেই। কথাটা ঠিক নয়। প্রায় সব উইন্ডোজ নির্ভর এপ্লিকেশনেরই লিনাক্স বিকল্প রয়েছে বর্তমানে;

৭) লিনাক্স উইন্ডোজের থেকে নিরাপত্তার দিক থেকে অনেক বেশী শক্তিশালী। ভাইরাস প্রণেতারা তাদের ভাইরাস সাধারণত উইন্ডোজের জন্য বানিয়ে থাকেন, লিনাক্সের জন্য নয়। এছাড়াও কাঠামোগতভাবে লিনাক্স উইন্ডোজের চেয়ে অনেক বেশী নিরাপদ;

৮) উইন্ডোজের উন্নয়ন করেন মাইক্রোসফটে চাকুরীরত সীমিত সংখ্যক ডেভেলপার। সেদিক থেকে লিনাক্সের উন্নয়নে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন অগুণতি ডেভেলপার, স্রেফ মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে। ওপেন সোর্স এর এটাই সবচেয়ে বড় গুণ। এ কারণে, লিনাক্সের ডেভেলপররা মানুষের কথা শোনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেন; উইন্ডোজের ডেভেলপারদের মানুষের কথা ‘শোনার’ সময় কিংবা মানসিকতা কোনটাই নেই যদি না তাতে মুনাফার সম্ভাবনা থাকে;

৯) লিনাক্স বাংলা পড়ার বা লেখার জন্য অনেক বেশী উপযোগী;

3 মন্তব্যসমূহ
সবচেয়ে পুরোনো
সাম্প্রতিকতম সর্বাধিক ভোটপ্রাপ্ত
Inline Feedbacks
View all comments
  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.