সুপারিশকৃত লিন্ক: জানুয়ারি ২০১৭

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

১৩ comments

  1. মাসুদ করিম - ১ জানুয়ারি ২০১৭ (৬:১১ অপরাহ্ণ)

    viewpoint: a new year’s development resolution

    Imperatives for discarding old modes of economic thinking

    Kaushik Basu, François Bourguignon, Justin Yifu Lin, and Joseph E. Stiglitz in Beijing/Paris/New York

    The United Kingdom’s vote to leave the European Union (EU) and the United States’ election of Donald Trump as its next president have laid bare developed-country citizens’ dissatisfaction with globalization. Rightly or wrongly, they blame globalization – or, at least, how it has been managed – for stagnating incomes, rising unemployment, and growing insecurity.

    Developing-country citizens have been expressing similar feelings for much longer. Though globalization has brought many benefits to the developing world, many object to the neoliberal economics that has guided its management. In particular, the so-called Washington Consensus, which calls for unfettered liberalization and privatization, and macroeconomic policies that focus on inflation, rather than employment and growth, have attracted much criticism over the years. Is it time to revise the conventional economic wisdom?

    The Swedish International Development Cooperation Agency (Sida) thought it was a question worth considering. So it invited 13 economists from around the world (including the authors – four former chief economists of the World Bank) to do just that.

    We concluded that some of the ideas underlying traditional development economics may indeed have helped to create some of the economic challenges the world faces. In particular, it is now evident that simply maintaining balanced national budgets and controlling inflation, while leaving the market to do the rest, does not automatically generate sustained and inclusive growth. With that in mind, we identified eight broad principles that should guide development policy.

    First, gross domestic product (GDP) growth should be viewed as a means to an end, not an end in itself. Growth matters mostly because it provides the resources needed to bolster various dimensions of human wellbeing: employment, sustainable consumption, housing, health, education, and security.

    Second, economic policy must actively promote inclusive development. Rather than expect the development tide to lift all boats, policymakers should ensure that no group is left behind. They must tackle, head-on, the deprivations – from unemployment to inadequate access to health care or education – that cause so much harm to the poor.

    Beyond the moral imperative, such an approach would help to maintain economic performance, which can be threatened by excessive income inequality, via social tensions, political turbulence, and even violent conflict. Indeed, some of the recent political tumult – including Brexit and Trump’s victory – has been driven partly by excessive inequality.

    Third, environmental sustainability is not an option. At the national level, income growth that comes at the cost of environmental damage is unsustainable, and therefore unacceptable. At the global level, climate change is a threat to health, livelihoods, and habitats. It is imperative that climate-change mitigation and adaptation policies be an integral part of development policy, not an addendum, at both the national and international levels.

    Fourth, there needs to be balance among market, state, and community. Markets are fundamentally social institutions, and they require regulation to allocate resources efficiently. In the last quarter-century, under-regulated markets have been the root cause of many adverse economic outcomes, including the 2008 financial crisis and untenable levels of inequality.

    For markets and non-market actors alike, the state is indispensable to effective regulation. Civil-society institutions, for their part, are essential to ensure that the state functions efficiently and fairly.

    Fifth, macroeconomic stability demands policy flexibility. Traditional policy advice fetishised a balanced budget – sometimes to the detriment of macroeconomic stability. A better approach would regard fiscal and external balances as medium-run constraints. That way, fiscal stimulus, such as public investment, can help to invigorate sluggish economies and lay the groundwork for longer-term growth. The key is to ensure that public debt and inflationary pressures are well managed during the good times.

    Sixth, the impact of technological change on inequality demands special attention. Recent technological advances have displaced labour, increasing capital’s share in income and, thus, the level of inequality. After all, automation enables companies to spend less on wages, thereby boosting shareholders’ returns.

    Unfortunately, what is fundamentally a labour-versus-capital problem has often been portrayed as a labour-versus-labour problem, with some in advanced economies claiming that developing countries are taking their jobs. This has contributed to the rejection of trade openness and calls for protectionism. What is really needed, however, is action to enhance human capital; to adapt and improve income-redistribution instruments; and to promote equality in market incomes, including by boosting workers’ bargaining power.

    Seventh, social norms, values, and mindsets affect economic performance. An economy works better when there is trust among people. Social norms can also help to curb corruption and encourage fair practices. Civil society and governments should therefore promote conducive values and norms.

    Eighth, the international community has an important role to play. Global forces and national policies create externalities that constrain policy options. Perhaps the most talked-about recent example is the impact of advanced-country monetary policies on capital flows into and out of emerging economies. Other examples include migration restrictions, trade policies, and regulations on tax havens.

    Only international institutions can manage the externalities created by such policies. The key to ensuring that they do so fairly and effectively is to amplify the voice of developing countries within them.

    As 2016 comes to an end, so should the old modes of economic thinking that have produced so much economic hardship and fueled so much tumult. Past economic development, together with advances in economic thinking, have provided us with a wealth of insight into what works and what doesn’t. That knowledge should be at the core of the new approach to development that the world needs.

    (Kaushik Basu, a former chief economist of the World Bank, is Professor of Economics at Cornell University. François Bourguignon, a former chief economist of the World Bank, is Professor Emeritus of Economics at the Paris School of Economics. Justin Yifu Lin, a former chief economist of the World Bank, is a professor at Peking University. Joseph E. Stiglitz, a former chief economist of the World Bank, is University Professor at Columbia University. Project Syndicate, 2016. http://www.project-syndicate.org)

  2. মাসুদ করিম - ১ জানুয়ারি ২০১৭ (৬:৩৮ অপরাহ্ণ)

    The year 2016 in pictures: Part I
    Photographs from January to June on a range of topics from around the world.

    The year 2016 in pictures: Part II

    Photographs from July to December on a range of topics from around the world.

  3. মাসুদ করিম - ২ জানুয়ারি ২০১৭ (৫:০৭ অপরাহ্ণ)

    3,800-Year-Old Ancient ‘Thinking Person’ Statuette Unearthed

    A team of high school students and archaeologists made the amazing find in Israel.

    A team of Israeli archaeologists and high school students have unearthed a 3,800-year-old pottery jug bearing a statuette of a person who appears deep in thought, sitting with knees bent and head rested on hand.

    The Israel Antiquities Authority said on Wednesday the jug, dating back to what archaeologists refer to as the Middle Bronze Age, had been found during an excavation in Yehud, a Tel Aviv suburb.

    “It seems that at first the jug, which is typical of the period, was prepared and afterwards the unique sculpture was added, the likes of which have never before been discovered in previous research,” said Gilad Itach, who directed the excavation, which included teenage diggers.

    The statuette is about 18 cm (7 inches) tall.

    “One can see that the face of the figure seems to be resting on its hand as if in a state of reflection,” he said.

    Other vessels and metal items were found such as daggers, arrowheads, an axe head, sheep bones and what are believed to be the bones of a donkey.

    Itach said the collection seemed to be funeral offerings, likely of an important member of anancient community.

    “To the best of my knowledge such a rich funerary assemblage that also includes such a unique pottery vessel has never before been discovered in the country,” he said.

    The statuette was the latest discovery by the Israel Antiquities Authority, which is charged with carrying out excavations at all major building sites across the country to make sure no relics are destroyed.

    In recent months its teams have found treasures from gold coins to an ancient mosaic.

  4. মাসুদ করিম - ৩ জানুয়ারি ২০১৭ (৫:৫৭ অপরাহ্ণ)

    John Berger, art critic and author of Ways of Seeing, dies

    Art critic and author John Berger has died at the age of 90.

    His best-known work was Ways of Seeing, a criticism of western cultural aesthetics, but he also won the Booker Prize for his novel G.

    He donated half the prize money to the radical African-American movement, the Black Panthers.

    His editor Tom Overton, who is writing Berger’s biography, said the writer “let us know that art would enrich our lives”.

    Berger was born in Hackney, north London, and began his career as a painter.

    Soon after his work was exhibited in the 1940s, he turned his hand to writing. His works ranged from poetry to screenplays, writings on photography, the exploitation of migrant workers and the Palestinian struggle for statehood.

    Mr Overton, who edited Portraits: John Berger on Artists and Landscapes: John Berger on Art, said: “John Berger said his great themes were the experience of exile and the disastrous relationship between art and property.

    “So it feels like we need him more than ever at the moment. But he also said some books get younger with time, and I know many of his will.”

    John Berger’s 1972 programme Ways of Seeing changed the way many of us saw.

    He argued that the advent of mass media fundamentally altered our perception of art.

    The programme was to become iconic and highly influential but would not, he told me a couple of months ago, be made today.

    He challenged convention, the establishment and us. He had the eye of artist, intellect of an academic, and charisma of a born performer.

    He was though, above all, a writer and story teller. He enriched our lives with his novels, poetry and criticism.

    He showed us how to see, not as individuals, but together.

    He added: “John Berger’s legacy is one of encouragement and hope, and a massively diverse range of work in all genres.

    “He showed us how to see art not as a relay race of individual geniuses but as a kind of companionship.”

    Berger’s Bafta award-winning BBC TV series Ways of Seeing became regarded as one of the most influential art programmes ever made.

    He died at his home in Paris.

  5. মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১৭ (১:১০ অপরাহ্ণ)

    আকাশ সীমার নিরাপত্তায় যুক্ত হল শক্তিশালী ক্ষেপণাস্ত্র

    বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখায় প্রথমবারের মত সংযোজিত হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘এফ এম-৯০’। গতকাল মঙ্গলবার দুপুরে শক্তিশালী দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এ আকাশ প্রতিরোধক ব্যবস্থা। এর মাধ্যমে দেশের আকাশ সীমানা প্রতিরক্ষায় আরো এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ সেনাবাহিনী। আকাশে দূরবর্তী শত্রু বিমান, হেলিকপ্টার, ক্রস মিসাইল ও এন্টি রেডিয়েশন মিসাইলের বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করে আকাশ প্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত হল বাংলাদেশ সেনাবাহিনী।

    মঙ্গলবার দুপুর পৌনে ১টায় কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী নিদানীয়া সমুদ্র সৈকতে পরীক্ষামূলকভাবে উক্ত ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মিনিট পূর্বে আকাশে একটি ড্রোন উড্ডয়ন করা হয়। ওই ড্রোনটি ৩০ কিলোমিটার দূরত্বে গিয়ে ফেরার পথে সাড়ে ৯ কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং সেখানেই ড্রোনটি ধ্বংস করা হয়। ৫ মিনিট পর আরো একটি ক্ষেপণান্ত্র নিক্ষেপ করা হয়। তবে এসময় ড্রোন উড্ডয়ন করা হয়নি।

    সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের ‘অ্যাডহক শোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারি’ ইউনিট ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে। এটি নিক্ষেপে চীনা সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেন। এই ক্ষেপণাস্ত্রটি চীন থেকেই এনেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এটিই বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষায় এ পর্যন্ত সর্বোচ্চ শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

    পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এসময় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী ও সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতিথিদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক দুপুর ১২ টার দিকে হেলিকপ্টার যোগে কক্সবাজার আসেন। পরে সাড়ে ১২ টার দিকে উখিয়া ইনানী সেনা রেস্ট হাউস বে-ওয়াচে পরীক্ষামূলক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ অনুষ্ঠানে অংশ নেন। এসময় সেনা কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপনের বিষয়টি অবহিত করেন।

    দুপুর পৌন ১ টার দিকে দুই দফা ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পরে যন্ত্রাংশগুলো পরীক্ষা করেন। পরে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। বিকাল আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন সেনাপ্রধান।

    ঢাকার হাতে এই প্রথম বিমানধ্বংসী ক্ষেপণাস্ত্র

    জল্পনা চলছিলই।‌ শেষ পর্যন্ত দেশের আকাশসীমানা প্রতিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর আকাশসীমা প্রতিরক্ষা শাখায় এই প্রথমবার যুক্ত হল শক্তিশালী বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘এফএম-৯০’। মঙ্গলবার বেলা পৌনে একটায় কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার ইনানি সমুদ্রসৈকতের নিদানিয়া এলাকায় (বেওয়াচ প্রাঙ্গণ) ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক মিনিট আগে আকাশে ওড়ানো হয় একটি ড্রোন। ওই ড্রোনটি ৩০ কিলোমিটার দূরত্বে গিয়ে ফেরার পথে সাড়ে ৯ কিলোমিটার দূরত্বে এলে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি ড্রোনটি ধ্বংস করে। এর ৫ মিনিট পর আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ সময় অবশ্য ড্রোন ওড়ানো হয়নি। পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ অফিসার ও সামরিক প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের ‘অ্যাডহক শোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারি’ ইউনিট ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্র দিনের আলো ও অন্ধকারে সমানভাবে লক্ষ্য খুঁজে নিতে সক্ষম। ভূমি থেকে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি আকাশে ১৫ কিলোমিটার দূরবর্তী শত্রুবিমান, হেলিকপ্টার, ক্রস মিসাইল, অ্যান্টিরেডিয়েশন মিসাইলের বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। তবে এই ক্ষেপণাস্ত্র নিয়ে শুরু হয়েছে বিতর্কও। প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ উৎক্ষেপণের খবর আগে থেকে কী করে সংবাদমাধ্যমের কাছে পৌঁছে গেল?‌ উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া।‌‌

  6. মাসুদ করিম - ৫ জানুয়ারি ২০১৭ (১:১৪ অপরাহ্ণ)

    ফাইনালের হতাশা ছাপিয়ে অনেক পাওয়া সাবিনাদের

    একটাই অতৃপ্তি; শিরোপা মঞ্চে এসে ৩-১ গোলের হারের বেদনায় নীল বাংলাদেশ। কিন্তু পাওয়ার হিসেব নিয়ে বসলে, মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসর বাংলাদেশকে মুঠোভরে দিয়েছে। কয়েকটি প্রথমের গল্প লেখা সাবিনাদের ফাইনালের হতাশার চেয়ে প্রাপ্তির পাল্লাই ভারী!

    দলের ২০ জনের ১৫ জনই অনূর্ধ্ব-১৬ দলের। ৫ জন আবার জাতীয় দলে একেবারেই নতুন। ফাইনালে স্বপ্ন ভাঙলেও বাংলাদেশের মেয়েদের ফুটবলের সুন্দর আগামীর সম্ভাবনাটা ডালপালা মেলেছে এই টুর্নামেন্টেই।

    সাবিনার ঝলকে সবচেয়ে দাপুটে শুরু

    পাকিস্তান না থাকায় ‘বি’ গ্রুপের দল হলো তিনটি। ভারত আফগানিস্তানকে হারিয়ে শুরুটা পেয়ে যাওয়ায় সেমি-ফাইনালে ওঠার চাপ প্রথম ম্যাচেই বাংলাদেশের কাঁধে চাপল। অধিনায়ক সাবিনা খাতুনের নৈপুণ্যে সে চাপ বাংলাদেশ উড়িয়েও দিল দুর্দান্তভাবে।

    আফগানিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সাফে নিজেদের সেরা শুরুও পায় বাংলাদেশ। গত সাফে আফগানিস্তানকে ৬-১ গোলে হারানো ছিল প্রতিযোগিতায় বাংলাদেশের আগের সেরা শুরু। ২০১০ সালে শ্রীলঙ্কাকে ২-০ হারিয়ে এবং ২০১২ সালে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল মেয়েরা।

    দাপুটে শুরু পাওয়া ম্যাচে ফরোয়ার্ড সাবিনা একাই করেন পাঁচ গোল।

    ভারতকে প্রথম রুখে দেওয়া, প্রথমবার গ্রুপ চ্যাম্পিয়ন

    আফগানিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে ম্যাচটি এল পরিসংখ্যানের চোখ রাঙানি নিয়ে। আগের ছয় বার মুখোমুখি হয়ে সবগুলোতে হার। সবশেষ এসএ গেমসের দেখায় হয়েছিল ৫-১ গোলের ভরাডুবি। কিন্তু এ ম্যাচে গোলরক্ষক সাবিনা আক্তার দুর্দান্তভাবে আগলে রাখলেন গোলপোস্ট। শিউলি-শামসুন্নাহার-নার্গিসরা সাবিনার সামনে গড়ে রাখলেন দুর্ভেদ্য রক্ষণ দেয়াল। গোলশূন্য ড্রয়ে প্রথমবার শুধু ভারতকে রুখে দেওয়া নয়, প্রথমবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালেও উঠার গল্পটাও লিখল বাংলাদেশ। এড়ানো গেল আগের তিন আসরেই ফাইনালে ওঠা নেপালকে।

    শারীরিক শক্তি, অভিজ্ঞায় এগিয়ে থাকা ভারতকে এ ম্যাচে রক্ষণাত্মক কৌশলে আটকে রাখে বাংলাদেশ। শামসুন্নাহার-শিউলি-নার্গিসদের রক্ষণ সামলানো দেখাটাও ছিল উপভোগ্য। বালা দেবি, সাসমিতা মালিক, কমলা দেবিদের চ্যালেঞ্জ জানাতে গিয়ে শারীরিক শক্তিতে দুর্বল শিউলিরা বারবার মাঠে আছড়ে পড়েছেন কিন্তু তড়িৎ উঠে ফের রচনা করেছেন দুর্ভেদ্য দেয়াল, যা টুটতে পারেনি ভারত। ওই ম্যাচে হাফডজন সেভ করেন সাবিনা। আর শেষ দিকে গোললাইন থেকে বল ফিরিয়ে শিউলি নিশ্চিত করেন বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া।
    স্বপ্নার হাত ধরে প্রথম স্বপ্নের ফাইনালে ওঠা

    ২০১০ ও ২০১৪ সালের পর এবার তৃতীয়বারের মতো সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। ২০১২ সালে গ্রুপ পর্ব থেকে বিদায়। গ্রুপ পর্বের দুই ম্যাচ দেখে সবার মধ্যে বিশ্বাস জন্মাতে শুরু করে এবার শিরোপা মঞ্চে উঠতে যাচ্ছে বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না তা সম্ভবও করলেন দারুণ এক হ্যাটট্রিক করে।

    মালদ্বীপ কোচ আগের দিন জানিয়েছিলেন, সাবিনাকে কড়া পাহারায় রাখবেন; রাখলেনও। কিন্তু স্বপ্না তিন গোল করে দেওয়ার পর মালদ্বীপ ভেসে গেল। সাবিনাও করলেন জোড়া গোল। ৬-০ ব্যবধানের জয়ে অপর গোলটি নার্গিস খাতুনের।

    ভারত ও নেপালের রেকর্ডে ভাগ

    কোনো গোল হজম না করে ফাইনালে ওঠার রেকর্ড ছিল দুই দল ভারত (২০১০ ও ২০১২) ও নেপালের (২০১০ ও ২০১৪)। এবার সে রেকর্ডে ভাগ বসাল বাংলাদেশ; ফাইনালে ওঠার পথে ১২ গোল করলেও একটা গোলও হজম করতে হয়নি।

    ২০১৪ সালে ভারতের গোল না খেয়ে ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের কারণে। সেবার অবশ্য সাফের শিরোপা জিতেছিল ভারত কিন্তু একমাত্র গোলটি তারা খেয়েছিল বাংলাদেশের কাছে। গ্রুপ পর্বের ম্যাচে গোলটি করেছিলেন সাবিনা খাতুন।

    সবচেয়ে বেশি গোল দেওয়া, সবচেয়ে কম খাওয়া

    রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ-তিন বিভাগেই এবার বাংলাদেশ ছিল আগের তিন আসরের তুলনায় সবচেয়ে জমাট। পরিসংখ্যানও দিচ্ছে সে প্রমাণ। এবার বাংলাদেশ দিয়েছে সবচেয়ে বেশি (১৩টি) গোল, খেয়েছে মাত্র ৩টি এবং তিনটিই স্বপ্ন গুঁড়িয়ে যাওয়া ফাইনালে।

    ২০১০ সালে নিজেদের মাঠে বাংলাদেশ ১১ গোল দিয়ে খেয়েছিল ৯টি। ২০১২ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পথে ২ গোল দিয়ে হজম করে ৫টি। ২০১৪ সালে ১০ গোল দেওয়া সাবিনারা খেয়েছিলেন ৮টি।
    স্বপ্ন ভাঙা ফাইনালে লড়াইয়ের তৃপ্তি

    শিরোপা হারানো সবসময়ই কষ্টের; কিন্তু হারের মধ্যে সুন্দর আগামীর বীজ বোনা দেখাটাও তৃপ্তির। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে ছিল বাংলাদেশ। ফাইনালে ছিল রক্ষণাত্মক আর আক্রমণাত্মক কৌশলের মিশেল। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে তাই স্বপ্নার গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখতে পেরেছিল বাংলাদেশ। প্রতিযোগিতায় ৭ গোল করা বাংলাদেশ অধিনায়ক সাবিনা ছিলেন মাঠ জুড়ে; কখনও স্বপ্না-কৃষ্ণার বাড়ানো বল ধরে ছুটেছেন প্রতিপক্ষের গোলমুখে, কখনও এক ছুটে রক্ষণে এসে শিউলি-নার্গিসদের সহযোগিতা করেছেন।

    শুধু শুরুতে শিউলি-শামসুন্নাহার আর দ্বিতীয়ার্ধে নার্গিস ও গোলরক্ষক সাবিনার ভুলের চড়া মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। কোচ ছোটনের ভাষায় যেগুলো ‘ছোটখাট ভুল’।

    ফাইনালের ভুলটুকু বাদ দিলে টুর্নামেন্টজুড়ে কেমন খেলেছে বাংলাদেশ? উত্তরটা দিয়ে দেওয়া যায় ভারত কোচ সাজিদ ইউসুফের ম্যাচ শেষের প্রতিক্রিয়া দিয়ে- বাংলাদেশ চমৎকার খেলেছে। আগের চেয়ে উন্নতি করেছে অনেক।

    সত্যিই বাংলাদেশের মেয়েদের সুন্দর আগামীর পূর্বাভাস দিয়ে গেল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০১৬।

    ভারতই চ্যাম্পিয়ন, টানা ৪ বার

    ফাইনালে বাংলাদেশের যাবতীয় প্রতিরোধ উড়িয়ে মহিলা সাফ কাপের দখল নিল ভারতই। দুরন্ত নজির গড়ে টানা চার বার চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ফুটবল দল। তাদের দুরন্ত সাফল্যে উদ্বেল হয়েছে গোটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম।
    প্রথমার্ধের প্রথম ২০ মিনিট বল পজেশনে অনেকটাই এগিয়ে ছিল ভারতীয় দল। তার ফলও পেয়েছে তারা। ১২ মিনিটে সস্মিতার পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন গ্রেস। কিন্তু মিনিট কুড়ি খেলা এগনোর পর রাশ অনেকটাই হাতে নেয় বাংলাদেশ। ৩৮ মিনিটে সমতা ফেরান সিরাজ জাহান স্বপ্না। গোল পেয়ে ভারতকে আরও চেপে ধরে বাংলাদেশ। কিন্তু ডিফেন্স মজবুত থাকায় কোনও ক্ষতি হয়নি ভারতের।
    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ৬২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার নার্গিস নিজেদের পেনাল্টি বক্সে ফেলে দেন ভারতের অধিনায়ক বালাদেবীকে। ভূটানের রেফারি পেনাল্টি দিলে গোল করতে ভুল করেননি সস্মিতা মালিক। একটু পরেই আসে তৃতীয় গোল। মিডফিল্ডার ইন্দুমতী প্রায় মাঝমাঠ থেকে বিপক্ষের গোলের দিকে বল লব করেন। বাংলাদেশের গোলকিপার সাবিনা আখতার বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি যখন ইতস্তত করছিলেন, বল বাউন্স করে জালে জড়িয়ে যায়। বাকি সময়েও অব্যাহত ছিল ভারতের দাপট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন এআইএফএফ–এর সহ–সভাপতি সুব্রত দত্ত, সাফের সচিব আনারুল হক, শিলিগুড়ি ক্রীড়া পর্ষদের সচিব অরূপরতন ঘোষ প্রমুখ। ভারতের কোচ সাজিদ স্বাভাবিকভাবেই খুশি। বলেছেন, ‘‌টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ভাল খেলেছি। টানা চার বার কাপ জয়ের লক্ষ্য ছিল, সেটা পূরণে আমাদের মেয়েরা সফল।’‌ ‌

  7. মাসুদ করিম - ৮ জানুয়ারি ২০১৭ (৮:৩২ অপরাহ্ণ)

    Om Puri, One Of India’s Most Versatile And Celebrated Actors, Dies Of Heart Attack At 66

    Om Puri, one of the most versatile and celebrated actors in India, died of a heart attack in Mumbai on Friday. He was 66.

    Over an illustrious career spanning four decades, Om Puri acted in over 250 films, his popularity transcending borders and stereotypes.

    Anupam Kher, a long-time friend of Om Puri who acted with him in many films and was also known to disagree with him publicly, was among the first to arrive after news of the actor’s death. He said he had last spoken to Om Puri two days ago.

    “Seeing him lying on his bed looking so calm can’t believe that one of our greatest actors Om Puri is no more. Deeply saddened and shocked,” tweeted Mr Kher.

    Born in Ambala, Haryana, to a Railway officer, Om Puri studied at Pune’s famous Film and Television Institute of India. He was also in the class of 1973 at the National School of Drama, where Naseeruddin Shah was a fellow student.

    Om Puri debuted in the 1976 Marathi film Ghashiram Kotwal, based on a play by Vijay Tendulkar.

    He rose to fame with groundbreaking films like Ardh Satya, Aakrosh and Paar. His popularity straddled mainstream films and what was described in the 1980s as parallel cinema. Fans on Twitter referred to his iconic roles in films like Jaane Bhi Do Yaaro and Maachis.

    Om Puri, along with Naseeruddin Shah, Shabana Azmi and Smita Patil, were among the critically-acclaimed actors who featured in award-winning films like Bhavni Bhavai (1980), Sadgati (1981), Ardh Satya (1982), Mirch Masala (1986) and Dharavi (1992).

    He played a notable cameo in Richard Attenborough’s 1982 epic “Gandhi”. In the 1990s, he ventured into commercial films that catered to the masses rather than critics. He explained the shift in his autobiography: “Though I did try to resist commercial films for quite some time, I succumbed to it finally as money was equally important as art.”

    But, he added, “as an artist I never compromised on what I had to do on-screen, even if the film was not up to the standard.”

    He rose to fame with groundbreaking films like Ardh Satya, Aakrosh and Paar. His popularity straddled mainstream films and what was described in the 1980s as parallel cinema. Fans on Twitter referred to his iconic roles in films like Jaane Bhi Do Yaaro and Maachis.

    Om Puri, along with Naseeruddin Shah, Shabana Azmi and Smita Patil, were among the critically-acclaimed actors who featured in award-winning films like Bhavni Bhavai (1980), Sadgati (1981), Ardh Satya (1982), Mirch Masala (1986) and Dharavi (1992).

    He played a notable cameo in Richard Attenborough’s 1982 epic “Gandhi”. In the 1990s, he ventured into commercial films that catered to the masses rather than critics. He explained the shift in his autobiography: “Though I did try to resist commercial films for quite some time, I succumbed to it finally as money was equally important as art.”

    But, he added, “as an artist I never compromised on what I had to do on-screen, even if the film was not up to the standard.”

  8. মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৭ (৯:৩০ অপরাহ্ণ)

    Concerns grow over rising Yaba addiction

    Concerns are growing over the burgeoning abuse of the illicit drug Yaba, especially among youths, in the country over the years.

    The seizures of the tablets over the last six years suggest that abuse of the amphetamine-type stimulant (ATS), commonly known as Yaba, grew gradually to dominate the country’s illicit drug market because of its easy availability.

    Yaba, a Thai word meaning ‘crazy medicine’, is an addictive and extremely harmful drug. Teens and youngsters of affluent families are its main consumers. The drug makes its users excited and gives them an instant euphoric feeling but it leaves a deadly effect in the long term.

    There are no specific statistics on the market size of this particular drug. None has ever conducted a nationwide survey to know the extent of financial involvement and impact of the drug abuse on the society.

    The volume of Yaba the law enforcers seize every year is just a small portion of the tablets entering the country, according to officials of enforcement agencies.

    According to the Department of Narcotics Control (DNC), law enforcement agencies seized 0.8 million Yaba tablets in 2010. But the number gradually increased to 1.3 million in 2011, 1.9 million in 2012, 2.8 million in 2013, 6.7 million in 2014 and 20 million in 2015. Until November 2016, the figure rose to nearly 27 million.

    The seizure indicates that the use of Yaba and the trade associated with it marked a phenomenal rise over the last six years to the grave concerns of guardians and law enforcers.

    When contacted, DNC Director (Operations) Syed Towfique Uddin Ahmed admitted that there had been a phenomenal increase in the Yaba inflow. The contraband drug was entering the country from every corner.

    He said the law enforcers recently busted a Yaba-manufacturing factory in the capital, giving an indication that expertise in making the harmful tablets has been developed locally, which is alarming.

    “We could seize only a little portion of the total consignments, which may be 10 times more than the quantity we seized…We’ll sit for bilateral talks next month with Myanmar where Yaba will top the agenda,” he added.

    Police in December last claimed to have unearthed a secret Yaba factory having the production capacity of 500 tablets a day. They also seized raw materials sufficient to produce nearly 0.4 million pieces of the contraband drug from Demra area in the capital.

    Talking to the FE, Mohammad Farid Uddin, deputy commissioner of Dhaka Metropolitan Police (Wari division), said detection of the Yaba-making plant opened the eyes of the law enforcement agencies, who earlier thought that the illicit drug was being smuggled in from across the Bangladesh-Myanmar border.

    He feared that more Yaba manufacturing factories might be there inside the country. The materials to produce the tablets are easily available in the domestic market. Such a factory can even be operated in a small room, he added.

    Social Service Officer at the state-owned Central Drug Addiction Treatment Centre Ruzena Islam said the addicts opted for Yaba because of its easy availability here.

    Expressing concerns over the growing use of Yaba, Dr Arup Ratan Choudhury, founder president of the Association for Prevention of Drug Abuse (MANAS), said what puts Bangladesh in an advantageous position is the demographic dividend.

    “But contraband drugs are sapping the energy of the workable population from whom the country expects more,” he said.

    According to the MANAS, the addicts spend at least Tk 70 billion a year on drugs and the amount is increasing day by day.

    A study of the United Nations Office on Drugs and Crime (UNODC) in 2014 revealed that there was enough evidences that the South Asian region was increasingly being used for illicit ATS in recent years.

    The findings of the study also showed that methamphetamine pills and powder were the most commonly used forms of ATS and most users were in their early twenties.

  9. মাসুদ করিম - ১৭ জানুয়ারি ২০১৭ (১০:১৪ পূর্বাহ্ণ)

    Magical success of Mukta’s fish sanctuary surprises all in Rajshahi

    Shafiul Alam Mukta, a fish farmer of Pirijpur village under Godagari upazila of the district, built a sanctuary for local varieties of fish on the Padma river on a tiny scale. This small effort has now become a dream-weaver for the Department of Fisheries. Fisheries officers in Rajshahi have disclosed now local varieties of fish fries and spawns of rare and endangered species are being released to 27 branches and tributaries of the Padma river from the fish sanctuary initiated by Mukta.

    Shafiul Alam Mukta started his project of fish sanctuary on a small scale with his friend Sree Sharat Chandra in 2014 at the captive water body on the river Padma flowing beside his house. His success at the first year made the officials of the department of Fisheries astonished. Soon, the entire office of the department of fisheries came forward to co-operate Mukta in all ways. 40 young men of the area also extended their hands with him and now, within just two years of starting of the project in an experimental basis, Mukta has now build a large fish sanctuary on the river Padma.

    Mukta informed, in December 2014, the water level of the river Padma depleted at its lowest ebb. He along with his friend Sharat Chandra then decided to build a fish sanctuary in a roughly 100 metre long and 50 metre broad captive water body on the river Padma. He with his personal effort banned fishing of any sort of fish from that captive water body for next eight months. With the banning of catching fish from the sanctuary for eight months, a large number of fish of various local species breed there and fishermen of adjacent water bodies started to catch varieties of endangered and rare species of fish from there. The news ultimately reached to the local officials of the department of Fisheries who rushed to the spot and praised Mukta for his effort.

    On 2015, department of Fisheries extended its hands to co-operate Mukta. The same year some 500 square metre area was declared as fish sanctuary on the river Padma and that year was also a success and in 2016 one square kilometre area has been declared as fish sanctuary on the river Padma near Pirijpur. The area includes roving and breeding ground for fishes.

    Though Mukta started his first venture with his own fund and capacity, Department of Fisheries has provided him with necessary bamboo poles, fence, specially made culvert for fish stock movement and living. Local Member of Parliament Alhaj Omor Faruque Chowdhury also came forward to sponsor the project of Mukta.

    Shafiul Alam Mukta informed, fishing at the sanctuary with net is prohibited in sanctuary area but one can catch fish there by using a fishing rod or fishing wheel. Many fish hunters from around the district were rushing here now to catch fish with rods and wheels. Since varieties of rare and endangered small and medium sized fishes are not caught by rods and wheels, those fishes were now being released or visiting to various branches and tributaries of the river Padma.

    Naimul Haque, Assistant Fisheries officer of Godagari upazila informed, so far 85 species of fish have been found at the sanctuary of Mukta. Among large fishes there are: Kalibaush, Chitol, Folly, Guji, Aire, Basar, Baghar, Boal, Ruhi and Katla while the small indigenous and endangered varieties of fish include: Maghi Piali, Pat Piali, Rani, Guchi, thee species of Baim, Mola, Dhela, Batasi, Kajoli, Bele, Pabda, Tengra, Poa, Moa, Kakle, Chanda, Ritha, Taki, Chang, Chapila, Tara, Khorkuti, Shing, Koi, Magur, Shoul, Bajalmuri, Darkina, Potka, Kash Khoyra, Tatkini and Urol. There are also a large number of Hilsha fish as well. Moreover the fishes which were supposed to be extinct from the region for a long time were also seen to roam at the sanctuary. Those are Mash Shillong, Shunghaghu and Rajputi.

    Muker said, earlier many of the local varieties of fishes were not seen to roam in the river but now those were seen to roam and breed in the sanctuary. Moreover, fishermen were catching many large fishes weighing 6 to 8 kilograms. He further mentioned, the fishermen of the areas were very conscious and they never catch fish inside the sanctuary.

    Mukta and 40 other young men of the area were working for fish sanctuary without any monetary benefit. They do not have any income from the fish sanctuary. But the department of fisheries under its “Extension of Pischiculture Technology at the Union Levels” programme has allowed them to cultivate fish on floating cage inside the sanctuary. On May 29 last, Omor Faruque Chowdhury, MP, inaugurated fish cultivation in 10 floating cages. Later on, the department of fisheries gave them ten more cages. In each cage 1,000 mono-sex tilapia are being cultivated. Entrepreneurs of the fish sanctuary will reap the profit earned from the cage fish cultivation.

    State Minister for Fisheries and Water Resources Narayan Chandra Chanda has visited the sanctuary and cage fish cultivation project on December-31, 2o16. Moreover, the sanctuary and the cages have been visited by Professor Dr.Rafiqul Islam of Bangladesh Agricultural University, Fisheries researcher Arif Hossain, teachers and students of department of fisheries of various universities of the country and officials of various government departments of the country.

    Shamsul Karim, Senior Fisheries Officer of Godagari upazila informed, Padma feeds water in its 27 branches and tributaries and a lot of rare and endangered fish stocks are being released there from this sanctuary in Godagari.

    Omor Faruque Chowdhury, Member of Parliament of Godagari-Tanore constituency informed, the initiative of Shafiul Alam Mukta to preserve endangered fish stocks is commendable. This sanctuary was contributing positively in breeding and expanding of local rare varieties of fish. For his contribution, floating cages have been given to Mukta and his co-workers.

    He further said, this project was his dream project. After seven years of effort he was able to bring this project in Godagari. He further said, it was possible to cultivate fish on floating cages in 30 kilometre areas on the river Padma in Godagari upazila. This project will provide employment opportunity for 10,000 people, he mentioned. He added he would take step so that this project could be expanded further in future.

  10. মাসুদ করিম - ১৭ জানুয়ারি ২০১৭ (১০:১৯ পূর্বাহ্ণ)

    Booksellers find a new roadside home

    The open-air library that is Yangon Book Street opened on 7 January, at 9am sharp. The downtown span of Thein Phyu Road that faces the Secretariat Building quickly filled up with eager weekend customers.

    The bazaar is intended to replace the traditional home of book sellers on Pansodan Road, where old paperbacks and textbooks have littered the pavement for years. Along with thousands of food carts and tents, those streetside stalls are being cleared out by the Yangon City Development Committee with aims of alleviating traffic. And while the mango baskets and fish carcasses were shifted to Strand Road, their literary counterparts have landed on Thein Phyu Road.

    More than 100 bookshops and stalls will now display their wares each Saturday and Sunday, renting an 8×8-foot space for K6000 a day. Most rent two adjoining spaces, and one has paid K48,000 to cover the next month – a sign of faith in a new market place.

    “Book Street is good for the public and good for us,” said Ko Zaw Wun, owner of Myo secondhand bookstore, who has rented two stalls. He said his normal shop behind Thwin Cinema cannot match the sales he generates during the weekend Book Street.

    “Both buyers and sellers seem to like it,” he added.

    His sentiment was echoed by artist Soe Win Nyein, who owns Chu Chu publishers. Soe Win Nyein told Weekend that the idea should be replicated across the country in order to increase the availability of books in urban centres.

    “Book Street will continue until April, but I think they will suspend it for the rainy season,” Soe Win Nyein said. We do quite well during the weekend sales period. Letting the public buy and sell books like this is good for the world of literature.”

    During our visit, we found stalls teeming with activity. Customers mingled with vendors as they strolled down the lane, which is customarily a quieter part of town. Ko Kyaw Zin, one such shopper, said he visited because the market boasts both used and new books.

    “When we get out of the office on Saturday we can wander around. But it should be open later than 6pm, into the evening. And the street is very narrow for the number of people. Maybe it’s because this is new, and later things will calm down.”

    U Sann Oo, an artist who runs Seikku Cho Cho publishing, said, “Book Street is a very welcome development, especially for the secondhand trade. I’ve always loved secondhand books. It’s a convenient location, and we look forward to it continuing.”

    Last weekend, literary and religious books were selling briskly, said vendors. Health-related books were moving, but technical works seemed a little dry for the public taste.

  11. মাসুদ করিম - ১৮ জানুয়ারি ২০১৭ (১০:৩৯ পূর্বাহ্ণ)

    গীতা সেন প্রয়াত

    চিত্রপরিচালক মৃণাল সেনের স্ত্রী অভিনেত্রী গীতা সেনের জীবনাবসান হয়েছে। মাসখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তঁার। এর পর ছিলেন হাসপাতালে। বাড়িতে আসার পরও অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ছিলেন কোমাতেই। সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেত্রী। বয়স হয়েছিল ৮৬ বছর। এক দিন আগে ছেলে কুণাল মার্কিন মুলুক থেকে ফিরে আসেন। শেষ মুহূর্তে ছেলে ছিলেন মায়ের পাশেই। প্রবীণ মৃণাল সেন বয়সজনিত কারণে কিছু দিন ধরেই অসুস্থ। এদিন প্রয়াত গীতা সেনকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, মমতাশঙ্কর, অঞ্জন দত্ত প্রমুখ। কেওড়াতলা শ্মশানে তঁার শেষকৃত্য সম্পন্ন হয়।
    ছোটবেলা থেকেই নাচে–‌গানে পারদর্শী ছিলেন গীতা সেন। তখন অবশ্য তিনি ছিলেন ‘‌সোম’‌। থাকতেন উত্তরপাড়া ভদ্রকালীতে। বাবা দ্বিজেন্দ্রনাথ সোম ছিলেন স্বাধীনতা–‌সংগ্রামী। মায়ের নাম হাসি সোম। পিসতুতো দাদা ছিলেন অনুপকুমার। ১৯৩০–‌এর ৩০ অক্টোবর তঁার জন্ম। স্কুলের উঁচু ক্লাসের ছাত্রী যখন, তখন‌ই অভিনয় করেন ‘‌দু ধারা’‌ ছবিতে। পারিবারিক সূত্রে যোগাযোগ হয়েছিল। এই ছবির গল্পলেখকের নাম ছিল মৃণাল সেন। পরবর্তিকালে ১৯৫৩ সালে, যখন তঁার বয়স ২৩, তখনই মৃণাল সেনের সঙ্গে তঁার বিয়ে হয়। তঁার উৎসাহেই মৃণাল সেন চলচ্চিত্র পরিচালনায় আসেন ১৯৫৫–‌য়। তৈরি করেন ‘‌রাতভোর’‌, যে–‌ছবিতে অভিনয় করেন উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়। তখন অবশ্য উৎপল দত্তর সঙ্গে মিনার্ভায় চুটিয়ে অভিনয় করতেন গীতা সেন। ‘‌মার্চেন্ট অফ ভেনিস’‌–‌এ তিনি জেসিকার চরিত্রে অভিনয় করেন। উৎপল দত্ত ও ঋত্বিক ঘটকের যৌথ পরিচালনায় ‘‌বিসর্জন’‌ নাটকে অপর্ণার চরিত্রে তঁার অভিনয় প্রচুর প্রশংসা পায়। মৃণাল সেনের ছবিতে তঁার প্রথম অভিনয় ১৯৭২ সালে ‘‌কলকাতা ৭১’‌–‌এ। তার পর ‘‌একদিন প্রতিদিন’‌, ‘‌কোরাস’‌, ‘‌খারিজ’‌, ‘‌খণ্ডহর’‌, ‘‌মহাপৃথিবী’‌ ছবিতে গীতা সেনের অসামান্য অভিনয় মুগ্ধ করে দর্শকদের। তঁর অভিনয়ের গভীরতার ছাপ আছে প্রতিটি ছবিতেই। বেছে ছবি করেছেন। নাটক থেকে সিনেমা, সব ক্ষেত্রেই প্রাধান্য দিয়েছেন নিজস্বতাকেই। পাশে থেকেছেন মৃণাল সেনের। দাম্পত্যের ৬৪তম বছরে চলে গেলেন গীতা সেন।‌‌‌‌

  12. মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১৭ (৯:৩১ অপরাহ্ণ)

    গীতিকার-সুরকার কুটি মনসুর নেই

    গায়ক-গীতিকার-সুরকার কুটি মনসুর মারা গেছেন।

    মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু ঘটে।

    তার বড় ছেলে খান মোহাম্মদ মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ ডিসেম্বর ঢাকার রামপুরার বাসায় অসুস্থ হয়ে পড়ার পর কুটি মনসুরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর ঢাকা মেডিকেল নেওয়া হয়।

    লোকজ গানের জগতে পরিচিত কুটি মনসুর ১৯২৬ সালে ফরিদপুরের চরভদ্রাসন থানার লোহারটেক গ্রামে জন্মগ্রহণ করেন।

    গত শতকের ৭০ ও ৮০ দশকে বাংলাদেশের গানের জগতে পরিচিত একটি নাম কুটি মনসুর।

    ৬০ বছরের সংগীত জীবনে তিনি পল্লীগীতি, জারি-সারি, পালাগান, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, ইসলামি ও আধুনিক মিলিয়ে প্রায় আট হাজার গান লিখে গেছেন বলে জানান তার ছেলে মজনু।

    এর মধ্যে ‘আইলাম আর গেলাম’, ‘যৌবন জোয়ার একবার আসে রে’, ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’, ‘কে বলে মানুষ মরে’, ‘হিংসা আর নিন্দা ছাড়ো’, ‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না’সহ বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়।

    তার কথা ও সুরে রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, ইন্দ্রমোহন রাজবংশী, ফিরোজ সাঁইসহ অনেকেই গেয়েছেন।

    অসুস্থ হওয়ার মাস দুয়েক আগে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে প্রকাশিত হয় কুটি মনসুরের লেখা ‘আমার বঙ্গবন্ধু, আমার একাত্তর’ বইটি।

    মৃত‌্যুর দিন মঙ্গলবারই তাকে সম্মাননা দেয় ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সঙ্গীত বিভাগ।

  13. মাসুদ করিম - ৩০ জানুয়ারি ২০১৭ (১১:৫২ পূর্বাহ্ণ)

    Call for promotion of four-crop farming using modern technologies

    Agricultural scientists and researchers have unequivocally called for promotion of four crop-based cropping patterns through the best uses of modern technologies for boosting cropping intensity and productivity of lentil in the vast Barind tract.

    They said there has been an enormous prospect of bringing harvesting intensity coupled with increasing food production through successful promotion of the Aush-Aman-lentil-Mungbean cropping pattern. Farmers have vital role to play in this regard.

    To maintain sound soil health, it could be advisable to grow pulses, particularly BARI Masur-6 using a different system in order to improve compatibility between monsoon rice and upland summer crops.

    They were addressing a massive farmers’ gathering and field day-2017 of BARI Mashur-6 titled “Development of four crop based pattern for increasing cropping intensity and productivity” held at Kodomshahar under Godagari upazila of the district on Saturday afternoon.

    Barind Station of On-Farm Research Division (OFRD) under Bangladesh Agriculture Research Institute (BARI) organised the programme in a bid to sensitize the farmers towards adopting the modern cropping pattern for boosting lentil yield.

    The initiative has been taken to increase agricultural production and income of marginalised farm families of the Barind tract by adapting climate adaptive sustainable agricultural technologies, diversifying income generating activities and skill development.

    BARI Director General Dr Abul Kalam Azad and its Chief Scientific Officer (Irrigation and Water Management) Dr Abdur Razzaque Akanda addressed the meeting as chief and special guests respectively with Dr ASM Mahbubur Rahman Khan, Chief Scientific Officer of OFRD, in the chair.

    BARI Principal Scientific Officers Dr Akkas Ali and Dr Apurba Kanti Chowdhury, Senior Scientific Officer Dr Sakhawat Hossain and Scientific Officers Mahbubul Alam and Yeasmin Abida also spoke.

    They also visited some projection plots of BARI Mashur-6, a high yielding lentil variety innovated by BARI, that has an enormous prospect of elevating the living and livelihood condition of the farmers.

    BARI DG Dr Kalam Azad said that an additional 20,000 tonnes of the pulses could be produced every year in the high Barind tract by giving optimum motivation to the farmers and providing them with need based supports to cultivate more land with lentil, chickpea and grasspea.

    He said the policy planners and the research organisations working in this field should take the responsibility of motivating the growers for the best uses of the existing potentialities in the dried area comprising Rajshahi, Naogaon and Chapainawabganj districts.

    The lentil variety has opened up a door of boosting pulse production along with mitigating the adverse impact of climate change.

    Dr Azad and other visiting scientists and researchers have urged upon the farmers to promote the variety for better yield to meet up the country’s gradually increasing pulse demand.

    In another event here, Agriculture Secretary Moinuddin Abdullah said the country has attained a remarkable success in agriculture sector.

    “In the last eight years, the country witnessed massive food production and it is now a food exporting one,” he told the meeting of the officials of different departments and organisations under the Ministry Of Agriculture.

    The meeting was held at the conference hall of Regional Director of Department of Agriculture Extension (DAE) here on Saturday.

    Additional Secretary Nazmul Islam and Director General of Bangladesh Agriculture Research Institute Dr Abul Kalam Azad also spoke with Director General of DAE Monzurul Hannan in the chair.

    Moinuddin Abdullah said the role of agriculture sector is vital towards making the country’s economy functional alongside ensuring food security. He called upon the field level agriculture officials to discharge their duties with utmost sincerity and honesty.

    Referring to the present water-stress condition, he called for promoting less-irrigation consuming crops like wheat, pulses and oil-seeds in the drought-prone brained areas alongside habituating the farmers with using granular urea.

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.