সাইটে বর্তমানে ব্রাউজার সংক্রান্ত রক্ষনাবেক্ষণ কাজ চলছে। এ কারণে কোন কোন ব্রাউজার (যেমন: ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম) দিয়ে সাইট পরিক্রমা করতে আপনি কিছু কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন, যেমন: ব্রাউজার ক্র্যাশ করা, কনটেন্টের বিন্যাস এলোমেলো হয়ে যাওয়া ইত্যাদি। সাইটের কারিগরি দিক থেকে আন্তরিক চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব কারিগরি এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের। আপনি যদি বিশেষত উপরের দু’টো ব্রাউজারের যে কোন একটির ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন, তবে অনুরোধ করবো এই সময়টুকু মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করার, যত দিন না সমস্যাগুলোর টেকসই সমাধান করে ওঠা যাচ্ছে। কারিগরি দিক থেকে উন্নত এবং নিরাপদ “মোজিলা ফায়ারফক্স” ব্রাউজারটি আপনি ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন, যেটির ব্যবহার সাধারণত আমরা বিশেষভাবে সুপারিশ করে থাকি।
এ বিষয়ে আপনার কোন মতামত, পরামর্শ বা জিজ্ঞাস্য থাকলে সরাসরি ব্লগ এডমিন এর সাথে যোগাযোগ করুন কিংবা সাময়িক এই পোস্টে মন্তব্যাকারে লিখে জানান। যেমন ধরুন আপনার প্রান্ত থেকে কোন নির্দিষ্ট ব্রাউজারের মাধ্যমে মুক্তাঙ্গন সাইট পরিক্রমা করতে গিয়ে ঠিক কি ধরণের অভিজ্ঞতা (ভাল খারাপ দু’টোই) কিংবা অসুবিধার সম্মুখীন হয়েছেন বা এখনো হচ্ছেন তা বিস্তারিত লিখে জানাতে পারেন। এতে সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো আরও স্পষ্ট হবে, যা স্থায়ী সমাধান লাভের প্রক্রিয়াকে সাহায্য করবে।
সাময়িক এ অসুবিধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
ব্রাউজারে মুক্তাঙ্গন: সমস্যা, সম্ভাবনা, সম্ভাব্য সমাধান। আপনার মতামত প্রয়োজন।
সাবস্ক্রাইব করুন
লগ্-ইন
3 মন্তব্যসমূহ
সবচেয়ে পুরোনো
wpDiscuz