মডারেশন টিমের সিদ্ধান্তের ভিত্তিতে সম্পূর্ণ নতুন একটি ডমেইনে “মুক্তাঙ্গন” ব্লগকে সরিয়ে নিতে হচ্ছে। এখন থেকে “মুক্তাঙ্গন” ব্লগের নতুন ঠিকানা:
muktangon.blog
এই ঠিকানাটি আজই আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন।
আগের ঠিকানার (muktangon.blog) আওতাভুক্ত সমস্ত ইউআরআল বা লিন্কগুলো সক্রিয় থাকবে। সেগুলোর যে কোনটিতে ক্লিক করা হলে আপনি নতুন ঠিকানায় নবায়িত লিন্কে পৌঁছে যাবেন। সুতরাং, আগে শেয়ার করা কোন লিন্কই অকেজো হচ্ছে না।
মুলতঃ ব্লগসাইটটিকে আরেকটু ব্যবহার বান্ধব করবার লক্ষ থেকেই ডমেইন পরিবর্তনের এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। আশা করি আমাদের সকল পাঠক এবং ব্লগাররা উপকৃত হবেন এ থেকে।
পুরো ব্লগ সাইটটি নতুন এই ঠিকানায় সরিয়ে নেয়ার কাজে আমাদের একান্তভাবে সাহায্য করেছেন জিহাদ তরফদার, যাকে ছাড়া এই পুরো কাজটি নির্বিঘ্নে করা সম্ভব হতো না হয়তো। মুক্তাঙ্গন ব্লগের পক্ষ থেকে জিহাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Have your say
You must be logged in to post a comment.
৩ comments
সৈকত আচার্য - ৮ ফেব্রুয়ারি ২০১৪ (৭:৫২ পূর্বাহ্ণ)
মুক্তাঙ্গন মডারেশন টিমকে অনেক ধন্যবাদ এই সাইটটিকে আরও ব্যবহার বান্ধব করার উদ্যোগ নেয়ার জন্য। জিহাদ তরফদারকে বিশেষ ধন্যবাদ দিতেই হয় তার প্রচন্ড খাটুনি এবং পরিশ্রমের জন্য। শুভ হোক আমাদের ব্লগিং।
রায়হান রশিদ - ১০ ফেব্রুয়ারি ২০১৪ (৬:৪২ অপরাহ্ণ)
অশেষ কৃতজ্ঞতা জিহাদ।
রেজাউল করিম সুমন - ১১ ফেব্রুয়ারি ২০১৪ (১২:৪১ পূর্বাহ্ণ)
ব্যবহার-বান্ধব করার লক্ষ্যে মুক্তাঙ্গনের ডোমেইন পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
কারিগরি সহায়তার জন্য জিহাদ তরফদারকে আন্তরিক ধন্যবাদ।