এ সপ্তাহের লিন্ক : ১৪ সেপ্টেম্বর ২০০৮

পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিন্ক:

বাংলাদেশ: স্থানীয় সরকার কাঠামো এবং ‘ফেডারেল’ মডেল

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যাবস্থা এবং সারা দেশে অঞ্চল ভেদে সুষম উন্নয়ন সম্পর্কে একটি New Age সম্পাদকীয় । ফেডারেল রাষ্ট্র কাঠামোর যে কথা এখানে বলা হয়েছে সেটি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বড় আলোচনা হতে পারে; আগ্রহী কেউ লিখুন না এ বিষয়ে?

কিছু সাম্প্রতিক মানবাধিকার আপীল

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলা অনলাইন কমিউনিটি– তে প্রকাশিত কয়েকটি মানবাধিকার আপীলের লিংক:

ক) ড. বিনায়ক সেন (ভারত)
খ) সঞ্জীব কুমার কর্ণ (নেপাল)
গ) উড়িষ্যা রাজ্যের কানধামাল জেলার জনগণ (ভারত)

নাইজেরিয়া: ওগোনি ল্যান্ড এবং শেল অয়েল

আবারো খবর তেরী করছে নাইজেরিয়ার ওগোনি ল্যান্ড এবং শেল অয়েল কোম্পানী। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক রিপোর্ট দ্রষ্টব্য।

১৩ বছর আগে যা ঘটেছিল: নাইজেরীয় সরকারের সাথে যোগসাজসে ওগোনীল্যান্ডে বিদেশী তেল কোম্পানীগুলোর (মূলতঃ শেল অয়েল) তৎপরতা, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবেশবাদী নেতা ‘কেন সারও‌-উইয়া’-র প্রতিবাদ এবং পরবর্তীতে নাইজেরীয় সামরিক জান্তার পাতানো মামলার রায়ে তাঁর মৃত্যুদন্ড। এই লিন্কটি দেখুন।

টয়োটা করপোরেশন বনাম শ্রমিক স্বার্থ

করপোরেট ওয়াচের সাম্প্রতিক এই রিপোর্টটি ‘বিশ্বনন্দিত’ গাড়ী প্রস্তুককারক টয়োটা করপোরেশন নিয়ে। রিপোর্টটিতে টয়োটা কোম্পানীর কারখানায় মানবেতর কাজের পরিবেশ, শ্রমিক শোষণ, শ্রমিক স্বার্থবিরোধী কর্মকান্ড, ট্রেড ইউনিয়ন বিরোধী তৎপরতা এবং ক্ষেত্রবিশেষে সামরিক একনায়কতন্ত্রের (যেমন: বার্মা / মায়ানমার) সাথে আঁতাতের বিষয়গুলো উঠে এসেছে।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৪ comments

  1. সৈয়দ তাজরুল হোসেন - ১৭ সেপ্টেম্বর ২০০৮ (২:৫২ অপরাহ্ণ)

    বাংলাদেশের স্থানীয় সরকার ব্যাবস্থা এবং সারা দেশে অঞ্চল ভেদে সুষম উন্নয়ন সম্পর্কে একটি New Age সম্পাদকীয় । ফেডারেল রাষ্ট্র কাঠামোর যে কথা এখানে বলা হয়েছে সেটি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বড় আলোচনা হতে পারে, উপযুক্ত আগ্রহী কেউ লিখুন না এ বিষয়ে ।

  2. Buddha Deb - ২১ সেপ্টেম্বর ২০০৮ (১২:৪৫ অপরাহ্ণ)

    আমি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলা অনলাইন কমিউনিটি– তে প্রকাশিত কয়েকটি আপীলের লিংক পাঠকদের জ্ঞাতার্থে সুপারিশ করতে চাই।
    ১। ড. বিনায়ক সেন (ভারত)
    ২। সঞ্জীব কুমার কর্ণ (নেপাল)
    ৩। উড়িষ্যা রাজ্যের কানধামাল জেলার জনগণ (ভারত)

  3. রায়হান রশিদ - ২১ সেপ্টেম্বর ২০০৮ (১:২২ অপরাহ্ণ)

    নাইজেরিয়া: ওগোনি ল্যান্ড এবং শেল অয়েল

    আবারো খবর তেরী করছে নাইজেরিয়ার ওগোনি ল্যান্ড এবং শেল অয়েল কোম্পানী। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক রিপোর্ট দ্রষ্টব্য।

    ১৩ বছর আগে যা ঘটেছিল: নাইজেরীয় সরকারের সাথে যোগসাজসে ওগোনীল্যান্ডে বিদেশী তেল কোম্পানীগুলোর (মূলতঃ শেল) তৎপরতা, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবেশবাদী নেতা ‘কেন সারও‌-উইয়া’-র প্রতিবাদ এবং পরবর্তীতে নাইজেরীয় সামরিক জান্তার পাতানো মামলার রায়ে তাঁর মৃত্যুদন্ড। এই লিন্কটি দেখুন।

  4. রায়হান রশিদ - ২১ সেপ্টেম্বর ২০০৮ (১:২৮ অপরাহ্ণ)

    টয়োটা করপোরেশন বনাম শ্রমিক স্বার্থ

    করপোরেট ওয়াচের সাম্প্রতিক এই রিপোর্টটি ‘বিশ্বনন্দিত’ গাড়ী প্রস্তুককারক টয়োটা করপোরেশন নিয়ে। রিপোর্টটিতে টয়োটা কোম্পানীর কারখানায় মানবেতর কাজের পরিবেশ, শ্রমিক শোষণ, শ্রমিক স্বার্থবিরোধী কর্মকান্ড, ট্রেড ইউনিয়ন বিরোধী তৎপরতা এবং ক্ষেত্রবিশেষে সামরিক একনায়কতন্ত্রের (যেমন: বার্মা / মায়ানমার) সাথে আঁতাতের বিষয়গুলো উঠে এসেছে।

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.