ভারতের সম্মেলনে বাংলাদেশের শরিয়া-তথ্যচিত্র ‘‘হিল্লা’’ প্রদর্শিত

গত ২৭, ২৮ ও ২৯শে জুন ২০০৮ ভারতের মুম্বাই শহরে প্রগতিশীল সংগঠন সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি এন্ড̈ সেকুলারিজম (CSSS) এবং ইন্সটিটিউট অফ ইসলামিক রিসার্চ যৌথভাবে তিনদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

গত ২৭, ২৮ ও ২৯শে জুন ২০০৮ ভারতের মুম্বাই শহরে প্রগতিশীল সংগঠন সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি এন্ড̈ সেকুলারিজম (CSSS) এবং  ইন্সটিটিউট অফ ইসলামিক রিসার্চ যৌথভাবে তিনদিনব্যাপী এক সম্মেলন আয়োজন করে। সংগঠনটির সভাপতি ড. আসগর আলী ইঞ্জিনিয়ার, যিনি পারিবারিক আইন ও শরিয়া বিষয়ে একজন বক্তা হিসেবে ইতোমধ্যেই দেশে বিদেশে পরিচিতি লাভ করেছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত নারী-নেতৃবৃন্দ যাঁরা মাঠ পর্যায়ে নারীদের আইনী এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহায়তা দিয়ে থাকেন। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে এসেছে কিভাবে সমাজের সকল স্তরে ফতোয়ার মাধ্যমে স্ত্রী-প্রহার, অনিয়ন্ত্রিত বহুবিবাহ, তাৎক্ষনিক তালাক ইত্যাদি অনাচার এবং বৈষম্যমূলক কর্মকান্ড চলে আসছে বহুদিন ধরে। সম্মেলনে অংশগ্রহণকারী নারী নেতৃবৃন্দ তাদের মাঠ পর্যায়ে আন্দোলন এবং বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা আলোচনা করেন বাকী অংশগ্রহণকারীদের সাথে। এসব আলোচনায় শরিয়ার নামে উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াবাজীর ব্যপারটিই বারবার উঠে আসে। বক্তাদের মধ্যে ড. আসগর আলী ইঞ্জিনিয়ার এবং কানাডীয় মুসলিম কংগ্রেসের হাসান মাহমুদ তুলে ধরেন কিভাবে কোরাণের মূল শিক্ষাকে লংঘন করে কিছু কিছু শরিয়া আইন কিভাবে নারী নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে এবং হয়ে থাকে। সম্মেলনের অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কুতুব কিদোয়াই, মওলানা শোয়েব কুট্টি, মুফতি ইনামুল্লাহ খান এবং সর্বভারতীয় মুসলিম পারসোন্যাল ল’ বোর্ডের সদস্য ব্যারিষ্টার নিলুফার আক্তার। বক্তারা শরিয়াকেন্দ্রিক এসব অনৈসলামিক আইন দ্বারা নারী নির্যাতনের প্রতিবাদে বক্তব্য রাখেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ক্যানাডিয়ান মুসলিম কংগ্রেসের শরিয়া আইন বিষয়ক পরিচালক ক্যানাডা-প্রবাসী বাংলাদেশী হাসান মাহমুদ (যিনি ‘ফতেমোল্লা’ ছদ্মনামে সমভাবে পরিচিত) রচিত শরিয়া-তথ্যচিত্র ‘‘হিল্লা’’-র প্রদর্শন। ঢাকায় রাকিবুল হাসান প্রযোজিত ও পরিচালিত এই তথ্যচিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ইলোরা গওহর, টিসা, লিটু আনাম, মাসুদ আলী খান, আমিরুল হক চৌধুরী, রতন খান প্রমূখ; ক্যামেরায় আনোয়ার হোসেন। ফর্মের দিক থেকে তথ্যচিত্রটিকে ডকুমেন্টারী ও চলচ্চিত্রের রাখীবন্ধন বলা যায় কারণ এতে সাধারণ চলচ্চিত্রের কাঠামোতেই পৃষ্ঠা ও আইন নম্বর তুলে ধরে মূল শরিয়া কেতাব, শারিয়া আইন, ইসলামি জুরিসপ্রুডেন্স, সহি বুখারি এবং অন্যান্য হাদিস ও কোরাণের আয়াত উদ্ধৃত করে দেখানো হয়েছে কিভাবে তাৎক্ষণিক তালাকের শরিয়া আইন কোরাণের নির্দেশকেই আসলে লংঘন করে। সাবটাইটেল সংযুক্ত তথ্যচিত্রটির শেষে হাসান মাহমুদ উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গণসচেতনতা সৃষ্টিতে তথ্যচিত্রটির উপযোগীতা এবং এর সম্ভাবনা উপলব্ধি করে আয়োজক সংগঠন ইতোমধ্যেই এর কপি ভারতের বিভিন্ন রাজ্যের নারী-সংগঠনের কাছে পৌঁছানোর আয়োজন করেছে। অনেকেই আশা করছেন জনগণের কাছে তথাকথিত শরিয়া আইনের সামাজিকভাবে ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টিতে এ ধরণের তথ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

[মুসলিম কানাডিয়ান কংগ্রেসের প্রেস রিলিজ থেকে পূনঃলিখিত]

৩ comments

  1. অলকেশ - ৩ আগস্ট ২০০৮ (৯:৪২ অপরাহ্ণ)

    কানাডীয়ান মুসলিম কংগ্রেসের প্রেস রিলিজ মুক্তাংগনে দেখে একটূ দ্বিধায় আছি । দ্বিধাটা কেন বলি । কোনো সংগঠনের প্রেস রিলিজ মুক্তাংগন ব্লগে কেন আসবে তা আমার বোধগম্য হয় নি । প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়াইরত সকল শক্তি আমাদের বন্ধু ও সহযাত্রী । তাদের চিন্তায় আমরাও সমৃদ্ধ হতে চাই । ফলে, এক্ষেত্রে তাদের চিন্তাগুলো মুক্তাংগন ছড়িয়ে দিতেই পারে। কর্মগুলো ছড়িয়ে দিতেই পারে । কিন্ত কারো কর্মসূচীর ফিরিস্তি নয়। কারো প্রেস রিলিজ অপ্রাসংগিকভাবে ও প্রেক্ষিত বিচ্ছিন্ন করে প্রকাশ হলে তা গোলমেলে মনে হয় । ব্লগ প্রশাসকগন অনুগ্রহ করে ভেবে দেখবেন বিষয়টি।

    জনাব হাসান মাহমুদের কাছে বিণীত জিজ্ঞাসা মূল শরীয়া আইন ও তথাকথিত শরীয়া আইনের মধ্যে প্রভেদ কোথায় তা জানাবেন কি? কোরাণ হাদিসের মূল অনুশাসন মেনে চলে মানবাধিকার ও আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব কিনা এবং এর কোন উদাহরন আছে কিনা তা যদি আলোচনা করেন বাধিত থাকবো।

    • হাসান মাহমুদ - ৭ আগস্ট ২০০৮ (১:২৮ পূর্বাহ্ণ)

      Thanks for asking. Sorry the Bangla program (Bornosoft) I write in is not Unicode – so I’m forced to write in English. I will try to learn the one befitting here.

      Let the Moderator address the issue of posting it linked to MCC – I am yet to write a detailed report on this crucial and unique Islamic conference.

      The meanings of the words Sharia and Sharia Law are poles apart. The literal meaning of the word Sharia is the path created by animals on sand to go to (flowing)water-spot. The Quran used it in only one place as noun, – Sura Jashiyah – 18 to mean Moral Guidance, Ethical Code etc. As verb it is used in Maydah 48 and Ash Shura 13 to mean the same. Ash Shura 21 sets another meaning.

      Sharia law means State-Law that is entirely different for the above.

      Yes, it is possible to take the guidance from the Quran and make contemporary Muslim Laws, banning alcohol is an example – it can be extended to narcotics and other drugs.

      With hundreds of examples of root Islamic documents a detailed description of the dynamics of Muslims’ distortion of Islam in my Bangla book ISLAM O SHARIA. Its two prints are sold out since Boi Mela 2007, the extended 2nd edition is on the way.

      Regards.

      hasan mahmud.

  2. মুক্তাঙ্গন - ৭ আগস্ট ২০০৮ (২:৩৬ পূর্বাহ্ণ)

    সবার পক্ষ থেকে শ্রদ্ধেয় হাসান মাহমুদ (ওরফে “ফতেমোল্লা”) ভাইকে মুক্তাঙ্গনে স্বাগতম।

    মন্তব্যকারী অলকেশের প্রশ্নের এই দিকটির সাথে মুক্তাঙ্গনের দ্বিমত নেই যে এই প্লাটফর্মের লক্ষ্য আইডিয়ার প্রচার, কোন ব্যাক্তি বা সংগঠনের প্রচার নয়। এখানে যারা লিখছেন, তাদের লেখায়ও আশা করি এই ন্যুনতম সচেতনতা এবং সাংস্কৃতিক বোধটি স্পষ্ট। মুক্তাঙ্গনের পক্ষ থেকে প্রেস রিলিজটির পরিমার্জিত সংকলন ছাপাবার মূল লক্ষ্য ছিল সেখানে উল্লেখিত শরিয়া আইন ইস্যুটির ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির এই ভিন্ন ধারার প্রচার কৌশলটির ব্যপারে এখানকার পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা। যতদূর বুঝেছি, হাসান মাহমুদ এবং তাঁর মত আরো কয়েকজন সেকুলার মানুষ বর্তমানে সে ধারাটিরই প্রতিনিধিত্ব করছেন এ আন্দোলনে। ভবিষ্যতে আমরা সার্বজনীন পারিবারিক আইন থেকে শুরু করে নারী অধিকার রক্ষা আন্দোলনের বিভিন্ন স্ট্র্যাটেজি ও দিক নিয়ে আরো গভীর দৃষ্টিপাত আশা করছি এই ব্লগের লেখকদের কাছ থেকে। সে দিক থেকে আমাদের মনে হয়েছে হাসান মাহমুদের “হিল্লা” তথ্যচিত্রটির খবর কিছুটা হলেও এই ভিন্ন ধারার আন্দোলন কৌশলটির সাথে আমাদের সংক্ষিপ্ত পরিচিতির কাজটি সম্পন্ন করতে পারে। তবে আমরা লেখক হাসান মাহমুদের কাছ থেকে এই বিষয়ে নিকট ভবিষ্যতে আরো বিশ্লেষনী ব্লগ পড়ার এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার আশাবাদ তো রাখছিই।

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.