দর্শন, মহাকাব্য, জ্যামিতি ও থিয়েটারেরও আগে ছিল ক্রীড়ার সৌসাম্য।[...]

দর্শন, মহাকাব্য, জ্যামিতি ও থিয়েটারেরও আগে ছিল ক্রীড়ার সৌসাম্য। আমিও প্রবলভাবে ক্রীড়ার প্রতি শারীরিক গতি কৌশলের প্রতিযোগিতার প্রতি তীব্র মানসিক স্ফূর্তির প্রতি অনুপ্রেরণা বোধ করি।

অপ্রতিরোধ্য কিন্তু স্বল্পায়ু গ্রিক সভ্যতার চেয়ে সুন্দর আর কিছু আছে বলে আমার মনে হয় না। আর অলিম্পিক সেই সভ্যতার এক অনন্য সংগঠন। আমি তার তন্নিষ্ট দর্শক।

গণতন্ত্র শিল্পবিপ্লব বিশ্বযুদ্ধ সমাজতান্ত্রিকবিপ্লব ঠাণ্ডাযুদ্ধ বিশ্বায়ন অপ্রতিরোধ্য উৎপাদনের অলিম্পিক এবার দুর্যোগ অর্থনীতির অলিম্পিকের যুগে প্রবেশ করল, সেযুগের শুরু হল শিল্পবিপ্লবের চিমনিসঙ্কুল লন্ডন থেকে।

সামনের অলিম্পিকগুলোর আয়োজনে ঝুঁকি ব্যবস্থাপনা গুরুত্ব পাবে, এই বিশাল অর্থযজ্ঞ দুর্যোগ অর্থনীতি কতটুকু সইতে পারবে, তাই ভাবতে হবে সবার আগে। এমনকি এই লন্ডন অলিম্পিক শেষ হলে ইংল্যান্ডকেও করতে হবে প্রচুর ঝুঁকির হিসাব কিতাব।

কিন্তু আমরা কি উপভোগ করব না শারীরিক গতি কৌশলের প্রতিযোগিতার প্রতি তীব্র মানসিক স্ফূর্তি? অবশ্যই করব, নানাভাবে করব, আগামী কয়েকদিন আটকে থাকব স্পোর্টসের দার্শনিক মহাকাব্যিক জ্যামিতিক থিয়েট্রিক্যাল উদ্ভাসনের জগতে।

মাসুদ করিম

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে। নিচের আইকনগুলো দিতে পারে আমার সাথে যোগাযোগের, আমাকে পাঠের ও আমাকে অনুসরণের একগুচ্ছ মাধ্যম।

১৩ comments

  1. মাসুদ করিম - ২৯ জুলাই ২০১২ (৪:১০ অপরাহ্ণ)

    ‘৭০০ বিলিয়ন মানুষ আছে পৃথিবীতে এরমধ্যে আমিই দ্রুততম’, জ্যমাইকান অ্যাথলিট উসাইন বোল্টকে নিয়ে একটি ফটোগ্যালারি : Jamaica’s Crown Jewel

  2. মাসুদ করিম - ৩০ জুলাই ২০১২ (৩:৪৬ অপরাহ্ণ)

    লন্ডন অলিম্পিক ও ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা নিয়ে ব্যবসায়িক সম্প্রদায়ের জল্পনা শুরু।

    The world’s top business leaders are using their visit to the London Olympics to raise tough questions about the coalition’s management of Britain’s stagnant economy and the country’s vulnerability to a euro break-up.

    While David Cameron is trying to use the games as a showcase to boost UK trade and investment, chief executives from the US and Asia – many of them big investors in Britain – are privately voicing anxiety at the state of the economy.

    “Cameron is giving us a big sales pitch, but we are not taking any notice of that,” said the head of an Asian multinational. “We want to know what’s happening to the economy and what are the prospects for us.”

    One US corporate chief called bluntly for the government to change course after last week’s official figures showed the UK economy shrank 0.7 per cent between April and June.

    “You need a short-term fiscal policy to boost demand and a credible long-term plan to address welfare, taxes and the labour market. If you do that, the bond market will be fine,” he said.

    As business leaders gathered to watch the games, in which ironically Britain’s industrial past played a major part of the opening ceremony, the chatter in corporate hospitality suites was less about sport, and more about London’s competitiveness as a financial centre. One financier, referring to the forced resignation of Bob Diamond, the former Barclays chief executive, said: “What’s going on in London? You are killing your bankers.”

    “Bob got shot by the regulators,” added another high-profile executive, expressing concern about pressure exerted by the Bank of England and the Financial Services Authority for Mr Diamond to quit. “There are big implications for London from all of this. When you’re abroad you get a lot of people saying ‘who would ever want to work for a British bank?’ ”

    Some of the concerns surfaced publicly at last Thursday’s global investment conference at Lancaster House in London, where Mr Cameron faced awkward questions about airport expansion and immigration in front of 200 business leaders and policy makers.

    Government officials say there was a “solid, constructive” atmosphere at a series of meetings and that it is right for Britain to use the Olympics as a trade opportunity, even if the benefits are hard to define at this stage. The government hopes to win £1bn in UK trade deals from conferences at Lancaster House, converted into a British Business Embassy for the Olympics.

    So far, Jaguar Land Rover – part of India’s Tata industrial group – has announced 1,100 more car-making jobs in the Midlands.

    But the executives’ worries may increase pressure on George Osborne, the chancellor, who told the conference he would resist “siren voices” calling for a change of economic course.

    Many are preoccupied by the eurozone crisis and its implications for the UK. “What is Britain going to do? What is the plan?” asked one international policy maker. “Why is Britain not being more proactive?”

    লিন্ক : Business leaders put UK on Olympic trial

  3. মাসুদ করিম - ১ আগস্ট ২০১২ (১:১২ অপরাহ্ণ)

    ফেলপস এখন অলিম্পিক পদকে শীর্ষ অলিম্পিয়ান। পেয়েছেন ১৯টি পদক, পেতে পারেন আরো, তার এই শেষ অলিম্পিকে।

    Phelps made history when he anchored the United States team to a three-second victory over France in the 4×200-meter freestyle relay (Le Clos was the third swimmer on the South Africa team that placed seventh). With his 1:44.05 leg, Phelps not only turned back the French star Yannick Agnel, who had a split a 1:43.24, he also passed the Soviet gymnast Larisa Latynina to become the most decorated Olympian of all time. Phelps has 19 medals, including 15 golds, with three races remaining: the 200 individual medley, the 100 butterfly and the 4×100 medley relay.

    After climbing out of the pool, Phelps huddled in a circle on the deck with his relay teammates Ryan Lochte, Conor Dwyer and Ricky Berens and thanked them for helping him make history.

    “It was an emotional feeling and a pretty good way to end the night,” said Phelps, whose eyes welled with tears during the playing of the national anthem at the relay medals ceremony.

    He added: “The biggest thing I’ve always said is, anything is possible. I put my mind to doing something that nobody had done before and nothing was going to stand in my way.”

    For defending Olympic champions here, swimmers of all shapes, ages and nationalities have been obstinately standing in their paths. With the eight-day meet at its halfway point, not a single 2008 champion has been able to repeat.

    On Tuesday alone, in addition to Phelps there was Stephanie Rice, who finished fourth in the 200 individual medley after tying for sixth in defense of her 400 individual medley title. And Kosuke Kitajima was only the fifth-fastest qualifier for the final of the 200-meter breaststroke after surrendering his 100 breaststroke crown to Cameron Van Der Burgh on Sunday.

    বিস্তারিত পড়ুন : 19 and Counting: Phelps Is Most Decorated Olympian। ফেলপসকে নিয়ে ফটোগ্যালারি দেখুন এখানে

  4. মাসুদ করিম - ৪ আগস্ট ২০১২ (২:০২ অপরাহ্ণ)

    আমার বন্ধু ফয়সাল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে

    গতরাতে ভুতল ট্রেনে একজন দক্ষিন আফ্রিকান আমাকে জিজ্ঞেস করলো, বাংলাদেশী? আমি হাসিমুখে মাথা নাড়তেই আমাকে বলল, অলিম্পিকে সব খেলাই হচ্ছে, কিন্তু ক্রিকেট নাই, T20 ফরম্যাটের ক্রিকেটটা অলিম্পিকে যুক্ত করা উচিৎ। ক্রিকেট অলিম্পিকে নাই, কেম্নে কি? আমি বললাম, আসলেই কেম্নে কি!

    ২ বিলিয়ন মানুষের প্রিয় এই খেলাটা অলিম্পিকে থাকলে, অন্তত আমাদের অঞ্চলের অনেকের কাছেই অলিম্পিক আরও বেশী আকর্ষণীয় হতো সন্দেহ নেই।

    আমি সেখানে মন্তব্য লিখেছি

    টি২০ ফরম্যাটের পর এখন অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য ক্রিকেট খেলে দেশগুলোর জোর তৎপরতা চালানো উচিত।

  5. মাসুদ করিম - ৬ আগস্ট ২০১২ (৯:৫৯ পূর্বাহ্ণ)

    মানুষ = মানুষ | বোল্ট = দ্রুততম

    বিশ্ব অ্যাথল্যাটিক্স চ্যাম্পিয়নশিপের বার্লিন ২০০৯ আসরে নিজের করা ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙ্গতে না পারলেও আজ ভোরে বেইজিং ২০০৮এর তার ৯.৬৯ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড ভেঙ্গে দিয়েছেন উসাইন বোল্ট। লন্ডন ২০১২তে তার টাইমিং ৯.৬৩ভিডিও উসাইন বোল্ট ৯.৬৩

    This is an Olympic record.

    Bolt was his usual playful self before the start of the race in a packed stadium in London and he did not disappoint the fans.

    Jamaica’ Yohan Blake equaled his personal 9.75 to finish second.

    American Justin Gatlin was third in a personal best 9.79.

    Asafa Powell ended last in 11.99 after slowing down because of an injury.

    এখানে দেখুন লন্ডন ২০১২তে ১০০মিটার পুরুষদের দৌড় প্রতিযোগিতা নিয়ে ফটোগ্যালারি

    আর এখানে দেখুন বোল্টের স্বদেশীদের উল্লাস

    • মাসুদ করিম - ৬ আগস্ট ২০১২ (১:৪৩ অপরাহ্ণ)

      মজার ইনফোগ্রাফিক্স : কে দ্রুততম?

      631678458

      Who is the fastest?
      0.05km/h – garden snail
      9.93km/h – Wenlock
      37.38km/h – Usain Bolt
      80km/h – London pigeon
      113km/h – Javelin
      195km/h – Willow the Stadium hawk

  6. মাসুদ করিম - ১৩ আগস্ট ২০১২ (১২:৫৬ পূর্বাহ্ণ)

    শেষ হল লন্ডন ২০১২-এর অলিম্পিক আসর।

    1 United States of America 46 29 29 104
    2 People’s Republic of China 38 27 22 87
    3 Great Britain 29 17 19 65
    4 Russian Federation 24 25 33 82
    5 Republic of Korea 13 8 7 28
    6 Germany 11 19 14 44
    7 France 11 11 12 34
    8 Italy 8 9 11 28
    9 Hungary 8 4 5 17
    10 Australia 7 16 12 35

    পূর্ণাঙ্গ পদক তালিকা : Medal count

  7. মাসুদ করিম - ১৩ আগস্ট ২০১২ (২:৫৮ অপরাহ্ণ)

    বিদায় লন্ডন ২০১২। খবরের কাগজের এই স্থাপনা শিল্প ছিল লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ। ছবি দেখুন।

  8. মাসুদ করিম - ১৪ আগস্ট ২০১৬ (১:৪৬ অপরাহ্ণ)

    আমার জন্য প্রার্থণা করুন:‌ দীপা

    ১২৫ কোটির দেশ স্বপ্ন দেখছে তাঁকে ঘিরে। ১২৫ কোটির দেশ চোখে হারাচ্ছে তাঁকে। ১২৫ কোটির দেশ ১৪ আগস্ট গভীর রাতে (‌‌ভারতীয় সময় অনুযায়ী)‌‌ রিও‌র পোডিয়ামে তিনি দাঁড়িয়ে আছেন আর পেছন থেকে বাজছে জন গণ মন-‌র সুর— এই মুহূর্তের সাক্ষী থাকতে চাইছে। গোটা দেশের আবেগ যিনি, সেই দীপা কর্মকার দেশবাসীর কাছে ছোট্ট একটি অনুরোধ রাখলেন। দীপা এমনিতে বেশি কথা বলেন না। দেখান না বেশি উচ্ছ্বাস। বুঝতে দেন না মনের ভেতরে ঠিক কী চলছে!‌ এ হেন দীপার গলাতেই ধরা পড়ল আবেগ। ত্রিপুরার এই জিমন্যাস্ট বললেন, ‘‌দেশের সবার কাছে একটা ছোট্ট জিনিস চাইছি। ১৪ আগস্ট, ইভেন্টের দিন আপনারা সবাই আমার জন্য প্রার্থণা করুন।’‌ দেশের সবাই এমনিতেই প্রার্থণা করছেন। কিন্তু খোদ দীপার মুখ থেকে এমন অনুরোধ শোনার পর, নিশ্চিত ভাবেই ‘‌লাডো’‌র জন্য প্রার্থণা করবে, দুয়া মাঙ্গবে, প্রে করবে গোটা দেশ। ধর্ম, বর্ণের বৈষম্য ওই একটা দিন ঘুচে যাবে, এমন আশা করাই যায়।

  9. মাসুদ করিম - ১৯ আগস্ট ২০১৬ (১০:১৪ পূর্বাহ্ণ)

    গ্রামবাসীরা ঘেরাও করেছিলেন কোচকে!‌

    হরিয়ানার রোহতকের ছোট্টু রাম স্টেডিয়াম। ওখানেই ঈশ্বর সিং দাহিয়ার কুস্তির আখড়া। ২০০৪ সালে সেই আখড়াতেই বেশ কয়েক ঘণ্টা ঘেরাও হয়ে থাকতে হয়েছিল ঈশ্বরকে। আশপাশের নানা গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ এসে আখড়ার ভেতর ওঁকে আটকে রেখেছিলেন। ওঁর অপরাধ, আখড়ায় এক কিশোরীকে কুস্তি শেখাবেন বলে ভর্তি নিয়েছিলেন। গ্রামবাসীদের দাবি ছিল, কুস্তিটা ছেলেদের খেলা। ওই আখড়াটা ছেলেদের। ওখানে কোনও মেয়েকে কুস্তি শেখানো চলবে না। আখড়ার সামনে পোস্টার সেঁটে দেওয়া হয়েছিল ‘‌নট ফর গার্লস’‌। অনেক বুঝিয়ে ঘেরাওমুক্ত হয়েছিলেন ঈশ্বর সিং দাহিয়া। গ্রামবাসীদের রাজি করিয়েছিলেন, ওই মেয়েটি ওখানে কুস্তির প্রশিক্ষণ নেবে। তখন গ্রামবাসীরা রাজি হলেও সমস্যা কাটেনি। অনুশীলনে আসা–যাওয়ার পথে প্রতিনিয়ত ব্যঙ্গ–বিদ্রুপের মুখোমুখি হতে হয়েছে সেই মেয়েটিকে। বিদ্রুপের হাত থেকে রেহাই পাননি মেয়েটির মা–বাবাও। কিন্তু হাল ছাড়েননি ওঁরা। মেয়েকে রেখে দিয়েছিলেন কুস্তিতেই। সেই সময়ের কথা এখনও ভোলেননি কোচ ঈশ্বর। তিনি এখনও বলেন, ‘‌আমার জেদ তো ছিলই, যে করেই হোক মান্ধাতা আমলের ধ্যানধারণা বদলাতে হবে। সেটা পেরেছিলাম। জেদ ছিল ওরও। কোনও অবস্থাতেই মাথা নিচু করতে রাজি ছিল না। ওই ‘নট ফর গার্লস’ পোস্টার আর বিক্ষোভই যেন গড়ে দিয়েছে ওর সাফল্যের ভিত। এখন আর গ্রামে মেয়েদের জন্য কুস্তি নিষিদ্ধ নয়।’‌
    ১২ বছর পর বুধবার ভারতের মাঝরাতে রিও অলিম্পিকের পদক তালিকায় ভারতের নাম যিনি তুললেন, সেই সাক্ষী মালিক হলেন সেদিনের সেই বারো ছুঁই–ছুঁই মেয়েটি। মাঝের ১২ বছরে সেই গ্রামগুলো বদলে গেছে। আরও বদলে গেল বুধ–রাতের পর। পাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ এসে ভিড় জমাচ্ছেন মোখরায়, সাক্ষীদের বাড়ির সামনে। মানুষের সেই মিছিলে হাজির নেতা–মন্ত্রীরাও। মোখরা গ্রামটা রাতারাতি যে বিখ্যাত হয়ে গেছে! সাক্ষীর জন্ম রোহতক জেলার ওই মোখরা গ্রামেই, ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর। বাবা সুখবীর মলিক চাকরি করেন দিল্লি ট্র‌্যান্সপোর্ট কর্পোরেশনে। মা সুদেশ সরকারি কর্মী। একদিন মায়ের হাত ধরে এসেই সাক্ষী ভর্তি হয়েছিলেন ওই আখড়ায়। একদিন সাক্ষী মজা করে বলেছিলেন, ‘‌আমার মায়ের হাতের কোনও তুলনা নেই। মা হাত ধরে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন স্যরের কাছে। তা না হলে হয়ত কুস্তিতে আসাই হত না। আর আমি খাওয়াদাওয়ার ব্যাপারে খুব সতর্ক। আমার যেটা প্রিয় খাবার, সেটাও তো মায়ের হাতে তৈরি আলু পরোটা। ওটা খেয়েই তো বড় হয়েছি।’‌
    গ্রামবাসীদের চাপে মা–বাবা কখনও মেয়েকে কুস্তি থেকে সরিয়ে নিতে না চাইলেও একজন চেয়েছিলেন। তিনি সাক্ষীর দাদা। যিনি সাক্ষীর চেয়ে বয়সে দু’‌বছরের বড়। বাবা চেয়েছিলেন ছেলেকে ক্রিকেটার বানাতে। সাক্ষীর দাদার যখন জন্ম, শচীন তেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকে পড়েছেন। তাই ছেলের নাম রেখেছিলেন শচীন মালিক। কুস্তি শিখতে গিয়ে সাক্ষী যখন গ্রামবাসীদের বক্রোক্তি শুনতে শুনতে নাজেহাল, দাদার পরামর্শ ছিল ক্রিকেটে চলে আসার। সাক্ষী সেই পরামর্শে কান দেননি। থেকে গিয়েছিলেন কুস্তিতেই।
    রোহতকের মোখরা গ্রাম থেকে ব্রাজিলের রিও–র ভিকট্রি স্ট্যান্ড। টানা ১২ বছরের লড়াই, পরিশ্রমের ফল সাক্ষীর। যাঁর হাত ধরে রিও অলিম্পিক থেকে ভারতে এল প্রথম পদক। আর ভারতীয় মহিলাদের এটা চতুর্থ অলিম্পিক পদক। কর্ণম মালেশ্বরী, সাইনা নেহাল, মেরি কমের পর সাক্ষী মালিক। অলিম্পিক পদক গলায় তোলার আগে সাক্ষীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সাফল্য ছিল কমনওয়েলথ গেমসের রুপো। যা জিতেছিলেন ২০১৪ সালে গ্লাসগোয়। তার আগেই অবশ্য কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জিতেছিলেন, ২০১৩–এ জোহানেসবার্গে। গত বছর দোহায় জিতেছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ। বিদেশে জেতা একটি সোনাও আছে তাঁর। সেটি জিতেছিলেন ২০১৪ সালে ডাভে আন্তর্জাতিক টুর্নামেন্টে। এ সবের আগে প্রথম প্রচারের আলোয় এসেছিলেন ২০১০ সালে, জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জিতে। তখনই কোচ ঈশ্বর সিং দাহিয়া বলেছিলেন, ‘‌সাক্ষীর মধ্যে অলিম্পিক পদক জেতার মশলা আছে। একদিন ও অলিম্পিক পদক জিতবে।’‌ কোচের সেই ভবিষ্যদ্বাণী সাক্ষী এবার সফল করলেন রিও–তে। আর শুরুর দিনগুলিতে অলিম্পিক নিয়ে কী ধারণা ছিল সাক্ষীর?‌ ঈশ্বরের আখড়ায় বেড়ে ওঠার সময়?‌ এবার রিও ‌অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর বলেছিলেন, ‘‌স্যরের কাছে যখন প্রথম যাই, অলিম্পিক কী জানতাম না। জানার চেষ্টাও করিনি। বড় কয়েকজনের কাছে শুনেছিলাম, ভাল কুস্তি লড়তে পারলে আকাশ দিয়ে ওড়া প্লেনে চড়ে অনেক দূর যাওয়া যাবে। প্লেনে উঠতে পারব! এটা শুনেই ভাল করে মন দিয়েছিলাম কুস্তিতে। অলিম্পিক ব্যাপারটা কী, সেটা জেনেছি অনেক পরে।’‌

  10. মাসুদ করিম - ২১ আগস্ট ২০১৬ (৯:৩২ পূর্বাহ্ণ)

  11. মাসুদ করিম - ২১ আগস্ট ২০১৬ (৯:৩৪ পূর্বাহ্ণ)


  12. মাসুদ করিম - ২২ আগস্ট ২০১৬ (১০:৪৮ পূর্বাহ্ণ)

    শেষ হল রিও২০১৬ অলিমপিক।

    যুক্তরাষ্ট্র ৪৬ ৩৭ ৩৮ ১২১
    যুক্তরাজ্য ২৭ ২৩ ১৭ ৬৭
    চীন ২৬ ১৮ ২৬ ৭০

    View full Rio 2016 medal table

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.