সুপারিশকৃত লিন্ক: মে ২০১১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৩৯ comments

  1. মাসুদ করিম - ১ মে ২০১১ (১১:৪৩ পূর্বাহ্ণ)

    ইউরোপে সোস্যাল ডেমোক্রেসি গভীর সংকটে পতিত এবং পপুলিজমের হচ্ছে উত্থান। কেন?
    First is the fact that social democratic parties no longer make the slightest attempt to defend or promote the interests of the working people who created them.

    Instead, they have not only allowed conservatives to attack the welfare states which were their greatest achievement but have joined in the demolition with unbounded enthusiasm.

    Second, parliamentary democracy has been hollowed out and no longer has any real meaning.

    This process of undermining almost 200 years of progress towards greater popular representation has not gone unnoticed on the European “street.”

    The people are, of course, as represented as ever we were, but only in bodies which no longer have any real power.

    The open contempt shown by the elite for the votes against the EU Constitution and the Lisbon Treaty, and the current move to bring economic policy entirely into the hands of unelected bodies in Brussels and Frankfurt are not the work of some bogeyman Hitlerites but of “respectable” politicians of the centre right and centre left.

    বিস্তারিত পড়ুন : Social democracy in crisis of ideas

  2. মাসুদ করিম - ১ মে ২০১১ (১২:১১ অপরাহ্ণ)

    বিখ্যাত শিল্পশিক্ষক ও শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় এক সাম্প্রতিক সাক্ষাৎকারে একটি অসাধারণ কথা বলেছেন।

    পৃথিবীতে এমন কোনো ছাত্র নেই যে নিঃস্বার্থ শিক্ষককে শ্রদ্ধা করেনি।

    এই অবশ্যপাঠ্য সাক্ষাৎকারটি পড়ুন প্রাত্যহিক খবর-এ : শহুরে জীবনে গ্রামের প্রতিনিধি

  3. মাসুদ করিম - ২ মে ২০১১ (৯:১২ পূর্বাহ্ণ)

    বিমান হামলায় মৃত ওসামা, দাবি আমেরিকার।

    Osama bin Laden, hunted as the mastermind behind the worst-ever terrorist attack on U.S. soil, has been killed, sources told ABC News.

    His death brings to an end a tumultuous life that saw bin Laden go from being the carefree son of a Saudi billionaire, to terrorist leader and the most wanted man in the world.

    Bin Laden created and funded the al Qaeda terror network, which was responsible for the Sept. 11, 2001, attacks on the United States. The Saudi exile had been a man on the run since the U.S.-led invasion of Afghanistan overthrew the ruling Taliban regime, which harbored bin Laden.

    খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ২ মে ২০১১ (৭:১৩ অপরাহ্ণ)

      লাদেনের মৃত্যুভূমি।

      It was hardly the spartan cave in the mountains where many had envisioned Bin Laden to be hiding. Rather, it was a mansion on the outskirts of the town’s center, set on an imposing hilltop and ringed by 12-foot-high concrete walls topped with barbed wire.

      The property was valued at $1 million, but it had neither a telephone nor an Internet connection. Its residents were so concerned about security that they burned their trash rather putting it on the street for collection like their neighbors.

      বিস্তারিত পড়ুন এখানে

      • মাসুদ করিম - ৩ মে ২০১১ (৯:৩৪ পূর্বাহ্ণ)

        মৃত্যুভূমি থেকে তাকে নিয়ে যাওয়া হল আরব সাগরে, সেখানেই হল তার শেষকৃত্য — সমুদ্রেই হল তার কবর। কঠোর ইসলামিক নিয়মে তাকে সমাহিত করা হল, শুধু ভূমির পরিবর্তে পেল আরব সাগরের জল।

        “The disposal of – the burial of bin Laden’s remains was done in strict conformance with Islamist precepts and practices. It was prepared in accordance with the Islamic requirements,” Assistant to the President for Homeland Security and Counterterrorism John Brennan told the White House briefing on Monday.

        “We early on made provisions for that type of burial, and we wanted to make sure that it was going to be done, again, in strict conformance,” he said.

        Answering a question on why was this type of burial chosen, Brenan said “it was determined that there is the requirement in Islamic law that an individual be buried within 24 hours.”

        “Going to another country, making those arrangements, requirements, would have exceeded that time period, in our view. And so, therefore, we thought that the best way to ensure that his body was given an appropriate Islamic burial was to take those actions that would allow us to do that burial at sea,” he said.

        CNN earlier reported that bin Laden’s body was buried at sea in order to avoid creating a shrine for followers on land, but Brennan brushed off the allegations saying that “burials at sea take place on a regular basis.”

        সমুদ্রগামী জাহাজ বা কোনো জলযানে কেউ মারা গেলে তাকে সমুদ্রে কবর দেয়া যায়। কিন্তু ওসামার মৃত্যু তো সেভাবে হয়নি। কাজেই এপ্রশ্ন থেকেই গেল, কেন ভাসানো হল মৃতদেহ সমুদ্রের জলে?

        খবরের লিন্ক এখানে

  4. মাসুদ করিম - ৪ মে ২০১১ (২:৩৮ অপরাহ্ণ)

    শান্তি আলোচনা ও আসামের বিধানসভা নির্বাচনে শান্তিরক্ষা এই আলোকে উলফাকে ভারত সরকার ২ কোটি ভারতীয় টাকা দিয়েছে — এমন খবর বেরিয়েছে ভারতের বেশ কয়েকটি পত্রিকায়। এভাবে টাকার বিনিময়ে শান্তি কিনতে হচ্ছে? কিন্তু তাও এক অংশের (অরবিন্দ রাজখোয়া) কাছ থেকে, উলফার পরেশ বড়ুয়া এখনো ভারত সরকারের ধরা ছোঁয়ার বাইরে — তাই এই অংশ এখনো শান্তি আলোচনায় নেই। উলফার এই দুই ভাগ নিয়ে এক ব্লগার লিখছেন

    1. Himanta Biswa Sarma accused ULFA of having nexus with AGP while ULFA was seeking ‘financial assistance’ from Congress Government in Assam soon after ULFA blast. Report here. AGP too promptly accused Congress of having nexus with ULFA! So can third party think, AGP has links with Paresh Barua led ULFA while Congress has links with Arabinda Rajkhowa led ULFA ?

    2. Tarun Gogoi had been heard boasting about ULFA leaders ( Arabinda Rajkhowa) coming to meet him in his government residence for talks which has been made possible by him, while he was well aware of the financial assistance sought by ULFA leaders and while he had forwarded request for the same to MHA. But he never informed about this to the people of Assam though!

    3. Immediately after ULFA blast at Rajiv Bhawan, Congress HQ in Guwahati, pro-talk ULFA condemned the blast and after that the election passed off peacefully.

    বিস্তারিত পড়ুন এখানে

  5. মাসুদ করিম - ৫ মে ২০১১ (১১:৫৭ পূর্বাহ্ণ)

    চীনা শ্রোতাদের জন্য রবীন্দ্রনাথের প্রেমের গানের কথা ও সুর অনুবাদ করছেন চীনা সঙ্গীতজ্ঞ লিউ ইয়ুএনিং।

    “Tagore songs are quite popular in China but the main problem or rather obstacle in Tagore songs gaining popularity is the lack of translations from English to Chinese,” says Liu Yuening, who is a professor at the Central Conservatory of Music (CCOM).

    “Due to this, they are not getting popular although the Chinese people want to hear Tagore songs,” he added.

    Liu is currently in Kolkata to perform to showcase China’s bid to celebrate the 150th birth anniversary of Rabindranath Tagore.

    In order to make Tagore songs popular in China, Liu, who spent seven months at the faculty of Music and Fine Arts of Delhi University in 2009, begun preparations for translation of Tagore songs from English to Chinese.

    “I have started preparations for translating Rabindrsangeet from English to Chinese. I will first translate the love songs composed by Tagore. People in China are very inquisitive about Tagore,” said Liu.

    খবরের লিন্ক এখানে

  6. মাসুদ করিম - ৫ মে ২০১১ (২:৪৯ অপরাহ্ণ)

    অসাধারণ, নাদিম এফ. পারাচা লিখছেন Old man & the sea, কারো নিশ্চয় বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে — মৃত লাদেনের হাজিরা বসানো হয়েছে, লাদেনের আত্মা প্রশ্নের উত্তর দিচ্ছে।

    We asked world famous occult medium, Mr. Abdul Qadir Awami Badami, to connect and communicate with Osama bin Laden’s soul, to ask him what really happened on the night he was shot dead in Abbottabad …

    Mr. Osama, can you hear me? Mr. Osama?
    Bubble … bubble … bubble

    I think I have made contact with the departed soul. Mr. Osama, can you hear me?
    Yes, where am I? Is this heaven?

    No, sir, you are at the bottom of the sea.
    Sea? Hmmm … yes, it does seem that way. Am I dead?

    Well, yes. Kind of.
    Hmm … how did I die?

    I was hoping you could tell me that.
    All I remember is that it was night and I was waiting for the Kakul guys to get my dinner, and then I heard these ’copters and thought maybe the Kakul guys were throwing me a surprise party or something and I got very excited, and …

    The Kakul guys used to give you dinner?
    Well, yes. Biryani on Mondays and Tuesdays, chicken chowmein on Wednesdays, steak on Thursdays, mixed veggies on Saturdays and Sundays …

    And on Fridays?
    On Fridays I used to call them over for dinner. One of my wives makes a darn good Yemeni stew.

    I see. So they knew you were hiding there?
    Of course, they did! They’re my wives!

    I mean the Kakul guys.
    Oh. Well, according to their intelligence reports, I was some rich Arab camel breeder and exporter.

    Really? They didn’t bother to cross-check?
    Let’s just say, I was not on their radar.

    Must be the same radar that failed to pick the American ’copters …
    I tell you, my men have better radars, hehehe … bubble, bubble..
    By the way, you said that I was in hiding?

    Weren’t you in hiding?
    Not at all!

    Then why did the Americans take 10 years to find you?
    Those fools don’t know much about caves.

    But you weren’t hiding in a cave, sir.
    My friend, let me tell you, all of Pakistan is one big cave!

    Then did the Pakistanis really know you were in the country all along?
    My friend, they wouldn’t have been Pakistanis had they not known. Hehe … bubble, bubble.

    Huh?
    Never mind.

    So you are saying they knew?
    Well I was … excuse me, I think I have a fish stuck in my ear. *Plop!* Ah, a red snapper! So, what were you saying? By the way, what is your name, brother?

    Abdul Qadir Awami Badami
    That is a strange name. Are you by any chance a Hindu?

    No.
    Hmm … I guess I will have to kill you anyway.

    But you are dead.
    Oh, right, of course. Then I guess I will kill some fish instead.

    Are you a seafood fan?
    No, I just like killing infidels.

    Infidel fish?
    Yes, you have a problem with that, you idol worshipper!

    How can fish be infidel?
    Look at them! Swimming in the sea, all naked!

    But they are fish!
    And stark naked! Shameless.

    Whatever, tell us about your stay in Pakistan…
    It reminded me of home.

    Saudi Arabia?
    No, Afghanistan, but with better cars and escalators.

    But you’re a Saudi.
    I’m a Muslim first. The best there was. And if you disagree I will get you killed. You are a Christian Crusader anyway.

    No.
    Non-Muslim!

    Human being.
    Infidel!

    Any difference between human beings and Muslims?
    Of course there is. That is why we only kill human beings.

    But you and your al Qaeda and Taliban friends have killed thousands of Pakistani Muslims.
    They were all bad Muslims.

    How can you say that?
    I don’t say. I blow!

    No, you say, while others blow…
    Those who blow have true faith.

    Even the small children and infants who have died in these attacks?
    Yes!

    So people who blow themselves up in mosques, shrines and markets are the only true Muslims?
    It is much more complicated than that. A very complex concept.

    Please explain.
    You see, only those Muslims who blow themselves up in mosques, shrines and markets are the only true Muslims.

    But that’s what I said.
    You did?

    Yes.
    I see … you Hindu!

    Why did you say that?
    Because you worship idols.

    But to some, you are an idol too.
    I am an ideal.

    A pretty violent one though.
    Yes, mashallah.

    But I’m not forcing my beliefs on you.
    That is because you are a chicken!

    So I should impose them on you?
    Yes. Come on, I invite you to convert to my faith. Where is your suicide jacket?

    Where’s yours?
    I deal in suicide jackets, not wear them, fool.

    I know so many Muslims who are nothing like you.
    They are not Muslims!

    Then who are they?
    Human beings! Ugh!

    But I thought a good Muslim also meant being a good human being.
    Jewish propaganda!

    What?
    Well, as I … excuse me, I think I see a shark approaching.

    Why don’t you move from there?
    No worries. You know that red snapper that got stuck in my ear?

    Yes…
    Well, I trained it to become a suicide bomber. It just exploded over the shark’s head!

    But the shark did not attack you!
    But it could have.

    You’re sounding like George W. Bush. He, too, was into pre-emptive strikes, remember?
    Ah, good ol’ Bushy. He was good for my business. But this Obama guy turned out to be different.

    Different, how? In policy and in strategy?
    No, in colour. He is black.

    A human being, nevertheless.
    That is the problem. The whole world should be Muslim, instead.

    Yes, just like Bush wanted the whole world to become American.
    Ah, good ol’ Bushy. Those were the days. Right, I guess I’ll kill you now.

    But you’re dead. Buried deep in the sea.
    They buried me here?

    Yes, the Americans buried you in the sea.
    Wow! Has Obama converted to Islam?

    What do you mean? You were a Salafi, right?
    Yes. I am amazed. How did he know we didn’t believe in marked graves?

    But some of your fans around the world are criticising him for not giving you a decent Muslim burial.
    Infidels!

    So you are happy that they buried you in the sea?
    Of course! Otherwise bad Muslims would have made a shrine at my grave. We blow up shrines, you know.

    Yes I do. But this is amazing. You are actually happy at what Obama did?
    Yes, but minus the shooting-me-in-the-head part, of course.

    So you do remember that you were shot in the head?
    Well, I really do have this bad headache and … well, I’ll be dammed! There’s a hole in my head! The buggers did shoot me!

    The Americans?
    Yes, who else? The Pakistanis?

    So Pakistanis weren’t at all involved in your assassination?
    Well, their only contribution to this was that on that fateful, tragic night they delayed my dinner. Buggers. Had to be shot on an empty stomach.

    But the Taliban are blaming them and saying that now their top target is Pakistan.
    Really? What was our top target before my death? Guatemala?

    You tell me.
    Hmmm … better warn Mullah Omar.

    Why, is he hiding in Pakistan too?
    Follow the dinner trail, follow the dinner trail …

    So the Pakistanis did know you were there, right?
    Pakistanis don’t know where they themselves are, forget about knowing where I was. What is the Pakistani media saying?

    Some of their TV anchors seem shocked and sad.
    Yes, one of them once worked as a cook for me and another used to give me great massages.

    Can you name them?
    No. Don’t want to give them undue importance. Let the ISI do that.

    The ISI gives them importance?
    Sort of. They give the ISI great massages too.

    Can you be more specific?
    Yes, I can. I. Want. To. Behead. You. You. Hindu. How is that for being specific, you cunning Jew?

    Human being.
    Same thing.

    Whatever.
    Chicken! Come on fight me, you Buddhist coward!

    I am disconnecting from you now. May God deal with you in whatever way he thinks you are to be dealt with.
    Darn. I almost forgot. You are right. Now I will have to meet the maker. Do you think he likes seafood?

    লিন্ক এখানে

  7. মাসুদ করিম - ৮ মে ২০১১ (১০:২১ পূর্বাহ্ণ)

    সোনিয়া গান্ধী রবীন্দ্রনাথকে ‘বাংলার শেক্সপিয়র’ কেন বললেন? এভাবে তুলনা একেবারেই শোভন নয়, আর একান্তই যদি তুলনা করতেই হয় তাহলে একজন ইতালিয়ান হিসাবে তিনি রবীন্দ্রনাথকে ‘বাংলার দান্তে’ বলতে পারতেন।

  8. মাসুদ করিম - ৮ মে ২০১১ (১:১৯ অপরাহ্ণ)

    ‘চট্টগ্রাম’ নামের ইতিহাসের আছে নানান ব্যাখ্যা। আজকের সমকালে একে বলা হয়েছে চট্টগ্রামের নাম রহস্য

    ‘সিন্ধু মেখলা ভূধরস্তনী, রম্যানগরী চট্টলা, অয়ি বরাঙ্গি, শ্যামলা-শোভন নিবিড় কাননকুন্তলা, বাড়ব ঘোড়ারে বাঁধিয়া রেখেছ দুয়ারে তোমার সুন্দরী বক্ষে পুষিছ দিব্য অনল করাল শিখাঠি সংবরি…’। এভাবেই চট্টগ্রামের সৌন্দর্যের কথা তুলে ধরেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
    চট্টগ্রামের নামকরণের ইতিহাস অসম্পূর্ণ ও প্রহেলিকায় ভরা। ভূতত্ত্ববিদদের মতে, চট্টগ্রাম অঞ্চলটি খুবই প্রাচীন। পৌরণিক যুগ থেকে আবাসভূমির অযোগ্য এ চট্টগ্রামে অনেক স্বাধীন রাজবংশ রাজত্ব করেছে। তারা আবার কালের গর্ভে বিলীনও হয়ে গেছে। এখানে মনুষ্য বসতির পত্তনও হয়েছে একাধিকবার। তাই এর আদি নাম বা চট্টগ্রামের নামকরণের ইতিহাসটিই গভীর অন্ধকার ও রহস্যজালে আবৃত।
    বিখ্যাত জিওগ্রাফিক্যাল ডিকশনারি অব এনসেন্ট ইন্ডিয়া গ্রন্থে প্রত্নতত্ত্ববিদ নন্দলাল দে চট্টগামের আদি নাম চট্টলা এবং ফুল্লগ্রাম বা পুষ্পগ্রাম বলে উলেল্গখ করেন। প্রাচীন অনেক গ্রন্থে চট্টল শব্দ থেকে এ অঞ্চলের নাম ‘চট্টলা’ হয়েছে বলে উল্লেখ রয়েছে। যেমন চূড়ামণি তন্ত্রে আছে, ‘চট্টলে দক্ষ বাহুর্যে ভৈরব চন্দ্রশেখর। ব্যক্তরূপা ভগবতী ভবানীতন্ত্র দেবতা’। আবার ‘বরাহতন্ত্রে’ উল্লেখ আছে_ ‘চট্টলে দক্ষিণে বাহু ভৈরব চন্দ্রশেখর। সূর্য্যের কটিদেশস্থো বিরূপাক্ষা মহেশ্বর।’
    অনেক ইতিহাসবিদ একমত, পৌরাণিক যুগ থেকে চট্টগ্রামের নাম ছিল ‘চট্টলা’। প্রাচীনকালে চট্টভট্ট নামে একটি জাতি এ অঞ্চলে বসতি করার সময় চট্টলা নাম দেয় বলেও কেউ কেউ মনে করেন। ১৩৪৫ বঙ্গাব্দে সত্যবার্তা নামে একটি ম্যাগাজিনে এক লেখক ‘বাংলায় ভ্রমণ’ শীর্ষক এক কাহিনীতে এ অঞ্চলের নাম সপ্তগ্রাম থেকে চট্টগ্রাম হয়েছে বলে উল্লেখ করেন। ওই লেখক ঐতিহাসিক সূত্র টেনে বলেন, ‘কারও কারও মতে সপ্তগ্রাম থেকে লোক এসে এখানে উপনিবেশ স্থাপন করায় তারা এ স্থানের নাম রাখেন সপ্তগ্রাম এবং পরে রূপান্তরিত হয়ে সপটগ্রাম, সপড্গ্রাম বা চট্টগ্রামে পরিণত হয়।’
    অনেক ইতিহাসবিদের মতে, বৌদ্ধরা এ অঞ্চলের নাম চট্টগ্রাম রেখেছে। তাদের যুক্তি হলো, এখানে অনেক চৈত্য বা বৌদ্ধ মঠ ছিল বলে এ অঞ্চলের নামকরণ চৈত্যগ্রাম করা হয়। পরবর্তীকালে যা রূপান্তর হয়ে হয় চট্টগ্রাম।
    আরাকান রাজ ষোলসিংহ চন্দ্র নিজ রাজ্যের উপকণ্ঠে থুর থুনকে পরাজিত করে ৯৫৩ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অধিকার করেন। দিগ্গি্বজয়ের স্মৃতিচিহ্ন স্বরূপ চট্টগ্রামে তিনি একটি বিজয়স্তম্ভ নির্মাণ করেন। যাতে লেখা ছিল ‘চিৎ-ত-গৌং’। এ আরাকানির ভাষার বাংলা অর্থ হলো_ ‘যুদ্ধলব্ধ স্থান’। পণ্ডিত ও বৌদ্ধরা এখনও মনে করেন ওই ‘চিৎ-ত-গৌং’ থেকেই এসেছে চট্টগ্রাম। পৌরাণিককালে চট্টগ্রামে বিভিন্ন স্থানে অসংখ্য চৈত্যগ্রাম নির্মিত হয়েছিল। চীন পরিব্রাজক হিউয়েন সাঙ যখন সিল্ক রোড ধরে চট্টগ্রাম আসেন তখন এর অনেক স্মৃতি তিনি তার গ্রন্থে তুলে ধরেন। ওই গ্রন্থে তিনি চৈত্য শব্দের অর্থ বৌদ্ধ বিহার এবং গ্রাম শব্দের অর্থ ‘সমূহ’ বলে উল্লেখ করেন। আবার অনেক ইতিহাসবিদের মতে চট্টগ্রামের নাম একসময় ছিল কর্ণফুলী।
    প্রাক ইসলামী যুগে আরব বণিকরা বাণিজ্য করার লক্ষ্যে ভারতীয় দ্বীপাঞ্চলে আসতে শুরু করলে এ অঞ্চলটি তাদের নজরে পড়ে। তখন থেকে আরব সংস্কৃতির সঙ্গে এ অঞ্চলের অধিবাসীদের সংযোগ ঘটে। বিখ্যাত এক আরব কবি তার লেখায় এ অঞ্চলকে যেভাবে তুলে ধরেন বাংলায় এর অর্থ দাঁড়ায়_ ‘লঙের সুগন্ধি ভারাক্রান্ত প্রবাহিত প্রাচ্য মলয়সম।’
    আরব লেখক ‘ইদ্রিসি’ ১২০০ খ্রিস্টাব্দে চট্টগ্রামের নাম ‘কর্ণফুলী’ বলে উল্লেখ করেন। তবে প্রাচীনকালের মুসলমানরা চট্টগ্রামকে মনে করতেন জিন-পরীর আবাসভূমি হিসেবে। এখনও চট্টগ্রামের অনেক মুসলমান মনে করেন, ‘ঘন জঙ্গলে পরিপূর্ণ এ অঞ্চল জিন-পরীতে ভরা ছিল। এটি আসলে পরীর দেশ।’ কথিত আছে ১৪০০ খ্রিস্টাব্দের দিকে পশ্চিম দেশীয় পীর হজরত বদরে আলম ভেলায় চড়ে চট্টগ্রামে আসেন। তিনি জঙ্গলে ঘেরা চট্টগ্রামের আন্দরকিল্লার নিকটবর্তী (বর্তমানে চেরাগী পাহাড়) স্থানে সাধনা করার জন্য জিন-পরীদের কাছ থেকে ‘এক চাটি’ পরিমাণ জায়গা চান। পরীরা বদরে আলমকে এক চাটি জায়গা দেয়। বদর পীর তখন ওইটুকু চাটি বা প্রদীপ রাখার স্থানে প্রদীপ জ্বালান। সেই চাটি বা প্রদীপের তেজ সহ্য করতে না পেরে জিন-পরীরা দূরে সরে যেতে বাধ্য হয়। পরে এ আলোর তেজ এত বেশি দূর ব্যপ্ত হয় যে, তা বিস্তীর্ণ এলাকাজুড়ে আলোয় আলোকময় করে তোলে। শেষ পর্যন্ত জিন-পরীরা টিকতে না পেরে এ দেশ ছেড়ে চলে যায়! এ চাটি থেকেই চাটিগাঁ নামের উৎপত্তি। যেসব ঐতিহাসিক এ নামকরণে বিশ্বাসী তারা বর্তমান আদালত ভবনের পরীর পাহাড় এবং দক্ষিণে পরীর দ্বীপের অস্তিত্বের কথা বলেন। আরাকানরাও এ চট্টগ্রামকে পুরাকালে রম্যভূমি বা পরীর দেশ বলত।
    একটি ঐতিহাসিক সূত্র মতে, দশম শতাব্দীতে এ অঞ্চলে একটি ক্ষুদ্র ‘মুসলিম রাজ্য’ স্থাপিত হয়, যার অধিপতি ছিলেন ‘সুলতান’। এ সুলতানকেই রোসাঙ্গ রাজ সুলতইঙ্গ চেন্দয় অপরাজিত করে এর নামকরণ চেও গৌং করেন। মুসলমান আমলে এর নাম ইসলামাবাদ করা হয় এবং নবাব ফতে খাঁ একসময় চট্টগ্রামকে ফতেয়াবাদ নগর বলে আখ্যায়িত করেন। তবে ফখরুদ্দীন মোবারক শাহ চট্টগ্রাম বিজয়ের আগে থেকেই চট্টগ্রাম পরিচিত ছিল চাটিগাঁও বা চাটগাঁও নামে। ১৬৬৬ খ্রিস্টাব্দে মোগলরা আরাকানদের হটিয়ে এ অঞ্চল দখল করে ইসলামাবাদ নাম দিলেও বেশিদিন স্থায়ী হয়নি। ৯৪ বছর পর্যন্ত এ অঞ্চল মোগলদের শাসনে ছিল।
    পরবর্তীকালে ব্রিটিশরা যখন ১৭৬০ খ্রিস্টাব্দে মীর কাসিম আলী খানের কাছ থেকে এ জেলাটি অধিগ্রহণ করে তখন তারাই এর নামকরণ করেন চিটাগাং। তবে আশ্চর্যজনক হলেও সত্য, ইংরেজিতে এ নাম ঈযরঃঃধমড়হম হলেও বাংলায় এর প্রতিশব্দ ব্যবহৃত হয়ে আসছে ‘চট্টগ্রাম’ হিসেবে।
    সাহিত্যিক মাহবুব উল আলম চট্টগ্রাম সর্ম্পকে তার ‘চট্টগ্রামের ইতিহাস’ (কোম্পানি আমল) গ্রন্থে লিখেছেন_ ‘আরাকানী অধিকারে চট্টগ্রাম ছিল একটা দুর্গ। চাটগাঁ ও চর-চাটগাঁ উভয় নামেই আমরা ইহার উল্লেখ দেখিতে পাই। মোগলের আন্দরকিল্লাই ছিল মূল চাটগাঁ দুর্গ আর নদীর দক্ষিণ তীরের কেল্লাটি ছিল চর-চাটগাঁর দুর্গ। আরাকান হইতে উত্তরে ফেনী নদী পর্যন্ত ভূভাগ চাটগাঁর কর্তৃত্বাধীন ছিল। ১৯৬৬ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি মোগলেরা উহা অধিকার করিয়া লয়। তাহারা প্রথম হইতেই উহাকে একটা থানার (থানা ইসলামাবাদ) মর্যাদা দিয়া রাখে। কিন্তু জাহাঙ্গীরনগরের অধীন হইলেও থানা ইসলামাবাদ একটা আলাদা সরকার বা প্রদেশ (সরকার ইসলামবাদ) রূপে গড়িয়া উঠে। ইহার যেমন নিজস্ব থানাদার, ফৌজাদার ও নবাব ছিল, তদ্রূপ নবাবের দেওয়ান এবং মীর বখশীও ছিল। ১৭০০ খ্রিস্টাব্দ নাগাদ ইহাকে জাহাঙ্গীরনগরের অধীনে আরও নিয়ন্ত্রিত করা হয়। তখন হইতে সরকার ইসলামাবাদের নবাব জাহাঙ্গীর নগরে থাকিয়াই কাজ চালাইতেন। ইসলামাবাদে তাহার এক নায়েব থাকিতেন। কোনো কোনো সময় নায়েব ও দেওয়ান একই ব্যক্তি হইতেন। ১৭১২ খ্রিস্টাব্দের পর চট্টগ্রামের নবাবী একেবারেই তুলিয়া দেওয়া হয়। বাঙ্গালার সুবেদারের প্রত্যক্ষ অধীনে একজন নায়েব ইহার শাসন-কার্য চালাইতে থাকেন। ১৭২৮ খ্রিস্টাব্দে ‘চাকলে ইসলামাবাদ’কে আমরা সুবে বাঙ্গালার ত্রয়োদশ চাকলার অন্যতম রূপে দেখিতে পাই। ১৭৬০ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবরে যে সনদ দ্বারা নবাব মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চট্টগ্রাম সমর্পণ করেন উহাতে চট্টগ্রামের উলেল্গখ ছিল ‘থানা ইসলামাবাদ বা চট্টগ্রাম’ রূপে। দক্ষিণ দিকে আরাকানের সীমা পর্যন্ত উহা বিস্তৃত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি স-কাউন্সিল একজন চিফের অধীন এলাকা রূপে ইসলামাবাদকে গড়িয়া তুলিতে থাকেন। সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নামও ক্রমে অধিকতর সুস্পষ্ট রূপে চালু হইয়া যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথমদিকের কাগজপত্রে ইসলামাবাদ বা চট্টগ্রামকে দেশ বা প্রদেশ রূপে উল্লেখ করা হইয়াছে।’
    এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের মতে, ‘এ অঞ্চলের সুন্দর ক্ষুদে পাখি ‘চট্গা’ থেকেই চট্টগ্রাম নামের উৎপত্তি।’ তাই বলা চলে চট্টগ্রামের নামকরণের বিষয়টি এখনও প্রহেলিকাময়।

    আমার সবচেয়ে পছন্দ হয়েছে ‘চটগা’ পাখির সূত্র।

    লিন্ক এখানে

  9. মাসুদ করিম - ৮ মে ২০১১ (২:৪০ অপরাহ্ণ)

    গতকাল সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আজ ফল প্রকাশিত হয়েছে। সিঙ্গাপুরের ক্ষমতাসীন People’s Action Partyই জিতেছে। অবশ্য এবারই প্রথম বিরোধী Worker’s Party পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়েছে : ৬টি। ৮৭ আসন বিশিষ্ট সিঙ্গাপুর পার্লামেন্টের বাকি ৮১ আসন People’s Action Partyর। এবার বিরোধী দলের প্রচারণা ছিল অনেক বেশি জোরালো, সিঙ্গাপুরের ইতিহাসে এবারই বিরোধী দল সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছিল ৮৭টির মধ্যে ৮২টিতেই বিরোধীদের প্রার্থী ছিল।

    THE People’s Action Party secured 81 out of 87 seats on Sunday morning against an opposition tide that dragged down its share of the popular vote by 6.5 points to 60.1 per cent and swept the Workers’ Party to victory in Aljunied GRC.

    Opposition leader Low Thia Khiang’s bold incursion from his safe haven of Hougang into neighbouring Aljunied GRC was rewarded with the opposition’s first-ever capture of a group representation constituency.

    বিস্তারিত পড়ুন এখানে

  10. মাসুদ করিম - ৮ মে ২০১১ (৬:৩৪ অপরাহ্ণ)

    ১৯৭১ সাল থেকে জাতিসংঘ কতৃক Least Developed Countries(LDC) ক্যাটাগরি চালু করা হয়েছে। এর আবার কিছু উপভাগও করা হয়েছে: Landlocked Developed Countries(LLDC) ও Small Islands Developed Countries(SIDS)। লিস্ট এখানে। এই চল্লিশ বছরে মাত্র তিনটি দেশ তাদের মাথাপিছু গড় আয় বাড়িয়ে এই লিস্ট অতিক্রম করতে পেরেছে — বতসোয়ানা (BOTSWANA), কেপ ভার্ডে (CAPE VERDE) ও মালদ্বীপ (MALDIVES)। বাংলাদেশ আশা করছে তারাও অদূর ভবিষ্যতে এই লিস্ট থেকে বের হতে পারবে। আমাদের অঞ্চলের LDCগুলোর মধ্যে নেপাল ও ভূটান Landlocked। কিন্তু আমরা ও মায়ানমার কিন্তু তা নই, তারপরও অনেকদিন ধরে আমরা এই লিস্টে পড়ে আছি। আমাদের দেশে ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরশাসন ছিল আর মায়ানমারে এখনো স্বৈরশাসন চলছে — এটা একটা কারণ হতে পারে আমাদের এরকম পিছিয়ে পড়ার। রবীন্দ্র জন্মোৎসবে দিল্লির অনুষ্ঠানে না গিয়ে প্রধানমন্ত্রী যে LDC সম্মেলনে তুরস্ক গেছেন, এটা প্রশংসাযোগ্য এবং আশা করব প্রধানমন্ত্রী সামনে থেকে LDC থেকে বেরিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করবে ও অন্যদেরও পরিশ্রমে উদ্বুদ্ধ করবেন।

    এবারের LDC সম্মেলন হচ্ছে তুরস্কে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা LDC-এর সংখ্যা কমাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে।

    The conference in Istanbul will be the first time it will be hosted by a developing country and an emerging development partner.

    “We want to have a strong voice to be heard against the international economic inequalities,” said Davutoğlu, adding that the conference in Istanbul will be an opportunity to open the international economic system to discussion.

    While the least developed countries accuse developed countries, especially those with colonial histories, for their situation, the latter believe the poorest countries bear responsibility for the state they are in, since they have not adopted methods for good governance, according to Davutoğlu. He said the world needs to get out of this vicious circle of reciprocal accusations, and Turkey will be trying to offer a new development paradigm.

    The conference in Istanbul will draw up the parameters of a renewed and invigorated partnership to the benefit of the LDCs for the next decade and beyond. The action plan to be adopted in Istanbul is expected to chart a new and realistic course for structural transformation for LDCs for the next decade.

    Turkish government believes that LDCs need development paths that are more robust, less vulnerable to shocks and that result in inclusive growth, poverty reduction and widespread prosperity.

    বিস্তারিত পড়ুন এখানে

    • মাসুদ করিম - ৯ মে ২০১১ (১২:০১ অপরাহ্ণ)

      তুরস্কে অনুষ্ঠিত LDC সম্মেলন নিয়ে আরো।

      Turkey’s role as host highlights its strategic position linking the European and Asian continents, as well as its expanding regional profile and robust economic growth. Turkey donates about $1 billion a year in aid to poor nations in the Balkans, South and Central Asia and sub-Saharan Africa, a tenfold increase over the last decade, according to the Turkish government.

      Turkey is paying for up to 11 delegates from each of the 48 poor nations – 33 in Africa, 14 in Asia plus Haiti – to travel to Istanbul for the conference, which will also attract aid organizations, parliamentarians and academics. Hundreds of business executives will attend, based on the view that least-developed countries, or LDCs, offer high potential for investment despite their vulnerability to civil unrest, disease and other grave challenges.

      The Brussels Plan implemented in the previous 10 years to support the LDCs, countries with an annual per-capita income of less than $745 dollars, will be thoroughly reviewed during the conference, according to a U.N. statement released Thursday.

      Negotiators for the LDCs “are looking to put in place measures for building infrastructure to attain economic self-sufficiency, push back poverty and create decent jobs,” the U.N. said.

      “The most economically vulnerable countries in the world are looking for the world’s larger economies to open up market access for LDC exports, to continue to increase development aid and better target it toward infrastructure and leveraging new investment, and to provide incentives for companies thinking of investing in LDCs,” it added.

      The European Commission underlined its commitment to help the LDCs out of poverty in a press statement Friday. “As the largest donor to the least developed countries, with 15 billion euros of aid in 2010, the EU will urge other partners to match its pledge to provide from 0.15 to 0.20 percent of its gross national income to LDCs,” it said.

      বিস্তারিত পড়ুন : Poor nations voice claims in Istanbul

      • মাসুদ করিম - ১০ মে ২০১১ (২:৪৮ অপরাহ্ণ)

        Many emerging economies have acquired considerable policy experience which can be shared with policy makers in LDCs. South-south partnerships supporting development programs in LDCs have already begun to emerge, among them the India-Africa Summit. This area of south-south cooperation needs scaling up and UNCTAD is aiming to establish an institutional portal through which LDCs and other developing countries can approach each other for policy advice and assistance and to exchange experiences.

        Thirty years of finance-led globalization has produced an unbalanced and unstable world economy. While the economic storm clouds of recent years have yet to fully break, the emerging south offers a silver lining. Yet, the LDCs are even further behind today than they were at their first U.N. conference. Enhanced south-south cooperation is needed to begin to turn things around. The meeting this week organized by the government of India to harness south-south cooperation for LDCs is an important step. However, it can only be part of a larger rebalancing agenda in support of development-led globalization. India, as a prominent member of both the G-77 and the G-20, can play a pivotal role in shaping that agenda and helping to build a more inclusive and sustainable global economic order.

        বিস্তারিত পড়ুন : Revitalized south-south cooperation can lift LDCs on to new development paths

        • মাসুদ করিম - ১১ মে ২০১১ (১২:১৮ অপরাহ্ণ)

          দক্ষিণ-দক্ষিণ সহায়তাকে শেখ হাসিনা বিকল্প হিসাবে দেখছেন না, প্রথাগত উত্তর-দক্ষিণ সহায়তার পাশাপাশি একে complementary বা সৌজন্যমূলক বাড়তি সহায়তা হিসাবে দেখতে চান তিনি। হাসিনা আরো বলেছেন, ব্যবসা ও বিনিয়োগে LDCরা উন্নতি করলেও উৎপাদন ক্ষমতা, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক ও সামাজিক পুঁজিতে এ দেশগুলো অনেক পিছিয়ে আছে। তাই দারিদ্র বিমোচনে কিছু এগুলেও মাথাপিছু গড় আয়ের বৈশ্বিক বৈষম্য আরো বেড়েছে। ১৯৭১ সালে যেখানে মাথাপিছু আয়ের বৈশ্বিক গড়ে LDCদের ভাগ ছিল ১৮ শতাংশ ২০০৮এ এসে সেইভাগ কমে হয়েছে ১৫ শতাংশ। মাথাপিছু ২ ডলার আয়ে বেঁচে থাকা মানুষ আজো সেই ৪০ বছর আগের মতোই আছে ৭৫ শতাংশ।

          ISTANBUL, May 10: Prime Minister Sheikh Hasina today demanded intensified supports of the affluent nations for the least developed countries (LDCs) or emerging economies to enable them attain sustained economic growth, report agencies.

          “Investment and technical assistance from the South enjoy possibility of easier replication and absorption by LDCs. South- South Cooperation should be complementary to similar assistance from our traditional development partners in the North, and not a substitute,” she told the 4th Conference on LDCs in Istanbul.

          She sought the summit level conference to formulate a new era of cooperation between the LDCs and the affluent Northern globe cautioning that “time is running out for uplifting the living conditions in the LDCs while new challenges are emerging with globalization and climate change”.

          “If we wish the Istanbul Conference to be our last attempt to correct the situation, we must give up rhetoric and honour the commitments we make here,” the Bangladesh premier told the conference.

          Sheikh Hasina said commitments must be accompanied by country- specific development strategies as well as system-wide development programme and overall recasting of cooperation mechanism and aid criteria.

          “LDCs achieved good progress in areas such as trade and investment and social development. It looks that some of them will attain the MDGs,” she said and added LDCs could not make similar progress in developing productive capacities, infrastructure building and upgrading the human and social capital.

          The premier said the efforts of the developing countries were further affected by sudden increase in oil and food prices, climate change and the global financial meltdown widening the gap between the LDCs and the developed world.

          Moreover, she said, the failure of development partners in meeting their commitments for enhancing support also impeded their growth prospects.

          LDCs affected by climate change must receive additional funds on top of ODA, the Prime Minister said adding, “We need to agree on additional compensatory support to the LDCs to meet the challenges posed by climate change and external threats.”

          Sheikh Hasina said the fragility of the LDCs, their structural weaknesses and constant economic marginalization are retarding their development and prosperity.

          She said per capita income of LDCs fell from 18% of the global average in 1971 to 15% in 2008. Though poverty reduction shows some progress, people living on less than USD 2 a day remains almost unchanged at 75%.

          বিস্তারিত পড়ুন : PM seeks intensified supports for LDCs

          • মাসুদ করিম - ১৪ মে ২০১১ (১২:১৮ অপরাহ্ণ)

            গতকাল শেষ হয়েছে ৬ দিন ব্যাপী LDC সম্মেলন। তুরস্ক দাবী করছে তারা উত্তর-দক্ষিণের অর্থনৈতিক স্বার্থের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামী এক দশকে উত্তরের ধনী দেশগুলো দক্ষিণের LDCগুলো আরো সহায়তা বাড়াবে। কিন্তু সেই সাথে তারা আশা করছে দক্ষিণের LDCগুলোর প্রশাসনিক কাজকর্ম আরো স্বচ্ছ হবে। তুরস্ক Lest Developed Countries এই অভিধাও পরিবর্তন করারও প্রস্তাব দিয়েছে, তারা চায় এখন থেকে এই দেশগুলোকে Emerging Countries of the Future অথবা Potentially Developed Nations বলা হোক।

            Discussing a program of action for the decade from 2011-2020 for least developed countries, or LDCs, poor and rich countries had been facing contention on a demand for representing increased, concrete financial contributions in the text of the Istanbul action plan, which led to a deadlock between the parties on preparing the final text by Thursday.

            “LDCs’ demand that developed countries increase their official state contributions. Yet, developed states preferred to keep current rates for contributions, “ Davutoğlu said, explaining the disagreement between the parties.

            There was disagreement over removing trade constraints, promoting investment and monitoring aid in the action plan, he added.

            Emphasizing Turkey’s contributions to LDCs, Davutoğlu said: “Turkey will provide fellowships for 1,000 students from least developed countries. They will learn Turkish here. We want to bring up an elite population who know Turkey well.”

            LDCs had been urging developed countries to put forth clear commitment of financial contribution arguing that their economic backwardness is closely related to being exploited historically by rich states.

            Meeting at the UN Conference on the LDCs, economically poor countries demanded developed countries, which is defined as “North countries,” to carry economic responsibility of colonial era and share the burden of poverty. However, developed countries were not willing to make clear commitment.

            Northern countries criticized governance structures of the LDCs due to bad administration and corruption in handling financial aid and urged them to enhance governance, reduce corruption and act with more transparency to achieve development.

            বিস্তারিত পড়ুন : Deadlock resolved for Istanbul Action Plan at LDC summit

  11. maksudul alam - ৯ মে ২০১১ (১২:৩১ পূর্বাহ্ণ)

    সাম্প্রতিক কালে সাউথ ইস্ট এআর লাইন্স এর পাইলট দুইজন মুস্লিম স্কলারকে নিএ উড়াল দিতে অসিক্রিতি জানিএছেন।একজন হলেন প্রফেসর আব্দুর রাহামান, মেম্ফিস ইউনিভারসিটির আরবি বিভাগের অধাপক আর অননজন হলেন গ্রেটার মেম্ফিস ইস্লামিক এসঅসিএশান এর ইমাম মহাম্মদ জগ্লুল।তারা যাছিলেন আমেরিকান ফেআরস অফ ইস্লাম শন্মেলনে যোগ দিতে।বিস্তারিত পড়ুন এইখানে http://news.yahoo.com/s/nm/20110507/us_nm/us_muslims_plane” target=”_blank”>

  12. মাসুদ করিম - ১৩ মে ২০১১ (২:১২ অপরাহ্ণ)

    কেরালায় হাড্ডাহাড্ডি হার আর পশ্চিমবাংলায় গোহারা, শেষ পর্যন্ত এবছর ভারতে বামবিয়োগ হলই। রয়ে গেল শুধু ত্রিপুরা। ভারতে কমিউনিস্ট পার্টির নতুন নামকরণ হতে পারে : কমিউনিস্ট পার্টি অফ ত্রিপুরা।

  13. মাসুদ করিম - ১৪ মে ২০১১ (২:৩৪ পূর্বাহ্ণ)

    চীনে The Natural History Museumএ ডাইনোসার নিয়ে প্রদর্শনী Age of the Dinosaur ২২ এপ্রিল ২০১১ থেকে শুরু হয়েছে এবং চলবে ০৪ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত। এখানে দেখুন সেই প্রদর্শনীর উপর ভিত্তি করে ফটোগ্যালারি

  14. মাসুদ করিম - ১৪ মে ২০১১ (৯:০৫ পূর্বাহ্ণ)

    বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সেই যে নার্সিংহোমে গেলেন গত ২৮ মার্চ সেখান থেকে আর ফিরলেন না, গতকাল রাত ৮ টা ৫৫ মিনিটে পরাপারেই চলে গেলেন বাদল সরকার।

    খবরের লিন্ক এখানে

    • রেজাউল করিম সুমন - ১৫ মে ২০১১ (১:১৩ পূর্বাহ্ণ)

      কী আর্শ্চয সমাপতন! তৃণমৌলিকতার আস্বাদ না নিয়েই বিদায় নিলেন বাদলবাবু।

  15. মাসুদ করিম - ২২ মে ২০১১ (১:১৫ অপরাহ্ণ)

    ডয়েচে ভেল্লে, Deutsche Welle(DW) এখনো ঠাণ্ডা যুদ্ধের মানসিকতা নিয়ে চলছে : পিপলস ডেইলি অনলাইন

    Germany’s international broadcaster Deutsche Welle (DW) recently fired another four editorial staff of Chinese origin working for the China-Redaktion der Deutsche Welle (DW’s Chinese Department), for what it claims were financial reasons, but in actuality, as a result of expelling “dissidents” with “Communist background”. The four dismissed Chinese editors have probably fallen victim to DW’s intense censorship and deep-seated prejudice.

    The company’s decision has offended the laid-off editors, who say DW’s refusal to renew their contracts is because the four represent a different voice from that of the ideologically oriented China-Redaktion der Deutsche Welle. The four: Wang Fengbo, Zhu Hong, Li Qi and Wang Xueding, have published an open letter with their signature, asking the company to rescind its decision. In the open letter they also expressed their view that China-Redaktion der Deutsche Welle has lost its credibility by adhering to biased reporting against China.

    বিস্তারিত পড়ুন এখানে

  16. মাসুদ করিম - ২৩ মে ২০১১ (৭:১১ অপরাহ্ণ)

    ইউরোপে পপুলিজমের জয় চলছেই। স্পেনের আঞ্চলিক নির্বাচনে ‘পপুলিস্ট পার্টি’ এই প্রথম জাতীয় গড়ে ৩৭.৫% ভোট পেল। এই জয় পপুলিস্টদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল, আর আগামী বছরের সাধারণ নির্বাচনে পপুলিস্টদের এই জয় সোসালিস্টদের জন্য মাথাব্যথার কারণ হয়ে থাকল।

    The Socialist Party of Prime Minister José Luis Rodríguez Zapatero suffered a massive defeat at the hands of the conservative opposition in Sunday’s nationwide local and regional elections. After a campaign fought against the backdrop of unemployment at almost five million, an ongoing economic crisis and a growing protest movement that brought tens of thousands of people onto the streets to demand “real democracy now,” the Socialists were ousted from power in almost all of Spain’s regions, besides losing control of key city halls such as Barcelona and Seville.

    PP leader Mariano Rajoy can now feel extremely confident about general elections, slated for March 2012, after his party received an historic 37.5 percent of the vote nationwide, a full 10 percentage points ahead of the governing party. “The citizens have expressed their discontentment with the crisis,” admitted Zapatero. “It is reasonable that the Socialists should receive this punishment.”

    বিস্তারিত পড়ুন এখানে

  17. মাসুদ করিম - ২৪ মে ২০১১ (১০:২৮ পূর্বাহ্ণ)

    ২১ মে ছিল সোভিয়েত পদার্থবিদ আন্দ্রেই শাখারভের ৯০তম জন্মদিন। দেখুন শাখারভকে নিয়ে রিয়ানভস্তির ফটোফিচার : Andrei Sakharov – deputy and dissident

  18. মাসুদ করিম - ২৪ মে ২০১১ (৫:৪৫ অপরাহ্ণ)

    নারীভ্রুণ হত্যা ভারতের এক ভয়ংকর ব্যাধি। গত ত্রিশ বছরে ভারতে এক কোটি বিশ লাখ নারীভ্রুণ হত্যা করা হয়েছে। আর লজ্জাজনক হল স্বচ্ছল পরিবারগুলোই একাজ বেশি করছে — কারণ তারাই ভ্রুণহত্যার খরচ সহজে জোগাতে পারছে।

    “The number of girls being aborted is increasing and may have reached 12 million with the lower estimate of 4 million over the last three decades,” said lead author Professor Prabhat Jha at the Center for Global Health Research in Toronto, Canada.

    “The logic is families are saying if Nature gives us a first boy, then we don’t do anything. But if Nature gives a first girl then perhaps we would consider ultrasound testing and selective abortion for the subsequent children,” he told Reuters in a telephone interview on Tuesday.

    Jha said the preference for boys in Indian society remains firmly in place and the reason why abortions of female fetuses were occurring more among richer and educated parents was because they could afford to do so.

    বিস্তারিত পড়ুন এখানে

  19. মাসুদ করিম - ২৪ মে ২০১১ (৫:৫৪ অপরাহ্ণ)

    আমারও তাই মনে হয়, সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি মানে একটা জীবনযাপনের ধরণেরই অবলুপ্তি। আর্মেনিয়ান প্রেসিডেন্ট Serzh Sargsyan যথার্থই বলেছেন

    I think that for a large number of people, the Soviet Union’s collapse was a tragedy because they lost a familiar life and apparent prosperity and had to abruptly change their lifestyles. Enormous efforts were required to ensure their security. With the Soviet Union’s disintegration, existing tensions escalated into armed actions, or to put it bluntly, into war. However, many nations were dreaming of independence and having received it, they translated the dream that many generations had had through the centuries into reality.

    সাক্ষাৎকারটি বিস্তারিত পড়ুন এখানে

    সোভিয়েত ইউনিয়ন ছাড়া বিশ বছর। এই আয়োজন এই বছরের শুরু থেকেই আরম্ভ করেছে রিয়ানভস্তি। সারা বছর জুড়েই চলবে এই সিরিজ, যেখানে থাকবে ইনফোগ্রাফিক্স, কলাম, সাক্ষাৎকার, মন্তব্য। আগ্রহীরা এসব পড়তে পারবেন এখানে : 20 years without the Soviet Union

  20. মাসুদ করিম - ২৫ মে ২০১১ (১:৫৯ অপরাহ্ণ)

    নেপালের শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান প্রণয়ন আজো হল না, আর আগামী ২৮ মে আবার এই সংবিধান সংসদের মেয়াদ শেষ হচ্ছে।

    With the term of Nepal’s Constituent Assembly (CA) expiring on May 28, and the Constitution nowhere in sight, Nepali politicians are engaged in hectic negotiations. The big question is whether the CA’s term will be extended again and, if so, on what terms.

    The Jhalanath Khanal-led government, supported by the Unified Communist Party of Nepal (Maoist) and the Upendra Yadav-led Madhesi Janaadhikar Forum (Nepal), has proposed an amendment to the interim Constitution, extending the CA’s term by a year. The government’s logic is straightforward — there is no alternative to drafting the statute through the CA.

    The opposition Nepali Congress (NC) and the United Democratic Madhesi Front (UDMF) — comprising three Madhesi parties — have said they will not support the extension in the present situation. They are backed by a splinter of Mr. Yadav’s MJF, which broke ranks with the original party on Monday. A re-energised NC has claimed that a Constitution cannot be written ‘even in 10 years’ if Maoists do not deliver on the peace process. It has asked the Maoists to detach the party from the combatants and hand over their weapons to the government, and demanded the government’s resignation as pre-conditions for supporting an extension of the CA.

    The Communist Party of Nepal (Unified Marxist Leninist) is divided — Prime Minister Khanal is with the Maoists, while his rivals, the former Prime Minister, Madhav Nepal, and senior leader K.P. Oli have backed the NC in its demand for the government’s resignation.

    বিস্তারিত পড়ুন : Nepal: need for workable compromise

    • মাসুদ করিম - ২৭ মে ২০১১ (৫:১৫ অপরাহ্ণ)

      The Himalayan Timesএর আজকের সম্পাদকীয়তে নেপালের সংবিধান সংসদের সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

      A good option is to extend the CA in two installments. During the first extension, the Maoists will be required to fulfil all their commitments to the peace process. If the Maoists deliver on their peace process commitments and the parties make a considerable improvement in the constitution writing process, then the CA term can be extended for an additional three months by the end of which a new constitution can be promulgated.

      However, there has to be a qualitative change even before the CA extension is considered. There should be a change of government with a consensual regime in place before May 28. There should also be a final agreement about the numbers to be absorbed in the security forces, handing over of weapons to the government or the special committee and placing of PLA combatants away from Maoist command and control. A third important condition for extension is clear identification of the areas of differences in the Constitution writing so that everyone is aware of what needs to be done.

      Although the original term of the CA is two years, the doctrine of necessity would allow yet another extension for a maximum of six months. If the major political parties make a reasonable and sincere effort both the peace process and the constitution drafting task could be concluded during that time.

      Giving the Maoists three months during which to prove their commitment to the peace process and democracy is a reasonable option. If they fail to fulfil their commitments, then the people will hold them responsible for failing to live up to the people’s expectations.

      বিস্তারিত পড়ুন এখানে

      • মাসুদ করিম - ২৯ মে ২০১১ (১০:০৩ পূর্বাহ্ণ)

        নেপালের সংবিধান সংসদের মেয়াদ আরো তিন মাস বাড়ল।

        After hectic parleys late into Saturday night and wee hours of Sunday, the political parties struck a five-point deal, paving the way for a three-month extension of the Constituent Assembly.

        According to the pact signed by top three leaders of the three major parties the Constituent Assembly term will be extended by three months; fundamentals of the peace process will be readied within three months; the first draft of the new constitution will be prepared within three months; the Prime Minister will quit to pave the way for formation of a national consensus government; and the Nepal Army will be developed as an inclusive institution by implementing the past agreements signed with Madhesi Morcha. However, it wasn’t clear when the Prime Minister’s resignation would come.

        বিস্তারিত পড়ুন : CA gets three-month extension

  21. মাসুদ করিম - ২৬ মে ২০১১ (৮:১৭ অপরাহ্ণ)

    লবণাক্ত জমিতে ধান উৎপাদনের নতুন পদ্ধতি নিয়ে ‘ম্যাজিক গ্রোথ’ প্রযুক্তির উদ্ভাবক কৃষিবিদ মো. আরিফ হোসেন খান আজকের ‘সংবাদ’-এ মুক্ত আলোচনায় লিখেছেন, কিভাবে গাছের পাতার দ্বারা খাদ্যগ্রহণ করার ধারণাকে কাজে লাগিয়ে তিনি লবণাক্ত জমিতে ধান উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনে সক্ষম হয়েছেন।

    পকূলীয় জেলা বরিশাল সম্বন্ধে একটি প্রবাদ বহুল প্রচলিত ছিল, ‘ধান, নদী, খাল এই তিনে বরিশাল’, কিন্তু বর্তমানে এই প্রবাদ বাক্যটি সম্বন্ধে আমাদের নতুনভাবে ভাবতে হচ্ছে। কারণ দেশের উপকূলীয় জেলাগুলোর এক বড় অংশে ধান আবাদ করতে না পারার কারণে চাষিরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। চাষির হতাশার একটি নমুনা নিচে তুলে ধরছি_
    মো. ইসলাম গাজী (০১৭৫৬-২৫৩৮৭০) গ্রাম : মালঠ, ইউনিয়ন : কপিলমনি, উপজেলা : পাইকগাছা, জেলা : খুলনা। তিনি এ বছর প্রায় ৮ বিঘা জমিতে ব্রি-ধান-৪৭ জাতের বোরো ধান আবাদ করে চরম হতাশার মধ্যে রয়েছেন। চাষির সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরগুলোতে সিডর এবং আইলার কারণে তাদের এলাকার জমিতে আর সেভাবে ধান উৎপাদন করতে পারছেন না। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মো. ইসলাম গাজী আরও জানান ইতিপূর্বে তারা আর কখনই এমন সমস্যার মধ্যে পড়েননি। ধানের জমিতে লবণের আধিক্যে এমন হচ্ছে বলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়। এক হিসাবে দেখা যায়, বর্তমানে উপকূলীয় জেলাগুলোর ৮,৩০,০০০ হেক্টর জমিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে ফসল আবাদ ব্যাহত হচ্ছে। সমুদ্র থেকে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় লবণাক্ততার এই সমস্যা পরিলক্ষিত হচ্ছে। উপকূলীয় এলাকাতে ধান আবাদ না হওয়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে খুব গুরুত্বের সঙ্গে গৃহীত হয়েছে এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় দেশের বিজ্ঞানী সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন যেন তারা লবণ সহনশীল জাতের ধান উদ্ভাবন করেন। এ বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকটি লবণ সহনশীল জাত যেমন বিআর-৪০, বিআর-৪১ এবং ব্রি-ধান-৪৭ উদ্ভাবন করেছেন। বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট (ইওঘঅ) সম্প্রতি বিনা-৮ নামের একটি লবণ সহনশীল জাত উদ্ভাবন করেছে। ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত জাতগুলো মাঠপর্যায়ে তেমন ভালো ফলাফল দিচ্ছে না বলে জানা যায়। আর বিনা কর্তৃক উদ্ভাবিত জাতটি কৃষকপর্যায়ে এখনো পেঁৗছানো সম্ভব হয়নি। এছাড়া গবেষণা প্রতিষ্ঠান প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন যেন লবণাক্ত মাটিতে এলাকার চাষিরা ফসল আবাদ করতে পারে এমন ফসল তাদের নির্বাচন করে দেয়া যায়।
    যমুনা নদীর ওপর দেশের বৃহত্তর সেতু ‘বঙ্গবন্ধু সেতু’ নির্মাণের ফলে দেশের উত্তরাঞ্চলে শিল্পের বিকাশ খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে এই এলাকার কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে। যেহেতু এই এলাকায় জমির দাম কম, শ্রম সহজলভ্য এজন্য বিভিন্ন বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এই এলাকায় তাদের প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। ভবিষ্যতে এর ব্যাপ্তি আরও বেশি হওয়াটা স্বাভাবিক। এ কারণেই সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে উত্তরাঞ্চল থেকে ধান ফসলটিকে সরিয়ে দক্ষিণাঞ্চলে প্রতিস্থাপন বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। যেন আমরা আবার আগের মতো ‘ধান, নদী, খাল এই তিনে বরিশাল’-এর মতো নতুন কিছু নামে দেশের দক্ষিণাঞ্চলকে অবহিত করতে পারি। কিন্তু সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের বাধা কোথায়, আশা করি পাঠকরা ইতোমধ্যেই তা অবহিত হতে পেরেছেন। হ্যাঁ, মাটির লবণাক্ততার বিষয়টিই এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
    আমি একজন স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদ এবং দীর্ঘ ২০ বছর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) মাঠপর্যায়ে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিপণনের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। চাকরির পাশাপাশি অবসর সময়ে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা করা আমার শখ। এমন শখের বসেই কাজ করতে করতে আমার মনে হচ্ছে আমি নতুন কিছু উদ্ভাবন করেছি। আমার উদ্ভাবিত প্রযুক্তি দেশের কৃষি গবেষণার সঙ্গে সংশ্লিষ্টদের নতুন চিন্তার খোরাক জোগাবে বলেই আমার বিশ্বাস।
    আমরা জানি, একটি ধান গাছের সুস্থভাবে বেঁচে থাকা এবং কাঙ্ক্ষিত ফলন দেয়ার জন্য অখনিজ এবং খনিজ মিলিয়ে সর্বমোট ১৭টি উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, বোরন, জিংক, ম্যাঙ্গানিজ, মালিবডেনাম, ক্লোরিন এবং সিলিকনের প্রয়োজন হয়। অখনিজ উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত বাকি ১৪টি খনিজ উপাদান গাছ মাটি থেকে শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে থাকে এবং এ মাটি থেকে খাদ্যগ্রহণ প্রক্রিয়াটি শাশ্বত এবং চিরায়ত। আমরা সবাই শিকড়ের মাধ্যমে গাছের খাদ্য গ্রহণের এ বিষয়টি সম্বন্ধেই অবহিত। গাছ পাতার সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, যা আমরা সবাই অবহিত, কিন্তু গাছ যে পাতার মাধ্যমেও বিভিন্ন ধরনের খনিজ উপাদান সরাসরি গ্রহণ করতে পারে তা আমরা অনেকেই অবহিত নই। (এ কারণে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে দেশে কিছু বিতর্কেরও সৃষ্টি হয়েছে)। গাছের পাতার মাধ্যমে খাদ্য গ্রহণের বিষয়টি সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন মিসিগান স্টেট ইউনিভারসিটির উদ্যানতত্ত্ব বিভাগের দুজন বিজ্ঞানী ১৯৫০ সালে। পাতার মাধ্যমে গ্রহণকৃত খাদ্য উপাদান গাছের মধ্যে কীভাবে ঢুকে যায়, স্থানান্তরিত হয় এবং কীভাবে বিভিন্ন মেটাবলিক কার্যাবলিতে অংশগ্রহণ করে তা তারা সুনির্দিষ্টভাবে প্রমাণ করেন। বিজ্ঞানী Dr. H.B. Tukey এবং S.H.Wittwer ফসফরাস এবং পটাসিয়াম মৌলকে রেডিও-অ্যাকটিভ করে গাছের পাতার উপরে প্রয়োগ করে এটা প্রমাণ করেন।
    বর্তমানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ফসল উৎপাদনে মাটির পাশাপাশি পাতার মাধ্যমেও গাছকে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সরবরাহ করা হচ্ছে। এই প্রক্রিয়াকে Foliar Feeding/Foliar Fertilization বলে। এই Foliar Feeding-এর বিষয়টি নিয়ে দীর্ঘ ২০ বছর কাজ করতে গিয়ে আমি সিলিকন বাদে উপরে উলি্লখিত ১৩টি খনিজ উপাদানের সমন্বয়ে একটি তরল সার ‘ম্যাজিক গ্রোথ’ উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। উদ্ভাবিত সার বিভিন্ন কৃষি ফসলের ওপর কৃষকের ভাষায় ‘ম্যাজিক’-এর মতো কাজ করছে। আমার উদ্ভাবিত তরল সার ম্যাজিক গ্রোথ দেশের উপকূলীয় এলাকায় ধান চাষের লবণাক্তজনিত সমস্যা সমাধানে কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে বলে আমার পরীক্ষায় প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি।
    বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্ব বহন করছে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে। এজন্য তা দেশের বিজ্ঞানী এবং নীতিনির্ধারক পর্যায়ে দৃষ্টি আকর্ষণের নিমিত্তে উপস্থাপন করছি।
    বিষয়টির সূত্রপাত যেভাবে হলো :
    আমার উদ্ভাবিত তরল সার ‘ম্যাজিক গ্রোথ’-এর ফলাফল বিভিন্ন ফসলের ওপর বিশেষ করে ধানের কার্যকারিতার বিষয়টি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে অবহিতকরণের জন্য একটি কারিগরি পোপার্স তৈরির কাজে কিছু তথ্য সংগ্রহ করতে ইন্টারনেট সার্চ করতে গিয়ে বিষয়টি সর্বপ্রথম জানতে পারি যে, মাটির লবণাক্ততা, অমস্নতা, ক্ষারত্বজনিত সমস্যা থাকলে মাটির মাইক্রোনিউট্রিয়েন্ট মাটিতে আবদ্ধ হয়ে যায়, ফলে গাছ মাইক্রোনিউট্রিয়েন্ট উত্তোলনে ব্যর্থ হয় বলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় বা গাছ মারা যায়। আমার উদ্ভাবিত তরল সার লবণাক্ত মাটিতে ধান চাষে কাজ করতে পারে এমন একটি ধারণা আমার নিজের মধ্যে আগে থেকেই ছিল। ইন্টারনেটে বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে কিছু তরল সার খুলনা জেলার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৃণাল কান্তি দাশের কাছে পাঠাই এবং অনুরোধ করি যেখানে লবণাক্ততার কারণে ধান চাষে অসুবিধার সৃষ্টি হচ্ছে সেখানকার কিছু জমিতে পরীক্ষা করে দেখার জন্য তিনি তরল সার পাইকগাছা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমারের কাছে পরীক্ষার জন্য পাঠান। প্রেরিত তরল সার কপিলমনি ইউনিয়নের মালঠ গ্রামের চাষি মো. ইসলাম গাজীর জমির ব্রি-ধান-৪৭-এর ওপর পরীক্ষা করা হয়।
    যেভাবে পরীক্ষা করা হয় :
    পরীক্ষার জন্য একবিঘা সাত কাঠা জমির মধ্যে ৫ কাঠা জমিতে তরল সার প্রয়োগ করা হয় এবং জমির বাকি অংশকে কনট্রোল হিসেবে রাখা হয়। এ পর্যন্ত বোরো ধানের জমিতে তিনবার তরল সার ব্যবহার করা হয়েছে। প্রথম প্রয়োগ করা হয় ধান রোপণের ৩৫ দিন পর। দ্বিতীয় বার প্রয়োগ করা হয় প্রথম প্রয়োগের ১৪ দিন পর এবং তৃতীয় বার প্রয়োগ করা হয় দ্বিতীয় প্রয়োগের ১০ দিন পর।
    তরল সার প্রয়োগে যে ফলাফল পাওয়া গেল:
    তরল সার প্রয়োগে ধানগাছের বৃদ্ধি স্বাভাবিক হয়েছে, পর্যাপ্ত সংখ্যক কুশি হয়েছে, তরল সার প্রয়োগকৃত অংশে নতুনভাবে গাছ মারা যায়নি বা ধানগাছের পাতা নতুন করে মরেনি। হলুদাভ ধানগাছ সবুজ বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকভাবে ধানের ছড়া বের হয়েছে।
    পক্ষান্তরে জমির যে অংশে তরল সার ব্যবহার করা হয়নি সে অংশে ব্যাপক পরিমাণ ধানের গাছ মারা গেছে। যাওবা কিছু ধানের গাছ বেঁচে আছে তাতে তেমন কোন কুশি নেয়নি। এসব বেঁচে থাকা ধানগাছে কিছু শিষ বের হয়েছে। তবে শিষগুলোর আকার ছোট এবং চিটার ভাগ বেশি। তরল সার না দেয়া অংশে প্রায় ৭৫-৮০% ফলন বিপর্যয় ঘটবে বলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান।
    লবণাক্ত মাটিতে আমার উদ্ভাবিত তরল সার ‘ম্যাজিক গ্রোথ’ যে কাজ করেছে সে বিষয়টি চাষি মো. ইসলাম গাজী এবং উপ-পরিচালক অরুণ কুমর পাল নিশ্চিত বলে অবহিত করেছেন। তবে তরল সারটি আরও কয়েক দিন আগে প্রথম পর্যায় থেকে দিতে পারলে আরও ভালো ফলাফল হতো বলে তারা মনে করেন।
    তরল সার যে লবণাক্ত মাটিতে ধানের ওপর কাজ করছে এ বিষয়টি আরও নিশ্চিত করেছেন বিএডিসি’র পাইকগাছা উপজেলার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. রমিজুর রহমান (০১৭১১-০৬৫৬৭৯)। তিনি জানান, তার খামারের যেসব জমিতে লবণাক্ততার কারণে ধানগাছ মারা যাচ্ছিল সেসব জমির কিছু অংশে তরল সার প্রয়োগ করে খুব ভালো ফলাফল পেয়েছেন।
    চাষি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিএডিসি’র বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালকের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে, আমার উদ্ভাবিত তরল সার ‘ম্যাজিক গ্রোথ’ লবণাক্ত মাটিতে ধান চাষে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। অধিকন্তু বিজ্ঞানও বিষয়টিকে সমর্থন করছে।
    আমি মনে করি, আমি যে তথ্যটি পেয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সরকারের নীতিনির্ধারক পর্যায়ে ধান চাষে লবণাক্ত সমস্যা খুবই গুরুত্বের সঙ্গে গৃহীত হয়েছে, যা পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিকে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। আমি যে বিষয়টি উপস্থাপন করলাম তা দেশের নীতিনির্ধারক এবং গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করছি। হয়তো ব্যক্তিপর্যায়ের এই ক্ষুদ্র প্রয়াস দেশের লবণাক্ত এলাকার ধান আবাদে যুগান্তকারী ভূমিকা পালন করতে পারবে।
    [ লেখক : উপ-পরিচালক (বীবি), বিএডিসি ]

    লিন্ক এখানে

  22. মাসুদ করিম - ২৬ মে ২০১১ (৮:৩৫ অপরাহ্ণ)

    সেই ফেব্রুয়ারি মাস থেকে ফয়েজ আহমদ ফয়েজকে নিয়ে একটি ভাল লেখা খুঁজছিলাম বাংলাদেশের পত্রিকাগুলোতে। শেষ পর্যন্ত আজকের ‘সংবাদ সাময়িকী’তে পেলাম মাহমুদ আল জামানের এই লেখাটি।

    সমপ্রতি আধুনিক উর্দু কবিতার প্রাণপুরুষ ফয়েজ আহমদ ফয়েজের জন্মশতবর্ষ উদ্যাপিত হলো। মানসিক যাতনা আর বৈরী প্রতিবেশের অপ্রত্যক্ষ পীড়ন জীবদ্দশায় কতভাবেই না তাঁকে আঘাত করেছিল। ছাত্রাবস্থা থেকে মৃত্যুকাল অবধি এই সুদীর্ঘ ষাট বছরের কবিজীবনে সুসময় কোনভাবেই তাঁর জীবনে আসেনি। তিনি পারেননি সুস্থিত হতে। তাঁর কাব্যপ্রকৃতি ও কবিসত্তা বিকশিত হয়েছে বৈরী পরিবেশের মধ্যে। যুদ্ধ করেছেন বিরুদ্ধ রাজনৈতিক ও প্রথাশাসিত পরিবেশের বিরুদ্ধে। কখনো কখনো সমাজে বিরাজমান হতাশা ও নিরাশা তাঁকে বিচলিত করেছে। কিন্তু সেজন্য ভেঙে পড়েননি। বিশেষত রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র মামলায় আসামি থাকাকালে তাঁকে যে মানসিক পীড়ন করা হয়েছিল তা তাঁকে সমগ্র জীবন তাড়া করেছে। বড় যে কোনো সৃজনশীল মননজীবীর জন্য এ-ধরনের পরিপ্রেক্ষিত হীরের দ্যুতির মতো হয়ে ওঠে। ব্যক্তিস্বরূপ হয়ে ওঠে রূপময়। কেউ এ ক্ষেত্রে হয়ে ওঠেন সংশয়াপন্ন, কেউ দ্বন্দ্বোত্তীর্ণ। আবার কেউ সংগ্রামের ভেতর দিয়ে তাঁর সৃজনে নবীন বেগ সঞ্চার করেন।
    ফয়েজ আহমদ ফয়েজের ক্ষেত্রে রাষ্ট্রের আবহ কী সৃষ্টি করেছে তা সহজেই অনুমেয়। জীবন অভিজ্ঞতার দীক্ষাচর্চা, পঠন-পাঠনের ব্যাপ্তি, প্রগতিশীলতার ঝরনাতলায় অবগাহন এক স্বতন্ত্র অভিঘাত শুধু সৃষ্টি করেনি, রাষ্ট্র ও পরিবেশের বৈরিতা উত্তরণের মধ্য থেকেই তাঁর মধ্যে জন্ম নিয়েছে সৃজনশীলতার এক ফল্গুধারা। আর অন্যদিকে সময় ও স্বকালের সমূহ সংকটের প্রকৃতিকে চিহ্নিতকরণের মধ্য দিয়ে তিনি যে সত্যের সম্মুখীন হয়েছিলেন, সেক্ষেত্রেও উপলব্ধি করা যায় কতভাবেই না তাঁকে সমাজে বিরাজমান দ্বন্দ্ব উত্তরণের জন্য ঝুঝতে হয়েছে নিজের সঙ্গে, প্রতিবেশের সঙ্গে। এভাবেই এক একজনের ভিন্ন ব্যক্তিত্ব ঝলমল করে ওঠে সকল জিজ্ঞাসার মধ্যে; বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে স্ফুরিত হতে থাকে। আর যে আধুনিকতার সঙ্গে মানবমুক্তি কিংবা মার্কসবাদের অনল এনেছে শিল্পের জন্য আরেক জিজ্ঞাসা, সেখানেও ফয়েজের কবিসত্তা অনিবার্য এক স্বর এনেছে, এই স্বরের মধ্যে কোনো উঁচু গ্রাম বাঁধা পড়েনি। তাঁর সমকালীন বোধে যে আধুনিকতার জন্ম সেখানে জৌলুসের আবরণ নেই। বরং ঐতিহ্য আর অঙ্গীকার তাঁর কবিতায় ও জীবনের অন্তর্গত ও মৌলিক চরিত্রে এনে দিয়েছে এক অগি্নগর্ভ দ্যুতি। বিগত একশ বছর ধরে উর্দু কবিতার যে ধারায় কবিতার চর্চা হয়েছে সেখানে মৃদু উচ্চারণ ছিল স্বভাবধর্ম। জীবনের দুঃখ-বেদনাকেও উর্দু কবিতা মাধুর্যে ও মৃদু উচ্চারণে প্রকাশ করে চলছিল। প্রতিবাদেও এ চরিত্র ক্ষুণ্ন হয়নি। এই ভিন্ন আবেদন উর্দু সাহিত্যের রসগ্রহীতার মধ্যে।
    শিয়ালকোটের একটি ক্ষুদ্র শহরে ফয়েজ আহমদ ফয়েজের জন্ম, ১৩ ফেব্রুয়ারি ১৯১১ সালে, মৃত্যু ১৯৮৪ সালের ২০ নভেম্বর। ইকবালও পাঞ্জাবের শিয়ালকোটে জন্মেছিলেন তাঁর বছরদশেক আগে। তাঁর বাবা ছিলেন আইনজীবী। ফয়েজ ক্যামব্রিজেও অধ্যয়ন করেন কিছুদিন। ছেলেবেলা সম্পর্কে তাঁর মনোগ্রাহী বর্ণনায় ধরা পড়েছে মানস গঠনের এক পর্ব। এটি মূল উর্দু থেকে অনুবাদ করেছেন জাফর আলম।
    সকালে ফজরের নামাজ পড়ার জন্য বাবার সঙ্গে মসজিদে যেতাম। আজানের সঙ্গে সঙ্গে আমি জেগে উঠতাম। বাবার সঙ্গে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতাম। তারপর মসজিদে ঘণ্টা দেড় ঘণ্টা তৎকালীন খ্যাতিমান ইসলামি প-িত মৌলবি ইবরাহীম মীর শিয়ালকোটের কাছে কোরান পাঠ ও কোরানের ব্যাখ্যা শুনতাম। বাবার সঙ্গে মসজিদ থেকে বের হয়ে দেড়-দুই ঘণ্টা প্রাতঃভ্রমণ শেষে বাড়ি ফিরতাম। স্কুল থেকে ফিরে আব্বার কাছে আবার ডিউটি, বাবার চিঠি লিখে দেওয়ার দায়িত্ব আমার ওপর ছিল। কারণ চিঠি লিখতে তাঁর অসুবিধা হতো। অতএব আমি তাঁর সেক্রেটারির দায়িত্ব পালন করতাম। তাঁকে আবার পত্রিকা পড়ে শোনাতাম। এই ব্যস্ততার কারণে কৈশোরে আমার উপকারও হয়েছে। উর্দু ও ইংরেজি পত্রিকা পাঠ আর চিঠি লেখায় অভ্যস্ত হওয়ায় আমার লেখালেখি ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। আরেকটি ঘটনা আমার স্মৃতিতে ভেসে উঠেছে। আমার বাড়ির কাছে একটি দোকান ছিল। সেখান থেকে ভাড়ায় বই পড়ার সুযোগ ছিল। একটি বই পড়ার জন্য ভাড়া ছিল দুই পয়সা। এই দোকানের মালিককে সবাই ভাইসাহেব বলে ডাকতেন। তাঁর দোকানে উর্দু সাহিত্যের মূল্যবান বইপত্রের ভা-ার ছিল। আমাদের সময় সপ্তম ক্লাসে পড়ার সময় যেসব বই পড়ার রেওয়াজ ছিল, ইদানীং তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যেমন আমি সপ্তম ক্লাসে অধ্যয়নকালে তিলশাকে হুশরবা, ফসানায়ে আজাদ (আবদুল হালিম শবরের উপন্যাস) ইত্যাদি পড়েছি। এইসব বই পড়া শেষে আমি উর্দু কবিদের কাব্যগ্রন্থ পড়তে শুরু করি। দাপের মীর, গালিবের কবিতাও পড়েছি; কিন্তু আমার তেমন বোধগম্য হতো না। অন্যান্য উর্দু কবিদের কবিতা পড়ার পর অর্ধেক বুঝি আবার অর্ধেক বুঝতাম না। কিন্তু এঁদের কবিতা পাঠের পর আমার মাঝে বিচিত্র অনুভূতির সৃষ্টি হতো। ফলে কবিতার প্রতি আমার আগ্রহ আর সাহিত্যের প্রতি অনুরাগের সৃষ্টি হয়। তাঁদের কবিতা আমাকে দারুণভাবে প্রভাবিত করে।
    ১৯৩৪ সালে তিনি ইংরেজি ও আরবি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাস করে লাহোর আর অমৃতসরে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন কিছুকাল। ১৯৪১ সালে যোগ দেন সেনাবাহিনীতে।
    তিন বছরের মধ্যে তাঁর দ্রুত উন্নতি ও কর্নেল পদমর্যাদায় আসীন হবার বিরল সুযোগ ঘটে। ১৯৪৭ সালে তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন ও পাকিস্তান টাইমসের প্রধান সম্পাদক হিসেবে যোগ দেন।
    কিছুদিনের মধ্যেই তাঁর যোগ্য সম্পাদনায় পাকিস্তান টাইমস দেশের একটি প্রধান সংবাদপত্র হিসেবে সমাজ ও রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা অর্জন করে। পাকিস্তান টাইমস ফয়েজের আরেকটি কীর্তিস্তম্ভ। ভাষা, ব্যাপক প্রচারসংখ্যা, সংবাদ পরিবেশনা ও গণতান্ত্রিক মানুষের কণ্ঠস্বর হিসেবে পাকিস্তানের সংবাদপত্র ইতিহাসে এ-পত্রিকার একটি ভিন্ন আসন ছিল। ফয়েজ যখন সম্পাদক, তখন এ-পত্রিকা গণতন্ত্র ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার মুখপত্র হয়ে উঠেছিল।
    ১৯৫৮ সালে সামরিক শাসন জারির পর সরকার পাকিস্তান টাইমসের ভূমিকাকে ভালো চোখে দেখেনি।
    ১৯৫৯ সালে আইয়ুব খানের সামরিক সরকার এই সংবাদপত্রের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করে। সংবাদপত্রের স্বাধীনতা হরণের ফলে তিনি পাকিস্তান টাইমসের সম্পাদক পদ ত্যাগ করেন।
    ষাটের দশকের উত্তাল ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনগুলোতে যখন বাঙালির স্বরূপচেতনা, সমাজভাবনা ও আন্তর্জাতিকতাবোধ নবনিরীক্ষার মধ্যে অগ্রসরমান, তখনই রণেশ দাশগুপ্তের বহুমুখীন কর্মকা-ের মধ্যে একটি হলো কবি ফয়েজ আহমদ ফয়েজের কবিতার অনুবাদ। রণেশ দাশগুপ্ত উর্দু ভাষাকে ভালোভাবেই জানতেন। সেজন্য উর্দু থেকে বাংলায় তিনি যখন ফয়েজের কবিতা অনুবাদ করেছেন তার মৌল আবেগ ও চেতনায় পাঠক স্পন্দিত হয়েছেন। বিশেষত সামরিক শাসনবিরোধী কিছু কবিতায় তা ছিল বলিষ্ঠ।
    বাঙালির সঙ্গে ফয়েজের কোনো সংযোগ ছিল না_ সেকথা আমি বলছি না। বরং প্রগতিশীল বাঙালিরা চলি্লশের ও পঞ্চাশের দশক থেকেই তাঁকে চিনতেন, জানতেন ও বুঝতেন। এদেশের প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতিভাবনায় আলোড়িত জনমানুষের মধ্যে তাঁর একটা মর্যাদার আসন ছিল। ত্রিশের দশকের রাজনৈতিক আবহে ফয়েজের মানসভুবন পুষ্টি অর্জন করায় তাঁর ব্যক্তিসত্তা ও কবিসত্তা সম্পর্কে প্রগতিশীলদের মধ্যে তাঁর সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছিল।
    পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতা সাজ্জাদ জহীরের (বন্নে ভাই) সঙ্গে রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, পাকিস্তান টাইমসের সম্পাদনা-কর্ম ও প্রগতি লেখক সংঘের নেতৃত্বের যে ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি, এও তাঁকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। ফয়েজের মনন ও জীবনের মধ্যে তাঁর সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে তাঁকে উপলব্ধির ও তাঁর প্রতি অনুসন্ধিৎসু হয়ে ওঠার বিশেষ কারণ হয়ে উঠল তাঁর কবিতা ও কবিসত্তা। তাঁর কবিতা আর কবিসত্তা, মানবকল্যাণবোধ, সুন্দরের প্রতি আস্থা, মানুষের মুক্তিস্পৃহায় নতুন সৃষ্টিপথ সন্ধানে তাঁর আকুলতা আমাদের মনে ফয়েজ আহমদ ফয়েজ সম্পর্কে আগ্রহ সঞ্চার করে। এক্ষেত্রে রণেশ দাশগুপ্তের কাজ পথিকৃতের। ষাটের দশক আমাদের রাজনৈতিক ইতিহাসে নানা দিক থেকে তাৎপর্যময় ও মুক্তিপিয়াসী। এই সময়ে যখন তাঁর অনূদিত কবিতা একের পর এক প্রকাশ করেন তিনি কখনো পরিচিতি আর ভূমিকাসহ কোনো সাহিত্যপত্রে কিংবা সংবাদ-সাময়িকীর পাতায়, তখন আমরা সন্ধান লাভ করি ও অর্জন করি বিরল অভিজ্ঞতা। বাঙালি কবিতা পাঠকদের জন্য এক নতুন জগতের দরজা খুলে যায়। গালিব কিংবা ইকবালের কবিতার সঙ্গে যারা পরিচিত তারা কেবল বুঝতে পেরেছেন ফয়েজ আহমদ ফয়েজের কোথায় অনন্যতা। তিনি নতুন সুর এনেছেন উর্দু কবিতায়। জনজীবনের জন্য নতুন, সময়ের জন্য নতুন, এমনকি অনুভূতিও নতুন। পুরনো প্রকরণের কোনোকিছুকে তছনছ না করে ভেঙে নতুন প্রকরণ আনলেন উর্দু কবিতায়।
    কবিতাও কখনো বৃহত্তর সংগ্রামে প্রেরণাসঞ্চারী হয়ে ওঠে এ কথা তো আমরা জানি। নেরুদা কিংবা পল এলুয়ার যে উদ্দীপনাময় অনুষঙ্গ যোগ করেছিলেন অনেকের জীবন ও মননচেতনায় তা সাহিত্যের পাঠকমাত্রই জানেন। বাংলা সাহিত্যেও সুকান্ত-সুভাষের কাব্যাদর্শ সংগ্রামী মানুষের জীবনচেতনায় নবদিগন্তের উন্মোচনে সহায়ক ভূমিকা রেখেছে।
    জনমানুষের বেদনাকে সকল সময় ধারণ করেছে উর্দু কবিতা। তবে সে ছিল কিছুটা যেন অপ্রত্যক্ষভাবে বলা। ফয়েজ মৃদু উচ্চারণেই বললেন সে-কথা। কিন্তু সরাসরি। এই সরাসরি বলার ভেতর দিয়েই তিনি হয়ে উঠলেন বিশিষ্ট।
    তিরিশের দশকের মননসমৃদ্ধ বুদ্ধিবাদী ও পরিশীলিত বাংলা কবিতা ঐতিহ্য ও চর্চায় একটা নতুন ভুবন নির্মাণ করেছে বটে; কিন্তু তা জনবিচ্ছিন্নতার দায় কোনোভাবেই এড়াতে পারেনি। যুগমানস ও আধুনিকতার লক্ষণসমৃদ্ধ মুক্তি-অভিযাত্রী হওয়া সত্ত্বেও এই সময়ের কবিতা জীবনের দায়ের কাছে কোনো মৌল প্রত্যয় নিয়ে উন্মোচিত হয়নি।
    পঞ্চাশের দশকের মধ্যপাদ থেকে এদেশে কবিতাচর্চার অভিজ্ঞতা জনকেন্দ্রিক এবং কবিতা দিগন্ত নতুন নতুন অভিজ্ঞতায় প্রসারিত। এ অভিজ্ঞতা জীবনের জটিল ও দুরূহ রূপকে ছোঁয়ার অনুভবে নিবিড়। কিন্তু আইয়ুবী ছলনার প্রতি মোহাবিষ্ট অনেক কবি ও লেখকের সামাজিক অঙ্গীকার ত্যাগ জনমুখীন কবিতাচর্চার ভগ্নস্তূপে এক বিরাট শূন্যতা সৃষ্টি করে। উপন্যাস, ছোটগল্প কিংবা কবিতায় জনসংলগ্ন বিশ্ব নির্মাণের কোনো কারিগর যে ছিলেন না তা তো নয়, অনেকেই জীবনের সাযুজ্যে, জীবনের মাটিতে গভীরভাবে প্রোথিত ছিলেন। পঞ্চাশে যে ভিত নির্মিত হয়েছিল শত বিরূপতা সত্ত্বেও পরবর্তীকালে তা মহীরুহ আকার ধারণ করেছে।
    এই সময়ে বেশ কয়েকজন কবি ও লেখকের সামাজিক সত্তা ও মানস গঠন সমাজলগ্ন হওয়া সত্ত্বেও তাঁদের কবিতা বৃহত্তর সংকট থেকে মুক্তির চিহ্নবহ নয়। বিষাদ, ঘৃণা কিংবা নিঃসঙ্গতাবোধের যন্ত্রণারও কোনো উপলব্ধি নেই। কবিতা স্বদেশ ও বিপর্যস্ত সময়কে ধারণ করলেও ষাটের দশকে যখন অনেকের পরিণতির আশ্চর্য সময়, অনেক কবি-সাহিত্যিকের দেখি জীবনের মোহের কাছে কত সহজেই না পরাজিত, অথচ এই সময়ে জাতীয়বোধের জাগরণ, গণঅভ্যুত্থান ও স্বাধীনতার চেতনার দ্বারা বাঙালি প্রবল এক আলোড়নে প্রাণিত।
    শামসুর রাহমান দেশের স্বকালের এই সংঘবদ্ধ আবেগ ও অনুভূতিকে ধারণ শুধু করলেন না, বাঁক ফেরালেন কবিতা ভুবনকে। বাঙালির অস্তিত্ব, তাঁর জীবনযুদ্ধ এবং বিপর্যয় তাঁর কবিতার বিষয়বস্তু হয়ে উঠলো। এই চোখ মেলা, এই দেখা তাঁকে নিয়ে এলো জনারণ্যে, কবিতাও হয়ে উঠলো হীরের দ্যুতির মতো জ্বলজ্বলে।
    নিজেকে বদল করার আর বাঁক ফেরাবার প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই। সামরিক শাসন জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসেছিল। অনেকেই আশ্রয় নিলেন প্রতীকে। শামসুর রাহমান বদল করলেন নিজেকে। নির্মলেন্দু গুণ ষাটের দশকে তাঁর প্রেম ও রাজনৈতিক কবিতা নিয়ে মনোযোগ আকর্ষণ করলেন বৃহত্তর পাঠকের। মহাদেব সাহাও তাঁর কবিতায় বিষাদঘন এমন এক আবহ সৃষ্টি করলেন যা ছিল এ দেশের স্বরের ডালে নব-উচ্চারণ। অকালপ্রয়াত আবুল হাসানের কবিতা ও কবিসত্তা নতুন কাব্যকীর্তি নির্মাণের জন্য আকুল। বাঙালির স্বরূপ চেতনা, রাজনৈতিক সমস্যাসমূহের মূল প্রকৃতি তাঁদের জীবন ও মননে আলোকরশ্মির মতো উদ্ভাসিত হয়ে উঠেছিল। কিন্তু এসব সত্ত্বেও সমস্যা ছিল কবিতার ক্ষেত্রে জনবিচ্ছিন্নতার। স্বগত উচ্চারণ কিংবা কোনো ক্ষেত্রে ক্রান্তিসংকটের আর্তি জনগণের সঙ্গে কোনো যোগ ঘটাতে পারেনি। অঙ্গীকার ও বৈচিত্র্য সত্ত্বেও সীমিত ছিল সকল আবেদন।
    অথচ উর্দু কবিতার চারিত্র্যলক্ষণ ভিন্নার্থে ঐশ্বর্যবান। এর বিকাশ হয়েছে জনারণ্যে আর মানুষের দুঃখ-বেদনার সারাৎসার উপলব্ধিতে। সেজন্য ফয়েজ আহমদ ফয়েজের কবিতার বাংলা রূপান্তরে একটি ভিন্ন মানে থাকে আমাদের কাছে। বাঙালির আন্তর্জাতিকতাবোধ ও সমাজভাবনায়ও একটি নতুন মাত্রা সংযোজিত হয়ে যায়। পাকিস্তানি শোষণ ও বঞ্চনার কারণে যে উর্দু ভাষা ও সংস্কৃতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল বাঙালি, সে ভাষাতেই যখন প্রতিবাদের ধ্বনি শোনা গেল ও মহান মানবিকতা বোধ নতুন মাত্রা সঞ্চার করল, তখন তার থেকে কাব্য গুণান্বিত রস উপভোগে কোনো বাধা রইল না। পীড়ন ও শোষণের বিরুদ্ধে ফয়েজের প্রতিবাদ বাঙালির প্রগতিশীলদের উজ্জীবিত করে। এ কাজের একক কৃতিত্ব রণেশ দাশগুপ্তের। আমরা তাঁর কাছে ঋণী।
    বাংলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সংস্কৃতি সংসদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ফয়েজ আহমদ ফয়েজকে প্রথম দেখি। বন্ধু মতিউর রহমান তখন সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক। সম্মাননাপত্রে যখন তাঁকে মতিউর রহমান মানবপ্রগতি আর মুক্তিচেতনার অগ্রদূত অভিধায় চিহ্নিত করেন তখন বিষয়টি আমাদের সত্যি ভাবায়। অনুষ্ঠানে তাঁর দরাজ কবিতা আবৃত্তি, উর্দু শব্দের ধ্বনিতরঙ্গ ও গীতরস আমাদের উদ্বুদ্ধ করে। তার কয়েকদিন পরে যখন রুচিসি্নগ্ধ মানুষ আশরাফ আলী চৌধুরীর বাসভবনে তাঁর কবিতা শোনার সুযোগ হয় তখন অভিভূত হয়ে যাই। আমাদের বিস্ময়-বিহ্বলতা আর কাটে না। ফয়েজ আহমদ ফয়েজকে ঘিরে এই আমাদের প্রাথমিক অভিজ্ঞতা।
    কয়েক বছর পরে উর্দু কবিতার এক জলসায় তাঁকে আরেকবার দেখার সৌভাগ্য হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিনিদ্র রাত কাটে অদ্ভুত উত্তেজনায়। ফয়েজ আহমদ ফয়েজ কবিতা পাঠ করেন আশ্চর্য এক মাধুর্যে উদার উদাত্ত কণ্ঠে। দ্বিতীয় বিস্ময় অপেক্ষমাণ ছিল সেই রাতে। মধ্যরাতে তিনি পাঠ করেছিলেন বেশ কয়েকটি কবিতা। কবিতা পাঠ করেন তো দর্শক করতালি আর বাহবা দিয়ে নন্দিত করেন। বিষয় হিসেবে প্রাধান্য পায় নিপীড়িত মানুষের জন্য আকুলতা। সকল ধরনের শোষণ-বঞ্চনার অবসান ও মানবিকতার জয়গান নিয়ে আবার পাঠ করেন আরেকটি কবিতা। কিন্তু এর শেষ হতে চায় না। দর্শক-শ্রোতার হৃদয়ে নতুন তরঙ্গ সৃষ্টি করে তাঁর কবিতা। এক একটি শব্দে, তার গীতরসে, তার ধ্বনিমাধুর্যে শ্রোতা-দর্শক হয় বিমুগ্ধ ও আলোড়িত। সারারাত এ নিয়ে কবিবন্ধুর সঙ্গে তর্ক হয়, উর্দু কবিতার লোকপ্রিয়তা, প্রত্যক্ষ অভিজ্ঞতার শিল্পিত উপস্থাপন, শ্রোতার সঙ্গে সংযোগ আমাদের তর্কের বিষয়। উর্দু কবিতা যেভাবে পাঠক গ্রহণ করেন সহজবোধ্য কারণে সেক্ষেত্রে বাংলা কবিতা কি এভাবে নন্দিত হতে পারে?
    ফয়েজ আহমদ ফয়েজকে আরো কাছে থেকে দেখার সুযোগ ঘটে ও নানা বিষয়ে মতবিনিময় হয় মস্কোর হোটেল পিকিংয়ে। তিনি তখন নির্বাসিত জীবনযাপন করছেন। দেশত্যাগী, নিরাশ্রিত_ এই কথা বলেন। পাকিস্তানের সামরিক জান্তা ও রাজনীতি নিয়েও কথা হয়। প্রথম দর্শনেই দৃষ্টি কাড়েন। নিম্নকণ্ঠ, শরিফ ও রুচিবান এক সি্নগ্ধ মানুষ। জড়তা আর দূরত্ব ঘুচে গেলে আশ্চর্য সুন্দর এই কবি-মানুষকে চেনা যায়।
    প্রথমেই খোঁজ নেন রণেশ দাশগুপ্তের।
    তাঁকে বলি তিনি এখন মস্কোয়। ‘দেখা হবে তাহলে’ এই বলে প্রশান্তি আর আনন্দে তাঁর মুখম-ল উজ্জ্বল হয়ে ওঠে।
    আলাপচারিতায় আলবদর-ঘাতকদের হাতে নিহত শহীদুল্লা কায়সার আর মুনীর চৌধুরীর মতো হৃদয়বান ও উন্নত রুচির মানুষের স্মৃতি তাঁকে কাতর করে। শিল্পী কামরুল হাসান আর শওকত ওসমান, আহমদুল কবির কেমন আছেন ঘুরেফিরে তিনি এই প্রশ্নও করেন।
    ফয়েজ আহমদ ফয়েজ প্রসঙ্গে সাউথ পত্রিকার শিল্প-সংস্কৃতি সম্পাদিকা জুডিথ ভিডাল হল এক প্রবন্ধ লিখেছিলেন। হাসান ফেরদৌস অনূদিত যৎসামান্য উদ্ধৃতি দিচ্ছি কবি ও কবিতার চারিত্র্যলক্ষণ উপলব্ধির জন্য।
    যেসব শক্তির প্রভাবে ফয়েজ আহমদ ফয়েজের কবি ও রাজনৈতিক জীবন গঠিত হয় তা খুবই স্পষ্ট। বিশ ও তিরিশের দশকের ভারতে বিরাট রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন শুরু হয়েছে। দেশে দানা বাঁধছে ট্রেড ইউনিয়ন ও কৃষক আন্দোলন। পুনরুজ্জীবিত হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। তবে এই ঘটনার প্রভাবে ফয়েজের কবিতা যে আন্দোলিত হবেই এমন কোনো ধরাবাঁধা কথা ছিল না। শুরু থেকে তিনি ছিলেন রোমান্টিক বিপ্লবী ধারার কবি। তাঁর কথায় : ‘রোমান্টিক চেতনার বশবর্তী হয়েই গোড়াতে আমি কবিতা লিখতাম। কবিতার জন্ম স্বতঃস্ফূর্তভাবেই হতো, এর জন্য বাড়তি কসরতের প্রয়োজন ছিল না। অল্পতে লোক-স্বীকৃতি পাওয়ায় আমি সত্যি বলতে কি ভীতই হয়েছিলাম; কারণ লেখা চালিয়ে যাবার খুব একটা ইচ্ছা আমার ছিল না। রাজনীতিই ছিল প্রধান বিবেচ্য, আর রাজনীতির সঙ্গে কবিতার কোনো যোগাযোগই তখন ছিল না। কিন্তু গোটা পৃথিবীটাই ছিল আমার সাথে আর ঘটনাক্রমে আমাকে নানাভাবে প্রভাবিত করে চললো। ফলে লেখা আমাকে চালিয়ে যেতেই হলো।
    ঘটনাক্রমে এবং ক্রমান্বয়ে রাজনীতি তাঁর কবিতার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। তবুও তা সত্ত্বেও ফয়েজের কবিতার রোমান্টিক সৌরভ কিন্তু অন্তর্হিত হলো না। আদতে ফয়েজ আগাগোড়াই এমন কবি যাঁর কবিতার বিষয়বস্তু যত প্রতিবাদী চরিত্র বহন করুক না তা সব সময়ই গানের মতোই সুরেলা ছিল।
    …এই শতকেই গোড়ার দিকে উর্দু কবিতায় গেঁয়ো ও সাধারণ ধারা ছিল, ফয়েজ আহমদ ফয়েজের হাতেই তার পুনরুদ্ধার ঘটে। সম্পূর্ণ নতুনভাবে একে তিনি ঢেলে সাজালেন সেই ঘ্যানঘ্যানে প্রেমের কবিতা আর কবির ব্যর্থ প্রেমের গীত বদলে ফয়েজ কবিতায় আনলেন বাড়ি, দেশ, অভুক্ত স্বদেশবাসী ও অধিকারহীন নারীদের কথা। ‘প্রতিটি গজল হয়ে উঠল অভিযোগপত্র।’ তাঁর হাতে গজল ক্ষোভ থেকে রূপান্তরিত হলো সরাসরি অভিযোগে, প্রচ- প্রতিবাদে। কবিতায় সম্মিলন হলো রোমান্টিকতা ও বিপ্লবী চেতনার।
    ফয়েজ আহমদ ফয়েজ কবিতায় এভাবেই মানুষের দুঃখ-বেদনা উপলব্ধির নন্দিত চৈতন্যে একেবারে পালটে দেন উর্দু সৃজনশীল কবিতার ফল্গুস্রোত। ভাঙেন না বটে তিনি গীতিস্রোত কিন্তু প্রচল ছিঁড়ে তিনি প্রেম আর প্রকৃতি, সুরাপাত্র আর প্রেয়সীর মুখছন্দে বাস্তবতার আদল দেন। এখানেই তাঁর বিশিষ্টতা। শুধুই কি দেশপ্রেম আর মানববন্দনা? মোটেও নয়। এরই সঙ্গে আত্মীয়করণ করিয়েছেন তিনি মানবজীবনের অনুপুঙ্খ ঘটনাস্রোত। যেখানে বঞ্চনা আর শোষণ, নিরাশা আর আশা, জীবনের সংগ্রাম, তৃষ্ণা, ক্লান্তি আর আনন্দ, কুৎসিত আর সুন্দরের জন্য সৃষ্টির পথ সন্ধান তাঁর কবিতাতে অপরাজেয় শক্তিতে দেদীপ্যমান। ফয়েজ আহমদ ফয়েজ উর্দু কবিতার বিস্তৃত ভূমিতে এ ক্ষেত্রেই অনন্য। ফয়েজ আহমদ ফয়েজের জীবন আর মননে আদর্শ ছিল মহৎ ঐশ্বর্যের মতো। ১৯৪১ সালে প্রথম গ্রন্থ প্রকাশের অব্যবহিত পরে সেনাবাহিনী ত্যাগের মুহূর্তে সেই যে সোভিয়েত ইউনিয়নকে ভালোবেসেছিলেন সুহৃদের মতো মানবিক কর্মকা-ের জন্য, এ আমৃত্যু ধারণ করে ছিলেন। একদিনের জন্য তা ত্যাগ করেননি। সোভিয়েতের সঙ্গে এই প্রীতি আর তাঁর সামাজিক অঙ্গীকারের মুক্তধারা এক মোহনায় এসে মিশেছে। যেজন্য তাঁর সমাজ অঙ্গীকারের সোভিয়েতপ্রীতির কোনো তুলনা নেই। তাঁর তুলনা তিনি নিজেই। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তাঁর ভূমিকা, মুক্তিকামী মানুষের সঙ্গে সাযুজ্যবোধ তাঁর সৃজনধারাকে এ মহীয়ান করে তোলে। পাকিস্তানে সামরিক জান্তার নবশক্তিতে অভ্যুদয়ের পর লন্ডন, বৈরুত ও মস্কোয় স্বেচ্ছানির্বাসন তাঁকে নিঃসঙ্গ করলেও তাঁর কবিসত্তা আরো বলিষ্ঠ হয়ে ওঠে। দেশপ্রেম ও মানবপ্রেম তাঁর কবিতায় সঞ্চার করে নতুন মাত্রা। এ স্বেচ্ছানির্বাসনও একটি ভিন্ন অর্থ যোজনা করে তাঁর মননে।
    মৃত্যুর কিছুদিন আগে এক কবিতায় তিনি লিখেছেন, ‘মৃত্যু হলে স্বদেশের মাটিতেই আমায় গোর দিও।’ স্বদেশের মাটির মতো আর প্রিয় কিছু নেই। মৃত্যুর মুখোমুখি হয়ে মৃত্যুকে আবাহন আর স্বদেশের মাটিকে ভালোবাসার চরম সত্যই এ কবিতার উপজীব্য। চুয়াত্তর বছর বয়সে লোকান্তরিত হলেন ফয়েজ আহমদ ফয়েজ। স্বেচ্ছানির্বাসন, অনিয়ম ও অতিরিক্ত মদ্যপানজনিত কারণে তাঁর পাকস্থলী জর্জর হয়ে পড়েছিল। দীর্ঘদিন থেকে তিনি রোগ ভোগ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও কাজ করা থেকে তিনি বিরত হননি। মৃত্যুর অল্প আগেও ‘লোটাস’ পত্রিকার সম্পাদনা ও আফ্রো-এশীয় লেখক ইউনিয়নের সাংগঠনিক কাজে বেশ ব্যস্ত ছিলেন তিনি বৈরুত আর মস্কোয়।
    বছর কুড়ি আগে স্বেচ্ছানির্বাসনকালে তাঁর কবিতাচর্চার পঞ্চাশ বছর আর সত্তরতম জন্মোৎসব যখন পালিত হয় মহাসমারোহে লন্ডন, দিলি্ল, কলকাতা, বৈরুত আর প্যালেস্টাইনি শরণার্থী শিবিরে, তখন পাকিস্তানি সামরিক জান্তার দমন নীতিজনিত কারণে পাকিস্তানে তাঁর কোনো জন্মোৎসব পালিত হয়নি; কিন্তু শতসহস্র কবিতা-অনুরাগীর হৃদয়ারণ্যে তাঁর উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশে সামরিক শাসনবিরোধী সংগ্রাম ও উত্তরণে নতুন তাৎপর্য সৃষ্টি করে।
    ফয়েজ আহমদ ফয়েজের কবিতা মানুষের দুঃখ, কষ্ট ও বেদনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ধারণ করেছিল। সৃজনশীলতার দিক থেকেও তাঁর কবিতা হয়ে উঠেছিল উচ্চমানের। বিভিন্ন জাতির মধ্যে শান্তি জোরদার করার স্বীকৃতিস্বরূপ তিনি লেনিন শান্তি পুরস্কার অর্জন করেন। চলি্লশের দশক থেকে প্রগতিশীল শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনের নেতৃত্বের যে দায় বহন করেন তিনি, তা আমৃত্যু বহন করেন।
    তিনিই ছিলেন পাকিস্তান-সোভিয়েত মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা, আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের নেতা ও পাকিস্তানে শান্তি আন্দোলনের অন্যতম পুরোধা।
    প্রাচ্য আর প্রতীচ্যে একই সঙ্গে এত শ্রদ্ধার সঙ্গে ভারত আর পাকিস্তানের শত রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও ফয়েজ আহমদ ফয়েজের নাম একান্ত আপনজন হিসেবেই উচ্চারিত হয়েছে। অন্য কোনো কবির ভাগ্যে এই প্রীতি ও রাখিবন্ধন জোটেনি।
    সৃজনশীলতা আর মানুষের মানবিক উপলব্ধির কোনো গ-ি নেই। ফয়েজ আহমদ ফয়েজ উর্দু আধুনিক কবিতার পথিকৃৎ হিসেবে এই ঐক্যবন্ধনকে সুদৃঢ় করে তুলেছিলেন মানুষের সঙ্গে মানুষের।

    লিন্ক এখানে

  23. মাসুদ করিম - ২৭ মে ২০১১ (৫:০৩ অপরাহ্ণ)

    বিদায়ী প্রধান বিচারপতি খায়রুল হককে নিয়ে খোন্দকার ইব্রাহিম খালেদ লিখছেন

    নিজ আঙিনায় বিচারপতি খায়রুল হক নীরবে, নিঃশঙ্কচিত্তে এ কাজগুলোই করে গেছেন। ভ্রষ্ট রাষ্ট্রশক্তিকে মুক্তিযুদ্ধের কক্ষপথে পুনঃপ্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। আজ যারা তাঁর কুশপুত্তলিকা দাহ করছে, শতবর্ষ পরে তারা যখন পচে গলে বিলীন হয়ে যাবে, খায়রুল হক তখন ধ্রুবতারার মতো জ্বলজ্বল করবেন। পথহারাকে পথ দেখাবেন। নবপ্রজন্মের পথপ্রদর্শক হয়ে উঠবেন। ইতিহাসের নতুন সন্তানদের আদর্শস্থানীয় হয়ে থাকবেন।

    বিস্তারিত পড়ুন : দায়মুক্ত হয়ে বিদায় নিলেন

  24. মাসুদ করিম - ২৭ মে ২০১১ (১১:৪৪ অপরাহ্ণ)

    কয়েকদিন আগে বাম হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে আজম খান স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, এই খবরটি দেখে ভাবিনি আজকে এই খবরটি দেখতে হবে যে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বলা হচ্ছে তার মুখগহ্বরের ক্যান্সার এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

    পপ সম্রাট আজম খানের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

    আজম খানের বড় মেয়ে ইমা খান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে তার শারিরিক অবস্থা খারাপ হলে দ্রুত সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়েই বাঁচিয়ে রাখা হয়েছে।

    আজমখানের চিকিৎসক কামরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, আজম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

    তিনি বলেন, আজম খানের মুখগহ্বরের ক্যান্সার তার শরিরে ছড়িয়ে পড়েছে। এতে তার ফুঁসফুস ও যকৃৎ অকেজো হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে দ্রুত সিসিইউতে নেওয়া হয়।

    লাইফ সাপোর্ট কতক্ষণ রাখা হবে জানতে চাইলে কামরুজ্জামান জানান, ২৪ ঘণ্টা পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

    গত ২২ মে বাম হাতে হঠাৎ প্রচ- ব্যথা অনুভব করলে আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ১৩০৭ নম্বর কেবিনে তিনি চিকিৎসক কামরুজ্জামানের (রেডিওলোজিস্ট) তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

    উল্লেখ্য মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খানকে এর আগে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে ২০১০ সালের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে কেমোথেরাপি দেওয়া হয়। তাকে মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ৫টি কেমোথেরাপি দেওয়ার কথা থাকলেও তিনি ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ১টি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসেন।

    কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর থেকে ফেরার পর নিয়মিত চেক-আপ না করানোর কারণেই আজম খানের অবস্থা শঙ্কটাপন্ন হয়েছে।

    রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ছুটে আসেন দেশের আরেক খ্যাতনামা পপ সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। তিনি সাংবাদিকদের জানান, আজম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা আশাবাদী তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

    বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১১

    খবরের লিন্ক এখানে

  25. মাসুদ করিম - ২৯ মে ২০১১ (৯:৫৭ পূর্বাহ্ণ)

    ২০০৫ সালে প্রথম তার ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসায় প্রায় সুস্থও হয়ে উঠেছিলেন, কিন্তু সাড়ে চার বছর পর আবার অবস্থার অবনতি হতে থাকে, এরপর থেকে হাসপাতাল বাড়ি করেই জীবন চলছিল, শেষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবছর ৮ মার্চ, আর গতকাল কবি মল্লিকা সেনগুপ্ত সব চিকিৎসার অতীত হয়ে গেলেন। ১৯৬০ কলকাতাতেই জন্মেছিলেন।

    খবরের লিন্ক এখানে

    • সরব দর্শক - ৩০ মে ২০১১ (৭:২১ পূর্বাহ্ণ)

      না, শেষ পযর্ন্ত ‘সর্বরোগহর’ ভালোবাসাও সারিয়ে তুলতে পারল না মল্লিকাকে।
      তাঁর ‘আমাকে সারিয়ে দাও, ভালবাসা’ থেকে কয়েকটি স্তবক :


      ওষুধ ডাক্তার আর রেডিওথেরাপি
      শেষ হলে বাকি থাকে মানুষের ভাষা
      পাশে থাক, কাছে থাক, নিরুদ্বেগ রাখ
      আমাকে বাঁচিয়ে রাখ স্নেহ ভালবাসা।


      কেমোথেরাপির দিন হাসপাতালের বেডে বড় একা লাগে
      সবাইকে ছেড়ে কেন আমাকেই ধরেছে অসুখ
      বুকের গোপন কোষে ঢুকেছিল কোন ছিদ্রপথে
      আয়নায় চোখ মারে গলাকাটা ক্যান্সারের মুখ।

      ১০
      আমার শরীর যেন ভূগোলের নতুন প্রান্তর
      অক্ষাংশ দ্রাঘিমা মেপে ঠিক হল অব্যর্থ নিশানা
      লাল নীল পেনসিলে আঁকা হল আলোর টার্গেট
      রেডিয়েশনের রেখা স্পর্শ করে স্তন কোষগুলি।

      ১৪
      আমি না থাকলে যদি এই ঘর জলে ভেসে যায়!
      যদি মাকে পথে পথে খুঁজে ফেরে পাগল ছেলেটা
      দেশটা বিদেশ হয়ে যায় যদি হঠাৎ কখনও
      অশুভ বাতাস যদি গিলে ফেলে শুভেচ্ছাগুলিকে!

      ১৭
      চল্লিশ চাঁদের আয়ু, না বুঝে লিখেছি
      এখনও অনেক কাজ বাকি আছে, যাবই না আমি
      দু-দশ বছর আরও তোমাদের জ্বালাব পোড়াব
      না রে মৃত্যু আজ আর তোর জন্য সময় হবে না।

      ১৮
      ক্যান্সার তোমার সঙ্গে দেখা হল চল্লিশ পেরিয়ে
      এত অতর্কিতে তুমি দরজায় নাড়া দিয়েছ যে
      জীবন পাল্টে গেল রাতারাতি, বোঝার আগেই,
      সন্তানের মুখ ছুঁয়ে বসে থাকি, পলক পড়ে না।

      ২২
      শিশির তোমার কেন কোনওদিন অসুখ করে না?
      রোদ্দুর কখনও বুঝি মনখারাপ হয় না তোমার?
      সারস তোমাকে কেউ প্রতারণা করেনি কখনও?
      আমিও শিশির হয়ে, রোদ্দুর, সারস হয়ে থেকে যেতে চাই পৃথিবীতে।

      (সৌজন্য : মিতুল দত্ত)

  26. মাসুদ করিম - ২৯ মে ২০১১ (১:০০ অপরাহ্ণ)

    কবি গায়ক Gil Scott-Heron মারা গেছেন শুক্রবার ২৭ মে ২০১১, তাকে বলা হত Godfather of Rap, অবশ্য নিজের কবিতা ও গানকে তিনি বলতেন Bluesology (a fusion of poetry, soul, blues and jazz, all shot through with a piercing social conscience and strong political messages, tackling issues such as apartheid and nuclear arms.), তার মানে অনেক কিছু এক সাথে এবং এই অনেক কিছুকে নিয়েই তার গান। তার ঘনিষ্ঠ বন্ধু প্রকাশক Jamie Byng লিখছেন

    Gil was also one of the funniest men I ever met. Our friendship began back in 1990 in Edinburgh when I went backstage after I had witnessed the first of many remarkable performances I was lucky enough to see. His openness towards me from the word go typified the generous manner in which he engaged people throughout his life. I was a young white guy he didn’t know from Adam, but he welcomed me into his world and over the years we came to spend many hours together, and I always came away from these meetings altered. Wiser but happier.

    One thing led to another and by 1996 I had become his publisher, reissuing two novels (The Vulture and The Nigger Factory) that he had written in his early 20s and which revealed his talents as a prose stylist. In that same year my first child was born, my daughter Marley, and a week after her birth I received a fax from Gil entitled A.M Revelations: “Sincere congratulations and standing ovations are due to you and your lovely lady and ‘wee female baby’ as they might put it somewhere near your part of the planet.

    “As the proud father of at least one of each of the two possibilities, let me tell you this: 90% of all men seem to want a manchild if pressed into picking one. Believe me, ‘to heir is human, but little girls are divine.’ You will never have any experience that compares to the way little girls are and how devoted they are to you.

    Their love comes totally without reservation

    Without pretence or nonsense, a brand new sensation

    Little girls trust their fathers through all situations

    This is how the dreams of an ultimate destination.

    Maybe they don’t know how they link generations

    And carry your immortality on to yet another station

    But somehow they must hear and feel god’s vibrations

    And know that you are their connection to creation.

    বিস্তারিত পড়ুন : Gil Scott-Heron, my brave and brilliant friend

    এখানে শুনুন তার বিখ্যাত গান :The Bottle.

  27. মাসুদ করিম - ৩০ মে ২০১১ (৫:৩৯ অপরাহ্ণ)

    গত মাসে প্রথম আসামের ‘ডি’ ভোটারদের বিষয়ে অমানবিক ব্যাপারটি জানতে পারি, তখন একটা লিন্ক দিয়েছিলাম, ব্যপারটির সাথে বাংলাদেশ জড়িত — কারণ বলা হয় এই ‘ডি’ ভোটারদের বেশির ভাগ বাংলাদেশ থেকেই যায়। আজ পড়ছিলাম : গণ আন্দোলনের পথে ‘ডি’ ভোটারেরা। এই বিষয়টি আমাদের এখানে তেমন আলোচনা হচ্ছে না, তবে আসাম ও বাংলাদেশের সম্পর্ক ভাল করতে এব্যাপারে আমাদের ভাবনার পরিসর সৃষ্টি করতে হবে। এখনই এনিয়ে এগিয়ে থাকলে ভবিষ্যতে আমরাই উপকৃত হব।

  28. মাসুদ করিম - ৩০ মে ২০১১ (৫:৫৫ অপরাহ্ণ)

    লিম্বু ভাষায় ‘সুই’ মানে নতুন আর ‘খিম’ মানে বাড়ি — সুইখিম, নতুন বাড়ি — সিকিম হবে এবার সুইখিম। পড়ুন আজকের সিকিমের চিঠি

  29. Pingback: নেপালনিধি | প্রাত্যহিক পাঠ

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.