আগামী ২৯ ডিসেম্বর ২০০৮ বহু প্রতীক্ষিত বাংলাদেশের সাধারণ নির্বাচন। নির্বাচন, অংশগ্রহণকারী দলগুলোর ম্যানিফেস্টো, পরিসংখ্যান, সাম্প্রতিকতম খবরাখবর জানতে নিচের এই তথ্যের উৎসগুলো হয়তো কাজে লাগবে।
সার্বিক তথ্যের জন্য
- নির্বাচন কমিশন এর বাংলা ও ইংরেজী ওয়েবসাইট (এতে পাবেন: প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা, নির্বাচন সংক্রান্ত আইন, নির্বাচন তদারকি বিধিমালা)।
– প্রার্থীদের ঘোষিত সম্পদ/আয়ের বিবরণীমূলক তথ্য সম্বলিত ওয়েবসাইট
দলীয় ম্যানিফেস্টো
– বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচনী ম্যানিফেস্টো
– বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ম্যানিফেস্টো
– বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী ম্যানিফেস্টো
- জাতীয় পার্টির নির্বাচনী ম্যানিফেস্টো
– (বাকী দলগুলোর ম্যানিফেস্টোর লিন্ক পাঠালে বাধিত হব)
সর্বশেষ নির্বাচনী খবরের জন্য তথ্য পোর্টাল
- সুজন পোর্টাল
– নিউ এজ পোর্টাল
– আমার ব্লগ পোর্টাল
পূর্বের তিনটি নির্বাচনের ইন্টার অ্যাকটিভ ম্যাপ সহ ফলাফল
– এখানে।
Have your say
You must be logged in to post a comment.
১ comment
সান্ত্বনা - ২৭ ডিসেম্বর ২০০৮ (৭:৫৬ পূর্বাহ্ণ)
হয়তো কেন, নিশ্চিতভাবেই কাজে লাগছে আমাদের!
আর আসন্ন নির্বাচনকে ঘিরে যে-লেখাগুলো মুক্তাঙ্গনে প্রকাশিত হয়েছে সেগুলোও নানাভাবে আমার কাজে এসেছে। জানতে পেরেছি অনেক কিছু, নানান ভিন্ন মতের সঙ্গে নিজের ভাবনাকে তুলনা করে দেখারও সুযোগ পেয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।