ছোট্ট পোস্টে পাড়ি

আজ থেকে আর ব্লগে স্বতন্ত্রভাবে ‘ছোট্ট পোস্ট’ পোস্ট করব না। তার পরিবর্তে এখন থেকে এই পোস্টটিতে নিয়মিত সংকলন করব। [...]

চিরায়ত চিন্তা, আমার কাছে, ছোট্ট বাক্য বা পোস্টে সবচেয়ে ভাল প্রকাশ করা যায়। টুইটারে কী লিখব এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমার হাতে ধরা দেয় আমার প্রিয় ‘ছোট্ট পোস্ট’, এরপর দেখা গেল টুইটারে নয় ব্লগেই পোস্ট করতে শুরু করেছি। আজ থেকে আর ব্লগে স্বতন্ত্রভাবে ‘ছোট্ট পোস্ট’ পোস্ট করব না। তার পরিবর্তে এখন থেকে এই পোস্টটিতে নিয়মিত সংকলন করব। সবার উপরে থাকবে সবচেয়ে পুরনো এবং সবার নিচে থাকবে সবচেয়ে নতুন ‘ছোট্ট পোস্ট’।

ক্ষুদ্রঋণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

বাঁচায় ঋণ, মারে কিস্তি।

‘স্বাস্থ্যসেবা’ নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমার স্বাস্থ্য, অন্যের সম্পদ।

ক্রমবর্ধমান কৃষিঝুঁকি নিয়ে একটি ছোট্ট পোস্ট

যত বোনা তত মরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি ছোট্ট পোস্ট

ভোট হোক না হোক, আজ ১৮ ডিসেম্বর।

গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্র আছে কি নেই—এ নিয়ে একটি ছোট্ট পোস্ট

নাই দেখে খাচ্ছ, থাকলে কোথায় পেতে।

সাম্প্রদায়িকতার বিশ্বায়নে উদ্বিগ্ন সাম্প্রদায়িক মানুষের মনোভাব নিয়ে একটি ছোট্ট পোস্ট

তুমি সাম্প্রদায়িক আমি বিশ্বজনীন।

না ভোট নিয়ে একটি ছোট্ট নির্বাচনী প্রচারণা পোস্ট

না ভোট দেবেন না, এবার নাও ভোট দিন।

আপনার নীতি আছে কি নেই? এই প্রশ্নের উত্তর নিয়ে একটি ছোট্ট পোস্ট

অবশ্যই আছে – এগুলো দেখুন, পছন্দ না হলে বলুন, আমার আরো আছে।

“Of course, I have principles – and if you don’t like those, I have others” Groucho Marx.

সুবিধাবাদ বিষয়ক একটি ছোট্ট পোস্ট

আমরা চূড়ান্ত সুবিধাবাদী। কাউকে ছেড়ে কথা বলি না, সবাইকে নিয়ে কথা বলি।

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটি ছোট্ট পোস্ট

যেন নদীর ভাঙাগড়া। জমিভিটা যায় মানুষের, চরদখল করে গডফাদার।

কালো টাকা সাদা করা নিয়ে একটি ছোট্ট পোস্ট

সাদাই যদি হয় কালো টাকা তোমার
কালো কি হবে না সাদা টাকা সবার?

পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির মনোভাব নিয়ে একটি ছোট্ট
পোস্ট

পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে ঘৃণা করো, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীকে নয়।

লিবারহান কমিশনের রিপোর্টে ভারতের তখনকার প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে কার্যত অব্যাহতি দেওয়ার কারণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

বাবরি মসজিদ যখন ভাঙ্গা হচ্ছিল, রাও তখন ঘুমাচ্ছিলেন।

Report of the Liberhan Ayodhya Commission & Liberhan’s List

আমদানিরপ্তানি : একটি ছোট্ট পোস্ট

ইতিহাসের সত্য
রপ্তানি : শেখ মুজিব এন্ড কোম্পানি মুসলিম লীগকে পাকিস্তানে রপ্তানি করেন।
আমদানি : জিয়াউর রহমান এন্ড কোম্পানি জামায়াতে ইসলামীকে বাংলাদেশে আমদানি করেন।

জাদুর বাস্তবতা
রপ্তানি : আহমেদ এন্ড কোম্পানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্রিটেনে রপ্তানি করেন।
আমদানি : তারেক রহমান এন্ড কোম্পানি ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টিকে বাংলাদেশে আমদানি করেন।

অধিকৃত উদ্বৃত্ত মূল্যের নিয়ন্ত্রকদেরই হাতে কুক্ষিগত ক্ষমতা নিয়ে একটি ছোট্ট পোস্ট

শাসন করা তারই সাজে শোষণ করে যে।

মৃত মহাপুরুষদের জনপ্রিয়তার প্রধান কারণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

মৃতদের মতবাদ থাকে, মতামত থাকে না।

ছয় ঋতুর কর্মকাণ্ড নিয়ে একটি ছোট্ট পোস্ট

বর্ষায় বিহার শীতে নিদ্রা, কাজ করার কোনো ইচ্ছে নেই আমার, হেমন্তে গান গরমে স্নান, শরৎ নৌকায় বসন্ত ভাষায়।

ডাকঘর ও চিঠি নিয়ে একটি ছোট্ট পোস্ট

একটা খামকে কে সুন্দর করে ? — ডাকটিকেট, আর ডাকটিকেটকে ? — ডাকঘরের সিলমোহর। সুন্দর যোগাযোগ চিঠির যোগাযোগ। সুন্দরতম সাইট — ডাকঘর।

শাসকের বন্ধুদের মধ্যে দুই বিশেষ বন্ধুর প্রকৃতি নিয়ে একটি ছোট্ট পোস্ট

শাসকের অনেক বন্ধু। পুলিশ নিষ্ঠুরতম, বুদ্ধিজীবী নিকৃষ্টতম।

পৃথিবীর সবচেয়ে বড় আপত্তি নিয়ে একটি ছোট্ট পোস্ট

একটু + নিচ্ছে একটু – দিচ্ছে একটু × করছে একটু ÷ করছে, দেখি, কারো কোনো উদ্বেগ নেই। কিন্তু যখনই = অধিকার চাই তখনি তেড়ে আসে উগ্র আপত্তি।

পৃথিবীতে কয়টি মহাদেশ এই প্রশ্নের উত্তর নিয়ে একটি ছোট্ট পোস্ট

পৃথিবীতে আটটি মহাদেশ, সবাই ভুল করে সাতটি বলে : ইতিহাস, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা।

যারা সমকামিতা প্রকৃতিবিরুদ্ধ বলে তাদের উদ্দেশে একটি ছোট্ট পোস্ট

সব যৌনতাই প্রকৃতিবিরুদ্ধ, কারণ যৌনতা প্রকৃতির ডাক নয়।

বাংলাদেশের কুটিলতম সংক্রমণ নিয়ে একটি ছোট্ট পোস্ট

রোগই সংক্রামক, তাই চারিদিকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের দিকের মানুষদের রাজাকারদের দিকে হেলে পড়তে দেখা যায়। রাজাকারদের মধ্যে এই হেলদোল দেখা যায় না।

বর্তমান আরব জাগরণের রাজনৈতিক ‘স্পিরিট’ নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমাকে একপা আগাতে দিন যেন আমি দুপা পেছাতে পারি।

আমার বিশ্বাস নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমি ইসলাম ঘৃণা করি, হিন্দুত্ববাদ ঘৃণা করি, ঘৃণা করি বৌদ্ধবাদ, খ্রিস্টবাদ, শিখবাদ, জৈনবাদ ও অন্যান্য সব ধর্মীয় অনুশাসন, আমি নাস্তিক্যবাদও ঘৃণা করি। আমি সংস্কৃতি ভালবাসি, আমি সংস্কৃতিতে বাঁচি।

মমতা ব্যানার্জি ও নীলসাদা কলকাতা নিয়ে একটি ছোট্ট পোস্ট

মমতা গান্ধী হতে চেয়েছিল, তেরেসা হতে দিল না, নীলে সব বিলীন হয়ে গেল, নীলসাদা কলকাতা গান্ধীকে তো ডুবাবেই, ডুবাবে তেরেসাকেও।

আমার সমস্যা নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমার সমস্যা হচ্ছে, আমি চিন্তা করি।

আর কোনো কারণ নেই কিন্তু এনিয়ে একটি ছোট্ট পোস্ট

হিন্দু মুসলমান ভাই ভাই, বোনদের কারণে সম্প্রীতি নাই।

কবি ও পাঠক নিয়ে একটি ছোট্ট পোস্ট

পাঠকরাই অমর, কবিরা চলে যায়।

পৃথিবীতে এত জায়গা থাকতে বাংলাদেশে কেন সামাজিক ব্যবসার পত্তন হল এনিয়ে একটি ছোট্ট পোস্ট

আলমাসে ইউনূস নিয়মিত লুকিয়ে লুকিয়ে সামাজিক ছবি দেখতেন।

ঋণসংকট থেকে মুক্তির চূড়ান্ত জনস্নেহবাদী আহ্বান নিয়ে একটি ছোট্ট পোস্ট

হে ভিক্ষুক এই বাজার তোমাকেও ঋণপ্রদানে ইতস্তত করেনি, আজ বাজারকে সমুন্নত রাখার স্বার্থে তুমিও ঝুলি উজাড় করে বাজারকে ঋণপ্রদানে বাধ্য তো থাকবে।

ডান বাম মধ্যের গল্প নিয়ে একটি ছোট্ট পোস্ট

ডান হাতে বামের মন্দিরা তো ভালই বাজত, বামের হাতেও ডানের মন্দিরা বাজতে কোনো ভুল করছে না। কাল নিরবধি : বাম নিশ্চিন্তে চলে ডানের সাথে তিনিই মধ্য যিনি থাকেন উভয়সংকটে।

আমার অনবধানতা নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমি অন্যভাবে চলি আমি অন্যভাবে বলি — আমি পেশাদার নই আমি চিন্তাবিদ।

টাকা ও ঠগ নিয়ে দুটি প্রবাদ এক করলে বিভ্রমবাস্তবতা সৃষ্টি হয় এনিয়ে একটি ছোট্ট পোস্ট

টাকা গাছে ধরে না কিন্তু ঠগ বাছতে গাঁ উজাড়।

ভুল ভ্রান্তির কারণ একটাই এনিয়ে একটি ছোট্ট পোস্ট

ডেমোক্রেসি যে এত ভুল ভ্রান্তিতে ভরা তার কারণ একটাই, এটা যে ডেমো।

কুকুরের লেজ ও ছাগুর ত্যানা নিয়ে একটি ছোট্ট পোস্ট

দৈবদুর্বিপাকে কুকুরের লেজও সোজা হয়ে যেতে পারে কিন্তু ছাগুর ত্যানা নৈব নৈব চ।

কেন ভাঙ্গে বাম কেন বামের নেই কোনো কাম এনিয়ে একটি ছোট্ট পোস্ট

আনু তব মনোভুমি

বামের জন্মস্থান

বদরুদ্দিনের চেয়ে সত্য জেনো

আর্মি ও আমলার বুদ্ধির স্থান নিয়ে একটি ছোট্ট পোস্ট

আর্মির বুদ্ধি থাকে হাঁটুতে আর আমলার পেটে।

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে মুহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া নিয়ে একটি ছোট্ট পোস্ট

তিনি ব্যবসাকে করেছেন সামাজিক আর যুদ্ধাপরাধীর বিচারকে করেছেন অসামাজিক।

শাপলা চত্বর হেফাজতমুক্ত করতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অসংখ্য লাশ গুম করার অভিযোগ নিয়ে একটি ছোট্ট পোস্ট

হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হ্যাপাজটিল লাশ সত্যিই গুম হয়েছে, তবে সেগুলো সব জিন্দালাশ, যাত্রাবাড়ির দিকে বেরিয়ে যাওয়ার পথ দিয়ে তারা গুম হয়ে গেছে।

একটি স্লোগানকে, অহিংস গান্ধীবাদকে ও বিশ্বশান্তিকে একসঙ্গে ব্যাঙ্গ করার ক্ষয়ঙ্কর প্রচেষ্টা নিয়ে একটি ছোট্ট পোস্ট

ক্ষয় করি না বুলেট বোমা
আমরা সবাই গান্ধীসোনা

কবিতা পড়া ও গালি দেয়ার আন্তসম্পর্ক নিয়ে একটি ছোট্ট পোস্ট

সকলেই দেখিতেছি নজরুলকে ভুলিয়া গিয়াছে চুল না রাখিয়া দাড়ি রাখিতেছে — গালির বকলমে কবিতা না পড়িয়া, কবিতার বকলমে গালি পাড়িতেছে।

ইসলামবাদীদের আয়উন্নতি নিয়ে একটি ছোট্ট পোস্ট

ইসলামবাদীদের আয় হবে উন্নতি হবে না।

বান ভান নিয়ে একটি ছোট্ট পোস্ট

মুখে নীতিবান কাজে নীতিভান।

লেখার সার্থকতা ও লেখকের আয় নিয়ে একটি ছোট্ট পোস্ট

কোনো লেখা পাঁচজনে পড়লে দশজনে দেখলেই লেখাটা সার্থক হয়ে যায় — তারপর যা হবে তা একেবারেই অভাবিত, সত্যিই অভাবিত — এবং মার্কেটিং এর কাজও তাই। আর তাই ভাল মার্কেটিংই শুধু পারে লেখকের আয় বলে কিছু থেকে থাকলে তাকে সম্ভব করতে।

সময় অসময় নিয়ে একটি ছোট্ট পোস্ট

সময় খারাপ অসময় ভাল।

যাদুঘর ইউনূস হেফাজত নিয়ে একটি ছোট্ট পোস্ট

ইতিহাসের সন্ধিক্ষণে বাংলাদেশ : দারিদ্রের যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইউনূস আর ইসলামের যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে হেফাজত।

নগরে মফস্বলে বৃষ্টি দুর্ভোগ নিয়ে একটি ছোট্ট পোস্ট

মেঘ না পড়তেই জল।

মিথ্যার দাপট নিয়ে একটি ছোট্ট পোস্ট

সত্য নিঃসঙ্গ, মিথ্যার আছে চরাচরব্যাপী রাইট নাইট ক্লাব।

পাকিস্তান নিয়ে একটি ছোট্ট পোস্ট

পাকিস্তান তো কোনো দেশের নাম নয়, পাকিস্তান কোনো রাষ্ট্রেরও নাম নয়, পাকিস্তান একটি ব্যাধির নাম।

কোনো ব্যাখ্যা ছাড়া একটি ছোট্ট পোস্ট

মুক্তচিন্তা মানে যত্রতত্র মূত্রচিন্তা নয়।

সিরিয়ায় ওবামা অল্প করে আঘাত হানবেন এনিয়ে একটি ছোট্ট পোস্ট

অল্প করে গর্ভবতী যেমন হওয়া যায় না, অল্প করে যুদ্ধও করা যায় না।

ইসলামের হেফাজত নিয়ে একটি ছোট্ট পোস্ট

ইসলাম বেশি হেফাজত করলে তেঁতুল হয়।

দেওবন্দিদের ফটো নিয়ে ফতোয়ায় হেফাজতিদের উদ্বেগ নিরসনে একটি ছোট্ট পোস্ট

তিনি ফটোশপকে (ব্যবসা, দেখুন ‘শপ’) করেছেন হালাল আর ফটো তোলাকে (সুদ, দেখুন ‘তোলা’ — সুদ তোলা) হারাম।

স্মার্টনেস নিয়ে একটি ছোট্ট পোস্ট

স্মার্টনেস কোনো গুণ নয় কৌশলমাত্র।

রামপাল নিয়ে খালেদার খুলনা জনসভার বক্তব্য নিয়ে একটি ছোট্ট পোস্ট

রামপালেও আছি বামপালেও আছি।

বেড়ে ওঠা নিয়ে একটি ছোট্ট পোস্ট

জং ধরায় কৃত্রিমতা।

ধ্যানের প্রস্তুতি নিয়ে একটি ছোট্ট পোস্ট

আর কটাদিন সহ্য কর বাঁশ বুনেছি।

হুমায়ুন আহমেদের মৃত্যুপর প্রথম জন্মদিনে একটি ছোট্ট পোস্ট

হুমায়ুন আহমেদ মধ্যবিত্তের কথাকার ছিলেন না, মধ্যবিত্ত চান্কের কথাবাজারের দখল নিয়েছিলেন, জোর করে নয় পাঠককে বোতল ভূতে পরিণত করার চূড়ান্ত ক্ষমতায়।

দুই হাজার চৌদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি ছোট্ট প্রচারণা পোস্ট

কম ক্ষতি ও কিছু উন্নতির জন্য নৌকায় ভোট দিন।

দুই হাজার তেরো সালের বাংলাদেশের মূল সংকট নিয়ে একটি ছোট্ট পোস্ট

নিশ্চয়ই উচ্চশিক্ষিত অশিক্ষিতরা ও তাদের দ্বারা মতিভ্রষ্ট মধ্যবিত্তের পালই বাংলাদেশকে পেছনে হাঁটাতে চায়।

অধম ও উত্তম স্থানিক ও কালিক পর্যায়ে পর্যবসিত করে একটি ছোট্ট পোস্ট

তুমি সুশীল তাই বলিয়া আমি আওয়ামিশীল হইব না কেন

মিথ্যার দাপটের সামনে সত্যের অবস্থান নিয়ে একটি ছোট্ট পোস্ট

মিথ্যা বিজয়ী হতে পারে কিন্তু সত্যই জয়

পরিবেশবান্ধব ছাপা বই নিয়ে একটি ছোট্ট পোস্ট

আজেবাজে বই ছাপানো বন্ধ হলে ছাপা বই পরিবেশবান্ধব অবশ্যই হতে পারে

বন্ধুতার বিপরীত শব্দ নিয়ে একটি ছোট্ট পোস্ট

বন্ধুতার বিপরীত শব্দ শত্রুতা নয় সম্পর্কহীনতা নয় সঙ্কীর্ণতা

পৃথিবীতে বলার মতো বাঙালিদের অসাধারণ বিশেষত্ব নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমরা বঙ্গসন্তান পৃথিবীতে বলার মতো আমাদের অসাধারণ বিশেষত্ব আমরা জল/পানি খেতে পারি

ধর্ষণের আঘাত নিয়ে একটি ছোট্ট পোস্ট

ধর্ষণ ইজ্জতের উপর হামলা নয়, এটা শরীরের উপর হামলা – ইজ্জত পুরুষতান্ত্রিক নির্মাণ, শরীর নারীবাদ সমকামউভকামআন্তলিঙ্গকাম -এর নির্মাণ

ইতিহাসের আঘাত নিয়ে একটি ছোট্ট পোস্ট

ইতিহাস কামড়ায় না, ছুঁড়ে ফেলে দেয়

বই ও অন্ধকার নিয়ে একটি ছোট্ট পোস্ট

শুধু পুড়িয়ে নয় বই লিখেও অন্ধকার নামিয়ে আনা যায়

এরশাদ ও ইসলাম নিয়ে একটি ছোট্ট পোস্ট

তেঁতুল ভাল যার সব ভাল তার

ধর্মানুভূতি নিয়ে একটি ছোট্টপোস্ট

ধর্মানুভূতি বলে কিছু নেই আছে অনুভূতির ধর্মদাসবৃত্তি

ধর্মানুভূতির জন্মমৃত্যু নিয়ে একটি ছোট্টপোস্ট

নিশ্চয়ই যিনি ধর্ম সৃষ্টি করিয়াছেন তিনি অনুভূতিও সৃষ্টি করিয়াছেন, ধর্ম ও অনুভূতি নিহত হইলেও, বলা হইয়া থাকে তিনি নিহত হন না

ইসলামকে রাষ্ট্রধর্ম করা নিয়ে একটি ছোট্ট পোস্ট

ইসলামকে রাষ্ট্রধর্ম করা কোনো পদক্ষেপ নয় হস্তক্ষেপ

প্রথমআলো ও সংকটে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওকটি ছোট্ট পোস্ট

প্রথমআলো তো আলোর প্রতারণার শতভাগ ব্যবহার করেই খাচ্ছে কিন্তু সংকটে আলোর প্রয়োজনের সিকিভাগও বাংলাদেশের গণমাধ্যমে দেখা যায় না

মেইড ইন বাংলাদেশ মুসলমানের কলবের ভেতর আল্লাহভক্তির নিদর্শন নিয়ে একটি ছোট্ট পোস্ট

রাখে আল্লাহ মারে চাপাতি

একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বেরিয়ে আসা স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সুপার থিওরি নিয়ে একটি ছোট্ট পোস্ট

আমরা নিরাপদ তোমরা বিচ্ছিন্ন

ছন্দ নিয়ে একটি ছোট্ট পোস্ট

অক্ষরে মিলায় ছন্দ তর্কে বহুদূর

জ্ঞান লইয়া কী করিতে হয় তাহা লইয়া একটি ছোট্ট পোস্ট

জ্ঞান পবিত্র নয়, একে প্রশ্ন করে অপবিত্র করুন

বব ডিলানকে ছোট করা নিয়ে একটি ছোট্ট পোস্ট

গানলেখক ও কবিতালেখকের পার্থক্য আছে তবে সেপার্থক্য জাতপাতের নয় আঁততাঁতের

হিন্দু পালায় এই প্রেক্ষিতে একটি ছোট্ট পোস্ট

দেশ বৈরী হলে হযরত পালায় হিন্দু তো কোন ছার

ইসলামি জঙ্গিদের পক্ষে কথা বলার প্রবণতায় নিয়োজিত বামনেতাদের নিয়ে একটি ছোট্ট পোস্ট

বামের ঘরে লামের বাসা

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

৪২ comments

  1. সুমিমা ইয়াসমিন - ২১ এপ্রিল ২০১৩ (২:০১ পূর্বাহ্ণ)

    দৈবদুর্বিপাকে কুকুরের লেজও সোজা হয়ে যেতে পারে কিন্তু ছাগুর ত্যানা নৈব নৈব চ।

    ঠিক।

  2. মাসুদ করিম - ১১ জুন ২০১৩ (৬:৪৯ অপরাহ্ণ)

  3. মাসুদ করিম - ১৩ নভেম্বর ২০১৩ (৫:৩১ অপরাহ্ণ)

  4. মাসুদ করিম - ৯ জানুয়ারি ২০১৪ (১০:২৯ পূর্বাহ্ণ)

  5. মাসুদ করিম - ৩১ মার্চ ২০১৪ (৫:২৬ অপরাহ্ণ)

  6. মাসুদ করিম - ১৯ আগস্ট ২০১৪ (১০:৪৮ পূর্বাহ্ণ)

    আমরা বঙ্গসন্তান পৃথিবীতে বলার মতো আমাদের অসাধারণ বিশেষত্ব আমরা জল/পানি খেতে পারি

    তাই নদীখেকো, পুকুরখেকো এত সহজলভ্য।

  7. মাসুদ করিম - ২৪ আগস্ট ২০১৪ (৭:১০ অপরাহ্ণ)

  8. মাসুদ করিম - ২ অক্টোবর ২০১৪ (৯:২৫ পূর্বাহ্ণ)

    লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি চান এরশাদ

    হজ নিয়ে বক্তব্যের জন্য সমালোচনায় থাকা আব্দুল লতিফ সিদ্দিকীকে মুরতাদ ঘোষণা করে তার মৃত্যুদণ্ড দাবি করেছেন এরশাদ।

    বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এরশাদ বলেন, “কোনও মুসলিম ইসলাম নিয়ে কটাক্ষ করলে আর মুসলিম থাকে না। সে তখন মুরতাদ। তাকে প্রতিহত করা, তার শাস্তির বিধান করা তখন ঈমানি দায়িত্ব।

    “জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, এই কুলাঙ্গারকে দল থেকে, সংসদ থেকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করুন, গ্রেপ্তার করুন এবং সর্বোচ্চ শাস্তি দিন। পবিত্র সংসদে এই অপবিত্র ব্যক্তির বসার কোনও অধিকার নেই।”

    রোববার নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী হজে যাওয়া এবং তাবলীগ জামায়াতের বিরোধিতা করে মন্তব্য করেন।

    ওই বক্তব্যের পর বিএনপিসহ বিভিন্ন ইসলামী দল তার পদত্যাগের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে তাকে মন্ত্রিসভা থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।

    প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, “এই দেশ মুসলিম অধ্যুষিত। আমরা সবাই কলেমা পড়া মুসলমান। লতিফ সিদ্দিকীর বক্তব্য কোটি কোটি মুসলমানদের মনে আঘাত করেছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। তাকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব।”

    এরশাদ বক্তব্য শুরু করার পরপরই শুরু হয় বৃষ্টি। তবে কোনও ব্যবস্থা না থাকায় সভায় উপস্থিত নেতা কর্মীরা বৃষ্টিতে ভিজছিলেন। এ সময় এরশাদের মাথায় ছাতা ধরে ছিলেন তার পাশে বসা পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

    বৃষ্টিতে ভিজতে থাকা নেতা কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “দেখ, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আল্লাহপাকের নেয়ামত। আমরাই প্রথম ঈমানি দায়িত্ব পালন করছি, তাই আল্লাহ আমাদের ওপর রহমত বর্ষণ করছেন।
    “আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের নামধারী যারা এখনও এর প্রতিবাদে রাস্তায় নামেনি তাদের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক।”

    প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী প্রমুখ।

  9. মাসুদ করিম - ২২ অক্টোবর ২০১৪ (৮:২৫ পূর্বাহ্ণ)

  10. মাসুদ করিম - ১৮ ডিসেম্বর ২০১৪ (১:০৮ অপরাহ্ণ)

  11. মাসুদ করিম - ১৩ ফেব্রুয়ারি ২০১৫ (২:৪৩ অপরাহ্ণ)

  12. মাসুদ করিম - ১৪ ফেব্রুয়ারি ২০১৫ (৮:৪৮ পূর্বাহ্ণ)

  13. মাসুদ করিম - ২৪ ফেব্রুয়ারি ২০১৫ (১১:১৫ অপরাহ্ণ)

  14. মাসুদ করিম - ১২ মার্চ ২০১৫ (১২:৩২ পূর্বাহ্ণ)

  15. মাসুদ করিম - ১৬ মার্চ ২০১৫ (১২:৪৫ পূর্বাহ্ণ)

  16. মাসুদ করিম - ২৮ জুন ২০১৫ (৫:০৬ অপরাহ্ণ)

  17. মাসুদ করিম - ২৮ জুলাই ২০১৫ (৬:৫৪ অপরাহ্ণ)

  18. মাসুদ করিম - ২২ আগস্ট ২০১৫ (৫:১২ অপরাহ্ণ)

  19. মাসুদ করিম - ২৭ আগস্ট ২০১৫ (৬:৪১ অপরাহ্ণ)

  20. মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১৫ (১১:১৪ পূর্বাহ্ণ)

  21. মাসুদ করিম - ২৮ অক্টোবর ২০১৫ (১২:০৯ অপরাহ্ণ)

  22. মাসুদ করিম - ১২ জানুয়ারি ২০১৬ (১০:৩৭ অপরাহ্ণ)

  23. মাসুদ করিম - ১৫ জানুয়ারি ২০১৬ (১:০৪ অপরাহ্ণ)

  24. মাসুদ করিম - ১৬ ফেব্রুয়ারি ২০১৬ (১১:৩৮ অপরাহ্ণ)

  25. মাসুদ করিম - ১৮ ফেব্রুয়ারি ২০১৬ (৯:৫৩ পূর্বাহ্ণ)

  26. মাসুদ করিম - ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (১১:৩৬ অপরাহ্ণ)

  27. মাসুদ করিম - ২০ মার্চ ২০১৬ (৯:১০ অপরাহ্ণ)

  28. মাসুদ করিম - ৩১ মে ২০১৬ (৮:০৯ পূর্বাহ্ণ)

  29. মাসুদ করিম - ৬ জুন ২০১৬ (১০:৪৯ অপরাহ্ণ)

  30. মাসুদ করিম - ৪ জুলাই ২০১৬ (১২:০৩ অপরাহ্ণ)

  31. মাসুদ করিম - ১৭ জুলাই ২০১৬ (৬:৩৮ অপরাহ্ণ)

    Woody Allen: A Career in 20 Hilarious, Brilliant Lines

    From broad comedies to ‘Blue Jasmine,’ looking back at the iconic filmmaker’s work through some of his best one-liners

    This Friday, Café Society, the latest release from writer/director/comic godhead Woody Allen, waltzes into theaters — the 47th feature Allen has directed over a career spanning 50 years. (Yes, we’re counting New York Stories.) He’s had box-office successes and outright bombs, Oscar-winning masterpieces and critically panned duds. But regardless of his movies’ receptions (and the reoccurring rumors about his personal life), he’s managed to pump out a film a year with impressive regularity. Some key elements have stayed the same — once a jazz clarinet slinks onto the soundtrack, audiences know exactly who they’re dealing with. But as as artist, Allen has evolved considerably over the years.

    From funny-Woody to serious-Woody, American Borscht-Belt jokester to Euro-funded auteur, he’s moved between comedies, chamber dramas and character studies while still maintaining his signature style. With his endlessly quotable dialogue as a guide, we chart the half-century that Allen has spent challenging, delighting, wooing, and cracking up audiences through some of his funniest, most insightful lines. They aren’t always his best-known zingers, but consider them signposts to a long and varied career.

    1. “He’s always very depressed. I think that if he’d been a successful criminal, he would have felt better. You know, he never made the ’10 most wanted’ list. It’s very unfair voting; it’s who you know.” -Take the Money and Run (1969)
    Drawing on his background as a stand-up comic and a joke-machine for late-night personalities like Sid Caesar and Ed Sullivan, Allen’s early career in Hollywood was built on bits like this. The comedian’s ability to marry mismatching ideas to expose the absurdity of life would become his trademark, and this mockumentary about a bumbling burglar fired off bouts of inspired ridiculousness like gatling-gun rounds. To many fans, Allen was never better than in these early-period comedies, when he was content with nothing more than harvesting laughs, and lots of them.

    2. Allan: What are you doing Saturday night?
    Woman: Committing suicide.
    Allan: What about Friday night?
    -Play It Again, Sam (1972)
    Allen’s running obsession with love, death, and the link between the two started early with this adaptation of the stage play he penned in 1969 (and which Broadway vet Herbert Ross directed for the screen three years later). This exchange between his character and a morose woman he meets at an art gallery encapsulates the ironic tragedy of the typical Allenesque figure: the sorts of women he wants want nothing themselves, especially not him. Life and love are both losing games in Allen’s worldview – you’ve got to give them up eventually, but the question is how many rounds you last before going down, and what you do before you concede to the defeat.

    3.“When it comes to sex, there are certain things that should always be left unknown, and with my luck, they probably will be.” -Everything You Ever Wanted to Know About Sex (*But Were Afraid to Ask) (1972)
    Self-deprecation formed a cornerstone of Allen’s comedic sensibility from the start, and he helped bring the Catskills born-and-bred nebbish-humor further into the mainstream. The archetypal Jewish intellectual attained sex symbol status during the Seventies, but even as his cultural cachet rose, Allen remained simultaneously fixated on and terrified of women. (In a 1975 New York Times piece, Allen mused, “Love is the answer. But while you’re waiting for the answer, sex raises some pretty good questions.”) Jokes like the sucking-the-poison-out-of-snakebite bit in Bananas (1972) had already proven he could do wonders with a dirty joke and a risqué sight gag. But his extended, sketch-comedic take on sex therapist David Reuben’s bestseller did more than show Allen could eke laughs from pretty much anywhere; it established him as one of his generation’s most hilarious, highly unlikely carnal-knowledge comics.

    4.“Oh, he was probably a member of the National Rifle Association. It was a group that helped criminals get guns so they could shoot citizens. It was a public service.” -Sleeper (1973)
    Allen’s always had a political streak in him, and in his earlier years, it manifested as a healthy sort of young-mannish dissatisfaction with the government. This sci-fi–inflected social satire sent him eons into the future to gain a little perspective on the present, taking easy potshots at the likes of Howard Cosell and offering tougher commentary on the fading idealism in the years following the Summer of Love. But Allen’s greatest critical weapon has always been a well-placed barb, and in the simple punch line above, he sums up the infuriating paradox of the NRA. Regrettably, this joke earns bonus points for staying relevant through to the present. It would be a while until he’d fully broach what could justly be called “serious territory,” but at this juncture, Allen was eager to prove to the public he had a little more on his mind than just the battle of the sexes.

    5. “If it turns out that there is a God, I don’t think that he’s evil. I think that the worst you can say about him is that basically he’s an underachiever.” -Love and Death (1975)
    Allen’s relationship with God, the universe and everything has been fraught and in constant evolution over his career, beginning with a sort of good-natured exasperation and advancing from there. (He irreverently joked in an early stand-up routine about cheating on his metaphysics final in college by “looking into the soul of the boy next to me.”) Set during the Napoleonic era, this take on historical dramas and bullet-stopping Russian novels found the comedian wrestling with weightier concerns than usual, the foremost being humanity’s deadbeat dad upstairs. Whatever higher power he believed in was either uninterested, absent, or kind of a dick. And his knack for creating a seamless blend of high art, lowbrow humor and philosophical musings really begins here — a sensibility that would serve him well over the next four decades.

    6. “You should be thankful that you’re miserable, because that’s very lucky, to be miserable.” -Annie Hall (1977)
    Annie Hall isn’t widely regarded as the high-water mark of Allen’s career just because it created the most satisfying synthesis of Allen’s menschy sensibility and leading lady Diane Keaton’s women’s-lib progressivism (that suit!), or even because it earned Allen his first (and only) Best Picture Oscar. In his own resolutely pessimistic way, Allen found some measure of self-actualization with this doomed romance and gave his filmography a much-needed dose of hope. Love is a bastard, the film says, but falling head-over-heels and getting pummeled by the eventual breakup is still infinitely preferable to being alone. The film remains Allen’s most perfect and fully-realized statement of purpose, bottling the affecting mix of melancholy and sweetness that endeared him to audiences into 90 minutes that viewers can revisit again and again, like old photos of an ex-lover.

    7. “I’m 42, and she’s 17. I’m older than her father, can you believe that? I’m dating a girl wherein I can beat up her father.” -Manhattan (1979)
    In a 1979 interview on French TV, Allen declared that Manhattan was nothing less than a commentary on “what’s happening to the American culture.” Splitting the difference between the bittersweet irony of Annie Hall and the bleakness of 1978’s existential straight-drama Interiors, the film cemented the fact that Allen was now an artist engaging with bigger ideas and thornier moral dilemmas — some of which, as the quote above makes clear, have aged exceedingly poorly in light of the recent revelations of sexual misconduct. Regardless, Manhattan remains a common pick for all-time greatest among fans; credit that to Allen’s swooning affection for the Big Apple, which he renders here in gorgeously grainy black-and-white. The infatuation with New York persisted over his long career, but the romance between the director and the city he was never purer.

    8. “You want to do mankind a real service? Tell funnier jokes.” -Stardust Memories, (1980)
    Allen’s impulse to make what posterity might deem “high art” is understandable though after the relative flop of Interiors (Eric Lax’s biography quotes Allen as confiding to his editor, “We pulled this one out by the short hairs, didn’t we?”), the majority of viewers wanted Allen to get back in his wheelhouse and make with the funny. Manhattan proved that he could still do that while scratching his arthouse itch, though judging from his next film, Allen still had a chip on his shoulder. The Sullivan’s Travels-styled quote from his 8 1/2-syle follow-up to that perennial favorite finds Allen poking fun at himself and his sudden career swerving. But the movie also doubles as an acid-dipped valentine to his fans — a shot fired back at those who simply wanted him make Bananas Part 7 and leave the intellectual pretensions to the Europeans.

    9. “Sex alleviates tension. Love causes it.” -A Midsummer Night’s Sex Comedy (1982)
    Here is the central interplay linking all of Allen’s films: the friction between what the brain tells a person to want (love) and the body’s disobedient response (desire, sex, curling up into a little ball and pretending everything is fine). Most importantly, A Midsummer Night’s Sex Comedy marked the beginning of the Mia Farrow era, when the former Ms. Frank Sinatra would become as his personal and professional muse.

    10. “I worked with Freud in Vienna. We broke over the concept of penis envy. Freud felt that it should be limited to women.”-Zelig (1983)
    It’s an absurdist comedy of errors about a ineffectual man who can change his appearance to suit his surroundings. But any comic could pull that off; what Zelig really does is remind viewers what a genius Allen is when it comes to the art of comic filmmaking. Working with black-and-white archival footage into which he imposed himself via bluescreen, he gave his shots a worn look by employing era-appropriate vintage lenses and even manually scratching and otherwise antiquing his filmstrips. The result dropped Allen’s chameleon-like hero into the proximity of historical figures (everyone from Hearst to Hitler) in the most seamless manner possible — it’s a feature-length sight gag blessed with both pathos and a comedic pulse. The result remains both his most formally ambitious undertaking and a career high point.

    11. “I just met a wonderful new man. He’s fictional, but you can’t have everything.” -The Purple Rose of Cairo (1985)
    Characters in Allen’s movies have a bad habit of falling in love with the version of the person that they want, rather than the real one that exists. You could say the same thing about what may be his most romantic movie made about the movies — a world in which the white-telephone world of 1930s films buts up against the harsh reality happening outside that era’s theaters. In the grander scheme of his career trajectory, Purple’s rose-tinted comfort has made it one of the most beloved productions, even as he threatened to become the sort of niche talent that simple made movies for his hardcore fans and no one else. This was the type of movie that found him doubling down on making his types of comedies and no one else’s.

    12. “I should stop ruining my life searching for answers I’m never gonna get, and just enjoy it while it lasts.” -Hannah and Her Sisters (1986)
    It’s the closest Allen’s ever come to a state of Zen fulfillment. Playing the movie’s hypochondriac TV writer in this drama of interlocking lives, he realizes that submitting to the arbitrary meaninglessness of life can certainly make his time on Earth a little less painful. (In a 1987 interview with Rolling Stone, Allen joked, “Someone once asked me if my dream was to live on in the hearts of people, and I said I would prefer to live on in my apartment.”) But perhaps most importantly, Hannah and Her Sisters provided him with a much-needed hit, and the seven Academy Award nominations (three of which, it clinched) didn’t hurt either. After several stylistic experiments, trifles and low-stakes character studies, this was the sort of big-statement film that brimmed with smart dialogue, incredible performances (especially from its female cast members) and existential chinstroking that folks had been waiting for since Manhattan.

    13. “What a world. It could be so wonderful if it wasn’t for certain people.” -Radio Days (1987)
    After the surprise success of Hannah in the previous year, this throwback to vintage Allen (imagine the Annie Hall Brooklyn flashbacks buffed up to feature length) saw him scaling back a bit and retreating into a certain corner of his comfort zone. But the combo of sentimental nostalgia, Borscht Belt-style humor and good-old-fashioned misanthropy feels like an attempt to fuse a lot of his different career strands into one movie. In his four-star review, Roger Ebert said it was “so ambitious and so audacious that it almost defies description.”

    14. “In reality, we rationalize, we deny, or we couldn’t go on living.” -Crimes and Misdemeanors (1989)
    Arguably the apex of serious-Allen, this conclusion not only works as a covert commentary on Allen’s unsavory offscreen relationships but it encapsulates the spirit of his cinematic-moralist period perfectly. Crimes and Misdemeanors finds a man learning to forgive himself for literally getting away with murder; watched through modern eyes, it plays like a chilling confession of wrongdoing. It was a critical darling yet too dour and highbrow to be a hit with audiences, but the three Oscar nominations and cavalcade of positive notices weren’t a shabby consolation prize.

    15. “I bought her this handkerchief … and I didn’t even know her size.” -Manhattan Murder Mystery (1993)
    Romance can be a messy business in Allen’s world, and outside the four walls of the theater, Allen’s love life wasn’t any simpler; Mia Farrow was slated for the lead in Manhattan Murder Mystery, but her contentious breakup with Allen in the wake of his relationship with adopted daughter Soon-Yi Previn drove her to unceremoniously leave the production. (The director tapping his former paramour Diane Keaton to fill the role.) As Farrow and Allen fought a nasty custody battle over their three children, Allen filtered his personal baggage into his previous picture Husbands and Wives (1992). With Manhattan Murder Mystery, however, Allen deliberately avoided comparisons to his personal life by changing the Marcia character from a 21-year-old novelist to a profile befitting an 41-year-old Anjelica Huston. The shadow of his personal life, however, was only going to loom larger over his work from now on.

    16. “I think you’re the opposite of paranoid. You go around with the insane delusion that people like you.” -Deconstructing Harry (1997)
    Allen had locked into a groove during the mid-Nineties, with the Oscar-gold-plated success of Bullets Over Broadway in 1994 and Mighty Aphrodite in 1995. But even as the public embraced him, Allen’s messy private life had gotten him in hot water with plenty of stars. Clearly, there was nothing to do but foreground this off-screen drama — hence this scorched-earth comedy, in which Allen cast himself as a novelist who incurs the wrath of friends and lovers by jacking their lives for his books. The polarizing director has never been afraid of controversy, and with what many felt was both a retort to his critics and a possible behind-the-scenes peek into his personal life, he confronted his head-on.

    17. “You can learn to push the guilt under the rug and go on. Otherwise, it overwhelms you.” -Match Point (2005)
    Largely a matter of following the funding, Woody’s films in the new millennium began to increasingly move away from his bespoke version of the Big Apple and over to European locales. This British-based morality play quickly earned comparisons to Crimes and Misdemeanors, but more importantly it bolstered his reputation after some suspected he had run out of steam following a long spate of lackluster films. Awash with positive reviews and mustering a healthy gross (due in no small part to a standout performance from new muse Scarlett Johansson), Allen surged back to relevance with this ace.

    18. “No, we’ll spend the weekend. I mean, I’ll show you around the city, and we’ll eat well. We’ll drink good wine. We’ll make love.” -Vicky Cristina Barcelona (2008)
    Whether in sensuous Spain, exquisite Italy, or inimitable France, Allen’s European pictures would began to indulge more in material pleasures, and no movie reflected it more than this sweltering, doomed romance between three dizzyingly gorgeous people. Revolving around an American attempting to shed her bourgeois inhibitions and enjoy a libertine lifestyle as an expatriate abroad, the film works just fine as an allegory for Allen figuring out how to have fun again. And it’s a miracle the camera didn’t melt while shooting the scenes of passion between Scarlett Johansson, Javier Bardem, and Penelope Cruz. Rightly earning Cruz the Best Supporting Actress Oscar, this film remains one of the more positively reviewed entries in Allen’s latest phase. And what’s more, it was a hit.

    19. “Nostalgia is denial, denial of the painful present … the name for this denial is golden age thinking: the erroneous notion that a different time period is better than the one one’s living in. It’s a flaw in the romantic imagination of those people who find it difficult to cope with the present.” -Midnight in Paris (2011)
    That the film’s villain, the Michael Sheen-played twit mentioned above, speaks this line is key. Allen’s filmography would suggest he disagrees wholeheartedly; as he’s aged and gotten farther from what’s popularly deemed his glory days, his resolute commitment to living in the past had taken on a faintly pathetic air. But the massive crossover success of this Lost Generation fanfiction, in which Owen Wilson pals around with Hemingway, Fitzgerald and Marion Cotillard’s Gallic beauty, struck a chord with audiences. Suddenly, Allen had his highest payday of all time with a $151 million global take as well as almost unilaterally glowing reviews; it played like a time-capsule of classic Woody and earned him a valuable swell of goodwill. Apparently the past was not done with him either.

    20. “I used to know the words. Now they’re all a jumble.” -Blue Jasmine (2013)
    Death has always been on Allen’s mind, but with this Cate Blanchett tour-de-force showcase, he confronted the effects of aging and deteriorating body more directly than ever before. Portraying a woman strolling past the verge of a nervous breakdown, Blanchett did some of the finest work of her career and snagged a Best Actress statuette. And for Allen, her virtuoso turn showed that he was still an expert director of actors, and in a larger sense, that he still had near-masterpiece quality work in him after all these years. It’s obviously not a swan song, but it’s still a knowing statement from an artist with a lot of life left in him.

  32. মাসুদ করিম - ২১ আগস্ট ২০১৬ (১১:৫৫ পূর্বাহ্ণ)

  33. মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১৬ (১২:৫২ অপরাহ্ণ)

  34. মাসুদ করিম - ২৯ সেপ্টেম্বর ২০১৬ (১১:৫৪ পূর্বাহ্ণ)

  35. মাসুদ করিম - ১ অক্টোবর ২০১৬ (১০:৪২ অপরাহ্ণ)

  36. মাসুদ করিম - ৮ অক্টোবর ২০১৬ (১২:০৫ পূর্বাহ্ণ)

  37. মাসুদ করিম - ১৫ অক্টোবর ২০১৬ (৯:১৫ পূর্বাহ্ণ)

  38. মাসুদ করিম - ২৪ নভেম্বর ২০১৬ (১১:৫৮ পূর্বাহ্ণ)

  39. মাসুদ করিম - ১৭ ফেব্রুয়ারি ২০১৭ (১২:২৪ অপরাহ্ণ)

  40. মাসুদ করিম - ১৭ এপ্রিল ২০১৭ (৯:১৪ অপরাহ্ণ)

  41. মাসুদ করিম - ১০ জুলাই ২০১৮ (৭:৩৭ পূর্বাহ্ণ)

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.