মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।
আজকের লিন্ক
এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।
৫১ comments
মাসুদ করিম - ১ জুলাই ২০১০ (১০:০৬ পূর্বাহ্ণ)
গতকালের সমকালে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন মোহাম্মদ গোলাম রাব্বানী। সহজ সাবলীল লেখাটি সমুদ্রসীমা বিষেয়ে অনেক কিছুই সাধারণ পাঠকের সামনে তুলে ধরতে সক্ষম হবে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ১ জুলাই ২০১০ (১০:২৩ পূর্বাহ্ণ)
পবিত্র জল ও অপবিত্র ভিক্ষু, পবিত্র জলে স্নানরত নারীদের নগ্ন চলচ্ছবি তুললেন ভিক্ষুপ্রবর। অভিযোগের ভিত্তিতে যখন প্রমাণ পাওয়া গেল যে তিনি পবিত্র জলে স্নানের উদ্দেশ্যে আগত নারীরা যখন নিজেদের নগ্ন করে জলে নামেন তখন তিনি স্পাই-এর ভূমিকায় অবতীর্ণ হন এবং ফিল্মে তাদের নগ্নতা ধারণ করেন — এরপর তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা স্বাভাবিক যে একাজ কখনো একা হতে পারে না, সাঙ্গপাঙ্গ থাকবেই, তো পুলিশ এখন তাদেরও খুঁজছে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২ জুলাই ২০১০ (১১:১৫ পূর্বাহ্ণ)
যৌবনে দাও রাজটিকা, আর এভাবেই ছাএদের অধিকার করে নেয়া যায় রাজকার্যে : যুদ্ধে সৈনিক, রায়টে পুলিশ আর সিভিল সমাজের ওপর গোয়েন্দাগিরিতে। ইরানের বাসিজ ফোর্স নিয়ে কিছুই জানা ছিল না আমার, এই লেখার সুবাদে, Iranian students fight hard and soft, অনেক কিছুই জানতে পারলাম।
মাসুদ করিম - ২ জুলাই ২০১০ (৩:৩৪ অপরাহ্ণ)
এটা কি ছাপার ভুল না প্রথম আলোর ইচ্ছাকৃত ভুল বুঝতে পারছি না। গতকালের খালেদা জিয়ার বিবৃতি তাদের ওয়েব আপডেট-এ দেখেছিলাম এভাবে, আজ তাদের ছাপা সংস্করণের কোথাও খবরটা দেখতে না পেয়ে, তাদের ই-প্রথম আলো সাইট খুঁজতে গিয়ে দেখি — আমি ছাপা কাগজে ২য় পৃষ্টায় যেখানে দেখতে পাচ্ছি ‘সভা অসমাপ্ত রেখে বন্দর ভবনের সামনে প্রতীকী অবস্থান’ সেখানেই দেখা যাচ্ছে ‘খালেদা জিয়ার বিবৃতি-জামায়াত নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক নিপীড়নের নজির’। এটা কি ছাপার ভুল হতে পারে? এটা কি ফ্লোরে কাজকর্মের ভুলে ঘটে যাওয়া কোনো ঘটনা? নাকি এটি সম্পাদকীয় নির্দেশ?
এখানে উদ্ধৃত হল বিএনপির গতকালের স্থায়ী কমিটির সভার পরে দেয়া খালেদা জিয়ার পূর্ণ বিবৃতি
মাসুদ করিম - ৯ জুলাই ২০১০ (৫:২৪ অপরাহ্ণ)
যেপিত্রকার ছাপা সংস্করণে কোথাও ‘খালেদা জিয়ার বিবৃতি-জামায়াত নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক নিপীড়নের নজির’ খবরটি খুঁজে পাওয়া যায়নি, সেপত্রিকার প্রথম পৃষ্টায় জ্বলজ্বল করছে ‘ মান্নান ভুঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে আলোচনা’, কী এমন গুরুত্বপূর্ণ খবর এটি যে একেবারে প্রথম পৃষ্টায়। তাও ছাপা কাগজ ও অনলাইন পত্রিকার শিরোনাম এক নয়, অনলাইন পত্রিকার শিরোনাম ‘আবেদন করলে মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার’।(ইপ্রথমআলোতে আর অনলাইনে একই লেখা দেখা যাচ্ছে, কিন্তু আমার হাতে ছাপা পত্রিকায় খবরটি শুরু হচ্ছে এভাবে ‘ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করণীয়…’ যাদের হাতে আজকের ছাপা প্রথম আলো আছে তারা মিলিয়ে নিতে পারেন ) এক যুগ ধরে বাংলাদেশের সেরা পত্রিকার এ অবস্থা কেন কে জানে। এবার নিচের খবরটি দেখুন
ছোটবেলার কোরান শিক্ষার স্মৃতি বলে ‘আল-ইসরাত’ নামে কোনো সুরা কোরানে নেই। আগ্রহীরা খুঁজে দেখতে পারেন। ভুলভালে ভরে যাচ্ছে ‘প্রথম আলো’, এক যুগের প্রচেষ্টার ফসল যুগে যুগে আরো কী কী ঘটাবে কে জানে?
মাসুদ করিম - ৪ জুলাই ২০১০ (১০:২০ পূর্বাহ্ণ)
পেশোয়ার : দক্ষিণ এশিয়ার প্রাচীনতম জীবন্ত নগরী, ধারণা করা হচ্ছে এ নগরীর পত্তন হয়েছে ৫৩৯ খ্রিষ্টপূর্ব সালে। পড়ুন এখানে।
মাসুদ করিম - ৪ জুলাই ২০১০ (৪:৪০ অপরাহ্ণ)
২০০৮ সালে পৃথিবীতে মানুষ ৩৪০ টন হেরোইন সেবন করেছে। এখনো ইউরোপ, রাশিয়া ও চীনে হেরোইন সেবনের মাত্রা সবচেয়ে বেশি। দেখুন রিয়ানভস্তির ইনফোগ্রাফিক্স।
মাসুদ করিম - ৫ জুলাই ২০১০ (৪:১৬ অপরাহ্ণ)
ব্রিটেনের মুসলমানদের নিয়ে ‘দি হিন্দু’তে হাসান সুরুর এর কলাম : British Muslims: countering negative images।
এভাবে কি সত্যিই কাজ হবে? এভাবে কি আধুনিক মুসলমানেরা তাদের সত্যিই আধুনিক করে তুলতে পারবে? আমার মনে হয় এতে বড় জোর নিজেদের একটা আধুনিক আমেজ আমেজ ভাবই শুধু জাগানো যাবে, এর চেয়ে বেশি কিছু এতে হবে না।
মাসুদ করিম - ৬ জুলাই ২০১০ (১০:২৩ পূর্বাহ্ণ)
পাকিস্তান ভারত বাংলাদেশ : এই উপমহাদেশের সবচেয়ে বড় সমস্যা ক্ষুধা, গ্লোবাল হান্গার ইনডেক্স-এ ৮৪টি দেশের মধ্যে পাকিস্তান ৫৮, ভারত ৬৫ ও বাংলাদেশ ৬৭। বিস্তারিত দেখুন এখানে গ্লোবাল হান্গার ইনডেক্স ২০০৯।
মাসুদ করিম - ৭ জুলাই ২০১০ (১০:০৯ পূর্বাহ্ণ)
চট্টগ্রামে আবারো নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর-এর বিক্ষোভ মিছিল। দৈনিক আজাদীর খবর
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৪ জুলাই ২০১০ (১০:২৪ পূর্বাহ্ণ)
বিস্তারিত পড়ুন : ইরান ও পাশ্চাত্যের দ্বন্দ্ব বিশ্বকে পরমাণুযুদ্ধের দিকে ঠেলে দেবে।
মাসুদ করিম - ১৪ জুলাই ২০১০ (১০:৩১ পূর্বাহ্ণ)
মঙ্গলবার কলকাতায় কমরেড প্রমোদ দাশগুপ্তের জন্মশতবর্ষের অনুষ্ঠান হয়ে গেল। এতে সিপিএম সম্পাদক প্রকাশ কারাত বলেছেন, মেহনতী মানুষের সম্পদ বামফ্রন্টকে রক্ষা করতে হবে। বিস্তারিত পড়ুন এখানে ও এরপর এখানে।
মাসুদ করিম - ১৫ জুলাই ২০১০ (২:০৭ পূর্বাহ্ণ)
এটা কি সত্যিই হতে যাচ্ছে, লাদেন কি এযুগে ‘রাম’এর অবতার? বানরদেরকে ‘জেহাদি’ রূপে সত্যিই দেখব আমরা?
খবরটি বিস্তারিত পড়ুন : Taliban training monkeys for Jihad?
মাসুদ করিম - ১৫ জুলাই ২০১০ (৪:৪৬ অপরাহ্ণ)
ভারত-পাকিস্তান ‘আলোচনা’ ও ফুটবল খেলায় ‘পেনাল্টি কিক’ একই কথা।
পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৫ জুলাই ২০১০ (৬:৩৮ অপরাহ্ণ)
থাই পররাষ্ট্র মন্ত্রী কাসিত পিরোমিয়ার সাক্ষাৎকার : জার্মান সাপ্তাহিক ‘স্পিগেল’-এ। থাকসিন, রেড শার্ট, রাজা ও থাই রাজনীতি নিয়ে এই সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করেছেন।
বিস্তারিত পড়ুন : এখানে ও এখানে।
মাসুদ করিম - ১৬ জুলাই ২০১০ (৩:২১ অপরাহ্ণ)
‘বুদ্ধিজীবি’ এখন দুবাংলাতেই একটা ভয়ংকর গুরুত্বপূর্ণ শব্দ হয়ে উঠেছে। ‘সুশীল সমাজ’, ‘বিদ্বজ্জন’ এসব বিকট নামে দুবাংলাতেই এমন সব লোকের কলাম/কর্মকাণ্ড সহ্য করতে হচ্ছে। সম্প্রতি কলকাতার টেলিগ্রাফে প্রকাশিত আশিস চক্রবর্তীর কলাম Demolition of Bengal’s pride এর প্রতিক্রিয়ায় গণশক্তিতে দেবাশিস চক্রবর্তী লিখেছেন : ‘ইন্টেলেকচুয়াল’ সাংবাদিকের মড়াকান্না কোন লক্ষ্যে’।
মাসুদ করিম - ১৬ জুলাই ২০১০ (৪:৫২ অপরাহ্ণ)
কবরীর একথাটি যথার্থই খাঁটি কথা। প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ সম্বন্ধে তিনি আরো বলেছেন
আমার কাছে বুলবুল আহমেদ ‘ইডিয়ট’খ্যাত অভিনেতা। তার অনেক ছবি দেখেছি, তার অনেক কিছুই আজ আর মনে নেই। কিন্তু টিভি নাটক ইডিয়টে তার অভিনয়ের কথা আজো আমার মনে আছে। এমন একজন সত্যিকারের অভিনেতা চলচ্চিত্রে কাজ করেছেন, ‘সীমানা পেরিয়ে’র কথা আমাদের প্রজন্ম ভুলবে না। কিন্তু আমাদের চলচ্চিত্রে যেমন অভিনেতার অভাব তেমনি আমরা হয়তো ভালো অভিনেতা বুরবুলকে তেমন মূল্যায়নও করিনি। এমন কী মৃত্যুর পরেও ‘প্রথম আলো’র মতো বিনোদন ঘনিষ্ঠ পত্রিকা কি পারত না ‘ বুলবুল আহমেদ চলে গেলেন’ খবরটি প্রথম পাতায় ছাপতে : এইচ.এস.সি পরীক্ষার খবর কি এতই বড় খবর যে প্রথম পাতায় এখবরের জন্য শেষ পাতার ওই সামান্য জায়গাটুকুরও সংকুলান করা যায়নি।
কালের কণ্ঠে তার মৃত্যু সংবাদ ও সংক্ষিপ্ত জীবনী
প্রথম আলোর বিনোদন পাতায় সহকর্মীদের শোকগাথায় আসাদুজ্জামান নূর লিখেছেন
এই অসাধারণ শিল্পীর প্রয়াণে আমরা সত্যিই শোকাহত।
মাসুদ করিম - ১৬ জুলাই ২০১০ (৫:৪৭ অপরাহ্ণ)
সহজ ভাষায় আইন বোঝাবার অসামান্য দক্ষতা আছে বিচারপতি গোলাম রাব্বানীর । সাপ্তাহিক বুধবারের ১৪ জুলাই ২০১০ সংখ্যায় তার সাক্ষাৎকারের লিন্ক এখানে।
মাসুদ করিম - ১৬ জুলাই ২০১০ (৬:৫৫ অপরাহ্ণ)
প্রয়াত শিল্পী রামলাল ধর
আজকালের প্রতিবেদন : বিশিষ্ট শিল্পী রামলাল ধর প্রয়াত। বেশ কয়েক বছর ধরে তিনি কর্কট রোগে ভুগছিলেন। বুধবার রাতে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। নিঃসন্তান রামলালবাবু রেখে গেলেন স্ত্রী সোহিনীকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্প-ইতিহাসের বিভাগীয় প্রধান সোহিনী নিজেও শিল্পী হিসেবে বিশেষ পরিচিত। প্রয়াত চিত্রী দীর্ঘদিন শিক্ষকতা করেছেন কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। এছাড়া রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে শেখাতেন ম্যুরাল। বৃহষ্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রামলাল ধরের জন্ম ১৯৫৩ সালে আসামের করিমগঞ্জে। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে শিল্পশিক্ষা শেষে ভিত্তিচিত্র বা ম্যুরালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে সেদেশে যান ১৯৭৮-এ। ফরাসি দেশে থাকাকালীন ম্যুরালে তার সুখ্যাতি ছড়িয়েছিল। যদিও দেশে ফিরে ম্যুরাল করার সেরকম সুযোগ না পাওয়ার জন্য আফসোস ছিল। পরবর্তী সময়ে মন দিয়েছিলেন নিসর্গ চিত্রে। মৃদুভাষী চিত্রীর প্রদর্শনী হয়েছে মার্সেই, মিলানসহ দেশবিদেশের বিভিন্ন শহরে। ১৯৭০ থেকে ১৯৭৭ পর্যন্ত অতুল বসুর স্টুডিও-তে কাজ করা তাঁর জীবনের আরেক বিশেষ অভিজ্ঞতা।
মাসুদ করিম - ১৭ জুলাই ২০১০ (৯:৩১ অপরাহ্ণ)
টুইটারে লিখেছিলাম, ভারতীয় মুদ্রার প্রতীক পছন্দ না হওয়ার কারণ হিসেবে — দেবনাগরি ‘র’ ও ইংরেজি ‘R’ মিলিয়ে ডিজাইনটাকে হাস্যকর করে তোলা হয়েছে। যদিও ‘শর্টলিস্টেড’ পাঁচটির মধ্যে নির্বাচিত প্রতীক না থাকায়,প্রতীক নির্বাচন প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়েও কথা উঠেছে।
আজকের সমকালে আমাদের টাকার প্রতীক নিয়ে অজয় দাশগুপ্ত লিখেছেন
সমকালের খবরটির লিন্ক।
মাসুদ করিম - ১৮ জুলাই ২০১০ (১০:০৫ পূর্বাহ্ণ)
পড়ুন পণ্ডিত রবীন ঘোষের সাক্ষাৎকার, এখানে।
মাসুদ করিম - ১৯ জুলাই ২০১০ (১০:২২ পূর্বাহ্ণ)
ফরাসি বিজ্ঞানীদের দাবি মোনালিসার হাসির নেপথ্যে রসায়ন। পড়ুন এখানে।
মাসুদ করিম - ১৯ জুলাই ২০১০ (৪:৫০ অপরাহ্ণ)
আজকের কালের কণ্ঠে শহিদুল ইসলামের কলাম : রিমান্ডে মুখোমুখি জামায়াত ও জেএমবি।(http://www.kalerkantho.com/ তারিখ ১৯/০৭/১০, সম্পদকীয়, মুক্তধারা, শহিদুল ইসলাম)
ঠিক মনে পড়ছে না, কোথায় যেন পড়েছিলাম, গোলাম আজম বলেছিলেন, যুদ্ধের সময় আর একমাস বাড়াতে পারলে কোনো বুদ্ধিজীবিকে আর বেঁচে থাকতে হত না।
মাসুদ করিম - ২০ জুলাই ২০১০ (২:২৫ অপরাহ্ণ)
কাফকার লেখায় ভরা এই সিন্দুকগুলো আলোর মুখ দেখার আগে, ‘কাফকায়েস্ক’ আইনি ও আমলাতান্ত্রিক এবং আন্তর্জাতিক জটিলতার সম্মুখীন হয়েছে। আমরা পাঠকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছি : কখন আমাদের কাফকা পাঠ সম্পন্ন হবে এই আশায়।
এখানে বিস্তারিত : Fate of Franz Kafka’s literary heritage turns into nightmare ruled on by judge এবং The bitter legacy of Franz Kafka।
মাসুদ করিম - ২০ জুলাই ২০১০ (৭:০৯ অপরাহ্ণ)
৭২-এর সংবিধানে ফিরলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে: জামায়াত কেন হবে? কারণ জামাত ও তার সহযোগীরা বিশৃঙ্খলা করার জন্য মুখিয়ে আছে, তাই হবে। আর ৪০ বছর আগে কি বেশি আগে,নতুন ভারপ্রাপ্ত জামাত নেতার প্রথম তেজী উপস্থিতি
সংবিধান জামাতের ফতোয়া নয় বা সৌদি শরিয়া নয় যে, জামাত যাই বলবে তাই হবে।
খবরের লিন্ক এখানে।
মাসুদ করিম - ২০ জুলাই ২০১০ (১১:১২ অপরাহ্ণ)
এখানে দেখুন শিল্পীর কয়েকটি চিত্রকর্ম।
মাসুদ করিম - ২১ জুলাই ২০১০ (১:৪৫ পূর্বাহ্ণ)
বুধবারের কালের কণ্ঠে ছাপা হয়েছে : যুদ্ধাপরাধের বিচার ওয়ার ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের চলমান যুদ্ধ। লিখেছেন আবদুল্লাহ আল ইমরান। লিন্ক এখানে।
মাসুদ করিম - ২১ জুলাই ২০১০ (৪:৫০ অপরাহ্ণ)
ফটোগ্রাফার হ্যারল্ড চ্যাপম্যানের কথাগুলো যে কী খাঁটি! এই ত্রিশের লেজেই তা টের পাচ্ছি।
পড়ুন এখানে ও এখানে।
মাসুদ করিম - ২১ জুলাই ২০১০ (৭:১৫ অপরাহ্ণ)
এই রকম ছবি আরো অনেক দেখেছি, যখনই দেখেছি মনটা অনেকক্ষণ আর হালকা হয়নি, জানি না কেন এমন হয়, খুব খারাপ লাগে। দেখুন এখানে পূর্ব-জার্মানির নিষিদ্ধ ছবি : স্পিগেল-এ স্লাইড শোতে।
মাসুদ করিম - ২২ জুলাই ২০১০ (৪:৪৩ অপরাহ্ণ)
৮০০ হলোই, না হলে খুবই দুঃখ পেতাম। মুত্তিয়া মুরালিধরন অসাধারণ শ্রী লন্কান আর কোনো টেস্ট খেলবেন না। বিদায়, টেস্ট ক্রিকেটের একজন মাপের চেয়ে বড় খেলোয়াড়ের খেলা আর দেখা যাবে না। আর ওই হাস্যোজ্জ্বল মানবিক মুখ, বিরল।
মাসুদ করিম - ২৩ জুলাই ২০১০ (৮:৩৪ অপরাহ্ণ)
মালদ্বীপ ডুববে না। এখানে স্লাইডশো। মূল আর্টিকেল এখানে, এখানে ও এখানে।
মাসুদ করিম - ২৩ জুলাই ২০১০ (৮:৪৯ অপরাহ্ণ)
রামচন্দ্র গুহ তার কলকাতায় কাটানো জীবন নিয়ে এখনো জড়িত। এবছর জুনে তার প্রিয় শিক্ষক অঞ্জন ঘোষের মৃত্যুতে অসীম শ্রদ্ধায় লিখেছেন
পুরো পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৫ জুলাই ২০১০ (১০:৪০ পূর্বাহ্ণ)
আসছে ৩১ জুলাই মোহাম্মদ রফির ৩০ তম মৃত্যুবার্ষিকী। লতা স্মরণ করছেন এই অবিসংবাদিত শিল্পীকে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৬ জুলাই ২০১০ (৩:৫৮ অপরাহ্ণ)
আফগান যুদ্ধের লগ বই ফুটো করে দিয়েছে ‘Wikileak’, জার্মান পত্রিকা ‘স্পিগেল’-এর রিপোর্ট এখানে ও এখানে।
আর এখানে ফটোস্লাইডশো।
মাসুদ করিম - ২৬ জুলাই ২০১০ (৪:৪৪ অপরাহ্ণ)
জার্মান প্রেমমিছিলে বিপর্যয় : পড়ুন এখানে, দেখুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১০ (২:২৮ পূর্বাহ্ণ)
রোজা আসছে আমরা তো এক মাসের জন্য খাবার দোকান বন্ধ করার তোড়জোড় শুরু করে দিয়েছি। কী বিকট ইসলাম।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১০ (২:৩৭ পূর্বাহ্ণ)
৩০ বছরের জেল অনেকের পছন্দ হয়নি। তারা কমরেড ডুকের আরো কঠিন শাস্তি চেয়েছিল। পুরো খবর পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১০ (১০:২১ পূর্বাহ্ণ)
কিন্তু ৩৫ বছরের জেল, ৩০ হয়েছিল, আর এখন ১৯ বছর হয়ে গেল।
খবরের লিন্ক এখানে।
আমাদের ট্রাইবুনাল নিয়ে আমাদের আরো সতর্ক হতে হবে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১০ (১০:৩৪ পূর্বাহ্ণ)
বার্মিজ জান্তা দলের জন্য ভারতের প্রধানমন্ত্রীর এই আয়োজন। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১০ (৪:৩১ অপরাহ্ণ)
সাকার ডুবো তেলে কি শেখ হাসিনাকে ভাজা যাবে? আবোলতাবোল বকবকের সাথে যে পরিমাণ তেল দিচ্ছেন শেখ হাসিনাকে, সম্প্রতি যেমন মরণোত্তর তেলে নিজামীরা ভাসিয়ে দিচ্ছিলেন শেখ মুজিবকে, এখন কত দ্রুত এই ‘গালবিশারদ’ যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা যায় আমরা আছি সেই অপেক্ষায়। তার অহেতুক বকবক বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৭ জুলাই ২০১০ (৪:৪৫ অপরাহ্ণ)
এবারের খরা গতবারের চেয়েও বেশি বিপর্যয় সৃষ্টি করবে মনে হচ্ছে, এরমধ্যেই পানির অভাবে চাষীরা পাট জাগ দিতে পারছে না, ২/১ সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে পাটের প্রচুর ফলন সম্পূর্ণ মাঠে মারা যাবে। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৮ জুলাই ২০১০ (২:১৯ পূর্বাহ্ণ)
একটি রিপোর্ট, কারো হয়তো কাজে লাগতে পারে : Our Bodies Are Still Trembling: Haitian Women’s Fight Against Rape।
মাসুদ করিম - ২৮ জুলাই ২০১০ (৩:৪৭ অপরাহ্ণ)
ভারতের সাথে বাংলাদেশের ৩৫ বছর মেয়াদী ‘বিদ্যুৎশক্তি’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল। ২০১২-এর মধ্যে বাংলাদেশ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে। এই ৩৫ বছর মেয়াদের ভেতর বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানির সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশও ভারতকে বিদ্যুৎ পাঠাতে পারবে।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১০ (৯:৫৪ পূর্বাহ্ণ)
কাজে দেরীতে আসায় মৃত্যু।
মৃত কামরুন্নাহার বিউটির ছবি এখানে।
আগ্রহীরা সবসময় দৃকের শহীদুল আলমের ব্লগ ‘শহীদুলনিউজ‘ দেখতে পারেন। খবর ও ছবির অফুরন্ত সম্ভার।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১০ (১০:১৯ পূর্বাহ্ণ)
আধুনিক বাংলা গানের অন্যতম গীতিকার শ্যামল গুপ্ত বুধবার ২৮ জুলাই দক্ষিণ কলকাতায় তার নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পুরো খবর এখানে।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১০ (১০:২৫ পূর্বাহ্ণ)
সবচেয়ে বয়সী টুইটার ব্যবহারকারী আইভি বিন ১০৪ বছর বয়সে মারা গেলেন। পড়ুন এখানে।
রায়হান রশিদ - ৩০ জুলাই ২০১০ (৫:৩৯ অপরাহ্ণ)
আ কিউরিয়াস কেইস অভ শার্লে শ্যারড
লিখেছেন: এস এম মাহবুব মুর্শেদ
মাসুদ করিম - ৩০ জুলাই ২০১০ (১০:৫৭ অপরাহ্ণ)
জননেতা নুরুল ইসলামকে সৈয়দ মনজুরুল ইসলামের স্মরণ।
বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১০ (৭:০১ অপরাহ্ণ)
চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলি ধরে পার্বত্য চট্টগ্রামে কুলি পাচার : কী বিভৎস অভিযান, আহমেদ ছফার অগ্রন্থিত রচনা। বিস্তারিত পড়ুন এখানে।
মাসুদ করিম - ৩১ জুলাই ২০১০ (১০:১০ অপরাহ্ণ)
আফসার আমেদ : হিরে ও ভিখারিনি সুন্দরী রমণী কিস্সা এবং অনিল ঘড়াই : অনন্ত দ্রাঘিমা — এবার এদুটি উপন্যাস পেয়েছে বাংলা ভাষায় লেখা উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ‘বঙ্কিম পুরস্কার’।
লিন্ক এখানে।
Pingback: মুক্তাঙ্গন | প্রমতি | মাসুদ করিম