পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিংক
জামায়াতে ইসলামীর দূর্নীতিঃ ইউ টিউবে দেখুন
জামায়াতে ইসলামীর দুর্নীতির বিষয়ে দারুন এই ভিডিও ফূটেজটি এই মাত্র দেখলাম। আপনারাও দেখুন।
মুসলিম এইডের সাথে জামায়াতে ইসলামীর যোগাযোগ
যুক্তরাজ্যকেন্দ্রিক দাতব্য প্রতিষ্ঠান মুসলিম এইড এর সাথে জামায়াতে ইসলামীর যোগাযোগ নিয়ে নিচের এই রিপোর্টটি পড়ুন।
এবছরের শুরুতে মার্চ মাসে এই সংগঠনটিই (মুসলিম এইড) যুক্তরাজ্যের টিভিতে Channel S এর মাধ্যমে ধারাবাহিক একটি fund raising campaign চালায়। অনুষ্ঠানটির নাম ছিল “37 for 37″। উদ্দেশ্য ছিল – দর্শকদের প্রত্যেকের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার ৩৭ বছর পূর্তিকে উপলক্ষ্য করে জনপ্রতি ৩৭ পাউন্ড-স্টার্লিং করে সংগ্রহ করা। যেটা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য তা হল, মুসলিম এইড সংগঠনটির প্রাক্তন সভাপতি এবং অনুষ্ঠানটি চলাকালীন সময়কার কোষাধ্যক্ষ ছিলেন চৌধুরী মুঈনউদ্দিন নামের এক ব্যক্তি, যিনি ১৯৭১ সালে কৃত একাধিক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। ডেভিড বার্গম্যানের ডকুমেন্টারী War Crimes File যে কয়েকজন চিহ্নিত যুদ্ধাপরাধীর কৃতকর্ম নিয়ে নির্মিত, যুক্তরাজ্য নিবাসী চৌধুরী মুঈনউদ্দিন তাদের একজন।
মুঈনউদ্দিন, তার অতীত বর্তমান ও কৃতকর্ম সম্বন্ধে বিস্তারিত জানতে গণহত্যা আর্কাইভ-এ আপলোডকৃত এই Fact Sheet টি দেখুন।
সুতরাং, “মানবতার আবেদন” নিয়ে আসা কাউকে অর্থ সাহায্য দেয়ার আগে ভালভাবে জেনে বুঝে তারপর দান করুন। আপনার কষ্টোপার্জিত অর্থ কোন উদ্দেশ্যে কারা ব্যবহার করছে তার আদ্যোপান্ত জেনে নিতে ভুল করবেন না।
মহাকাশ ষ্টেশনের গল্পঃ
নভোচারীগণ কি ভাবে দিন রাত্রি পার করেন আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে তার গল্প পড়ুন এখানে
সাম্প্রতিক মুম্বাই হত্যাযজ্ঞ নিয়ে ওপেন ডেমোক্রেসি-র দুটি লেখা :
পড়ুন এখানে ও এখানে।

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
