এ সপ্তাহের লিংক : ২৫ জানুয়ারি ২০০৯

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের (তারিখ পরিবর্তনশীল) নিয়মিত পোস্টের এই সিরিজটি চলতে থাকবে। এতে থাকবে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের (URL) তালিকা। এই পোস্টে মন্তব্যকারী পাঠকদের সুপারিশকৃত লিংকগুলোর ভিত্তিতে ঈষৎ সম্পাদনার পর (যেমন ট্যাগিং) পোস্টটিকে চূড়ান্তরূপ দেয়া হবে, আর্কাইভে সংযোজনের আগে। সে অর্থে এই পোস্টটির (এবং এই সিরিজটির) লেখক আসলে এখানকার সকল মন্তব্যকারী পাঠক, যৌথ ও সম্মিলিতভাবে। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে সুপারিশ করতে পারেন এখানে। তবে প্রতিটি লিংকের সাথে অল্পকথায় একটি ভূমিকা বা বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতটি যদি সংক্ষেপে লিখে দিতে পারেন তাহলে সপ্তাহান্তে সম্পাদনার কাজ অনেক সহজ ও দ্রুততর হবে। উল্লেখ্য, কোনো মন্তব্য অনুমোদন বা চূড়ান্ত পোস্টে তা স্থান দেয়ার ব্যপারে এই পোস্টের সম্পাদক(মণ্ডলীর) সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এক নজরে পুরো প্রক্রিয়ার ধাপগুলো এরকম:

১. “এ সপ্তাহের লিংক : (সেদিনের তারিখ)” শীর্ষক একটি “খালি” পোস্ট সপ্তাহের শুরুতেই মুক্তাঙ্গনে তুলে দেয়া হবে পাঠকদের সুপারিশ গ্রহণ করার জন্য।

২. পাঠকরা তাদের পছন্দমত যে-কোনো সংখ্যক লিংক (সংক্ষিপ্ত ভূমিকাসহ) সুপারিশ করতে পারবেন সেই পোস্টে মন্তব্য আকারে।

৩. সপ্তাহান্তে সুপারিশকৃত লিংকগুলোর ভিত্তিতে পোস্টটির চূড়ান্ত রূপ দেয়া হবে। এরপর তাতে আর নতুন কোনো মন্তব্য (বা সুপারিশ) গ্রহণ করা হবে না।

৪. “এ সপ্তাহের লিংক : [তারিখ]” শীর্ষক আরেকটি “নতুন” পোস্ট মুক্তাঙ্গনে তুলে দেয়া হবে পরের সপ্তাহের সুপারিশ গ্রহণের জন্য। এভাবেই চলতে থাকবে সিরিজটি।

অগ্রিম ধন্যবাদ সবাইকে।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৬ comments

  1. রায়হান রশিদ - ২৬ জানুয়ারি ২০০৯ (৬:১৩ অপরাহ্ণ)

    মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন উত্থান-পতন নিয়ে নীড় সন্ধানীর লেখা। এখানে

  2. রায়হান রশিদ - ২৭ জানুয়ারি ২০০৯ (১২:১৫ অপরাহ্ণ)

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অভিবাসন, ফিলিস্তিনের সাথে সংঘাতের ইতিবৃত্ত এবং প্রাসঙ্গিক ইতিহাস নিয়ে ড. শান্তনু সেনগুপ্ত’র তথ্য সমৃদ্ধ সাক্ষাৎকার। এখানে

  3. রেজাউল করিম সুমন - ২৮ জানুয়ারি ২০০৯ (৯:১৮ অপরাহ্ণ)

    বাংলা ব্লগ নিয়ে প্রথম আলো ব্লগে একটি ধারাবাহিক সিরিজ লিখছেন মাহবুব মোর্শেদ। “নানা রকমের বাংলা ব্লগ”-এর দ্বিতীয় ও তৃতীয় পর্বে তিনি জানিয়েছেন যথাক্রমে না-বলা কথা এবং এভারগ্রিন বাংলা ব্লগ নিয়ে তাঁর নিজস্ব মূল্যায়ন। দেখুন এখানে এবং এখানে

  4. রেজাউল করিম সুমন - ২৮ জানুয়ারি ২০০৯ (৯:৩৮ অপরাহ্ণ)

    গুগল-এর বাংলা ইন্টারফেইসের ভাষা-বিভ্রাট চিহ্নিত করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে সামহয়ারইন ব্লগে একটি পোস্ট লিখেছেন রাগিব হাসান। নানাজনের মন্তব্যে উল্লেখকৃত সমস্যাগুলো সম্পর্কে পরে গুগল-কে অবহিত করা হয়। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে দেখুন।

  5. রায়হান রশিদ - ২৯ জানুয়ারি ২০০৯ (১১:২৭ পূর্বাহ্ণ)

    প্রাথমিক পর্যায়ে সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অভিন্ন সিলেবাস প্রণয়নের পরিকল্পনা। এখানে

  6. মাসুদ করিম - ২৯ জানুয়ারি ২০০৯ (৬:১৭ অপরাহ্ণ)

    শোকলেখন : জন আপডাইকআলডো ক্রমলিন্ক

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.