সমস্যা রিপোর্ট করুন

মুক্তাঙ্গন ব্লগসাইটে কোন সমস্যা বা bug খুঁজে পেলে অনুগ্রহ করে এখানে মন্তব্য আকারে রিপোর্ট করুন। সমস্যা ছাড়াও আপনার যদি কোন প্রস্তাব বা উপদেশ থাকে যা থেকে এই ব্লগসাইট উপকৃত হতে পারে, তাও জানাতে পারেন আমাদের। আগাম ধন্যবাদ।

৩০ comments

  1. রাশেদ - ১৮ জুন ২০০৮ (৩:২৫ পূর্বাহ্ণ)

    ঘুরে দেখে গেলাম সাইটটি। ভালো লাগছে।

    তবে কমেন্ট ইত্যাদির ব্যাপারে দেখলাম রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন। সমস্যা হলো কি যেহেতু এই টাইপের একটা সাইট “সচলায়তন” রয়েছে মানুষ কেন আরেক সাইটে তাহলে যাবে?

    আরেকটা ব্যাপার বর্ণমালার ব্যাপারে দেখলাম ইনস্ট্রাকশন বাংলাতে দেয়া, মাঝে সাঝে ইংলিশ দেয়া। এই ব্যাপারটা ইংলিশে রাখলেই মনে হয় ভালো। কারন অনেকের পিসিতে বাংলা থাকে না।

    আশা করি কিছু মনে করবেন না এতো কথা বলার জন্য। 🙂

  2. রায়হান রশিদ - ২৩ জুন ২০০৮ (৮:২৩ পূর্বাহ্ণ)

    ১। বাংলা ফন্টের আকার বাড়ানো হয়েছে। আপনার ব্রাউজারে এখনো যদি পড়তে অসুবিধা হয়, অনুগ্রহ করে লিখে জানাবেন।

    ২। আপনি যদি mozilla-firefox 2.0 এর ব্যবহারকারী হন এবং এখনো যদি এই সাইটে বাংলা পড়তে অসুবিধার সম্মুখীন হন, তাহলে লিখে জানাবেন। we have already taken measures to handle the Firefox bug in question but we need to know if the measures are working on other systems.

    ৩। আপনি যদি Mac OSX এর ব্যবহারকারী হন এবং Safari browser দিয়ে এই সাইট পড়তে অসুবিধার সম্মুখীন হন, তাহলে লিখে জানাবেন অনুগ্রহ করে।

    ৪। Linux ব্যবহারকারীদের কোন সমস্যা হওয়ার কথা না; তবু যদি হয় জানাবেন।

  3. VistaArc - ২৫ জুন ২০০৮ (৮:৪৮ অপরাহ্ণ)

    I think your template don’t have any footer hook [wp_footer()], because, I can’t find my plugins active in your site. To add wp_footer() hook in your template see this image – http://www.vistaarc.com/images/2008-06-26_0236.png

  4. রায়হান রশিদ - ২৫ জুন ২০০৮ (১১:৪৬ অপরাহ্ণ)

    অসংখ্য ধন্যবাদ আপনাকে, VistaArc. প্রয়োজনীয় পরিবর্তনগুলো এইমাত্র করলাম আপনার পরামর্শ মত। ইতিবাচক রিপোর্ট পাচ্ছি FF2 ব্যবহারকারীদের কাছ থেকে। আপনাকে আবারো অভিনন্দন এই অত্যন্ত জরুরী প্লাগইনটি তৈরী করার জন্য।

  5. রেজাউল করিম সুমন - ২৯ জুন ২০০৮ (১:১৩ অপরাহ্ণ)

    রায়হান,
    ধন্যবাদ।
    এবারে কয়েকটা বানান পালটানো দরকার। যেমন :
    বারোয়ারী > বারোয়ারি
    … অব্যক্ত থাকেনা > … থাকে না
    [না সবসময় আলাদা হলেই ভালো]
    … ভাঙ্গার আওয়াজ > … ভাঙার …
    ব্যবহারকারি > ব্যবহারকারী

    ব্লগ-লেখকের নাম ও চিট বাংলা হরফে লেখে কীভাবে? আমাকে মেইল করে জানিয়ে দিস।

  6. রেজাউল করিম সুমন - ২৯ জুন ২০০৮ (১:২১ অপরাহ্ণ)

    “ব্লগ” শব্দটাকে সচেতনভাবে “সাহায্য”-র নীচে রাখা হয়েছ? না কি এটা তার বিচ্ছিন্নতাবাদী আচরণ?
    “মুক্তাঙ্গন” ও “:” (কোলন)-এর মাঝখানে একটা স্পেস দিলে ভালো হয়।

    • মুক্তাঙ্গন - ১ জুলাই ২০০৮ (৩:১৮ অপরাহ্ণ)

      no idea why the word “blog” displays separately, particularly in IE. will try to sort out.

      • রায়হান রশিদ - ৪ জুলাই ২০০৮ (২:৩৭ অপরাহ্ণ)

        বিচ্ছিন্নতাবাদী প্রবণতা কিছুটা কমেছে কি?

  7. রায়হান রশিদ - ২৯ জুন ২০০৮ (৬:২১ অপরাহ্ণ)

    we are trying to fix/reset the font sizes. please keep us updated about your viewing experiences.

  8. blog.2i2j.com - ১ জুলাই ২০০৮ (১:৫৭ পূর্বাহ্ণ)

    hello, blogger, because of comments.php in your blog themes lose do_action(‘comment_form’

    you can add this sentence in comments.php in your themes refer to default themes

    • rayhanrashid - ১ জুলাই ২০০৮ (১১:৩৮ পূর্বাহ্ণ)

      Many thanks 2i2j. It worked.

  9. আলমগীর - ১ জুলাই ২০০৮ (৩:০৮ অপরাহ্ণ)

    মুক্তাঙ্গন এর শুরুতে নির্মাণের নাম নেই দেখে অবাক লাগছে…….আর সবসময় কিছু খুজলে খালি নীচের দিকে নামতে হয় কেন?আমরা আর কত নীচে নামব?????

  10. প্রবীর পাল - ৫ জুলাই ২০০৮ (৪:১৮ পূর্বাহ্ণ)

    ‘মক্তাঙ্গন’ এর ‘ম’ এর নীচে একটি `হ্রস্ব উকার’ দিলে ভাল হয়।

    • রায়হান রশিদ - ৫ জুলাই ২০০৮ (৯:২০ পূর্বাহ্ণ)

      হ্রস্ব উকার তো আছে; দেখাচ্ছে না আপনার ব্রাউজারে? আপনার সিস্টেম এর বিস্তারিত (operating system, browser, version etc) জানান প্লীজ।

      • প্রবীর পাল - ৬ জুলাই ২০০৮ (৭:৩৭ পূর্বাহ্ণ)

        windows XP/ Internet Explorer/2003

        • রেজাউল করিম সুমন - ৬ জুলাই ২০০৮ (১০:৪৯ পূর্বাহ্ণ)

          প্রবীরদা,
          এই ব্লগ-সাইটটা তো আমরা “মক্ত” করিনি! তা সত্ত্বেও “মক্তাঙ্গন” দেখাচ্ছে?! ভারি অন্যায়…

          • প্রবীর পাল - ৬ জুলাই ২০০৮ (১১:১৮ পূর্বাহ্ণ)

            হা হা হা হা হাহ হাহাহাহহাহাাহহাহাহাহা

          • রায়হান রশিদ - ৬ জুলাই ২০০৮ (৩:৩২ অপরাহ্ণ)

            ব্রাউজারের ভুত মনে হচ্ছে !

          • প্রবীর পাল - ৭ জুলাই ২০০৮ (৫:১৩ পূর্বাহ্ণ)

            সঠিক োঝার হাতে পড়ে ভুত পালিয়েছে। এখন ভুতমুক্ত হয়ে মুক্তাঙ্গনই দেখতে পাচ্ছি।তবে দুই সাবিতে। যেমন
            মুক্তাঙ্গন
            নির্মাণ ব্লগ
            sumon,
            ei blog ki `o’ pochondo kore na ? `ojha’ likhte parini, mene nilam, `o amar desher mati’ likhte na parle `matha thekabar’ jayga kothai pabe ?

          • রায়হান রশিদ - ৮ জুলাই ২০০৮ (৮:৩৬ পূর্বাহ্ণ)

            http://www.muktangon.blog/help/keyboardlayout/

          • রেজাউল করিম সুমন - ১০ জুলাই ২০০৮ (৪:০১ অপরাহ্ণ)

            “ও” লেখা গেল শেষমেশ?

          • প্রবীর পাল - ১২ জুলাই ২০০৮ (৬:৩০ পূর্বাহ্ণ)

            হুমমম। গেল।

  11. সৈয়দ তাজরুল হোসেন - ৮ জুলাই ২০০৮ (১২:৪৪ পূর্বাহ্ণ)

    এই পেইজে বাম পাশে যে দুটি উলমব লাইন াচে সেগুলো পুরো পাতা জুড়ে না থেকে ‘চিটপুঞ্জ’র (ট’ র াগে একটি ‘ি’ হবে বোধ হয়) পরেই শেষ হলে ভালো দেখাতো।

  12. রাশেদ - ১০ জুলাই ২০০৮ (৬:৫০ অপরাহ্ণ)

    Permalink এর স্টাইলটা চেঞ্জ করা দরকার মনে হয়। তারিখ না দিয়ে ব্লগারের নাম দেখালে ভালো হয় মনে হয়।

  13. রাশেদ - ১০ জুলাই ২০০৮ (৬:৫১ অপরাহ্ণ)

    আপনার পার্মালিঙ্ক দেয়া আছে পোস্টের নাম। ফলে যারা ফায়ারফক্স ৩ ইউজ করে না, তারা একগাদা হিজিবিজি জিনিস দেখতে পাচ্ছে url এ।

    • রায়হান রশিদ - ১০ জুলাই ২০০৮ (৯:৪৬ অপরাহ্ণ)

      খুব ভালো পরামর্শ। ধন্যবাদ।

  14. রাশেদ - ১৪ জুলাই ২০০৮ (১:২১ পূর্বাহ্ণ)

    উপরে বাংলা হেল্প এর পেইজের টাইটেল “বাংলা” দেয়া। এটা কি ইমেজ হিসেবে নাকি টেক্সট হিসেবে? ইমেজ হলে যার কম্পিউটারে বাংলা নেই সে মনে হয় না এইটা পড়তে পারবে।

  15. রাজামশাই - ৩ সেপ্টেম্বর ২০০৮ (৮:৪১ পূর্বাহ্ণ)

    প্রথম পাতায় এক্সেস পাই না কেন

  16. তমসো দীপ - ১৬ জুলাই ২০০৯ (৯:২৩ পূর্বাহ্ণ)

    আমি বুঝতে পারছি না এই ব্লগে কিভাবে লিখব।

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.