১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত কৌশলগত প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে কিছু মতভিন্নতা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়গুলোর প্রতিটির বিভিন্ন দিক নিয়ে সুবিচারকামী সচেতন মানুষদের পরস্পরের মধ্যে সুনির্দিষ্ট “বিষয়ভিত্তিক” আলোচনা হওয়াটা জরুরী হয়ে পড়েছে। ঐকমত্য সৃষ্টির লক্ষ্যেও সেটি জরুরী। সে সুযোগ তৈরীর লক্ষ্যে আমাদের সাম্প্রতিকতম উদ্যোগ হিসেবে যুদ্ধাপরাধ সংক্রান্ত “মুক্তাঙ্গনের বিশেষ ফোরাম” সাইটটি তৈরী করা হয়েছে। ঠিকানা:
http://www.nirmaaan.com/forums
দ্বি-ভাষী এই প্লাটফর্মটি বর্তমানে সবার অংশগ্রহণের জন্য উম্মুক্ত। সবাইকে এই ফোরামে রেজিস্টার করার এবং আলোচনায় অংশগ্রহণ করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কেবল সবার অংশগ্রহণ এবং মূল্যবান মতামতের মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে যুদ্ধাপরাধ বিচারের এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয় চিন্তার হাতিয়ারগুলো খুঁজে পাবো এবং সেগুলোকে আরো শাণিত করে নিতে পারবো।
সবাইকে শুভেচ্ছা।
দ্রষ্টব্য: যদিও এখনো কিছু টুকিটাকি কাজ শেষ করা বাকি আছে সাইটটিতে, তবে আলোচনা শুরু করে দেয়া যেতে পারে আজ থেকেই।