আমি মকর। শুরু করছি মকর অভিধান।[...]

আমি মকর। শুরু করছি মকর অভিধান। এই অভিধানের প্রধান বৈশিষ্ট্য, প্রচলিত অভিধানের মতো এখানে শব্দের অর্থ নির্ণয় করা হয়নি – অর্থ নির্ণয় ও শব্দ বাস্তবসময়ে বিধৃত হয়েছে। নিয়মিত বা অনিয়মিত ভাবে এই অভিধানের সম্পাদনা ও সংযোজনের কাজ চলতেই থাকবে।

সং হয়েছে ক্ষিপ্ত – সংক্ষিপ্ত

ইতি প্রিয় পৃথিবীর বৃত্ত – ইতিবৃত্ত

বারবার ভাবের থাবা – বাবা

প্যাঁচের প্রতিকৃতি – জিলাপি

সম্পদে বিরক্তি – ব্যক্তি

বিনিদ্র বন্দিত শুধু আদিরস – ব্যাধিরস

একজন পরি বাকি সবাই বিশ্রি – পরিস্থিতি

সতীর ব্যর্থতা – সততা

বিস্ময় বালকবালিকাহীন বিদ্যালয় – বিশ্ববিদ্যালয়

ধর্ম নিয়েই নিরপেক্ষতা – ধর্মনিরপেক্ষতা

ভূতের ভয় তাড়াতে বলতে হয় ভবিষ্যৎ – ভূত ভবিষ্যৎ

চীনের শক্তির ঝিনুক – চীনাংশুক

কোনো কিছুকে কদর্য কদাকার করে তোলার বোধ – পেত্নিমিতিবোধ

অভিহিত মূল্য সূচক – অভিষেক

আত্মঘাতী হামলা সমগ্র – আফগানিস্তান

তালিবান পোষ মানায় যে – তালিবানুড়ে

প্রযুক্তিবিদের চোখে কালের প্রবাহের সংকট – যান্ত্রিক গোলযোগ

চতুর বিভক্তি – চুক্তি

তালগোল পাকানো রাজনীতির পঙ্গপাল – হরতাল

বৃহত্তর মানুষের সংকুচিত আকাশ – বিকাশ

আকণ্ঠ বিরক্তির আসন – আবাসন

ধর্মের উষ্ণতা নিরোধক বটিকা – ধর্মসহিষ্ণুতা

সরকার হাসাবে এই উদ্দেশে পরিশোধিত কর – হাস্যকর

দেশভাগের সময় হারমোনিয়ামের ধ্বনি – কমিউনাল হারমনি

রাজা তার কর্তব্যকাজে বিরক্তিকর ও মূঢ় – কিংকর্তব্যবিমূঢ়

শিশ্ন দাঙ্গাবাজ – ধর্ষক

যোনি দাঙ্গাবাজ – মর্ষক

আজীবন গাছভোলা – আগাছা

চোখ খুলে গেলে আর শান্তিতে ঘুমানো যায় না – নির্বাণ

সমরে দলিত পদাতিক – সমর্থক

বগল যৌনাঙ্গের স্নান – কাকস্নান

খাদ্যোন্মাদনার ইশতেহার – ইফতার

যে ধান হাজার সংঘর্ষেও দেবার নয় — সংবিধান

প্রসঙ্গের বাইরের সব যুক্তি — প্রযুক্তি

অহিংস সিভিল অনাস্থার যোগাসন — অনশন

ধর্ম অর্থ সমাজ নিয়ে রীতিতাড়িত চাঞ্চল্য — কর্মচাঞ্চল্য

নিয়তির অবিরত উৎপাত — অভিসম্পাত

বিরক্ত ধরিত্রীর বয়োবৃদ্ধ ত্রাতা — বিধাতা

কোনো একটি মহলের মূল নারী প্রতিনিধি — মহিলা

উভয় সংকট — দুই পায়ে নৌকা

অজস্র সংকট — হাতে পায়ে নৌকা

কান মণ্ড করা জ্ঞান — কাণ্ডজ্ঞান

কাজে কর্মে দক্ষ ও একনিষ্ঠ — কর্মঠ

ধর্মে নীতিতে সমর্পিত ও একনিষ্ঠ — ধর্মঠ

অভিজ্ঞ প্রেত — অভিপ্রেত

অনভিজ্ঞ প্রেত — অনভিপ্রেত

যে পদ্ধতিতে করা যায় নির্জলা সিদ্ধ — নিষিদ্ধ

ছয় ইন্দ্রিয়ের অগোচরে কার্যসিদ্ধির যন্ত্র — ষড়যন্ত্র

মল ও ময়লা বহনকারী মেথর বীর — মল্লবীর

সামাজিক স্বৈরতন্ত্র — সমাজতন্ত্র

গড়বড়ে সমতা ও নড়বড়ে উদারতন্ত্র — গণতন্ত্র

খেপিয়ে তোলার অস্ত্র — ক্ষেপণাস্ত্র

নে পথ্য — নেপথ্য

মৃত্যু পর্যন্ত [আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত] — আযম

বহুব্যবহৃত টিব্যাগ — বিবেক

রান্নার স্বরলিপি — রেসিপি

গণ + অভ্যুত্থান = গণঅভ্যুত্থান

গণ – অভ্যুত্থান = গোরস্তান

পরী + চালক = পরিচালক

পরী – চালক = প্রতিপালক

পরী + চারক = পরিচারক

পরী – চারক = প্রচারক

মাথার পেছনের আয় — মাথাপিছু আয়

নীতির কারণে সংঘটিত শারীরিক মানসিক গণ্ডগোল — নীতিবাগ, নীতি[bug]

নীতিবাগ আক্রান্ত মানুষ — নীতিবাগীশ

[ভারতীয় রাজনীতির উপায়হীন উপধারা] প্রাদেশিকতার বিদ্বেষ নয় প্রদেশই কেন্দ্র — প্রদেশপূর্ণ

বিধাতাও বামপন্থী তার প্রমাণ — বিধিবাম

অতিমাত্রায় কুকুরের ভয় — অকুতোভয়

স্তনের নিচের অংশ — অধস্তন

পুরুষের অমানবিক আগ্রাসী মনোভাব — পাশবিক

নারীর অমানবিক আগ্রাসী মনোভাব — নারকীয়

বৃক্ষের আনত নয়ন — বীক্ষণ

বাক বসতঘর — বাকশাল

চীনের প্রাচীর — প্রাচীন

টাক ছাড়া নলেজ নাই, নলেজ ছাড়া টাক নাই — টাকনোলজি

রোজায় ফুলেফেঁপে ওঠা ব্যবসা ফুলেফেঁপে ওঠা দামে কুক্ষিগত করেন যারা, তাদেরকে বিশেষ সম্ভাষণ — রমজানুল প্রতারক

রোজায় ফুলেফেঁপে ওঠা চাহিদা মেটাতে গিয়ে ফুলেফেঁপে ওঠা দামে নাজেহাল হন যারা, তাদেরকে বিশেষ সম্ভাষণ — রমজানুল ধরাশায়িত

রোজার সাথে সম্পূর্ণ সম্পর্কহীন কিন্তু ফুলেফেঁপে ওঠা দামে নাজেহাল হন যারা, তাদেরকে বিশেষ সম্ভাষণ — রমজানুল অক্রিয়আক্রান্ত

ওয়ান মোর চান্স — এক এগারো

অভিধানের জন্য ললাটে চন্দন — অভিনন্দন

চর্বিতচর্বনের নির্লজ্জ অটল প্রতিভূ — ছাগু

গু ঘাঁটা জবাব — গুজব

ধর্মকে যত্রতত্র ব্যবহারের অন্ধতা* — ধর্মান্ধতা [*তাহমিনা আখতার ধর্মান্ধতার মানে বলেছেন — ধর্মকে ব্যবহার করার জন্য অন্ধতা — সেসূত্রে মকর অভিধানে গৃহীত]

নিজের বিষথলি নিয়ে নিজেই অজ্ঞ — বিশেষজ্ঞ

ভূত অপূর্ব — অভূতপূর্ব

ভূত পুরো ব্যক্ত — ভূতপূর্ব

উপঢৌকন নিঃসরিত সংবাদ — উপসংবাদ

ছাগুদের নিমিত্তে হ্যাকিংয়ে মত্ত শিয়াল — হ্যাকশিয়াল

বিচে অতিবাহিত ক্ষণ — বিচক্ষণ

হ্যাকিং ক্ষমতার একক — হিকমত

ধর্মব্যবসায়ী ও ধর্মসন্ত্রাসী ধর্মের অস্তিত্বে বিশ্বাসী নয় এই মতবাদের ধারক — আস্তিক

ধর্মব্যবসায়ী ও ধর্মসন্ত্রাসীকে নাস্তানাবুদে নিবেদিত ব্যক্তি — নাস্তিক

মাস্তিতেই জীবনের মোক্ষ এই আদর্শের লোক — মাস্তিক

খালেদা জিয়া কথিত নষ্টের দল — নস্টালজিয়া

ব্লগভারে জর্জরিত অথবা ব্লগে ইবলিস খোঁজা — ব্লগব্যাধি

আঙুল ফুলে রক্তপাত — অনুবাদ

আনুর ভাবনাগত গর্ত — আনুগত্য

আনুগত্যে পড়ে গণবিবাদ — আনুবাদ

কবিদের প্রসূত গুনাহ — কবিরা গুনাহ

ষাঁড়ের চিৎকারে মত্ত আস্তিক — বৃষ্চিক, বানান্তরে বৃশ্চিক রূপেও গণ্য হতে পারে আস্তিক্যবাদী ক্যান্সার হিসেবে।

নীরবে অপর পক্ষ — নিরপেক্ষ

রাজা বানান যিনি — রাজাকার

শয়তানের মুফত কারখানাদি — মুফতি

যেস্বাস্থ্য শব্দদূষণে বিজড়িত — সাউন্ড হেলথ

যেমন শব্দদূষণে বিবর্ণ — সাউন্ড মাইন্ড

দাঙ্গায় নিষ্পেষিত ব্যক্তি — কুত্তার বাচ্চা ( কৃতজ্ঞতা : নমো )

দাঙ্গায় প্রধান উস্কানি দাতা — বিলাইর বাচ্চা ( কৃতজ্ঞতা : মমতা )

অপ্রাসঙ্গিক মন্তব্যকারী বন্ধু বা অনুসরনকারী — অপ্রাসঙ্গি

আমেরিকান প্রশাসনের লেজিটিম্যাইট সশস্ত্র পেয়াদা — আল কায়দা

বারবার করেও বাদ দেয়া অনুবাদ — বাদানুবাদ

ক্ষয়ের উপর ক্ষয় — ক্ষয়ঙ্কর

মহারথি সুশীল — পরাসুশীল

গুলবাজিতে মন্ত্রমুগ্ধ শূল — মশগুল

হাবাকে মারার আহ্বান — মারহাবা

উলুর উপর দেশ — উপদেশ

টুপির উপর দেশ — টুপদেশ

আল্টিমেটাম দিতে দিতে মাতাল — আল্টিমাতাল

ঘন ঘন হরতাল আহ্বান — গণঅভ্যূত্থান

ক্ষেপে যাওয়া পর্যন্ত — আক্ষেপ

মুলার চেয়ে সস্তা, ফতোয়ার চেয়েও ফাতরা — ফর্মুলা

সংখ্যালঘুর উপর সংখ্যাগুরুর একচেটিয়া সন্ত্রাসী হামলা — ধাঙ্গা

আমিও জিতি তুমিও জেত — জেতাজিতি

এক সময় কবিতা লিখতেন এটা যিনি একেবারেই ভুলতে পারেন না ভুলতে দিতে চান না – অবকবি

মেধাবী কিন্তু চূড়ান্তরকমের বিরক্তিকর ও ত্যানালু — ম্যাদাবি

পান্ক হওয়ার অযোগ্য — অপাংক্তেয়

পদের (কাব্যিক) অর্থ — পদার্থ

অর্থহীন পদ (কাব্যিক) — অপদার্থ

ক্ষুদ্র দানের টোপে বড় উপহার ধরা — উপদান

অবসরপ্রাপ্ত দাতার অবিরাম প্যানপ্যান — অবদান

অপরাধ ঘটাতে বিবিধ দান — অপদান

নির্বিচার খাতিরের ইতরামি — খাতরামি

একাকী মরে যাওয়ার ভাষার নিষিদ্ধ ইচ্ছার পূর্ণতম প্রকাশ — কবিতা

সম ভ্রান্তি যাদের — সম্ভ্রান্ত

চীন দ্বারা অবাঞ্চিত — অর্বাচীন

বাকশক্তি রাখা হয় যেখানে — বাকশাল

পপ তারকার মতো মহান — মহানুপপ

ধর্মপর্নোনির্বিশেষে কায়দেআজমস্তান – পাকিস্তান

বুদ্ধিদীপ্ত মন্তব্য – ধীমন্তব্য

গুন গাওয়ার জন্য খোরের মতো লোক/লোকেদের নুন খায় যে – নুনখোর

বাম ছিলেন বাম ছিলাম এমন কাঙালপনা – বামালপনা

ব্যক্তির বামকাল – বামপ্রস্থ

সংবিধানের মূলনীতি ‘ধর্মনিরপেক্ষতা’ ও তার সাথে রাষ্ট্রধর্ম ইসলামের বাধ্যবাধকতা : ইসলামিধর্মনিরপেক্ষতা

বাম ভূতের বিস্তর ফালাফালি : বামদোবাজি

ব্লগ জগতের আমি কেউ একটা : হামব্লগার

অসাম্প্রদায়িকতাকে যে ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে ব্যবহার করে : অস্ত্রাম্প্রদায়িক

বাংলাদেশের মালিক এই মন্ত্রে সিদ্ধ বামতান্ত্রিক : বামালিক

অজু করা হাত : অজুহাত

পোস্ট দিয়ে মর্ডানিজম : পোস্টমর্ডানিজম

অ্যাক্টিভিজমের নামে অনলাইনে ব্যক্তির প্রচার : অনলাইন ব্যক্তিভিজম

সস্তা তেলে বিরাট ফায়দা : তেলাপিয়া

মূর্তি বিরোধী : বিমূর্ত

আলোর সাক্ষাৎ নেয়ার কৃপাযন্ত্র : নুরবীক্ষণ

ছলে বলে কৌশলে বানানো চলচ্চিত্র : ছলচ্চিত্র

মনের মাধুরী মিশিয়ে পরিবেশিত খবর : মাধুরী খবর

খাবার দেখলেই এটা ওটা চাখতে থাকেন যিনি : মুখ বালান

বিদ্যা দেখলেই এটা ওটা পড়তে থাকেন যিনি : বিদ্যা বালান

মতিউর (প্রআ) ভ্রম : মতিভ্রম

সবকিছু নিয়ে বকবক করার স্বাধীনতা : বাকস্বাধীনতা

যে পদক পচতে সাহায্য করে : পচক

উপনিবেশ ছিল যে মহাদেশ : উপমহাদেশ

পাঠ্য না পড়ে যিনি শুধু ছবি তোলেন : ছাতক

সিভিল সোসাইটির বাংলা সুশীল করে যারা সামাজিক রাজনৈতিক তোলপাড় তোলেন : সুশীলাইট

লাল কালিতে দাগাঙ্কিত : ললঙ্কিত

দেশছাড়া করার মন্ত্রী : দেশমন্ত্রী

দুর্নীতিধূর্ত অফিস সম্বন্ধীয় : অফিশিয়াল

ব্যাঙ্গগুরু : অধ্যামক

কূটনৈতিক গণিত : কূটগণিত

আচরণব্যাধি : যখন কোনো আচরণবিধি ব্যাধিতে পরিণত হয়

সাকা ও গোআজম এর সুখস্মৃতিতে স্লোগানমুখর অর্গাজম : সারকাজম (sarcasm)

চীন বিষয়ক হতাশাবিদ্যা : চীনীসিজম (cynicism)

আম্রিকার সাথে চলা সুশীল : সুশীল আম্রিকি

মোল্লার সাথে চলা সুশীল : সুশীল মোল্লা

ঘৃণাবিদ্বেষ প্রচারে আত্মহারা : ফানাকি (ফানা+পিনাকি)

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

১৫ comments

  1. সাগুফতা শারমীন তানিয়া - ২ আগস্ট ২০১১ (১১:৪২ অপরাহ্ণ)

    সুর করিয়া শাসান যিনি= শাশুড়ি

  2. সাগুফতা শারমীন তানিয়া - ২ আগস্ট ২০১১ (১১:৪৪ অপরাহ্ণ)

    কোথায় যেন পড়েছিলাম, সংসার= সংটি হলে তুমি আর সারটি হলেন তিনি…অনেকদিন পর মনে পড়লো।

  3. মুহিত হাসান - ২৪ আগস্ট ২০১১ (২:৪০ পূর্বাহ্ণ)

    চিন্ময় গুহর অনুবাদে গ্যুস্তাভ ফ্লবেরের আহাম্মকের অভিধান -এর কথা মনে পড়লো। ওখানকার কয়েকটা ভুক্তি তুলে দিচ্ছি :

    সংকলন: এর চেয়ে সহজ কাজ কিছু হতে পারে!
    মরুভূমি: অনন্ত–যেখানে বেঁচে থাকা সম্ভব নয়। যেখানে শুধু খেজুর গাছ জন্মায়। উটই একমাত্র জাহাজ।
    সারল্য: সব সময়ই ‘মুগ্ধ করে দেবার মতো।’হয় সারল্যে টইটম্বুর, নয় সারল্যের লেশমাত্র নেই।
    মাফলার: মাফলারে নাক মোছাটা খুব যুক্তিসংগত।

  4. মাসুদ করিম - ২৫ জানুয়ারি ২০১২ (৬:৫৪ অপরাহ্ণ)

    মৃত্যু পর্যন্ত [আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত] — আযম

    হ্যাঁ, আমরা বলব : আমরণ সংগ্রামী, আমরণ শিক্ষাব্রতী। কিন্তু : আযম রাজাকার, আযম যুদ্ধাপরাধী, আযম মানবতা বিরোধী, আযম সন্ত্রাসী, আযম ধর্ষক।

  5. মাসুদ করিম - ৫ মে ২০১৩ (৫:৫৫ অপরাহ্ণ)

  6. মাসুদ করিম - ২৬ অক্টোবর ২০১৩ (৬:৩০ অপরাহ্ণ)

  7. মাসুদ করিম - ১৪ নভেম্বর ২০১৩ (১০:০৭ পূর্বাহ্ণ)

  8. মাসুদ করিম - ২৬ নভেম্বর ২০১৩ (১২:৪১ অপরাহ্ণ)

  9. মাসুদ করিম - ২৩ জুলাই ২০১৪ (১০:৫২ পূর্বাহ্ণ)

  10. Pingback: টুইট থেকে পোস্টে : নয় | মাসুদ করিম

  11. Pingback: সময় শুরু এখন | প্রাত্যহিক পাঠ

  12. মাসুদ করিম - ২৭ নভেম্বর ২০১৬ (১০:০১ পূর্বাহ্ণ)

    স্পেন থেকে কিউবাতে আসা একজন ধনী কৃষক আনহেল মারিয়া বাউতিস্তা কাস্ত্রোর অবৈধ সন্তান ছিলেন তিনি।

  13. মাসুদ করিম - ৩ এপ্রিল ২০১৭ (১১:৪৫ অপরাহ্ণ)

  14. মাসুদ করিম - ১৯ মে ২০২১ (৬:৩১ পূর্বাহ্ণ)

    https://twitter.com/urumurum/status/1394887481355427840

  15. Pingback: টুইট থ্রেডের জন্মের আগে | প্রাত্যহিক পাঠ

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.