মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৫ comments
মাসুদ করিম - ৪ মে ২০২২ (৯:০৭ পূর্বাহ্ণ)
‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে’ আরও পিছিয়েছে বাংলাদেশ
https://bangla.bdnews24.com/media_bn/article2055939.bdnews
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে সূচক এবার প্রকাশ করেছে, তাতে দশ ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের।
জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর উদ্যোগে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। ২০২২ সালের এই দিবস ধরে তথ্য প্রবাহ অবাধ করার লক্ষ্যে কাজ করে আসা আরএসএফ এই বছরের সূচক প্রকাশ করেছে।
এতে দেখা যায়, ১৮০টি দেশের মধ্যে ৩৬ দশমিক ৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ১৬২তম।
বিশ্বজুড়ে কাজ করা প্যারিসভিত্তিক স্বাধীন এই সংগঠনটির ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম, স্কোর ছিল ৫০ দশমিক ২৯। তার আগের বছর অবস্থান ছিল ১৫১তম।
২০২২ সালে এই পর্যন্ত বাংলাদেশের একজন সাংবাদিক নিহত এবং তিনজন কারাবন্দি বলে উল্লেখ করেছে আরএসএফ।
এবারের সূচকে নাজুক হলেও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে। ভারতের অবস্থান ১৫০ (স্কোর ৪১), পাকিস্তানের অবস্থান ১৫৭ (স্কোর ৩৭)।
৩৮ দশমিক ২৭ স্কোর নিয়ে আফগানিস্তানও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। তাদের অবস্থান ১৫৬।
তালিকায় সবচেয়ে নিচে (১৮০তম) রয়েছে উত্তর কোরিয়া, দেশটির স্কোর ১৩ দশমিক ৯২। সূচকের নিম্নস্তরে দেশটির উপরে রয়েছে যথাক্রমে ইরিত্রিয়া, ইরান, তুর্কমেনিস্তান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরাক ও সিরিয়া।
সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে নরওয়ে। সূচকে শীর্ষস্থানে থাকা দেশটির স্কোর ৯৯ দশমিক ৬৫।
শীর্ষদেশগুলোর মধ্যে নরওয়ের পরে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া ও লিখটেনস্টাইন। কোস্টারিকা বাদে আর সবই ইউরোপের দেশ।
এই সূচকে যুক্তরাজ্যের অবস্থান ২৪, জার্মানির অবস্থান ১৬, ফ্রান্স ২৬, যুক্তরাষ্ট্র ৪২।
তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভুটান ৩৩তম।
এবারের সূচক প্রকাশ করে এক বিবৃতিতে রিপোর্টার্স উইদাউট বর্ডার বলেছে, ভুয়া তথ্যের বিরুদ্ধে টিকার মতো যা কার্যকর, সেই সাংবাদিকতার পথ ৭৩ শতাংশ দেশেই হয় রুদ্ধ, না হয় আংশিক রুদ্ধ।
https://twitter.com/urumurum/status/1521712684877553665
মাসুদ করিম - ১২ মে ২০২২ (৩:৩৭ পূর্বাহ্ণ)
Study: Reducing human-caused air pollution in North America & Europe brings surprise result: more hurricanes
https://research.noaa.gov/article/ArtMID/587/ArticleID/2874/Study-Reducing-human-caused-air-pollution-in-North-America-and-Europe-brings-surprising-result-more-hurricanes
Research also finds that increased pollution in Asia may reduce tropical cyclones
A new NOAA study published today in the journal Science Advances about four decades of tropical cyclones reveals the surprising result that reducing particulate air pollution in Europe and North America has contributed to an increase in the number of tropical cyclones in the North Atlantic basin and a decrease in the number of these storms in the Southern Hemisphere. The study also found that the growth of particulate pollution in Asia has contributed to fewer tropical cyclones in the western North Pacific basin.
“Air pollution is a big environmental risk to human health and we have made great strides in reducing health risks by reducing particulate air pollution,” said Hiroyuki Murakami, a physical scientist at NOAA’s Geophysical Fluid Dynamics Laboratory and study author. “But reducing air pollution does not always decrease the risk of hazards from tropical cyclones.”
While a number of recent studies have examined how increasing greenhouse gas emissions are impacting global tropical cyclone activity, Murakami tackles the less studied and highly complex area of how particulate pollution in combination with climate changes is affecting tropical cyclones in different areas of the planet. Murakami reaches these conclusions using the state-of-the-art climate model developed at NOAA GFDL.
How does less pollution in the Northern Hemisphere increase tropical storms in the Atlantic?
Over the last 40 years, Europe and North America have been leaders in reducing particulate air pollution from industry, autos, energy and other sources. The increasing absence of human-caused air pollution in the Northern Hemisphere, estimated to be a 50-percent drop in concentration from 1980 to 2020, has led to surface warming over the tropical Atlantic Ocean, which contributes to more frequent tropical cyclones. Without significant amounts of particulate pollution to reflect sunlight, the ocean absorbs more heat and warms faster. A warming Atlantic Ocean has been a key ingredient to a 33-percent increase in the number of tropical cyclones during this 40-year period, Murakami said.
The decrease in pollution has also led to a warming of the mid- and high-latitudes in the Northern Hemisphere. This warming of land and ocean is causing the steady poleward movement of the jet stream from the tropics toward the Arctic. The shift of the jet stream led to weakening westerly winds in the upper troposphere in the tropical Atlantic basin, an area of the atmosphere about 10 to 12 miles from the surface of the earth. Weaker winds, in turn, mean that there is less difference between the speed of winds in the lower and upper troposphere or less wind shear. With little wind shear, tropical cyclones are able to develop and grow in strength over the Atlantic Ocean.
How does more pollution in Asia reduce tropical storms in the western North Pacific?
The earth system processes at work in the western North Pacific – an area where strong tropical cyclones are called typhoons – are the flip side of what’s happening in the Atlantic basin. The key ingredient for the decrease of tropical cyclones in the western North Pacific is also air pollution, according to the new research. In this case, a 40-percent increase in the concentration of particulate air pollution has been one of several factors that has contributed to a 14-percent decrease in tropical cyclones, Murakami said. Other factors include natural variability and increased greenhouse gases.
Over the western North Pacific Ocean, increasing air pollution from the rapidly developing economies of China and India have reduced the strength of the Indian monsoon winds in the summer. The increased pollution is cooling the land in East Asia, serving to reduce the difference between the temperature of the land and the ocean. Without this contrast in temperature, monsoon winds become weaker. In general, tropical cyclones in Asia are born in the summer in what is called the monsoon trough, which is where westerly Indian monsoon winds converge with trade winds in the western Pacific Ocean. With weaker monsoon winds there are fewer tropical cyclones.
How does reduced pollution in the Northern hemisphere lead to fewer tropical cyclones in the Southern Hemisphere?
The warming trend in the mid- and high-latitudes of the Northern Hemisphere has been changing largescale global circulation patterns, said Murakami. These changes have led to increased upward air flow in the Northern Hemisphere. This is causing a downward air flow in the Southern Hemisphere. This downward air flow comes with high pressure, which inhibits the formation of tropical cyclones.
What is the implication of the new research?
“This study indicates that decreasing air pollution leads to an increased risk of tropical cyclones, which is happening in the North Atlantic, and could also happen, if air pollution is rapidly reduced, in Asia,” said Murakami. “The ironic result suggests the necessity of careful policy decision-making in the future that considers the pros and cons of the multiple impacts.”
Murakami added that the projection for the next decades is that human-caused particulate air pollution will remain stable in the North Atlantic and that increased greenhouse gases will become a more significant influence on tropical cyclones. The projection is for fewer numbers of tropical cyclones, but those that occur are likely to be more intense.
For more information see NOAA Geophysical Fluid Dynamics Laboratory Research Highlight
Go online to read the research in Science Advances, “Substantial global influence of anthropogenic aerosols on tropical cyclones over the past 40 years.”
https://twitter.com/NOAAResearch/status/1524453876966969344
মাসুদ করিম - ১৯ মে ২০২২ (৪:১৫ পূর্বাহ্ণ)
Astronomers reveal first image of the black hole at the centre of our galaxy
https://thefinancialexpress.com.bd/sci-tech/astronomers-reveal-first-image-of-the-black-hole-at-the-centre-of-our-galaxy-1652443552
The image is a long-anticipated look at the massive object that sits at the very centre of our galaxy. Scientists had previously seen stars orbiting around something invisible, compact, and very massive at the centre of the Milky Way. This strongly suggested that this object — known as Sagittarius A* (Sgr A*, pronounced “sadge-ay-star”) — is a black hole, and today’s image provides the first direct visual evidence of it.
Although we cannot see the black hole itself, because it is completely dark, glowing gas around it reveals a telltale signature: a dark central region (called a shadow) surrounded by a bright ring-like structure. The new view captures light bent by the powerful gravity of the black hole, which is four million times more massive than our Sun, reports eso.org.
“We were stunned by how well the size of the ring agreed with predictions from Einstein’s Theory of General Relativity,” said EHT Project Scientist Geoffrey Bower from the Institute of Astronomy and Astrophysics, Academia Sinica, Taipei. “These unprecedented observations have greatly improved our understanding of what happens at the very centre of our galaxy, and offer new insights on how these giant black holes interact with their surroundings.” The EHT team’s results are being published today in a special issue of The Astrophysical Journal Letters.
Because the black hole is about 27 000 light-years away from Earth, it appears to us to have about the same size in the sky as a doughnut on the Moon. To image it, the team created the powerful EHT, which linked together eight existing radio observatories across the planet to form a single “Earth-sized” virtual telescope [1]. The EHT observed Sgr A* on multiple nights in 2017, collecting data for many hours in a row, similar to using a long exposure time on a camera.
In addition to other facilities, the EHT network of radio observatories includes the Atacama Large Millimeter/submillimeter Array (ALMA) and the Atacama Pathfinder EXperiment (APEX) in the Atacama Desert in Chile, co-owned and co-operated by ESO on behalf of its member states in Europe. Europe also contributes to the EHT observations with other radio observatories — the IRAM 30-meter telescope in Spain and, since 2018, the NOrthern Extended Millimeter Array (NOEMA) in France — as well as a supercomputer to combine EHT data hosted by the Max Planck Institute for Radio Astronomy in Germany. Moreover, Europe contributed with funding to the EHT consortium project through grants by the European Research Council and by the Max Planck Society in Germany.
“It is very exciting for ESO to have been playing such an important role in unravelling the mysteries of black holes, and of Sgr A* in particular, over so many years,” commented ESO Director General Xavier Barcons. “ESO not only contributed to the EHT observations through the ALMA and APEX facilities but also enabled, with its other observatories in Chile, some of the previous breakthrough observations of the Galactic centre.” [2]
The EHT achievement follows the collaboration’s 2019 release of the first image of a black hole, called M87*, at the centre of the more distant Messier 87 galaxy.
The two black holes look remarkably similar, even though our galaxy’s black hole is more than a thousand times smaller and less massive than M87* [3]. “We have two completely different types of galaxies and two very different black hole masses, but close to the edge of these black holes they look amazingly similar,” says Sera Markoff, Co-Chair of the EHT Science Council and a professor of theoretical astrophysics at the University of Amsterdam, the Netherlands. ”This tells us that General Relativity governs these objects up close, and any differences we see further away must be due to differences in the material that surrounds the black holes.”
This achievement was considerably more difficult than for M87*, even though Sgr A* is much closer to us. EHT scientist Chi-kwan (‘CK’) Chan, from Steward Observatory and Department of Astronomy and the Data Science Institute of the University of Arizona, USA, explains: “The gas in the vicinity of the black holes moves at the same speed — nearly as fast as light — around both Sgr A* and M87*. But where gas takes days to weeks to orbit the larger M87*, in the much smaller Sgr A* it completes an orbit in mere minutes. This means the brightness and pattern of the gas around Sgr A* were changing rapidly as the EHT Collaboration was observing it — a bit like trying to take a clear picture of a puppy quickly chasing its tail.”
The researchers had to develop sophisticated new tools that accounted for the gas movement around Sgr A*. While M87* was an easier, steadier target, with nearly all images looking the same, that was not the case for Sgr A*. The image of the Sgr A* black hole is an average of the different images the team extracted, finally revealing the giant lurking at the centre of our galaxy for the first time.
The effort was made possible through the ingenuity of more than 300 researchers from 80 institutes around the world that together make up the EHT Collaboration. In addition to developing complex tools to overcome the challenges of imaging Sgr A*, the team worked rigorously for five years, using supercomputers to combine and analyse their data, all while compiling an unprecedented library of simulated black holes to compare with the observations.
Scientists are particularly excited to finally have images of two black holes of very different sizes, which offers the opportunity to understand how they compare and contrast. They have also begun to use the new data to test theories and models of how gas behaves around supermassive black holes. This process is not yet fully understood but is thought to play a key role in shaping the formation and evolution of galaxies.
“Now we can study the differences between these two supermassive black holes to gain valuable new clues about how this important process works,” said EHT scientist Keiichi Asada from the Institute of Astronomy and Astrophysics, Academia Sinica, Taipei. “We have images for two black holes — one at the large end and one at the small end of supermassive black holes in the Universe — so we can go a lot further in testing how gravity behaves in these extreme environments than ever before.”
Progress on the EHT continues: a major observation campaign in March 2022 included more telescopes than ever before. The ongoing expansion of the EHT network and significant technological upgrades will allow scientists to share even more impressive images as well as movies of black holes in the near future.
https://twitter.com/urumurum/status/1527116334949052417
মাসুদ করিম - ২১ মে ২০২২ (৫:৫৫ পূর্বাহ্ণ)
প্রিয় গাফফার চৌধুরী
এই চিঠি যখন আপনার কাছে পৌছবে, আপনি চলে গেছেন না ফেরার দেশে। রায়হান আপনাকে ভাই ডাকে, আমি কেন চাচা ডাকি তা নিয়ে দু:খ জানিয়েছিলেন একবার। কারণটা আজকে বলি। মন পড়ে ছোটবেলায় আমরা বোনরা ঘিরে বসে আছি আব্বাকে, আব্বা আমাদের পড়ে শোনাচ্ছেন আপনার লেখা কলাম। সামরিক জান্তা তখন ক্ষমতায়। বইয়ের পাতা থেকে শুরু করে টিভি, সর্বত্র বঙ্গবন্ধু তখন নিষিদ্ধ একটি নাম। আপনার কলামগুলো ছিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে জানার হাতেগোনা কয়েকটি উপায়ের একটি। বিলাতে এসে আপনাকে যখন দেখি, মনেই হয়নি প্রথম পরিচয়। সবসময় মনে হয়েছে ইনিতো গাফফার চৌধুরী। উনার লেখা গানের সাথে বাংলাভাষাকে ভালবাসা জানাই আমরা। ইনিতো আমাদের শৈশব, কৈশর, তারুন্যের অবিচ্ছেদ্য অংশ।
প্রশংসা বেশী করতেন বলে আমার সবসময় ধারণা ছিল রায়হানকে আপনি স্নেহ করেন বেশী। সেই ধারণা ভাংলো রায়হানের সাথে মৃত্যুর মাত্র অল্প ক’দিন আগে আপনার শেষ আলাপে। সেই কবে কথায় কথায় আপনাকে বলেছিলাম ছোটবেলায় আপনার কলাম পড়ার গল্প। দেখা গেল মনে রেখেছেন সেটা। রায়হানকে হাসতে হাসতে বলেছিলেন, আমাকে নাকি আপনি স্নেহ করেন ওর চাইতেও বেশী।
দীর্ঘদিনের পুরনো বন্ধু সৈয়দ শামসুল হক একবার আপনাকে জিগ্যেস করলেন “মৃত্যুর পর কী হিসেবে বেঁচে থাকতে চাও?” আপনি বললেন “আমি একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। আমি এ কথা বলব না যে, আমি একজন সৎ মানুষ ছিলাম কিংবা অসৎ মানুষ ছিলাম। আমি আঁদ্রে জিদের সেই কথাটা বিশ্বাস করি, আমি যা, তার জন্য আমি নিন্দিত হতে রাজি আছি; আমি যা নই, তার জন্য আমি প্রশংসিত হতে রাজি নই।”
সবিনয়ে জানাই, শুধু মানুষ হিসাবে বেঁচে থাকবেননা আপনি। বেঁচে থাকবেন ইতিহাসের অংশ হিসাবে, বেঁচে থাকবেন বাংলার প্রতি ভালবাসাকে ভাষা দেওয়ার অন্যতম রুপকার হিসাবে, বেঁচে থাকবেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে।
ওপারে কন্যার সাথে, ভাল থাকুন চাচা।
জয় বাংলা!!!
নওরীন
https://www.facebook.com/nowrin.tamanna/posts/10159780743739687
================================================
বার্ধক্য, জ্বরা, শোক, কিংবা জীবনের আটপৌরে বাস্তবতা — কোনো কিছুই আপনার কলম থামাতে পারেনি কখনও। অবিশ্বাস্য নিয়মানুবর্তিতায় সপ্তাহের প্রতিটি কলাম লিখে গেছেন সারাটা জীবন ধরে, কখনো ছেদ পড়েনি। দেশ থেকে বহু দূরে বসবাস করেছেন, কিন্তু সবসময় বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আর বঙ্গবন্ধু ছিল আপনার বুকের ভেতর। দেশ ও জাতির প্রতিটি সংকটের সময়, প্রতিটি সম্ভাবনার সন্ধিক্ষণে আপনি আপনার নিজস্ব ভাবনাটি তুলে ধরেছেন সবসময়। ক্ষমতাহীন থেকে ক্ষমতাসীন প্রত্যেককে উদ্দেশ্য করেই লিখে গেছেন নিজের অবস্থান থেকে সারা জীবন। আপনার প্রতিটি বক্তব্য বা অবস্থানের সাথে সবাই যে সবসময় একমত হয়েছেন তা নয়; সবার মন জুগিয়ে লেখা যে আপনার ধাতে ছিল না, তা আপনার ভক্ত-সমালোচক সবাই জানতেন। আড্ডার আসরগুলোতে আপনাকে মনে হতো যেন বিশ্ববিদ্যালয়ের কোন নবীন তরুণ — সজীব, আশাবাদী, স্বাপ্নিক। আপনার সাথে দ্বিমত পোষণ করা যেতো, তর্ক করা যেতো, এমনকি কালেভদ্রে ঝগড়াও করা যেতো; অকপটে বাস্তব-অবাস্তব দাবী জানানো যেতো। আপনি এসবের পুরোটাই ধারণ করতে পারতেন মনে কোন দাগ না রেখে — সে গুণ একান্তই আপনার ছিল। গত সপ্তাহে যদি জানতাম সেটাই আপনার সাথে শেষ আলাপ হতে যাচ্ছে, তাহলে আরও কিছুক্ষণ আপনাকে ধরে রাখতাম। কত কিছু যে বলার ছিল! যেখানেই থাকুন ভালো থাকুন গাফফার ভাই। আপনার যতটুকু করবার ছিল, সারাটা জীবন আপনি তা করে গেছেন গভীর একাগ্রতায়। এখন দায়িত্ব বাকিদের। বিদায়!
https://www.facebook.com/timeline.rr/posts/10159575390473617
মাসুদ করিম - ২১ মে ২০২২ (৫:৫৯ পূর্বাহ্ণ)
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
https://bangla.bdnews24.com/probash/article2063850.bdnews
যার লেখা গান কণ্ঠে নিয়ে প্রতি একুশে ফেব্রুয়ারি বাঙালি প্রভাতফেরিতে যায়, সেই আবদুল গাফফার চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হল লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে।
যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত প্রবাসী আর বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা তাকে শেষ বিদায় জানালেন ভালোবাসার ফুলে।
যুক্তরাজ্য প্রবাসী এই লেখক, সাংবাদিক, কলামিস্টের মরদেহ শুক্রবার দুপুরে নিয়ে যাওয়া হয় পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে। সেখানে জুমার পর জানাজায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গাফফার চৌধুরীর একমাত্র ছেলে অনুপম চৌধুরী বাবার জন্য দোয়া চান সবার কাছে।
জানাজা শেষে একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদক গাফফার চৌধুরীর কফিন নেওয়া হয় আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে।
সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দেন কফিনে।
আগামী বুধবার স্থানীয় সময় বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
হাই কমিশনার সাইদা মুনা তাসনীম জানান, গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে সমাহিত করা হবে।
বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গাফফার চৌধুরীর। ৮৮ বছরের জীবনে ভাষা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী ছিলেন তিনি।
স্বাধীনতার পর প্রবাস জীবন বেছে নিলেও নিজেকে বিচ্ছিন্ন করেননি বাংলাদেশ থেকে। রাজনৈতিক বিশ্লেষণ আর সমকালীন বিষয় নিয়ে দেশের বিভিন্ন পত্রিকায় কলাম লিখে গেছেন দুই হাতে।
গল্প-কবিতা-উপন্যাস লিখেছেন, সাংবাদিকতা করেছেন, বাংলাদেশে কলাম লেখাকে পেশা হিসেবে নেওয়ার পথ তৈরি করেছেন গাফফার চৌধুরী।
কিন্তু অন্য সব পরিচয় ছাপিয়ে তরুণ বেলার একটি কাজের জন্যই বাঙালি আর বাংলাদেশের সঙ্গে অনন্তকাল জড়িয়ে থাকবেন তিনি। তা হল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র গানটি রচনা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালির মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুলি চালানোর পর ঢাকা মেডিকেলে আহত ছাত্রদের দেখতে গিয়েছিলেন গাফফার চৌধুরী। তখন তিনি ঢাকা কলেজে পড়েন।
মেডিকেলের বহির্বিভাগে ভাষা সংগ্রামী রফিকের মাথার খুলি উড়ে যাওয়া লাশ দেখে তার বারবার মনে হতে থাকে, এটা যেন তার নিজের ভাইয়েরই রক্তমাখা লাশ। তখনই তার মাথায় আসে একটি লাইন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।”
এরপর ইতিহাস হয়ে যায় সেই কবিতা। প্রথমে আবদুল লতিফের সুরে তা গানে রূপ নেয়। পরে আলতাফ মাহমুদের সুরে তা হয়ে ওঠে অবিনাশী ভাষার গান।
এখন প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই গান কণ্ঠে নিয়ে প্রভাতফেরিতে যায় বাংলাদেশের মানুষ। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থানে উঠে আসে।
ওই গান লেখার সময় সবে বরিশাল থেকে ঢাকায় এসেছেন গাফফার চৌধুরী। জন্ম তার ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশাল জেলার উলানিয়ার জমিদার পরিবারে।
তার শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় মাদ্রাসায়। উলানিয়া জুনিয়র মাদ্রাসায় প্রাথমিকে পড়ার পর হাইস্কুলে ভর্তি হন। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকা কলেজে ভর্তি হয়ে ১৯৫৩ সালে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে স্নাতক ডিগ্রি নেন।
ঢাকায় এসেই রাজনৈতিক সংগ্রামে নিজেকে যুক্ত করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙতে গিয়ে নিজেও আহত হয়েছিলেন। তবে পরিবার থেকেই আসে তার রাজনীতির চেতনা। তার বাবা ওয়াহেদ রেজা চৌধুরী অবিভক্ত বাংলার বরিশাল জেলা কংগ্রেস কমিটি ও খেলাফত কমিটির সভাপতি ছিলেন।
গাফফার চৌধুরী যখন প্রাথমিকের ছাত্র, তখন তিনি কবিতা লেখা শুরু করেন। ষষ্ট শ্রেণিতে থাকাকালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক নবযুগের ছোটদের পাতায় তার লেখা প্রথম ছাপা হয়। তারপর স্কুলছাত্র থাকাবস্থায়ই তার লেখা কলকাতার সওগাত, ঢাকার সোনার বাংলা (অধুনালুপ্ত) পত্রিকায় ছাপা শুরু হয়।
এসএসসি পাসের পর তিনি যখন ঢাকায় আসেন, তখন সওগাত, মোহাম্মদী, মাহে লও, দিলরুবা প্রভৃতি মাসিক পত্রিকায় তার গল্প-উপন্যাস ছাপা হতে থাকে।
তরুণ বয়সে বহু কবিতা লেখা গাফফার চৌধুরীর প্রথম বইটি ছিল শিশুদের জন্য। ১৯৫৩ সালে প্রকাশিত সেই বইয়ের নাম ছিল ‘ডানপিটে শওকত’। প্রথম গল্পগ্রন্থ ‘কৃষ্ণপক্ষ’ প্রকাশিত হয় ১৯৫৯ সালে। তার প্রকাশিত প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’।
নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর, বাংলাদেশ কথা কয় তার লেখা বইগুলোর অন্যতম। তার লেখা নাটকের মধ্যে রয়েছে ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’।
নিজের লেখা রাজনৈতিক উপন্যাস ‘পলাশী থেকে ধানমন্ডি’ অবলম্বনে ২০০৭ সালে একটি টেলিভিশন চলচ্চিত্র নির্মাণ করেন গাফফার চৌধুরী। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘দুর্গম পথের যাত্রী’।
ছয় দশকের বেশি সময় ধরে ভীমরুল, তৃতীয় মত, কাছে দূরে, একুশ শতকের বটতলায়, কালের আয়নায়, দৃষ্টিকোণ শিরোনামে নিয়মিত কলাম লিখেছেন তিনি। কাজ করেছেন বহু পত্রিকায়।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সঙ্গে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলনে যাওয়ার সুযোগ হয় তার। দেশে ফেরার পর গুরুতর অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য প্রথমে কলকাতায় যান গাফফার চৌধুরী। পরে ১৯৭৪ সালে স্ত্রীকে নিয়ে পাড়ি জমান লন্ডনে। তখনই তাদের প্রবাস জীবনের শুরু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে ‘দ্য পোয়েট অব পলেটিক্স’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন গাফফার চৌধুরী। কিন্তু পরে তা আর এগোয়নি।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন গাফফার চৌধুরী। বাংলাদেশ সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
১৯৫৮ সালের ১৮ ফেব্রুয়ারি সেলিমা আফরোজের সঙ্গে আবদুল গাফফার চৌধুরীর বিয়ে হয়। ছেলে অনুপম আহমেদ রেজা চৌধুরী এবং চার মেয়ে তনিমা, চিন্ময়ী, বিনীতা ও ইন্দিরাকে রেখে গেছেন তারা।