পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিংক
আমেরিকার মহামন্দা
আমেরিকার মহামন্দা নিয়ে লিখেছেন ভারতের সিপিএম-এর পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। পড়ুন এখানে।
আমেরিকার মহামন্দা নিয়ে লিখেছেন ভারতের সিপিএম-এর পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। পড়ুন এখানে শেষ কিস্তি।
মানবীবিদ্যা ও শিল্পকলা
মানবীবিদ্যা ও শিল্পকলা বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক।
বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে মাইকেল চসোদভস্কির লেখা
বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে বিশ্লেষণী সুলুকসন্ধান পাবেন মাইকেল চসোদভস্কির লেখা পাবেন এখানে। এই ওয়েবসাইটি বিশ্বায়ন, নিওলিবারেলিজম, সামরিকায়ন নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার।
রাজনৈতিক স্যাটায়ার
http://www.news-bangla.com/index.php?option=com_content&task=view&id=1269&Itemid=41
মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর ভূমিকা নিয়ে নতুন ডাটাবেজ
পৃথিবীর দেশে দেশে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর ভূমিকা, তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ এবং মামলাসমূহের খবর একত্রিত করা নতুন এই ডাটাবেজটি দেখুন। এখানে।
বিশেষত যারা কর্পোরেট জবাবদিহিতা নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই ডাটাবেজটি একটি প্রয়োজনীয় তথ্য ভান্ডার হতে পারে। কয়েকভাবে এখানে সুনির্দিষ্ট তথ্যের খোঁজ করা যায়: কর্পোরেশনের নাম দিয়ে, যে সেক্টরে কর্পোরেশনটি কাজ করছে সে সেক্টরের নাম দিয়ে (যেমন: জ্বালানী, কৃষি, বায়োটেক, সামরিক), যে দেশে কর্পোরেশনটির ভূমিকা মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে সে দেশের নাম দিয়ে, যে ইস্যুতে কর্পোরেশনটির বিরুদ্ধে অভিযোগ সে ইস্যু উল্লেখ করে (যেমন: পরিবেশ, মানবাধিকার), যে দেশে মামলা দায়ের হয়েছে সে দেশের নাম দিয়ে।
ওবামার প্রতি আহ্বান
মানবাধিকারের ক্ষেত্রে প্রকৃত নেতৃত্ব প্রদর্শন ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ওবামার প্রতি আহ্বান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ওবামাকে একটি ই-মেইল পাঠান এবং ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে মানবাধিকারের প্রতি অঙ্গীকার প্রদর্শনের জন্য তাকে সনির্বন্ধ আহ্বান জানান এখানে৷
অস্ত্র বাণিজ্য চুক্তি
সুসংবাদ: একটি অস্ত্র বাণিজ্য চুক্তি তৈরির পক্ষে জাতিসংঘে বিশাল সংখ্যাগরিষ্ঠ ভোট। আরো পড়ুন এখানে

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
