পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিংকঃ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে গণহত্যা
{১৯৭৫-১৯৮১} এই সময়ে হাজার হাজার সৈনিক, তাদের আত্মী্য এবং সংশ্লিষ্ট আরো অনেকে নিহত হন ক্যান্টনম্যান্টের অভ্যন্তরে। সেই অজানা কাহিনী নিয়ে আনোয়ার কবিরের বই বেরিয়েছে, দেখুনঃ এখানে এবং এখানে।
বান কি মুনের গ্রামীণ ব্যাংক সফর
আজকের সমকালে বান কি মুনের গ্রামীণ ব্যাংক সফর নিয়ে বদরুদ্দীন উমর।
ইরাণের স্বরাষ্ট্রমন্ত্রীর সনদ জালিয়াতি
আলী কোরদান, যিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, দাবী করতেন যে, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সম্মান সূচক ডক্টরেট উপাধি পেয়েছেন। খুব সম্প্রতি নিজের জাল সার্টিফিকেটের খবর প্রকাশ হয়ে পড়ায়, তাকে অভিশংসিত করা হয়। এখানে দেখুন।

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
