মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
১১ comments
মাসুদ করিম - ৬ নভেম্বর ২০১৯ (৪:৪৫ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমন - ৭ নভেম্বর ২০১৯ (৫:৩৫ অপরাহ্ণ)
৮১ বছরে প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন, শোকস্তব্ধ সাহিত্য জগৎ
https://images.anandabazar.com/polopoly_fs/1.1068083.1573141840!/image/image.jpg_gen/derivatives/landscape_390/image.jpg
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৯ (৪:৩৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ নভেম্বর ২০১৯ (৪:৫০ পূর্বাহ্ণ)
অনিতা অগ্নিহোত্রীর পুত্রের বিবাহে। কবি অঞ্জলি দাস আছেন। অনিতা আছেন। নবনীতাদি। ভোরবেলায় এই ভালোবাসার হাসিটি খুঁজে বের করলাম। আমরা এমন হাসতে পারি না।
প্রণাম দিদি। – অমর মিত্র।
একবার পুজো উপলক্ষে ফরমায়েশ থাকা সাহিত্যকর্ম নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতা হতে দূরে কোথাও নিরিবিলি জায়গায় গিয়েছেন সুনীলসহ আরও অনেকে। কাগজগুলোতে সে সংবাদ দেখে নবনীতা দেবসেন একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর উপলব্ধি ছিলো, তাঁকে তো সাহিত্য চর্চার পাশাপাশি ঘরকান্নাও করতে হয়। রোজকার এ ঘরসংসার ফেলে নিরিবিলি কোথাও গিয়ে সাহিত্য সৃষ্টির ইচ্ছে তাঁরও আছে। কিন্তু সংসারের যাবতীয় দায়িত্ব সুনীলদের নিতে না হলেও নবনীতা দেবসেনকে তাঁরটা নিতে হয়। সে উপলব্ধি টুকে রেখেছিলেন ডায়েরিতে। বন্ধুবর সৈকত পড়তে দিয়েছিলো সে বই। তাঁর কাছে কৃতজ্ঞ। সে বইয়ের সম্ভবত নাম ছিলো – নবনীতা দেবসেনের নোটবুক। এর বাইরে আলাদা করে তাঁর আর কী পড়েছি মনে পড়ছে না। আজ চলেই গেলেন! প্রণাম। -SabuzKP
মাসুদ করিম - ১১ নভেম্বর ২০১৯ (৪:২৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১১ নভেম্বর ২০১৯ (৪:৫৭ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৬ নভেম্বর ২০১৯ (৩:৩১ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৩ নভেম্বর ২০১৯ (৩:২৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৬ নভেম্বর ২০১৯ (৫:৪৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২৭ নভেম্বর ২০১৯ (৩:৪৯ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২৯ নভেম্বর ২০১৯ (২:১৬ পূর্বাহ্ণ)
আরো : ৭/১