আজ ৬ সেপ্টেম্বর ২০০৮ সকাল ১১:৫৫ মিনিট (গ্রীনিচ সময়) থেকে আনুমানিক তিন ঘণ্টার জন্য এই সাইটের ডাটাবেজ থেকে সকল পোস্ট, মন্তব্য এবং ব্যবহারকারী সংক্রান্ত সকল তথ্য আকস্মিকভাবে মুছে যাবার কারণে সাইটটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি নজরে আসার পর থেকে আমাদের কারিগরি টীম পুরো সাইটটির প্রায় সকল তথ্য পুনরুদ্ধার করতে সমর্থ হয়। সমস্যাটির কারণ হিসেবে এখনো কোনো কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিক পরীক্ষার পর অন্তত এখন পর্যন্ত আমাদের দিক থেকে কোনো কারিগরি ত্রুটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। মুক্তাঙ্গনের পাঠক, ব্লগার, মন্তব্যকারী এবং শুভানুধ্যায়ী যাঁরা সেই সময়টুকুতে সাইটটি ব্যবহার করতে পারেননি, তাঁদের কাছে এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে উপরোক্ত সমস্যার কারণে কেউ যদি মনে করেন তাঁর মন্তব্য, একাউন্ট বা পোস্ট সঠিকভাবে পুনরুদ্ধার হয়নি, তবে তাঁকে অনুরোধ করবো বিষয়টি অনতিবিলম্বে ব্লগ প্রশাসকের (nirman.admin@gmail.com) গোচরে আনার জন্য।
সবাইকে ধন্যবাদ।