কয়েক সপ্তাহ আগে ব্লগে বাংলা লেখার সুবিধার্থে ছয়টি প্রচলিত কীবোর্ড সংযোজন করা হয়েছিল। কীবোর্ডগুলো হল: বিজয়, ইউনিজয়, প্রভাত, ফেনেটিক, ইনস্ক্রিপ্ট এবং মাউস দিয়ে বাংলা লেখার প্যাড। অনেক নিবেদিতপ্রাণ মানুষ এই কীবোর্ডগুলো তৈরিতে অবদান রেখেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার, লাভলু, সবুজ কুণ্ডু প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা তাঁদের কাজ করেছেন আমাদেরকে অমূল্য এ কীবোর্ডগুলো উপহার দেয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হল প্রায়োগিক অর্থে এগুলোকে কীভাবে আরো ত্রুটিহীন করা যায়, সে বিষয়ে নির্মাতাদের প্রয়োজনীয় মতামত দেয়া, যাতে এগুলোর আরো উন্নত ভার্সন তৈরি করা সম্ভব হয়। এ লক্ষ্যে আমারব্লগ, ক্যাডেট কলেজ ব্লগ এবং মুক্তাঙ্গন সম্মিলিতভাবে কাজ করছে। আমাদের সকল পাঠক ও লেখকদের প্রতি অনুরোধ থাকবে, তাঁরা যেন কীবোর্ডগুলো ব্যবহার করতে গিয়ে যে-সব সমস্যার সম্মুখীন হয়েছেন, তা এখানে মন্তব্য আকারে তুলে ধরেন। সব মন্তব্য একত্র করে আমরা কীবোর্ডগুলোর ত্রুটি সংশোধনে এবং সার্বিক মানোন্নয়নে মনোনিবেশ করতে চাই। এ উদ্যোগে সবার একান্ত সহযোগিতা কামনা করছি।
কয়েক সপ্তাহ আগে ব্লগে বাংলা লেখার সুবিধার্থে ছয়টি প্রচলিত কীবোর্ড সংযোজন করা হয়েছিল। কীবোর্ডগুলো হল: বিজয়, ইউনিজয়, প্রভাত, ফেনেটিক, ইনস্ক্রিপ্ট এবং মাউস দিয়ে বাংলা লেখার প্যাড। অনেক নিবেদিতপ্রাণ মানুষ এই কীবোর্ডগুলো তৈরিতে অবদান রেখেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার, লাভলু, সবুজ কুণ্ডু প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা তাঁদের কাজ করেছেন আমাদেরকে অমূল্য এ কীবোর্ডগুলো উপহার দেয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হল প্রায়োগিক অর্থে এগুলোকে কীভাবে আরো ত্রুটিহীন করা যায়, সে বিষয়ে নির্মাতাদের প্রয়োজনীয় মতামত দেয়া, যাতে এগুলোর আরো উন্নত ভার্সন তৈরি করা সম্ভব হয়। [...]