লেখকদের সুবিধার্থে উপরের এই ক্যালেন্ডারটি চালু করা হল যাতে লেখার বিষয়বস্তু নির্ধারণে তাঁদের কিছুটা হলেও অগ্রীম সহায়তা হয়। এই ক্যালেন্ডারটি সম্পূর্ণ নয়। সকলের প্রতি অনুরোধ থাকবে নিচের মন্তব্য কলামে কোনো বিশেষ দিন, তারিখ বা ঘটনা বাদ পড়ে থাকলে সে সব উল্লেখ করার জন্য, যাতে সেই সব দিন/ঘটনাও ক্যালেন্ডারে যুক্ত করে নেয়া সম্ভব হয়।
ধন্যবাদ।
Have your say
You must be logged in to post a comment.
৪৯ comments
বিনয়ভূষণ ধর - ২৩ ফেব্রুয়ারি ২০১০ (১১:০৫ পূর্বাহ্ণ)
খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ রায়হান…
রায়হান রশিদ - ২৮ ফেব্রুয়ারি ২০১০ (৮:২৭ অপরাহ্ণ)
বিনয়, উদ্যোগটা সামষ্টিক, আমার কিংবা ব্যক্তিগতভাবে কারও না। আর এর সাফল্যও নির্ভর করবে সবার স্বতস্ফূর্তভাবে তথ্য-প্রদান ও অংশগ্রহণের ওপর। আশা করি তোমার সহযোগিতা পাবো।
বিনয়ভূষণ ধর - ১ মার্চ ২০১০ (১২:১৩ অপরাহ্ণ)
আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো রায়হান এ কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
বিনয়ভূষণ ধর - ১ মার্চ ২০১০ (৯:১৯ অপরাহ্ণ)
২রা মার্চ: আমাদের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস
মাসুদ করিম - ২৮ ফেব্রুয়ারি ২০১০ (৯:৪৬ পূর্বাহ্ণ)
২৭ ফেব্রুয়ারি ২০০৪ : হুমায়ুন আজাদের ওপর মৌলবাদীদের নৃশংস হামলা
রায়হান রশিদ - ২৮ ফেব্রুয়ারি ২০১০ (৮:২৫ অপরাহ্ণ)
ধন্যবাদ মাসুদ ভাই। যুক্ত করে নেয়া হল। আর কোন্ তারিখ যুক্ত করা যেতে পারে?
মাসুদ করিম - ১ মার্চ ২০১০ (১২:৪৮ পূর্বাহ্ণ)
১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ : ছাত্র সংগ্রাম পরিষদের সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘটে পুলিশের গুলিতে প্রাণ হারায় জয়নাল দিপালী ও কাঞ্চন। স্বৈরাচারবিরোধী ছাত্রদের প্রতিরোধ আন্দোলনের এরাই প্রথম শহীদ।
মুক্তাঙ্গন - ১ মার্চ ২০১০ (৫:০৮ পূর্বাহ্ণ)
ধন্যবাদ।
ইমতিয়ার - ১ মার্চ ২০১০ (৩:৩০ পূর্বাহ্ণ)
২৮ ফেব্রুয়ারি ১৯৮৪ : সামরিক জান্তা হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ঢাকায় ছাত্রমিছিলে ট্রাক তুলে দিয়ে হত্যা করা হয় সেলিম ও দেলোয়ারকে। আহত হন আরও অনেকে।
১২ মার্চ ১৯১১ : সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের জন্ম।
২২ মার্চ ১৮৯৪ : মাস্টারদা সূর্যসেনের জন্ম।
১৮ এপ্রিল ১৯৩০ : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দিবস। বীরকন্যা প্রীতিলতার আত্মদান দিবস।
মুক্তাঙ্গন - ১ মার্চ ২০১০ (৫:০৯ পূর্বাহ্ণ)
ধন্যবাদ। ক্যালেন্ডারে যুক্ত করা হলো।
গৌতম - ১ মার্চ ২০১০ (১১:২৯ পূর্বাহ্ণ)
দারুণ উদ্যোগ। আশা করি কিছু কিছু বিশেষ দিন, তারিখ বা ঘটনার কথা জানাতে পারবো।
মুয়িন পার্ভেজ - ৬ মার্চ ২০১০ (১২:৫৬ পূর্বাহ্ণ)
১৮ মার্চ ১৯৭৪ : বুদ্ধদেব বসুর মৃত্যু।
রণদীপম বসু - ৯ মার্চ ২০১০ (১২:২০ পূর্বাহ্ণ)
দারুণ কাজ হয়েছে। আশা করছি খুব কাজে আসবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মাসুদ করিম - ৯ মার্চ ২০১০ (১০:১৮ পূর্বাহ্ণ)
২৮ ফেব্রুয়ারি ১৯৩০ : সাংবাদিক এবিএম মূসার জন্মদিন।
২৮ ফেব্রুয়ারি ২০১০ : নাট্য নিদের্শক কুমার রায়ের মৃত্যুদিন।
মুয়িন পার্ভেজ - ১০ মার্চ ২০১০ (১২:৫৯ অপরাহ্ণ)
৮ মার্চ ১৯৪২ : আততায়ীর হামলায় মার্ক্সবাদী সাহিত্যিক সোমেন চন্দের মৃত্যু।
মুয়িন পার্ভেজ - ১১ মার্চ ২০১০ (৩:১০ অপরাহ্ণ)
৯ ফেব্রুয়ারি ১৯৭৯ : সাহিত্যিক বনফুলের মৃত্যু।
মুয়িন পার্ভেজ - ১২ মার্চ ২০১০ (১১:১৩ পূর্বাহ্ণ)
১৩ মার্চ ১৯২২ : আনন্দবাজার পত্রিকা-র প্রথম প্রকাশ।
মুয়িন পার্ভেজ - ১২ মার্চ ২০১০ (৫:২৩ অপরাহ্ণ)
১৪ মার্চ ১৯৭৬ : কবি জসীমউদ্দীনের মৃত্যু।
কামরুজ্জামান জাহাঙ্গীর - ১২ মার্চ ২০১০ (১০:৪৩ অপরাহ্ণ)
মনসুর আল-হাল্লাজ একজন মরমী সুফিসাধক, পরমাত্মাকে সন্ধানের একপর্যায়ে তিনি অনুভব করতে থাকেন যে তার অস্তিত্বে ঈশ্বরত্বের সন্ধান মিলছে। এভাবেই ব্যক্তিসত্তার এক উপলব্ধি জাগে তার। তিনি একহিসাবে জন্মসত্তার নিজস্ব বিকাশ প্রকাশ করলেন। নিজেকে আনাল-হক্ক মানে আমিই ঈশ্বর বলে দাবি করতে থাকেন। তার বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগ আনা হয়। পারসিব এই কবিকে ৯১৩ সালে আটক করা হয়। মৃত্যুঅবধি তাকে বন্দিই রাখা হয়। ২৭ মার্চ তারিখে তাকে শিরশ্ছেদ করে হত্যার পর তার মৃতদেহে তেল ছিটিয়ে দিয়ে অগ্নিদগ্ধ করা হয়। তিনি মূলত ভাবান্দোলনের একজন শহীদ, তাকে বলা হয় ”প্রমিথিয়ান পার্সনালিটি’।
রেজাউল করিম সুমন - ১৩ মার্চ ২০১০ (৪:৩৯ অপরাহ্ণ)
আন্তর্জাতিকভাবে উদ্যাপিত বিভিন্ন দিবসের এই তালিকাও কাজে লাগতে পারে। পৃষ্ঠাটির নীচের দিকে আরো কয়েকটি দিবস-তালিকার লিংক দেওয়া আছে।
কামরুজ্জামান জাহাঙ্গীর - ১৪ মার্চ ২০১০ (৭:৩৬ পূর্বাহ্ণ)
তালিকাটি বেশ দরকারি এবং মজারও বটে। আন্তর্জাতিক হিপনোটিজম ডে-ও আছে! তবে একজন লেখকই পারেন নিজের মৃতদেহ (মার্কেজই তো তা লিখেছিলেন?) নিজে বহন করার মতো সর্বাত্মক আত্মনিয়ন্ত্রণকারী একটা ক্ষণ পালন করতে।
মুয়িন পার্ভেজ - ১৪ মার্চ ২০১০ (১২:৩৭ অপরাহ্ণ)
রেজাউল করিম সুমনকে ধন্যবাদ জানাই এই উপকারী তারিখ-তালিকাটি সংযুক্ত করার জন্য। একসঙ্গে অনেক তারিখ পাওয়া গেল, তবে সব তারিখই বোধহয় লেখক ক্যালেন্ডার-এ রাখার দরকার নেই। Darwin Day (February 12) বা Human Rights Day (December 10)-কে তালিকাভুক্ত করার ব্যাপারে সম্ভবত কারও দ্বিমত থাকার কথা নয়, কিন্তু International Picnic Day (June 18) বা Valentines Day (February 14) আমাদের তেমন কাজে আসবে কী? আরও কিছু প্রয়োজনীয় দিবস আছে — World Hepatitis Day (May 19) বা World Diabetes Day (November 14)-র মতো স্মরণযোগ্য দিবস — কিন্তু মুক্তাঙ্গন-এর জন্য এগুলো খুব প্রাসঙ্গিক মনে হয় না। Telugu Language Day (August 29)-কে বলা যায় International Mother Language Day (February 21)-রই একটি সহধর্মী দিবস, তবে উইকিপিডিয়া-র পাতায় এ-সম্পর্কে বিস্তারিত তথ্য নেই; The Hindu পত্রিকায় একটি সংক্ষিপ্ত বিবরণ পাচ্ছি — এতে দেখা যাচ্ছে তারিখেরই গরমিল :
অর্থাৎ, তথ্যঝুঁকির কারণেই ক্যালেন্ডারে নির্বিচারে তারিখ যুক্ত করা উচিত হবে না। ভালো হয়, যদি এই তালিকা থেকে আমরা আরেকটি সুনির্বাচিত ও পরিশুদ্ধ তালিকা তৈরি করতে পারি, আমাদেরই চিন্তা ও কাজের পরিসরের কথা বিবেচনা ক’রে।
মাসুদ করিম - ২২ এপ্রিল ২০১০ (৯:০৯ পূর্বাহ্ণ)
২২ এপ্রিল ১৮৭০ : ভি. আই. লেনিনের জন্মদিন।
মোহাম্মদ আরিফউদ্দিন - ৯ মে ২০১০ (৭:৪৫ অপরাহ্ণ)
good.. ভালই……….
বাবুল হোসেইন - ৫ জুলাই ২০১০ (১:১৬ পূর্বাহ্ণ)
অনেক উপকারী। কাজে লাগবে।
নুর নবী দুলাল - ৭ সেপ্টেম্বর ২০১০ (৬:৩৪ অপরাহ্ণ)
চমৎকার একটি উদ্দ্যেগ। তবে তা হতে হবে লেখক ও ব্লগের সাথে প্রাসঙ্গিক। আমার ধারনা প্রতিদিন একটি বিশেষ দিন আছেই, পৃখিবীর কোথাও না কোথাও। উদ্দ্যেক্তাদের ধন্যবাদ।
Sherder - ৭ সেপ্টেম্বর ২০১০ (১১:৪১ অপরাহ্ণ)
ধন্যবাদ সকলকে এটা আমার জীবণের প্রথম বাংলা লেখা । অনতরে একটু সাহস পাচিছ ।
রায়হান রশিদ - ৮ সেপ্টেম্বর ২০১০ (৪:১০ পূর্বাহ্ণ)
অভিনন্দন আপনাকে এবং মুক্তাঙ্গন এ স্বাগতম।
jahid - ১৭ সেপ্টেম্বর ২০১০ (৭:৫৩ অপরাহ্ণ)
বেশ ভাল লাগলো
নুর নবী দুলাল - ১১ অক্টোবর ২০১০ (১:৪৭ অপরাহ্ণ)
৯ই অক্টোবর চে’র মৃত্যুবার্ষিকী…। ক্যালেন্ডারে অর্ন্তভূক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
hasanpoet - ৪ ফেব্রুয়ারি ২০১১ (১১:২০ অপরাহ্ণ)
নাইস!
মাসুদ করিম - ৫ মে ২০১১ (১২:৫৬ অপরাহ্ণ)
আজই প্রথম খেয়াল করলাম, ০৫ মে শুধু কার্ল মার্কসের জন্মদিন নয়, ০৫ মে প্রীতিলতারও জন্মদিন।
কার্ল মার্কস : জন্ম ০৫ মে ১৮১৮।
অগ্নিকন্যা প্রীতিলতা : জন্ম ০৫ মে ১৯১১। ও! আজ তো তাহলে এই অসাধারণ সংগ্রামীর জন্মশতবর্ষও। মার্কস, রবীন্দ্রনাথের ভীড়ে প্রীতিলতার জন্মদিনটাকে আমরা হারিয়ে ফেলেছি।
মাসুদ করিম - ২৩ মে ২০১১ (৯:৫৯ পূর্বাহ্ণ)
১৯২১ সালের ২১ মে আন্দ্রেই শাখারভের জন্মদিন।
১৭৭২ সালের ২২ মে রামমোহন রায়ের জন্মদিন।
রেজাউল করিম সুমন - ২৫ মে ২০১১ (১:৫৯ পূর্বাহ্ণ)
গত রবিবার (২২ মে ২০১১) গভীর রাতে ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন উপমহাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, চলচ্চিত্র সমালোচক, পরিচালক, অনুবাদক চিদানন্দ দাশগুপ্ত।
শ্রীদাশগুপ্তের সংক্ষিপ্ত পরিচিতি : এখানে, মৃত্যুসংবাদ : এখানে।
রেজাউল করিম সুমন - ২৫ মে ২০১১ (২:৪১ পূর্বাহ্ণ)
গতকাল (২৪ মে) ছিল বব ডিলান-এর সপ্ততিতম জন্মদিন।
পড়ুন : ‘Bob Dylan at 70: revolution in the head, revisited’।
মাসুদ করিম - ৩০ মে ২০১১ (৬:০৩ অপরাহ্ণ)
২৯ মে ১৯৫৩ : তেনজিং নরগে শেরপা ও স্যার এডমুন্ড হিলারির এভারেস্ট জয়।
২৯ মে ২০০৮ : নেপালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। দু’শ বছরের বেশি কাল স্থায়ী রাজতন্ত্রের অবসান।
মাসুদ করিম - ২৯ জুলাই ২০১১ (৬:৩৩ অপরাহ্ণ)
১. ২৭ জুলাই ১৯৩১, পল্লীগীতি শিল্পী আব্দুল আলীমের জন্ম।
২. ১৪ অগাস্ট ১৯৩১, রবীন্দ্রগবেষক ও ভারততত্ত্ববিদ কাজুও আজুমার জন্ম।
মাসুদ করিম - ১ অক্টোবর ২০১১ (৬:৩৮ অপরাহ্ণ)
১. ২৮ সেপ্টেম্বর ১৯২৯ : লতা মঙ্গেশকরের জন্মদিন।
২. ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ : শেখ হাসিনার জন্মদিন।
৩. ২৬ সেপ্টম্বর ১৯৩২ : মনমোহন সিংয়ের জন্মদিন।
মাসুদ করিম - ২ অক্টোবর ২০১১ (৮:৫৪ পূর্বাহ্ণ)
০২ অক্টোবর ১৮৬৯ : মহাত্মা গান্ধীর জন্মদিন।(মৃত্যু : ৩০ জানুয়ারি ১৯৪৮)
০৬ মে ১৮৬১ : মতিলাল নেহেরুর জন্মদিন। (মৃত্যু : ০৬ ফেব্রুয়ারি ১৯৩১)
১৪ এপ্রিল ১৮৯১ : বি আর আম্বেদকর-এর জন্মদিন।(মৃত্যু : ০৬ ডিসেম্বর ১৯৫৬)
sarkar sharif - ৫ অক্টোবর ২০১১ (১১:২৩ অপরাহ্ণ)
দারুণ উদ্যোগ। আশা করি কিছু কিছু বিশেষ দিন, তারিখ বা ঘটনার কথা জানাতে পারবো।
রেজাউল করিম সুমন - ১৫ অক্টোবর ২০১১ (১:২৪ পূর্বাহ্ণ)
সোমনাথ হোর
জন্ম : ১৩ এপ্রিল ১৯২১
মৃত্যু : ৬ অক্টোবর ২০০৬
মাসুদ করিম - ১৭ অক্টোবর ২০১১ (৬:১২ অপরাহ্ণ)
১৭ অক্টোবর ১৯২০ : ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাদিবস।
১৭ অক্টোবর ১৯৫৫ : স্মিতা পাতিলের জন্মদিন। (মৃত্যু : ১৩ ডিসেম্বর ১৯৮৬)
মাসুদ করিম - ২৬ অক্টোবর ২০১১ (৫:৪৫ অপরাহ্ণ)
শেরে বাংলা এ কে ফজলুল হক
জন্ম : ২৬ অক্টোবর ১৮৭৩
মৃত্যু : ২৭ এপ্রিল ১৯৬২
রশীদ তালুকদার
জন্ম : ২৪ অক্টোবর ১৯৩৯
মৃত্যু : ২৫ অক্টোবর ২০১১
মাসুদ করিম - ১৯ নভেম্বর ২০১১ (৯:০৪ পূর্বাহ্ণ)
ইন্দিরা গান্ধী
জন্ম : ১৯ নভেম্বর ১৯১৭
মৃত্যু : ৩১ অক্টোবর ১৯৮৪
সলিল চৌধুরী
জন্ম : ১৯ নভেম্বর ১৯২২
মৃত্যু : ০৫ সেপ্টেম্বর ১৯৯৫
মাসুদ করিম - ২০ নভেম্বর ২০১১ (১২:৫১ পূর্বাহ্ণ)
ফয়েজ আহমেদ ফয়েজ
জন্ম : ১৩ ফেব্রুয়ারি ১৯১১
মৃত্যু : ২০ নভেম্বর ১৯৮৪
chowdhury002 - ১৫ মার্চ ২০১২ (৬:২৮ পূর্বাহ্ণ)
আমি খুব নতুন। উদ্যোগটা দারুণ। বিশেষ বিশেষ দিন, তারিখ সহজেই জেনে নিতে পারবো।
সবাইকে শুভেচ্ছা।
Suman Tinku - ১০ জুন ২০১৩ (১:৪৫ পূর্বাহ্ণ)
আজ কিছুই লিখলা্ম না। পরিচিতি পর্বই শুধু। পরে লেখা্র চেষ্টা হবে।,
নূরুস সাফা - ১৫ ডিসেম্বর ২০১৪ (১০:০৫ অপরাহ্ণ)
উপরের দিনপঞ্জিতে একটা অসঙ্গতি আমার নজরে এসেছে। তা হচ্ছে, প্রাপ্ত তথ্য থেকে আমরা জানি যে প্রীতিলতা ওয়াদ্দেদার-এর নেতৃত্বে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমন করা হয়েছিল ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটের দিকে। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে ১৫ জনের একটা বিপ্লবী দল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমন করে। ঐ ক্লাবে অবস্থানরত কিছু ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল। তারাও পাল্টা আক্রমন করলে প্রীতিলতা ওয়াদ্দেদার গুলিতে আহত হন এবং ইংরেজদের হাতে ধরা পড়া এড়াতে তিনি পটাসিয়াম সায়নাইড খেয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কিন্তু আপনারা বলছেন, “১৮ এপ্রিল ১৯৩০। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বীরকন্যা প্রীতিলতার আত্মদান”।
আমার মনে হয় আপনাদের তথ্য সঠিক নয়।
তাজমুল ইসলাম তাজু - ১০ নভেম্বর ২০১৫ (১০:৫৭ পূর্বাহ্ণ)
খুব খুব ভাল উদ্যোগ বটে। আশা করি আগামীতে নতুন কবি লেখকদোর জন্ম তারিখও এখানে সংযোজন করা হবে। মুক্তাঙ্গন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ।