পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের লিংক
ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি অনুসন্ধানের দৃষ্টিভঙ্গী
তেহেলকার রানা আইয়ুবের নেয়া এটিএস চিফ হেমন্ত কারকারের শেষ সাক্ষাৎকার পাওয়া যাবে এই লিংক-এ। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি অনুসন্ধানের দৃষ্টিভঙ্গী কী তার আভাসও মিলতে পারে এতে।
মুম্বাই আক্রমণ
অমরেশ মিশ্র কিছু প্রশ্ন তুলেছেন মুম্বাই আক্রমণ নিয়ে, তাঁর দাবি এতে হাত রয়েছে মোসাদ-সিআইএ’র। কৌতূহলোদ্দীপক এ
লেখার লিংক।

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
1 মন্তব্য
সবচেয়ে পুরোনো
