আমি হেরে গেছি। এ শুধু আমিই জানি। আমাকে হারালে তোমাদের আর কোনো সম্ভাবনা নেই। অনেক স্বপ্ন ছিল, ক্ষমতা হারিয়ে স্বপ্নগুলো সব চুরমার হয়ে গেল। সেদিন থেকে আমি অমানবিক জীবনযাপন করছি। স্বামী ছিল এক বিক্ষিপ্ত আত্মা, তাকে কখনো আপন ভাবতে পারিনি। জড়িয়ে পড়েছিলাম কিন্তু সবসময় নিজেকে আলাদা রেখেছি। আমার ছেলে দুটো আমাকে আরো নিঃসঙ্গ করে দিয়েছে। কতবার ভেবেছি সবকিছু ছেড়ে কোথাও চলে যাব। নিজের মা-বাবা-ভাই-বোন এরা হয়ে উঠল আরো বৈরী। আমার কোনো মূল্যই নেই ওদের কাছে — আমার মূল্য শুধু আমি ক্ষমতার বৃত্তে থাকব। থেকেছিও, কিন্তু কিছুই পাইনি। থাকি সেনানিবাসে, কারণ শুধু এ নিবাসটিকেই আমি আপন করে পেয়েছিলাম। আমার এ থাকার জায়গাটি আমার খুব পছন্দ। এখানেই দেশের কেন্দ্র। আমি কেন্দ্রের ভাষা ও যোগাযোগ বুঝি। এই আমার নিজের কাজ। আমার কাজকে আমি মূল্য দিই, আমার কাজ আমার কাছে অনেক বড়। সবার কাছেই নিজের কাজই সবচেয়ে বড়। প্রতিটি মানুষ তার দক্ষতার জায়গাটিকে ভালোবাসে, আগলে রাখে। এরশাদের সাথে আমার রফা হয়েছিল। থাকার জায়গাটি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আর সব দাবী ছেড়ে দেব। কারণ আমি জানতাম এখান থেকে আমি অনেক কিছুকেই আমার নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারব। এরশাদ অনেক কিছুই বোঝে, কিন্তু বুদ্ধিমান নারীর বুদ্ধির গভীরতা সে বুঝতে পারে না। ছিল তো জিয়ার ‘স্ক্রিপ্ট রাইটার’, তার বুদ্ধিই বা কতটুকু। জিয়া মারা যাবার পর আমি ঠিক জায়গাতেই ছিলাম, আমার কাজের জায়গায় ছিলাম। ওখানে ছিলাম বলেই এমন দাপটের সঙ্গে ফিরে আসতে পেরেছিলাম। আজো সেনানিবাসে আমার সঙ্গে খেলতে পারে এমন কেউ জন্ম নেয়নি। কিছুটা সমস্যা হয়েছিল — এক এগারো যাকে বলা হয়, সেই থেকে। কিন্তু ওরাও আমাকে এখান থেকে বের করে দিতে পারেনি। কারণ কারো অতো মুরোদ নেই, একজন অঘোষিত ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার আশঙ্কাহীন সেনাপ্রধানকে সেনানিবাস থেকে কে বের করবে। আমি আছি আমি থাকব। এখান থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না।
জিয়ার একটা ঘোড়ারোগ ছিল — পায়ে মাথায় ছিল আর্মি, কিন্তু উঠতে বসতে ভাল লাগত বুদ্ধিজীবিদের সাথে! তারেক জিয়ার মধ্যেও ওই ঘোড়ারোগ প্রবল। জিয়া তো মরেই গেল, তারেক জিয়া বিএনপিকে ডুবিয়ে এখন দেশের বাইরে বসে আছে আর এখন দেশে দ্রুত ফিরে এসে বিএনপিকে সে ধ্বংস করতে চায়। বিএনপি আমার কাছে যেমন ছিল, তেমনটি জিয়ার কাছেও ছিলনা, আর তারেক জিয়ার কাছে তো কিছুই থাকবেনা।
বিএনপির জন্য একদম যাদের দরকার নেই — তারা হল বুদ্ধিজীবি। এদেরকে আমি কোনো প্রশ্রয় দিইনি। এ প্রজাতিকে সম্পূর্ণ উপেক্ষা করেই আমি টিকে ছিলাম, টিকে আছি, টিকে থাকব। প্রথম আলোর মতিউর রহমানই একমাত্র বুদ্ধিজীবি যাকে আমি কিছুটা মূল্যায়ন করেছিলাম — সেটা সেনানিবাসের একটি অতি গোপনীয় কারণেই করেছি। কিন্তু মতিউর রহমান সম্পূর্ণ ভুল বুঝেছিলেন। এরশাদের মতো রমণীমোহন যেমন বুদ্ধিমান নারীর বুদ্ধির হদিস পায় না, তেমনি মতিউর রহমানের মতো বুদ্ধিজীবিরা চোখ ধাঁধানো সৌন্দর্যের কিনারা করতে পারে না।
বিএনপির দরকার এখন শুধুই মেসমেরিজম। আর সেটা শুধু আমারই আছে। জিয়ারও ছিল না, তারেকেরও নেই। আর এ জন্যই আমার পর বিএনপি শেষ। সবাই জানে, এক বিয়োগ এক শূন্য।
মাসুদ করিম
লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।
Have your say
You must be logged in to post a comment.
১৪ comments
mahtab - ১৫ ডিসেম্বর ২০০৯ (১:২৭ অপরাহ্ণ)
মাসুদ ভাই চালিয়ে যান।
নুর নবী দুলাল - ১৬ ডিসেম্বর ২০০৯ (৯:১৪ অপরাহ্ণ)
অভিনন্দন……..ভাল লাগল…..
মাসুদ করিম - ১৮ অক্টোবর ২০১২ (১:৫১ পূর্বাহ্ণ)
চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা চিনহুয়ায় খালেদা জিয়ার প্রোফাইলটা খুবই ইন্টারেস্টিং।
প্রোফাইলের শুরুতে খালেদার জন্মদিনের কোনো উল্লেখ নেই।
জিয়ার ক্ষমতায় আসা ও বিএনপি সৃষ্টি নিয়ে যা লেখা হল, became president in 1977 through a “yes” or “no” referendum and founded the BNP in 1978, তা এক কথায় অনবদ্য। আহ, চিনহুয়া পারেও বটে, এত কম কথায় এত স্পষ্ট উদ্দেশ্যপূর্ণ ‘ক্লিনচিট’ জিয়াকে কেউই দিতে পেরেছে বলে আমার মনে হয় না।
মাসুদ করিম - ১ নভেম্বর ২০১২ (১:৩০ অপরাহ্ণ)
মনে হচ্ছে খালেদা জিয়া বুদ্ধিজীবি প্রজাতিকে প্রশ্রয় দিতে গিয়ে ভারত সফরে ভুলভাল বকছেন। গোপন ডায়েরি অনুযায়ী এর পরিণতি হবে ভয়ানক।
এখানে পড়ুন খালেদার ভারত সফরের কথাবার্তা নিয়ে আমার ফেসবুক স্ট্যাটাস।
মাসুদ করিম - ২১ অক্টোবর ২০১৩ (১০:৩৫ পূর্বাহ্ণ)
Pingback: রাজাকার : মতিউর রহমানের গোপন ডায়েরি | মাসুদ করিম
মাসুদ করিম - ২৭ অক্টোবর ২০১৩ (১০:৪৮ অপরাহ্ণ)
মাসুদ করিম - ২২ ডিসেম্বর ২০১৩ (৬:৪৫ অপরাহ্ণ)
মাসুদ করিম - ১৮ ডিসেম্বর ২০১৪ (১১:০০ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১৫ (১০:৩০ অপরাহ্ণ)
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৯ এপ্রিল ২০১৫ (১০:৩৬ অপরাহ্ণ)
মাসুদ করিম - ৯ ডিসেম্বর ২০১৫ (৯:৫৪ পূর্বাহ্ণ)
মাসুদ করিম - ২০ জুলাই ২০১৬ (১১:০১ অপরাহ্ণ)
Pingback: মুক্তাঙ্গন | হন্যতে : রবীন্দ্রনাথ ঠাকুরের গোপন ডায়েরি